সাবমারসিবল পাম্প প্রাইস ইন বাংলাদেশ

 ডাভ সাবান প্রাইস ইন বাংলাদেশসাবমারসিবল পাম্প প্রাইস ইন বাংলাদেশ এ ব্যাপারে আপনাদেরকে ভালো একটি ধারণা দেওয়ার চেষ্টা করবো যে, বাংলাদেশে এখন পাম্পের প্রাইস কেমন এবং কেমন দামে পাওয়া যাচ্ছে এবং কোন পাম্পের কেমন প্রাইস, সেগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো সেই পর্যন্ত সাথেই থাকুন।
সাবমারসিবল-পাম্প-প্রাইস-ইন-বাংলাদেশ
দেশের বাজারের প্রাইজ সব সময় পরিবর্তন হতে থাকে এবং ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ধরনের প্রাইস হয়ে থাকে। এই পোস্টে দেওয়া সকল পাম্পের প্রাইস গুলোর সাথে বাজারের প্রাইসের আপনি মিল নাও পেতে পারেন। এই ক্ষেত্রে শুধু ধারণা নেওয়ার জন্য আপনি দেখতে পারেন।

পোস্ট সূচিপত্র - সাবমারসিবল পাম্পের প্রাইস সংক্রান্ত সবকিছু

সাবমারসিবল পাম্প প্রাইস ইন বাংলাদেশ

বাংলাদেশে সাবমারসিবল পাম্পের দাম পাম্পের ধরন, আকার, হর্সপাওয়ার, পানি স্থানান্তর ক্ষমতা এবং ব্র্যান্ডের উপর নির্ভর করে। সাধারণত এই ধরনের পাম্পের দাম হতে পারে ১০,০০০ টাকা থেকে শুরু করে ১,৫০,০০০ টাকা পর্যন্ত। তবে, এই দাম পরিবর্তন হতে পারে এবং বিভিন্ন ব্র্যান্ড এবং মডেলের উপর ভিত্তি করে বিভিন্ন হতে পারে। তাই, সঠিক দাম জানার জন্য আপনার নিকটস্থ কোন সাবমারসিবল পাম্পের শোরুমে বা দোকানে গেলে সাবমারসিবল পাম্প প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে সেখান থেকে আপনি একটি ভালো ধারণা পেয়ে যাবেন।

সাবমারসিবল পাম্প বসানোর খরচ

সাবমারসিবল পাম্প বসানোর জন্য যে খরচের প্রয়োজন পড়ে সেটি আসলে জায়গাভেদে এবং বিভিন্ন এলাকাতে স্থানভেদে এবং পরিবেশ ভেদে ভিন্ন হতে পারে। কারণ এটি মাটির গভীরতা, মাটির প্রেসার, পানির গভীরতা নির্ণয়, এবং আবহাওয়ার উপরে ভিত্তি করে। তো এই ক্ষেত্রে খরচ কিছুটা কম বেশি হতে পারে। তবে একটি আনুমানিক খরচ হচ্ছে ৩০ থেকে ৪০ হাজার টাকার ভেতর হতে পারে। বাংলাদেশ এই আনুমানিক খরচ এর ভিতরে আপনি আপনার পছন্দের জায়গা মতো সাবমারসিবল পাম্প বসিয়ে ফেলতে পারবেন এবং সেখান থেকে আপনি পানি উত্তোলন করতে পারবেন বলে আমি মনে করি।

মিনি ওয়াটার পাম্প এর দাম

মিনি ওয়াটার পাম্পের মূল্য বিভিন্ন ব্র্যান্ড এবং মডেলের উপর ভিত্তি করে পরিবর্তন হতে পারে। আপনি অনলাইনে বিভিন্ন বিক্রেতাদের ওয়েবসাইট বা বিভিন্ন ই-কমার্স প্লাটফর্ম থেকে মিনি ওয়াটার পাম্পের দাম সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারেন। সাধারণত এই ধরনের পাম্পের দাম হতে পারে ৬০০ টাকা থেকে ২০০০ টাকা তাছাড়া আমি মিনি ওয়াটার পাম্প এর কিছু দাম সম্পর্কে আপনাদেরকে নিচে ধারণা দেওয়ার চেষ্টা করেছিঃ
  • ১। ক্যাপ্টন মিনি ওয়াটার পাম্প - ১০,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকা
  • ২। হিমেল মিনি ওয়াটার পাম্প - ৮,০০০ টাকা থেকে ১২,০০০ টাকা
  • ৩। ওয়ালটন মিনি ওয়াটার পাম্প - ৭,০০০ টাকা থেকে ১০,০০০ টাকা
আপনার প্রয়োজন মত সঠিক মডেল এবং দাম সন্ধান করার জন্য অনলাইনে সাবমারসিবল পাম্প প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে সার্চ করতে পারেন। এছাড়াও, স্থানীয় বিক্রেতাদের কাছে থেকে তথ্য সংগ্রহ করতে পারেন।

পানির পাম্প এর দাম

পানির পাম্পের দাম পাম্পের আকার, হর্সপাওয়ার এবং বিভিন্ন ব্র্যান্ডের ধরন অনুযায়ী ভিন্ন ভিন্ন হতে পারে তবে কিছু সংখ্যক ব্র্যান্ড এবং তাদের ওয়াটার পাম্পের দাম সম্পর্কে নিচে আপনাদেরকে একটি ধারণা দেওয়া হলোঃ
  • ১। Gazi TJSW-3CL 1.5HP Pump
    • ১৩,০৫০ টাকা
  • ২। 75-GPD Water Filter Pump
    • ২,২০০ টাকা
  • ৩। 75-GPD RO Booster Pump
    • ২,৫০০ টাকা
  • ৪। Gazi TJSW-15M 1.5HP Pump
    • ৯,০০০ টাকা
  • ৫। Marquis MEC-1 Automatic Electric Pump
    • ৩,৫০০ টাকা
এইসকল পাম্প আপনার প্রয়োজনীয় দিকগুলো বিবেচনা করে নেওয়া উচিত। আপনি যত বেশি পাওয়ারফুল পাম্প নিবেন তত আপনাকে বেশি টাকা গুনতে হবে এবং এই সকল পাম্পের প্রাইস সব সময় উঠানামা করতে থাকে। তো সেইভাবে আপনাকে নিজে থেকে বিবেচনা ও নির্বাচন করতে হবে।

সেচ পাম্পের দাম

সাবমারসিবল-পাম্প-বসানোর-খরচ
সেচ পাম্পের দরকার পরে সাধারণত কৃষিকাজ করার জন্য কারণ এই ক্ষেত্রে কিছুটা শক্তিশালী পাম্পের প্রয়োজন পড়ে। কারণ যত সেচ ভালো হবে তত কৃষিকাজে ফলনও বেশি পাওয়া যাবে। এই ক্ষেত্রে ভালো সাবমারসিবল পাম্প ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার ফলে এই পাম্পগুলোর দাম টাও একটু বেশি পড়ে। নিচে বাংলাদেশের সেরা তিনটি সাবমারসিবল পাম্পের ব্র্যান্ড যেগুলো সেচ কাজের জন্য সবথেকে ভালো। সেই পাম্প গুলোর দাম সম্পর্কে নিচে আপনাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছিঃ
  • ১। গাজী পাম্পঃ ৫,০০০ টাকা থেকে ১,০০০ হাজার টাকা পর্যন্ত হর্সপাওয়ার মোতাবেক আপনি পেয়ে যাবেন।
  • ২। আরএফএল পাম্পঃ ৪,০০০ টাকা থেকে শুরু করে আপনি ৯,৬৫০ টাকার ভিতরে ভালো পাম্প পেয়ে যাবে।
  • ৩। ওয়ালটন পাম্পঃ এটি আপনি ১০ থেকে ১৫ হাজার টাকার ভিতরে ভালো পাম্প ক্রয় করতে পারবেন।
এই ছিল কিছু সেচ কাজের জন্য সেরা কিছু ব্র্যান্ডের নাম যা আপনি ভালো গুণগত সম্পূর্ণ মানের একটি পাম্প ও অল্প টাকা থেকে বেশি টাকার ভিতরে আপনি নিজের পছন্দসই পাম্পটি কিনতে পারবেন।

১ ঘোড়া সাবমারসিবল পাম্প দাম কত

১ ঘোড়া সাবমারসিবল পাম্পের দাম পাম্পের ব্র্যান্ড এবং মডেলের উপর নির্ভর করে। নিচে কিছু পাম্পের দাম উল্লেখ করা হলোঃ
  • ১। এসিআই সাবমারসিবল পাম্পঃ এসিআই সাবমারসিবল পাম্প ১ ঘোড়ার দাম ১০৯৫০ টাকা।
  • ২। গাজী সাবমারসিবল পাম্পঃ গাজী সাবমারসিবল পাম্প ১ ঘোড়ার দাম ৬০০০ টাকা।
  • ৩। আরএফএল সাবমারসিবল পাম্পঃ আরএফএল সাবমারসিবল পাম্প ১ ঘোড়ার দাম ৮০০০ টাকা।
তবে, এই দাম পরিবর্তন হতে পারে এবং বিভিন্ন ব্র্যান্ড এবং মডেলের উপর ভিত্তি করে বিভিন্ন হতে পারে।অবশ্যই আপনাকে সাবমারসিবল পাম্প প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে জানার জন্য নিজে থেকে জানার চেষ্টা করতে হবে।

গাজী ২ ঘোড়া সাবমারসিবল পাম্পের দাম কত

গাজীর ২ ঘোড়া সাবমারসিবল পাম্প ১ ঘোড়া থেকে একটু বেশি পাওয়ারফুল এবং ভালো সার্ভিস প্রদান করতে সক্ষম এবং এই পাম্পটি তে একটু সুযোগ-সুবিধা বেশি থাকে তুলনামূলক ১ ঘোড়ার প্রেক্ষিতে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে দুই ঘরা এবং এক ঘোড়ার একটি ছোট কম্পারিজন দেখেছি যাতে করে আপনারা খুব সহজে বুঝতে পারেন। আসলে গাজী ২ ঘোড়া সাবমারসিবল পাম্পের দাম প্রায় ১৪,০০০ টাকার মতো, এটি ক্ষেত্রবিশেষে বেশি কম হতে পারে।

আপনারা হয়তোবা জানেন গাজী ইন্ডাস্ট্রিজ তারা কতটা বিশ্বস্ততার সাথে এই বিষয়টা নিয়ে কাজ করছে যার ফলে তারা এখন মানুষের পছন্দের এক নম্বরে এই সকল বিষয়ে। তারা বিভিন্ন ধরনের পণ্য তৈরি করে থাকে তার ভিতরে প্রধান যে পণ্যটি তারা সব থেকে বেশি বিক্রি করে থাকে সেটি হচ্ছে তাদের পাম্প এবং পানির টাংকি এই দুইটা বিষয়টা নিয়েই হয়তোবা আমরা বেশিভাগ মানুষ তাদেরকে চিনে থাকি। তাছাড়া আপনি যদি গাজী সাবমারসিবল পাম্প প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আপনাকে নিজে থেকে যাচাই-বাছাই করতে হবে।

আরএফএল সাবমারসিবল পাম্প এর দাম

বাংলাদেশে আরএফএল সাবমারসিবল পাম্পের দাম পাম্পের হর্সপাওয়ার, ব্র্যান্ড এবং মডেলের উপর নির্ভর করে। নিচে কিছু আরএফএল সাবমারসিবল পাম্পের দাম দেওয়া হলোঃ
  • ১। আরএফএল সাবমারসিবল পাম্প 75QRm4-09A-১.৫ ঘোড়া, এই পাম্পের দাম হলো ১১,৫৩০ টাকা।
  • ২। আরএফএল সাবমারসিবল পাম্প 75QRm4-16A-১ ঘোড়া, এই পাম্পের দাম হলো ১৪,৫৯০ টাকা।
আরএফএল সাবমারসিবল পাম্প এর হর্সপাওয়ারের উপরের ভিত্তি করে এর দাম নির্ভর করে সাধারণে ৪ হাজার থেকে ১৫ হাজার টাকার ভিতরে ভালো আরএফএল এর পাম্প পাওয়া যায়। ক্ষেত্রবিশেষে এবং এলাকাভেদে এই দামের পরিবর্তন হতে পারে।

আর এফ এল ১.৫ ঘোড়া পাম্পের দাম কত

আরএফএল এর ১.৫ ঘোড়া পাম্পের দাম সাধারণত তিন থেকে ৬০০০ টাকার ভিতরে হয়ে থাকে এবং আপনারা হয়তোবা সবাই জানেন আরএফএল কতটা বিশ্বস্ত সঙ্গে তাদের প্রোডাক্ট এবং পণ্যগুলো বিক্রি করে থাকে এবং তাদের পণ্য এবং প্রোডাক্টগুলো কত টেকসই হয়ে থাকে সেটা হয়তোবা আমরা কম বেশি সবাই জানি। আরএফএল এর পণ্য গুলোর টেকসই হবার পাশাপাশি এর দাম টাও তুলনামূলক কম হয়ে থাকে। তাই আপনি চাইলে খুব সহজে পছন্দমত আপনার পাম্পটি বেছে নিতে পারেন।

এসিআই সাবমারসিবল পাম্প এর দাম

এসিআই সাবমারসিবল পাম্পের দাম পাম্পের ব্র্যান্ড এবং মডেলের উপর নির্ভর করে। নিচে কিছু সাবমারসিবল পাম্পের দাম দেখানো হোলঃ
  • ১। ACI-3Sm-1.0.2-27
    • ১০৯৫০ টাকা।
  • ২। ACI-3Sm-1.0-3-21
    • ১০৮০০ টাকা।
  • ৩। ACI-4Sm-1.0-10-5
    • ১১৮০০ টাকা।
এসিআইর পণ্যগুলো সব সময় অনেক ভালো হয়ে থাকে এবং এর দামগুলো তুলনামূলক একটু কম হয়ে থাকে অন্য অন্য সব ব্র্যান্ডের তুলনায়। আপনি চাইলে এদের পণ্যগুলো ব্যবহার করে দেখতে পারেন। কারণ তারা অল্প টাকায় বেশি ভ্যালু প্রদান করে কিন্তু এখানে আপনি বেশি সুবিধা পাবেন না এবং বিল কোয়ালিটি তুলনামূলক খারাপ হয়ে থাকে। যার কারণে এগুলার দাম একটু তুলনামূলক কম হয়ে। এখানে দেওয়া যেগুলো দাম রয়েছে সেগুলো হয়তোবা আপনি বাজারের সাথে মিল নাও পেতে পারেন। শুধু সাবমারসিবল পাম্প প্রাইস ইন বাংলাদেশ এবং এই প্রোডাক্ট এর দাম সম্পর্কে আপনাকে একটি ধারণা দিতে পারে।

পেডরোলো ১ ঘোড়া পাম্পের দাম

পেডরোলো ১ ঘোড়া সাবমারসিবল পাম্পের গানগুলো আপনাদের সুবিধার্থে নিচে একটি উদাহরণ স্বরূপ দেওয়া হলো। যার ফলে আপনি একটি ভালো আইডিয়া পেয়ে যাবেন যে, আপনার এই প্রোডাক্টটি এখন বাংলাদেশের বাজারে দাম কতঃ
  • পেডরোলো সাবমারসিবল পাম্প ১ ঘোড়ার দাম, ৬,০০০ টাকা।
তবে, এই দাম পরিবর্তন হতে পারে এবং বিভিন্ন ব্র্যান্ড এবং মডেলের উপর ভিত্তি করে বিভিন্ন হতে পারে। তাই, সঠিক সাবমারসিবল পাম্প প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে জানার জন্য আপনার নিকটস্থ কোন পাম্প বিক্রেতার সাথে যোগাযোগ করতে পারেন।

পেট্রোল চালিত ওয়াটার পাম্পের দাম

মিনি-ওয়াটার-পাম্প-এর-দাম
পেট্রোল চালিত ওয়াটার পাম্পের প্রাইস, পাম্পের ব্র্যান্ড এবং মডেলের উপর নির্ভর করে। এখানে কিছু উদাহরণ দেওয়া হলঃ
  • ১। সাকুরা ২ ইঞ্চি পেট্রোল পানির পাম্প - lwp20rx-6.5 hp
    • এই পাম্পের দাম হলো ১৮,০০০ টাকা।
  • ২। ওয়াটার পাম্প পেট্রোল চালিত ( ২ ইঞ্চি ) - ZL-LUSQI
    • এই পাম্পের দাম হলো ১২,০০০ টাকা।
  • ৩। ওয়াটার পাম্প পেট্রোল চালিত (১.৫ইঞ্চি ) - SPL15RS
    • এই পাম্পের দাম হলো ১৪,০০০ টাকা।
আপনি বৈদ্যুতিক পাম ব্যবহার করা ছাড়াও। আপনি পেট্রোল চালিত পাম্প ব্যবহার করে দেখতে পারেন। এটি খরচ কিছুটা বেশি হলেও এগুল সার্ভিস অনেক ভালো প্রদান করে। যেটি আপনাকে অনেক সাহায্য করতে পারে বিভিন্ন পরিস্থিতিতে। তাছাড়া এটি আপনাকে অনেক সুবিধা দিতে পারে যেমন, বৈদ্যুতিক প্রবলেম যদি থাকে আপনাদের এলাকায় তখন আপনি এই পাম্পটি ব্যবহার করতে পারেন। কারণ বিদ্যুৎ ছাড়াই এগুলো পাম্প চলতে পারে। এটি একটি বড় সুবিধা, আপনি চাইলে এই পাম্পগুলি ব্যবহার করে দেখতে পারেন।

সাবমারসিবল পাম্পের প্রাইস সম্পর্কে আমার মতামত - শেষ কথা

সাবমারসিবল পাম্প আমাদের জন্য কত বড় একটি দরকারি পণ্য সেটা হয়তোবা আমরা জানি। এটি হয়তোবা আমাদের প্রায় কমবেশি সবার বাড়িতেই স্থাপন করা বা তারা বিভিন্ন কাজে এই পাম্পের ব্যবহার করে থাকে। কেউ এটি ব্যবহার করে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র গুলো পরিস্কার পরিচ্ছন্ন করার জন্য। কেউ বা ব্যবহার করে পানি উত্তোলনের জন্য। কেউ ব্যবহার করে নল, নদী, খাল-বিলের পানি নিষ্কাশনের জন্য।

কেউ বা বিভিন্ন ধরনের নর্দমা পরিষ্কার করার জন্য। কেউ কৃষিকাজে ব্যবহার করে থাকে। কেউ পানি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরের কাজে বা পানি উত্তোলনের কাজে এটি ব্যবহার করে। বিভিন্নজন বিভিন্ন ভাবে, ভিন্ন ভিন্ন দরকারে এই পাম্প ব্যবহার করে থাকে। তাহলে বুঝতে পারছেন এটি আমাদের জন্য কত বড় একটি দরকারি পণ্য এবং আমরা এই পাম্পের সাথে কতটা পারস্পরিকভাবে জড়িত। সেটি হয়তোবা এখান থেকে আমরা একটু আন্দাজ লাগাতেই পারছি।

বাংলাদেশে এই সাবমারসিবল পাম্প এর প্রাইস আসলে সবসময় উঠানামা করে। কারণ বাজার সবসময় একই রকম থাকে না তাই এই পোস্টে দেওয়া সকল দাম গুলর সাথে আপনি বাজারে গিয়ে এই দামের মিল নাও পেতে পারেন। তাই নিজে এগিয়ে দেখে শুনে নিজের চাহিদা মতো এবং নিজের সামর্থ্য মত এই সকল পাম্পটি আপনি ক্রয় করতে পারবেন বলে আমি মনে। তাহলে আজকে এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোন পোস্টের মাধ্যমে, আল্লাহ হাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url