পাইলস এর চিকিৎসা ঔষধের নাম কি

অনেকেই পাইলস এর সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন কিন্তু সঠিক পরামর্শ ও চিকিৎসার অভাবে এ সমস্যা থেকে সুস্থতা অর্জন করতে পারছেন না। আপনি পাইলস এর চিকিৎসা ঔষধের নাম কি জেনে থাকেন সেক্ষেত্রে ঘরে বসেই পাইলসের চিকিৎসা করতে পারবেন। অপারেশন ছাড়া পাইলস এর চিকিৎসা করে দ্রুত সুস্থ হওয়া যায়।
পাইলস এর চিকিৎসা ঔষধের নাম কি
অস্বস্তিকর রোগ গুলোর মধ্যে একটি হল পাইলস। পাইলস বা অর্শ রোগ একটি সাধারন স্বাস্থ্য সমস্যা। পাইলস মলদ্বারের চারপাশের রক্তনালী গুলোর ফুলে যাওয়ার কারণে প্রদাহ সৃষ্টি করে। পাইলস সমস্যা থেকে মুক্তি পেতে পাইলস এর চিকিৎসা ঔষধের নাম কি তা জেনে চিকিৎসা করতে পারেন। অপারেশন ছাড়া পাইলস এর চিকিৎসা করে দ্রুত সুস্থতা পাবেন। পাইলস নিরাময়ের প্রত্যেকটি উপায় সম্পর্কে জানতে হলে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

পোস্ট সূচিপত্রঃ পাইলস এর চিকিৎসা ঔষধের নাম কি - অপারেশন ছাড়া পাইলস এর চিকিৎসা

  • পাইলস এর চিকিৎসা ঔষধের নাম কি
  • অপারেশন ছাড়া পাইলস এর চিকিৎসা
  • পাইলস এর ক্রিম বাংলাদেশ
  • পাইলস এর মলম নাম
  • পাইলস এর ক্রিম স্কয়ার
  • পাইলস এর ট্যাবলেট এর নাম
  • পাইলস এর স্থায়ী চিকিৎসা
  • পাইলস এর জন্য কোন ডাক্তার দেখাবো
  • কি খেলে পাইলস ভালো হয়

পাইলস এর চিকিৎসা ঔষধের নাম কি

অনেকেই পাইলসের সমস্যায় ভুগছেন পাইলসের চিকিৎসা করবেন বলে নিয়মিত পাইলস এর চিকিৎসা ঔষধের নাম কি সে সম্পর্কে জানতে চান। পাইলস এমন একটি ব্যাধি যা অত্যন্ত প্রদায়ের সৃষ্টি করে। তবে সঠিক চিকিৎসার মাধ্যমে এটি দ্রুত নিরাময় করা যায়। পাইলস মূলত দুই প্রকারের হয়। পাইলস মলদ্বারের ভেতরে ও বাইরের রক্তনালীতে হয়। 

অভ্যন্তরীণ পাইলস ও বাহ্যিক পাইলস। অভ্যন্তরীণ পাইলস মলদ্বারের ভেতরের অংশে হয় এটি মূলত অনেক প্রদাহ ও মলদারের ভেতরের রক্ত ক্ষরণ ঘটায়। বাহ্যিক পাইলস মলদ্বারের বাইরে থাকে। বাহ্যিক পাইলস ব্যথা, চুলকানি, সৃষ্টি করে। পাইলস বেশ কিছু কারণে হয়। তবে সঠিক চিকিৎসার মাধ্যমে ও বেশ কিছু অভ্যাস অনুসরণ করে পাইলস দূর করা যায়। 

অনেকে নিয়মিত পাইলস এর চিকিৎসা ঔষধের নাম কি সে সম্পর্কে জানতে চান। চিকিৎসকেরা পাইলসের চিকিৎসায় বেশ কিছু ঔষধ সেবন করার পরামর্শ দেন। পাইলসের ধরন অনুযায়ী ভিন্ন ভিন্ন রকম ঔষধ চিকিৎসকেরা সেবন করার পরামর্শ দেন। অভ্যন্তরীণ পাইলসের জন্য ভিন্ন ঔষধ বাহ্যিক পাইলসের জন্য ভিন্ন ঔষধ। নিচে পাইলসের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের নামের তালিকা দেওয়া হলঃ
  • Daflon 500 mg
  • Cyclo 3 Fort
  • Lactulose Syrup
  • Ibuprofen
  • Povidone Iodine Solution
উপরে পাইলসের চিকিৎসায় ব্যবহৃত বেশ কিছু ওষুধের নাম দিয়েছি। এই ওষুধগুলো মূলত রক্তনালীর রক্ত সঞ্চালন উন্নত করে, অর্শের উপসর্গ কমায়, মল নরম রাখতে সাহায্য করে, ব্যথা ও প্রদাহ কমায়, সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। তবে আপনার পাইলসের ধরন অনুযায়ী ঔষধ সেবন করা প্রয়োজন। 

তাই নিজে থেকে কখনো কোন ঔষধ সেবন করবেন না এই ঔষধ গুলো সেবন করতে হলেও চিকিৎসকের পরামর্শ সেবন করুন। আশা করি পাইলস এর চিকিৎসা ঔষধের নাম কি সে সম্পর্কে জানতে পেরেছেন।

অপারেশন ছাড়া পাইলস এর চিকিৎসা

অনেকেই নিয়মিত পাইলসের সমস্যা থেকে মুক্তি পেতে বিভিন্ন বিষয় খোঁজাখুঁজি করেন। অনেকে ভাবেন অপারেশন ছাড়া পাইলস এর চিকিৎসা কিভাবে করব। অপারেশন ছাড়া পাইল ভালো হয় তবে এটি মূলত প্রথম অবস্থায়। তবে আপনি দীর্ঘদিন ধরে যদি এই পাইলসের সমস্যায় ভোগেন রোগের প্রকার যদি গুরুতর আকার ধারণ করে সেক্ষেত্রে এটি অবশ্যই অপারেশন করতে হবে। 

মাঝারি পর্যায়ের ক্ষেত্রে পাইলস অপারেশন ছাড়া চিকিৎসার মাধ্যমে ভালো হয়। অপারেশন ছাড়া পাইলস এর চিকিৎসা করার বেশ কিছু উপায় রয়েছে। নিচে অপারেশন ছাড়া পাইলস এর চিকিৎসা গুলো পয়েন্ট আকারে আলোচনা করা হলোঃ
  • ঔষধ সেবন
  • ক্রিম ব্যবহার
  • মাল্টি ব্যান্ডলিগেশন
  • ইনফ্রায়েড কোঅ্যাগুলেশন
  • কোষ্ঠকাঠিন্য নিরাময়
  • জীবনধারা পরিবর্তন
  • খাদ্যাভাস পরিবর্তন
ঔষধ সেবনঃ অপারেশন ছাড়া পাইলস এর চিকিৎসা হলো ঔষধ সেবন করা। প্রাথমিক অথবা মাঝারি পর্যায়ের পাইলসের রক্তনালীর রক্ত সঞ্চালন উন্নত করতে, অর্শের উপসর্গ কমাতে, সংক্রমণ প্রতিরোধ করতে, ব্যথা এবং প্রদাহ কমাতে ঔষধ সেবন করুন।

ক্রিম ব্যবহারঃ পাইলসের প্রদাহ কমাতে, চুলকানি দূর করতে, ব্যথা উপশম করতে ক্রিম ব্যবহার করুন। বাজারে বেশ কিছু ক্রিম পাওয়া যায় যেগুলো মলদ্বারের দিনে দুই থেকে তিনবার ব্যবহার করলে পাইলসের সমস্যা থেকে কিছুটা উপশম পাওয়া যায়।

মাল্টি ব্যান্ডলিগেশনঃ এটি একটি সার্জিক্যাল পদ্ধতি। এই পদ্ধতিতে পাইলসের বেসে একটি রাবার ব্যান্ড দিয়ে বাধা হয়। ফলে টিস্যুতে রক্ত সরবরাহ বন্ধ হয় এবং টিস্যু গুলো শুকিয়ে পড়ে। এটি মূলত অভ্যন্তরীণ পাইলসের ক্ষেত্রে বিশেষভাবে কার্যকরী।

ইনফ্রায়েড কোঅ্যাগুলেশনঃ এই পদ্ধতিতে ইনফ্রাইড রোশনি ব্যবহার করে পাইলসের রক্তনালিতে তাপ প্রয়োগ করা হয়। যার রক্ত সঞ্চালন বন্ধ করে টিস্যু শুকিয়ে ফেলতে সাহায্য করে। মাঝারি পর্যায়ের পাইলসের জন্য এই চিকিৎসাটি অত্যন্ত কার্যকরী।

কোষ্ঠকাঠিন্য নিরাময়ঃ পাইলস মূলত কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে তৈরি হয়। তাই প্রথমত কোষ্ঠকাঠিন্য নিরাময় করা প্রয়োজন। কোষ্ঠকাঠিন্য নিরাময় হলে মলত্যাগ করতে রোগীর সুবিধা হয়। ফলে সহজে কোষ্ঠকাঠিন্য নিরাময় হয়। কোষ্ঠকাঠিন্য নিরাময় করার জন্য প্রচুর পরিমাণে আশ ও শাকসবজি, নরম খাবার খেলে কোষ্ঠকাঠিন্য নিরাময় হয়।
অপারেশন ছাড়া পাইলস এর চিকিৎসা
জীবনধারা পরিবর্তনঃ জীবনধারা পরিবর্তনের মাধ্যমে পাইলস থেকে সুস্থতা অর্জন করা সম্ভব। পাইলস হলে অথবা পাইলসের সমস্যায় এড়িয়ে চলার জন্য দীর্ঘ সময় বসে থাকা পরিহার করুন। নিয়মিত হালকা ব্যায়াম করুন। প্রতিদিন নির্দিষ্ট সময় মলত্যাগের অভ্যাস গড়ে তুলুন। অ্যালকোহল যুক্ত খাবার পরিহার করুন। কোষ্ঠকাঠিন্য হলে চিকিৎসা করুন এতে খুব সহজেই জীবনধারা পরিবর্তনের মাধ্যমে পাইলস নিরাময় হবে।

খাদ্যাভাস পরিবর্তনঃ খাদ্যাভাস পরিবর্তন করে সহজে পাইল প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করতে পারবেন। খাদ্যে প্রচুর পরিমাণে আঁশযুক্ত খাবার যোগ করুন। যারা নিয়মিত প্রচুর পরিমাণে মসলাযুক্ত তেল ও চর্বিযুক্ত খাবার খান সে খাবারগুলো পরিহার করুন। পর্যাপ্ত পরিমাণে ফলমূল, সবুজ শাক-সবজি প্রতিদিন খান।

প্রিয় পাঠক উপরে অপারেশন ছাড়া পাইলস এর চিকিৎসা করে সুস্থ হওয়ার বেশ কিছু উপায় আপনাদের জানিয়েছি। এই উপায় গুলো অনুসরণ করে খুব সহজেই পাইলসের সমস্যা থেকে সুস্থ হতে পারবেন। তাই উপরে দেওয়ার নিয়ম গুলো অনুসরণ করে পাইলসের সমস্যা এড়িয়ে চলতে ও পাইলসের সমস্যা থেকে সুস্থ থাকতে পারবেন। আশা করি অপারেশন ছাড়া পাইলস এর চিকিৎসা কি কি সে সম্পর্কে জানতে পেরেছেন।

পাইলস এর ক্রিম বাংলাদেশ

অনেকেই পাইলসের চিকিৎসায় ক্রিম ব্যবহার করবেন বলে পাইলসের ক্রিম বাংলাদেশ সম্পর্কে জানতে চান। পাইলস সাধারণত মাঝারি পর্যায়ের সমস্যা থাকলে ক্রিম ব্যবহার করে সুস্থতা পাওয়া যায়। তবে দীর্ঘদিনের পুরাতন পাইলস অথবা অতিরিক্ত সমস্যা বৃদ্ধি পেলে ক্রিম ব্যবহার করে পাইলস থেকে সুস্থতা পাওয়া যায় না। 

তবে চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবনের পাশাপাশি ক্রিম ব্যবহার করতে পারেন। পাইলস এর চিকিৎসায় বেশ কিছু ক্রিম ব্যবহার করা হয়। নিচে পাইলস এর চিকিৎসায় ব্যবহারিত ক্রিম এর তালিকা নিচে দেওয়া হলঃ
  • Preparation H Ointment
  • Anovate Cream
  • Proctosedyl Ointment
  • Scheriproct Cream
  • Xyloproct Cream
  • Recticare Cream
উপরে বেশ কিছু পাইলসের চিকিৎসায় ব্যবহারিত ক্রিম এর তালিকা দিয়েছি। এই ক্রিমগুলো ব্যথা প্রদাহ, এবং চুলকানি কমায়। এছাড়া বেশ কিছু ক্রিম রয়েছে যেগুলো সংক্রমণ দূর করার জন্য অত্যন্ত কার্যকরী। তাছাড়া ক্রিম ব্যবহারে মলদ্বারের চুলকানি ও জ্বালা সহজেই কমে যায়। তাই মাঝারি ধরনের পাইলস হলে আপনি ক্রিম ব্যবহার ও ঔষধ সেবন করে সহজে দ্রুত সুস্থ হতে পারবেন।

পাইলস এর মলম নাম

অনেকেই প্রতিনিয়ত পাইলস এর চিকিৎসা ঔষধের নাম কি ও পাইলস এর মলম নাম সম্পর্কে জানতে চান। বাজারে পাইলসের চিকিৎসায় মলম বা ক্রিম বিভিন্ন কোম্পানির বিক্রয় হয়। ক্রিম ব্যবহার করে পুরোপুরি সুস্থ হওয়া যায় না। তবে ঔষধ সেবনের পাশাপাশি ক্রিম ব্যবহার করতে হয়। উপরে বেশ কিছু পাইলস এর মলম এর নাম দিয়েছি আপনি সেগুলো দেখে কিনে চিকিৎসকের পরামর্শে ব্যবহার করতে পারেন।

পাইলস এর ক্রিম স্কয়ার

পাইলসের ক্রিম ব্যবহার করে পাইলসের সমস্যা থেকে সুস্থতা লাভ করা যায়। পাইলস এর ক্রিম স্কয়ার সম্পর্কে অনেকেই জানতে চান। স্কয়ার গ্রুপের বেশ কয়েকটি ক্রিম রয়েছে যেগুলো পাইলস এর চিকিৎসায় ব্যবহার করা হয়। চিকিৎসকেরা পাইলসে এই ক্রিমগুলো ব্যবহারের পরামর্শ দেন। অনেকেই স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেডের ক্রিম পাইলসের চিকিৎসায় ব্যবহার করতে চান। 

স্কয়ার গ্রুপের Erian Ointment, Rectocare Ointment, পাইলসের চিকিৎসায় ব্যবহারিত হয়। আপনি চাইলে রেকটো কেয়ার ওয়েন্টমেন্ট ব্যবহার করতে পারেন। রেকটো কেয়ার অয়েন্টমেন্ট পাইলসের চিকিৎসায় মলদ্বারে ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। তাই আপনি উপরে দেওয়া স্কয়ার গ্রুপের দুইটি ক্রিম পাইলসের চিকিৎসায় ব্যবহার করতে পারেন।

পাইলস এর ট্যাবলেট এর নাম

অনেকেই দীর্ঘদিন ধরে পাইলসের সমস্যায় ভুগছেন। পাইলসের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ঔষধ সেবন করবেন বলে পাইলস এর ট্যাবলেট এর নাম জানতে চান। শুধুমাত্র ট্যাবলেট সেবন করে পাইলস থেকে সুস্থতা পাওয়া যায় না। অতিরিক্ত সমস্যা বৃদ্ধি পেলে অপারেশন করতে হয়। কিন্তু যদি মাঝারি ধরনের পাইলস, 

অথবা কম সময়ে পাইলস হয় সে ক্ষেত্রে ঔষধ সেবন করে ও ক্রিম ব্যবহার করে সুস্থ হওয়া যায়। পাইলসের চিকিৎসায় চিকিৎসকরা বেশ কিছু ঔষধ সেবন করার পরামর্শ দেন। সাধারণত পাইলসের ধরন অনুযায়ী ঔষধ সেবন করার পরামর্শ দেওয়া হয়। নিচে পাইলস এর ট্যাবলেট এর নাম দেওয়া হলঃ
  • Daflon 500 mg
  • Cyclo 3 Fort
  • Venex 500 mg
  • Detralex
  • Diohes Plus
  • Hemorrhoidal Tablets
উপরে ট্যাবলেট গুলো পাইলসের সমস্যায় ভোগা রোগীদের সেবন করার পরামর্শ দেওয়া হয়। তবে পাইলসের ধরনের পার্থক্য অনুযায়ী ভিন্ন ভিন্ন ঔষধ সেবন করার পরামর্শ দেওয়া হয়। আপনি যদি পাইলসের চিকিৎসায় এই ট্যাবলেট গুলো সেবন করতে চান সে ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ সেবন করুন। কেননা একজন ডাক্তার আপনাকে সঠিক ঔষধ ও সঠিক ডোজ সেবনের পরামর্শ দেবেন।

পাইলস এর স্থায়ী চিকিৎসা

অনেকে দীর্ঘদিন ধরে পাইলসের সমস্যা ভুগছেন। কিন্তু সহজেই পাইলসের সমস্যা থেকে সুস্থতা অর্জন করতে পারছেন না। অনেকে পাইলসের চিকিৎসায় ঔষধ সেবন করবেন বলে পাইলস এর চিকিৎসা ঔষধের নাম কি সে সম্পর্কে জানতে চান। পাইলস এর বেশকিছু স্থায়ী চিকিৎসা রয়েছে। আধুনিক পদ্ধতিতে বর্তমানে পাইলসের স্থায়ী চিকিৎসায় লেজার থেরাপি ব্যবহার করা হচ্ছে। 

লেজার থেরাপিতে রক্তক্ষরণ ও ব্যথা কম ও দ্রুত আরোগ্য পাওয়া যায়। এছাড়া রাবার ব্যান্ড লিগেশন পদ্ধতির মাধ্যমে পাইলসের গোড়ায় একটি রাবার ব্যান্ড দিয়ে রক্ত সঞ্চালন বন্ধ করা হয় ফলে পাইলসের দ্রুত শুকিয়ে ঝরে পড়ে। এছাড়া সার্জারির মাধ্যমে জটিল অথবা চরম অবস্থায় পাইলস স্থায়ীভাবে সরিয়ে ফেলা হয়। 

এছাড়া পাইলস থেকে স্থায়ীভাবে সুস্থ থাকার জন্য নিয়মিত খাদ্যাভাস ও লাইফ স্টাইল পরিবর্তন করা প্রয়োজন। উপরে যাওয়ার চিকিৎসা গুলো পাইলসের স্থায়ী চিকিৎসা। তবে স্থায়ী চিকিৎসার পাশাপাশি লাইফস্টাইল ও খাদ্যাভাস পরিবর্তন করতে হবে। নিয়মিত আঁশযুক্ত খাবার খান, পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পানি, অ্যালকোহল যুক্ত খাবার এড়িয়ে চলুন। দীর্ঘদিন পাইলসের সমস্যা থেকে সুস্থ থাকতে পারবেন।

পাইলস এর জন্য কোন ডাক্তার দেখাবো

অনেকে নিয়মিত পাইলসের জন্য কোন ডাক্তার দেখাবো সে সম্পর্কে জানতে চান। পাইলসের চিকিৎসায় বেশ কিছু সার্জন রয়েছে যারা পাইলসের চিকিৎসা করেন। মূলত ভিন্ন ভিন্ন সমস্যার জন্য ভিন্ন ভিন্ন ধরনের চিকিৎসক রয়েছেন। নিচে পাইলসের চিকিৎসায় যে ডাক্তারগুলো চিকিৎসা করেন তার একটি তালিকা দেয়া হলোঃ

গ্যাস্ট্রোএন্টারোলজিস্টঃ পাইলস ও মলদ্বারের সমস্যা ও হজমতন্ত্রের সমস্যা ও অন্যান্য রোগের জন্য বিশেষজ্ঞ।

জেনারেল সার্জনঃ পাইলসের উন্নত পর্যায় বা জটিল ক্ষেত্রে অস্ত্রপাচার, লেজার চিকিৎসা করেন জেনারেল সার্জন।

কোলোরেক্টাল সার্জনঃ কোলোরেকট্রাল সার্জন মলদার, মলাশয়, পাইলসের জটিল রোগের জন্য বিশেষজ্ঞ।

প্রোকটোলজিস্টঃ প্রোকটোলজিস্ট মলদ্বার ও মলাশয় এর রোগের চিকিৎসায় অভিজ্ঞ।

তাই আপনি চাইলে উপরে দেওয়া যে কোন চিকিৎসকের কাছে পাইলসের চিকিৎসা করাতে পারেন। তবে চিকিৎসা করার পূর্বে অবশ্যই সেই ডাক্তারের অভিজ্ঞতা সম্পর্কে নিশ্চয়ই জেনে নিবেন।

কি খেলে পাইলস ভালো হয়

শুধুমাত্র খাবার খেয়ে পাইলস ভালো হয় না। তবে ঔষধ সেবনের পাশাপাশি বেশ কিছু খাবার রয়েছে যেগুলো খেলে পাইলসের সমস্যা থেকে দ্রুত সুস্থতা পাওয়া যায়। পাইলসের সমস্যা থেকে সুস্থতা পাওয়ার জন্য বেশি বেশি আঁশযুক্ত খাবার খেতে হবে। আঁশযুক্ত খাবার সহজেই হজম হয়। যাদের পাইলসের সমস্যা রয়েছে, 

তারা নিয়মিত পুইশাক, মুলা শাক, লাল শাক, পালং শাক খেতে পারেন। এছাড়া পেঁপে, কলা, নাশপাতি, আমড়া, খেতে পারেন। মসুর, মুগ ডাল, মটর ডাল, নিয়মিত খাবেন।

লেখকের মন্তব্য

পুরো আর্টিকেলটিতে পাইলস এর চিকিৎসা ঔষধের নাম কি ও অপারেশন ছাড়া পাইলস এর চিকিৎসা সম্পর্কে সঠিক বিষয় জানিয়েছি। আশা করি বিষয় গুলো জেনে উপকৃত হবেন। এছাড়া পাইলস নিরাময়ের প্রত্যেকটি বিষয় সম্পর্কে আপনাদের জানিয়েছি। পাইলস সম্পর্কে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে সে ক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারেন। 

আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন। নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। অন্যান্য ইনফরমেশন সম্পর্কিত আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরি গুলো ঘুরে আসুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url