ভালোবাসার মানুষকে মিস করার গল্প, এসএমএস
অনেকে ভালোবেসে কষ্ট পেয়েছেন ওঠার জন্য ভালোবাসার মানুষকে মিস করার গল্প পড়ে
ধৈর্য ধারণ করার চেষ্টা করেন। নিজের কষ্ট লাঘব করতে, কষ্ট দূর করতে ভালোবাসার
মানুষকে মিস করার গল্প গুলো কষ্ট দূর করতে সাহায্য করে। আপনি যদি আপনার ভালোবাসার
মানুষকে প্রচুর পরিমাণে মিস করেন তাহলে ভালোবাসার মানুষকে মিস করার এসএমএস
পাঠিয়ে তাকে জানাতে পারেন।
ভালোবাসার মানুষকে মিস করার গল্প নিজের অনুভূতিকে অন্যের কাছে প্রকাশ করতে
সাহায্য করে। প্রিয়জনকে যদি প্রচুর পরিমাণে মনে হয় তাহলে ভালোবাসার মানুষকে মিস
করার এসএমএস করে জানানো যায়। আজকের আর্টিকেলটিতে ভালোবাসার মানুষকে মিস করার
স্ট্যাটাস, ক্যাপশন, এসএমএস, গল্প, এবং প্রত্যেকটি বিষয়ে থাকছে বিস্তারিত।
পোস্ট সূচীপত্রঃ ভালোবাসার মানুষকে মিস করার গল্প - ভালোবাসার মানুষকে মিস করার এসএমএস
ভালোবাসার মানুষকে মিস করার গল্প
ভালোবাসার মানুষকে মিস করার গল্প পড়লে মনের আবেগ দূর হয়। আপনি যদি অতিরিক্ত
ভালোবাসার মানুষকে মিস করেন তার সাথে কথা বলার কোনো সুযোগ না থাকে সে ক্ষেত্রে এই
গল্পগুলো পড়তে পারেন। এই গল্পগুলো আপনার হৃদয় সান্তনা যোগাবে। আপনার মনের ভার
দুঃখ ও কষ্টকে লাঘব করবে। নিচে ভালোবাসার মানুষকে মিস করার গল্প দেয়া হলঃ
তোমার হাতের ছোঁয়া, তোমার হাসি, তোমার কন্ঠ সবকিছু যেন এক টুকরো সুখের স্মৃতি
হয়ে আমার হৃদয় জুড়ে আছে। যেখানে যাই শুধু সবসময় তোমাকে অনুভব করি। মনে পড়ে
সেই দিন গুলোর কথা যখন একসাথে বসে আকাশ দেখতাম। একসাথে বসে নদীর ধারে গল্প করতাম,
কাশফুলের ধারে হেঁটে বেড়াতাম সেই দিন গুলোর কথা।
কিন্তু এখন আমি একা সেই স্মৃতিগুলো বার বার আমাকে কাঁদায়। মনে পড়ে সেই প্রতিটি
মুহূর্তের কথা। সেই প্রতিটি মুহূর্তগুলো যেন জীবন্ত ছায়া হয়ে ভেসে ওঠে। প্রতিটি
নিঃশ্বাসে তোমাকে অনুভব করি। তোমার না থাকার ব্যথাগুলো অনুভব করি। তোমার
অপেক্ষায় দিন গুনি। তোমার আসার অপেক্ষায় বসে থাকি। কবে শেষ হবে এই অপেক্ষার
প্রহর জানা নেই।
শুধু আমি কি তোমায় মিস করি, কখনো কি তুমি আমায় মিস করো না। প্রকৃত ভালোবাসা
মানেই একে অপরকে মিস করা। যে ভালোবাসায় একে অপরকে মিস করেনা, কেউ কারোর জন্য
চিন্তাভাবনা করে না সেটি আসলে সত্যিকারের ভালোবাসা নয়।
প্রিয় পাঠক উপরে একটি ভালোবাসার মানুষকে মিস করার গল্প তুলে ধরেছে। আশা করি এই
গল্পটি আপনার বাস্তব জীবনের সাথে কিছুটা হলেও মিলে যাবে। কেননা প্রত্যেকটি
ভালবাসার গল্পে এরকম হয়। একে অপরকে প্রচুর পরিমাণে ভালবাসলে সে ভালোবাসাকে
বারবার মিস করে। বারবার আপন জনের কথা মনে হয়।
ভালোবাসার মানুষকে মিস করার এসএমএস
অনেকে নিয়মিত ভালোবাসার মানুষকে মিস করার এসএমএস খোঁজ করেন। কেননা প্রত্যেকেরই
আপনজন রয়েছে আর সেই আপন জনকে যখন মনে হয় তখন এসএমএস এর মাধ্যমে খোঁজ নেয়া
যায়। ভালোবাসার মানুষকে মিস করার এসএমএস পাঠালে একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি
হয়। অনেকে আপনজনকে প্রচুর পরিমাণে মিস করেন,
এমন সময় মিস করার এসএমএস পাঠাতে চান কিন্তু কি এসএমএস পাঠাবেন তা জানা নেই। সে
সকল বন্ধুদের উদ্দেশ্যে নিচে ভালোবাসার মানুষকে মিস করার এসএমএস গুলো দেয়া হলঃ
- তোমার স্মৃতিগুলো আমার নিঃশ্বাসে মিশে আছে, দিনরাত শুধু তোমাকেই মিস করি।
- প্রতিটি মুহূর্তে তোমার অভাব অনুভব করি, তোমাকে ছাড়া জীবনটা অসম্পূর্ণ লাগে।
- তোমার ছোঁয়া তোমার হাসি, সবকিছু মিস করছি। কবে আবার তোমার সাথে দেখা হবে, তোমার সাথে কথা হবে।
- তোমার প্রতিটা কথা, প্রতিটা স্মৃতি আমাকে ঘিরে রেখেছে, তোমার খুব অভাব অনুভব করছি।
- তুমি দূরে থাকলেও আমার মনের একদম কাছে আছো। খুব মিস করছি তোমায়।
- তোমার অনুপস্থিতি আমাকে নিঃসঙ্গ করে তুলেছে। কবে আবার আমাদের সেই দিনগুলো ফিরে আসবে?
- আজ যেন বাতাসেও তোমার গন্ধ খুঁজে পাচ্ছি। তুমি না থাকলে জীবনটা থেমে যায়।
- তোমার ভালোবাসার উষ্ণতা ছাড়া শীতল এই হৃদয়। প্লিজ, তাড়াতাড়ি ফিরে এসো।
- প্রতিদিন মনে পড়ে, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। তোমাকে ভীষণ মিস করছি।
- তোমার মিষ্টি হাসি আর চোখের চাহনি আমাকে ঘুমাতে দেয় না। শুধু তোমার অপেক্ষায় আছি।
- তুমি ছাড়া এই পৃথিবীটা যেন ফাঁকা। তোমার উপস্থিতি আমার জীবনের রঙ।
- তোমার ছাড়া প্রতিটি সকাল অন্ধকার। তোমার জন্য আমার হৃদয় পাগল হয়ে আছে।
- কোথায় আছো তুমি? তোমাকে ছাড়া আমি একদম হারিয়ে গেছি।
- তোমার হাতে হাত রাখা, সেই মুহূর্তগুলো মিস করছি। মনে হচ্ছে, সময়টা পেছনে নিয়ে যাই।
- তোমার কণ্ঠস্বর শুনতে চাই, তোমার সঙ্গে একবার কথা বলতে চাই। খুব মিস করছি।
- তোমার স্পর্শ ছাড়া জীবনটা অপূর্ণ। প্রতিটি মুহূর্তে তোমার জন্য ব্যাকুল হয়ে আছি।
- সন্ধ্যায় যখন আকাশ দেখি, মনে পড়ে তোমার মুখ। কবে আবার তোমাকে দেখতে পাব?
- তোমার অভাব আমাকে যেন ধ্বংস করে দিচ্ছে। প্লিজ, তাড়াতাড়ি ফিরে এসো। তোমাকে মিস করছি।
প্রিয় পাঠক উপরে বেশ কিছু ভালোবাসার মানুষকে মিস করার এসএমএস শেয়ার করেছি। আশা
করি এই এসএমএস গুলো আপনাদের পছন্দ হবে। উপরে দেওয়া এই এসএমএস গুলো আপনার পছন্দ
হলে আপনার প্রিয়জনকে এই এসএমএস গুলো পাঠাতে পারেন। আশা করি ভালোবাসার মানুষকে
মিস করার এসএমএস গুলো আপনার পছন্দ হয়েছে।
ভালোবাসার মানুষকে মিস করার স্ট্যাটাস
ভালোবাসার মানুষকে এসএমএস, টেক্সট করে সহজেই মনের কথা বোঝানো যায়। কিন্তু
ভালোবাসার মানুষকে মিস করার স্ট্যাটাস ভালোবাসার মানুষকে উদ্দেশ্য করে সোশ্যাল
মিডিয়া শেয়ার করলে নিজের অনুভূতিকে প্রকাশ করা যায়। অনেকেই ভালোবাসার মানুষকে
খুশি করার উদ্দেশ্যে ভালোবাসার মানুষকে মিস করার স্ট্যাটাস গুলো বিভিন্ন সোশ্যাল
মিডিয়াতে শেয়ার করেন।
আবার অনেকে ভালোবাসার মানুষকে মিস করার স্ট্যাটাস গুলো খোঁজ করেন শেয়ার করার
উদ্দেশ্যে। সে সকল বন্ধুদের উদ্দেশ্যে নিচে ভালোবাসার মানুষকে মিস করার স্ট্যাটাস
দেয়া হলোঃ
- তোমার ছাড়া প্রতিটি দিন অসম্পূর্ণ।
- তোমার স্মৃতিগুলো আজও আমাকে তাড়া করে বেড়ায়।
- তোমাকে মিস করাটা আমার রোজকার অভ্যাস।
- তোমার অনুপস্থিতি যেন বুকের ভেতর শূন্যতা সৃষ্টি করেছে।
- তোমার হাসি মিস করছি, খুব বেশি।
- তুমি ছাড়া প্রতিটি মুহূর্ত একা মনে হয়।
- তোমায় ছাড়া পৃথিবীটা অর্থহীন লাগে।
- তোমার ছোঁয়া আজ খুব দরকার।
- তোমার মিষ্টি কথাগুলো মিস করছি।
- তুমি ছাড়া জীবন যেন থমকে গেছে।
- তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলো মিস করি।
- তোমার চোখের দিকে তাকাতে ইচ্ছে করছে খুব।
- প্রতিদিন তোমার অপেক্ষায় থাকি।
- তোমায় ছাড়া আকাশটাও ফাঁকা মনে হয়।
- তোমার সঙ্গে কাটানো সময়গুলো ফিরে পেতে চাই।
- তোমার কণ্ঠস্বর মিস করছি।
- তোমায় ছাড়া কিছুই ভালো লাগে না।
- তোমার হাত ধরার সেই মুহূর্তগুলো মনে পড়ে।
- তোমার ভালোবাসার উষ্ণতা মিস করছি।
- তোমার অভাব আমাকে নিঃসঙ্গ করে তুলেছে।
- তোমার মিষ্টি নামটি প্রতিনিয়ত মনে পড়ে।
- তোমার সঙ্গে হাঁটা সেই পথগুলো মিস করছি।
- তোমাকে হারিয়ে সবকিছু ফাঁকা মনে হয়।
- তোমার অনুপস্থিতি আমাকে পাগল করে তুলেছে।
প্রিয় পাঠক উপরে বেশ কিছু ভালোবাসার মানুষকে মিস করার স্ট্যাটাস শেয়ার করেছি।
আশা করি এই মিস করার স্ট্যাটাস গুলো আপনাদের পছন্দ হবে। আপনি আপনার প্রিয়
মানুষের উদ্দেশ্যে, তাকে যদি মিস করেন সেক্ষেত্রে উপরে দেওয়া এই স্ট্যাটাস গুলো
শেয়ার করে তাকে সহজে বোঝাতে পারবেন।
ভালোবাসার মানুষকে মিস করার ক্যাপশন
ভালোবাসার মানুষকে মিস করার ক্যাপশন সম্পর্কে অনেকেই খোঁজাখুঁজি করেন। কেননা
আপনজনকে মিস করার ক্যাপশন বিভিন্ন সোশ্যাল মিডিয়া গুলোতে শেয়ার না করলে যেন
তৃপ্তি পাওয়া যায় না। মনের অনুভূতি, কষ্ট, দুঃখকে প্রকাশ করতে আপনি চাইলে
বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভালোবাসার মানুষকে মিস করার ক্যাপশন শেয়ার করতে
পারেন। নিচে ভালোবাসার মানুষকে মিস করার ক্যাপশন দেয়া হলোঃ
- তোমার স্মৃতিতেই বেঁচে আছি।
- তোমায় ছাড়া দিন যেন থেমে গেছে।
- তোমার অভাব হৃদয়ে গভীর শূন্যতা।
- তোমার মিষ্টি হাসি মিস করছি খুব।
- তুমি দূরে, তবুও মনে সবচেয়ে কাছে।
- তোমাকে মিস করা ছাড়া আর কিছুই পারি না।
- তোমার স্পর্শ যেন আজও অনুভব করি।
- তোমায় ছাড়া প্রতিটি মুহূর্ত অসম্পূর্ণ।
- তোমার চোখের সেই মায়া মিস করি।
- তোমার উপস্থিতিই ছিল আমার সুখ।
- তোমার স্মৃতিগুলোই আমার সঙ্গী।
- তোমায় ছাড়া আকাশটাও ফাঁকা লাগে।
- তোমার সেই মিষ্টি মুহূর্তগুলো মিস করছি।
- তোমার অভাব আমাকে নিঃশেষ করে দিচ্ছে।
অনেক মিস করি সেই দিনগুলো
অনেক মিস করি সেই দিনগুলো যখন আমরা একসঙ্গে ছিলাম, প্রতিটি দিন যেন ছিল এক সুন্দর
স্মৃতি। আমাদের হাসি, খুনসুটি, ছোট ছোট কথা, সেই স্নেহময় মুহূর্তগুলো সব কিছু
আজও মনে পড়ে। মনে পড়ে, কীভাবে একে অপরকে সব কিছু বলতাম, হাসির মাঝে একে অপরের
খুঁত গুলোকে গুরুত্ব না দিয়ে শুধু আনন্দে বেঁধে রাখতাম।
কিছু দিন, কিছু মুহূর্ত জীবনকে এত সুন্দর করে তোলে যে, সেগুলো ফিরে পাওয়া অসম্ভব
মনে হয়। আমি অনেক মিস করি সেই দিনগুলো যখন আমরা একসঙ্গে দীর্ঘ সময় কাটাতাম,
স্বপ্ন দেখতাম, একে অপরের পাশে থাকতাম। তোমার হাসি, তোমার কথার মিষ্টি রেশ, তোমার
চোখের আলো এগুলো সব কিছুই এখন কেবল স্মৃতি। প্রতিটি দিন তোমাকে আরও বেশি করে মিস
করি।
জীবন যখন তোমার উপস্থিতি দিয়ে পূর্ণ ছিল, তখন যে প্রতিটি মুহূর্তই ছিল
মহামূল্যবান। এখন যখন তুমি নেই, সেই সময়ের স্মৃতিরা যেন আমাকে একা করে দেয়।
সেগুলো এতই মূল্যবান, যে কিছুতেই ছেড়ে যেতে পারি না। তুমি যখন ছিলে, তখন ছিলো এক
অসীম আনন্দ, যা এখন কেবল আমার মনের মধ্যে জমে আছে। প্রতিদিন, প্রতিটি মুহূর্তে
সেই দিনগুলোর জন্য বুকটা কাঁদে।
খুব বেশি মিস করি তোমায়
তোমাকে মিস করার অনুভূতি বলে ভাষায় প্রকাশ করা যাবে না। প্রতিটি দিন, প্রতিটি
মুহূর্তে তোমার অভাব যেন আমার হৃদয়ে এক গভীর শূন্যতা সৃষ্টি করেছে। যখন তুমি
কাছে ছিলে তখন পৃথিবী ছিল সবচেয়ে সুন্দর। কিন্তু এখন তুমি নেই তোমার স্মৃতিগুলোর
মধ্যে ডুবে থাকা ছাড়া কিছুই করার নেই। তোমার হাসি, তোমার কথা, তোমার চোখ সবকিছু
যেন জীবনের অমূল্য রত্ন।
তোমার স্পর্শে উষ্ণতা, তোমার সঙ্গে কাটানো সময়ের কথা এখনো মনে পড়ে। তোমার না
থাকা প্রতিটি দিনকে প্রতিটি বছরের মতো মনে হয়। আমি প্রতিদিন তোমার জন্য অপেক্ষা
করি। এখনো মনে হয় যদি একবার আবার তোমার চোখের দিকে তাকাতে পারতাম। যদি একবার
আবার তোমার সাথে কথা বলতে পারতাম। কিন্তু সত্যিই এগুলো কখনোই বাস্তবে পূরণ হবে
না।
তোমার প্রতি এই মিস করার অনুভূতিগুলো এক ধরনের অপেক্ষা, এক ধরনের কষ্ট যা
অন্তহীন। তোমার প্রতি আমার ভালবাসা কখনো কমবে না, বরং দিন দিন বৃদ্ধি পাবে।
প্রতিদিন, প্রতিটি মুহূর্তে শুধু তোমাকে মিস করি, আর কিছু না।
লেখকের মন্তব্য
আজকের পুরো আর্টিকেলটিতে ভালোবাসার মানুষকে মিস করার গল্প, ভালোবাসার মানুষকে মিস
করার এসএমএস সম্পর্কে আলোচনা করেছি। এছাড়া ভালোবাসার মানুষকে মিস করার গল্প,
এসএমএস, স্ট্যাটাস, ক্যাপশন লিখেছি। আশা করি এ বিষয়গুলো আপনাদের পছন্দ হবে।
আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। এ
সম্পর্কিত অন্যান্য আরটিকাল পড়তে আমাদের ওয়েবসাইটের স্ট্যাটাস ক্যাটাগরি ঘুরে
আসুন। এতক্ষন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url