কপালে নতুন চুল গজানোর ১০টি উপায়
অনেকের ঐ মাথার দুই পাশে চুল উঠে যাচ্ছে। প্রথমে কপাল থেকে শুরু হয়ে আস্তে আস্তে মাথার অর্ধ ভাগে চুল উঠে যায়। তাই আপনার যদি কপালে নতুন চুল গজানোর উপায় জানা থাকে সে ক্ষেত্রে কপালে নতুন চুল গজাতে পারবেন। মাথার সামনের চুল গজানোর উপায় সম্পর্কে অনেকেই জানেন না। আজকের আর্টিকেলটিতে মাথার সামনের চুল গজানোর প্রত্যেকটি উপায় সম্পর্কে থাকছে বিস্তারিত।
কপালের চুল উঠে যাওয়া পুরুষদের একটি কমন সমস্যা। এটি ৫৮% পুরুষের মধ্যে দেখা যায়। তাই যাদের এই সমস্যা রয়েছে তারা কপালে নতুন চুল গজানোর উপায় ও মাথার সামনের চুল গজানোর উপায় সম্পর্কে জেনে এ সমস্যা দূর করতে পারবেন। মাথার চুল গজানোর, কপালের সামনে চুল গজানোর প্রত্যেকটি উপায় সম্পর্কে জানতে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
পোস্ট সূচীপত্রঃ কপালে নতুন চুল গজানোর উপায় - মাথার সামনের চুল গজানোর উপায়
- কপালে নতুন চুল গজানোর উপায়
- মাথার সামনের চুল গজানোর উপায়
- মেয়েদের নতুন চুল গজানোর উপায়
- বড় কপাল ছোট করার উপায়
- প্রাকৃতিক উপায়ে নতুন চুল গজানোর উপায়
- চুল পড়া বন্ধ ও নতুন চুল গজানোর উপায়
- নতুন চুল গজানোর ঔষধ
- নতুন চুল গজাতে কতদিন সময় লাগে
মেয়েদের নতুন চুল গজানোর উপায়
অনেক মেয়েরে মাথায় প্রচুর পরিমাণে চুল ছিল কিন্তু বয়স বাড়ার সাথে সাথেই চুল উঠে যাচ্ছে। এই চুল কেন উঠে যাচ্ছে কিছুই বুঝতে পারছেন না। শারীরিক বিভিন্ন সমস্যার কারণে মেয়েদের মাথার চুল উঠে যায়। বিশেষ করে মেয়েদের মাথার চুল উঠার জন্য বেশ কিছু কারণ দায়ী। তবে সঠিক নিয়ম অনুসরণ করলে মেয়েদের মাথার চুল উঠে গেলেও মেয়েদের মাথায় নতুন চুল গজাবে।
মেয়েদের নতুন চুল গজানোর বেশ কিছু উপায় রয়েছে। বিশেষ করে মেয়েদের নতুন চুল গজানোর জন্য প্রোটিন সমৃদ্ধ খাবার, আয়রন সমৃদ্ধ খাবার, ভিটামিন এ, সি, ডি, এবং বায়োটিন যুক্ত সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে। নিয়মিত মাথার পুষ্টি সরবরাহের জন্য নারিকেল তেল, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল এই তেলগুলো ব্যবহার করুন।
এই তেল গুলো ব্যবহারের পাশাপাশি এই তেলের সাথে রোজমেরি কয়েক ফোঁটা মিশিয়ে মাথায় লাগান। বিশেষ করে প্রাকৃতিক উপাদান পেঁয়াজের রস, মেথি বীজের প্যাক নিয়মিত পিষে মাথার সামনে লাগান। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নিন নিয়মিত এই উপায় গুলো অনুসরণ করলে আশা করি দ্রুত মেয়েদের নতুন চুল গজাবে।
বড় কপাল ছোট করার উপায়
অনেকে নিয়মিত মাথার সামনের চুল গজানোর উপায়, বড় কপাল ছোট করার উপায় সম্পর্কে জানতে চান। বড় কপাল তখনই ছোট হবে যখন আপনার চুল কপালের অর্ধেক অংশ পর্যন্ত গজাবে। কপালে চুল না থাকলে কপাল দেখতে অনেকটাই বড় মনে হয়। আবার অনেকের কপালে পূর্বে থেকে চুল গজিয়েছিল কিন্তু সময়ের পরিবর্তনে ধীরে ধীরে চুল উঠে কপাল বড় হয়ে গেছে।
এরকম সমস্যায় যারা ভুগছেন তারা চাইলে বড় কপাল ছোট করার বেশ কিছু উপায় অনুসরণ করতে পারেন। প্রথমত বড় কপাল ছোট করার জন্য চুলের স্টাইল পরিবর্তন করুন। চুলগুলো উপরের দিকে উঠে না রেখে কপালের দিকে নামিয়ে রাখুন। এতে কপাল অধিকাংশ ছোট মনে হবে। কপালে নতুন চুল গজানোর জন্য পুষ্টিকর খাবার, নিয়মিত তেলের ব্যবহার করুন।
পাশাপাশি অন্যান্য উপায় গুলো অনুসরণ করুন তাহলে কপালে চুল বের হলে কপাল দেখতে ছোট লাগবে। মেয়েরা চাইলে বড় কপাল ঢাকার জন্য স্টাইলিশ টুপি অথবা হেয়ার ব্যান্ড ব্যবহার করতে পারেন। আপনার কপালে যদি পূর্বে থেকে চুল থাকে সে ক্ষেত্রেই উপায় গুলো অনুসরণ করে কপালে চুল গজাবে। তাহলে আপনার কপাল দেখতে ছোট লাগবে।
কিন্তু কপালে যদি পূর্বে থেকে চুল না থাকে সে ক্ষেত্রে আপনার কপালে চুল গজাবে না বড় কপাল বড়ই থাকবে। তবে যাদের কপাল বড় তারা কখনোই মন খারাপ করবেন না। কেউ বলে বড় কপাল ভালো লক্ষণ, কেউ বলে বড় কপাল খারাপ লক্ষণ। এগুলো কোন কথায় কান দিবেন না। কপাল আল্লাহর দান, এতে ছোট হোক বা বড় হোক কোন সমস্যা নেয়।
কপালে নতুন চুল গজানোর উপায়
বিভিন্ন কারণে কপালের চুল উঠে যায়। বিশেষ করে বয়স বাড়ার সাথে সাথেই এ সমস্যা দেখা দেয়। অনেকের ৩০ বছর পেরোলেই কপালের চুল উঠে যায়। কপালের দুই সাইডের চুল উঠে আস্তে আস্তে সামনের চুল উঠে মাথার অর্ধ ভাগে পৌঁছে যায়। এটি পুরুষদের একটি কমন সমস্যা। তাই অনেকে নিয়মিত এই সমস্যা দূর করার জন্য কপালে নতুন চুল গজানোর উপায় সম্পর্কে জানতে চান।
শুধু উপায় অনুসরণ করে কপালের সামনে কখনোই চুল গজাবে না। কপালের সামনে চুল গজানোর জন্য পূর্বে থেকে যদি আপনার কপালে চুল থাকে সে ক্ষেত্রে চুল গজাতে পারে নতুবা নয়। আপনার কপালে সামনে যদি পূর্বের চুলের ফলি কল গুলো থাকে সেক্ষেত্রে কপালে নতুন চুল গজানোর উপায় অনুসরণ করলে পুনরায় নতুন চুল গজাবে।
কিন্তু পূর্বে থেকে যদি আপনার কপালে চুলের ফলিকল না থাকে কপাল অনেক বড় হয় সে ক্ষেত্রে হাজার উপায় অনুসরণ করলেও কখনোই চুল গজাবে না। নিচে কপালে নতুন চুল গজানোর উপায় পয়েন্ট আকারে দেওয়া হলঃ
- পেঁয়াজের রস ব্যবহার করুন
- রোজমেরী অয়েলের ব্যবহার
- অ্যালোভেরা জেল
- ক্যাস্টর অয়েল
- নারিকেল তেল ও আমলকি
- গ্রিন টি
- নিয়মিত তেলের মাসাজ
- ডিমের প্যাক
- মিনোক্সিডিল
পেঁয়াজের রস ব্যবহার করুনঃ নিয়মিত মাথার সামনের অংশে পেঁয়াজের রস লাগান। পেঁয়াজের রস মাথার ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ফলে নতুন চুল গজাতে সাহায্য করে।
রোজমেরী অয়েলের ব্যবহারঃ রোজমেরি তেল মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে। নিয়মিত গোসলের পর অথবা রাতে ঘুমানোর পূর্বে কপালের সামনের অংশে রোজ মেরি তেল লাগিয়ে নিন এতে রক্ত সঞ্চালন বৃদ্ধি হলে নতুন চুল গজাবে।
অ্যালোভেরা জেলঃ কপালে নতুন চুল গজানোর উপায় গুলোর মধ্যে একটি হল এলোভেরা জেল। এলোভেরা জেল চুলের ফলিকল মজবুত করে ও নতুন চুল গজাতে সাহায্য করে। তাই নিয়মিত কপালের যে অংশের চুল উঠে গেছে ওই অংশে এলোভেরা জেল লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। অ্যালোভেরা জেল নতুন চুল গজাতে সাহায্য করবে।
ক্যাস্টর অয়েলঃ ক্যাস্টর অয়েল নতুন চুল গজাতে সাহায্য করে। ক্যাস্টর অয়েলে রয়েছে চুলের জন্য প্রয়োজনীয় ওমেগা৬ ফ্যাটি অ্যাসিড এই উপাদান মাথার নতুন চুল গজাতে সাহায্য করে। তাই নিয়মিত শাস্ত্র অয়েল রাতে ঘুমানোর পূর্বে কপালে ম্যাসাজ করুন।
নারিকেল তেল ও আমলকিঃ নারিকেল তেল ও আমলকি একত্রে ব্যবহার করলে নতুন চুল গজাতে সাহায্য করে। আমলকির পাউডার তৈরি করুন এরপর এই পাউডার নারিকেল তেলে একত্রে মিশিয়ে নিন। রাতে ঘুমানোর পূর্বে নিয়মিত এই পাউডার যুক্ত তেল কপালে লাগিয়ে ঘুমিয়ে পড়ুন।
গ্রিন টিঃ মাথার সামনের চুল গজানোর উপায় গুলোর মধ্যে একটি হল গ্রিন টি। গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। গ্রিন টি নতুন চুল গজাতে সাহায্য করে। গ্রিন টি ঠান্ডা করে কপালে লাগান ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এভাবে বেশ কিছুদিন ব্যবহার করলে নতুন চুল গজাতে সাহায্য করবে।
নিয়মিত তেলের মাসাজঃ মাথায় অবশ্যই নিয়মিত তেলের মাসাজ করা প্রয়োজন। কেননা মাথার রক্ত সঞ্চালন ক্ষমতা কমে গেলে মাথার ত্বকের চুল উঠে যায়। তাই মাথার ত্বকের চুল ওঠা রোধ করতে মাথার ত্বকের রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি করতে নিয়মিত তেল মাসাজ করুন। আপনি বাদাম তেল, জবা তেল, অলিভ অয়েল, কপালের অংশে ম্যাসাজ করলে নতুন চুল গজাতে সাহায্য করবে।
ডিমের প্যাকঃ নিয়মিত ডিমের প্যাক কপালে ব্যবহার করলে নতুন চুল গজাতে সাহায্য করে। ডিমে থাকা প্রোটিন চুল গজানোর জন্য অত্যন্ত উপকারী। নিয়মিত একটি ডিমের সাদা অংশ নিন এর সাথে এক চামচ মধু মিশিয়ে কপালে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এভাবে নিয়মিত ব্যবহার করলে নতুন চুল গজাতে সাহায্য করবে।
মিনোক্সিডিলঃ কপালে নতুন চুল গজানোর উপায় গুলোর মধ্যে একটি হলো মিনোক্সিডিল এর ব্যবহার। চিকিৎসা পদ্ধতিতে কপালে নতুন চুল গজানোর জন্য মিনোক্সিডিল ব্যবহার করতে পারেন। এটি দিনে দুইবার কপালে লাগান। তবে মিনোক্সিডিল ব্যবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
প্রিয় পাঠক উপরে কপালে নতুন চুল গজানোর উপায় সম্পর্কে জানিয়েছি। এই উপায় গুলো অনুসরণ করার পাশাপাশি অবশ্যই পুষ্টিকর খাবার খাবেন। বিশেষ করে বায়োটিন, আয়রন, প্রোটিন সমৃদ্ধ খাবার। এই খাবারগুলো নতুন চুল গজাতে সাহায্য করে। আপনি যদি অতিরিক্ত মানসিক চাপের মধ্যে থাকেন সে ক্ষেত্রে মানসিক চাপ দূর করুন। অতিরিক্ত চিন্তাভাবনা এড়িয়ে চলুন।
নিয়মিত পর্যাপ্ত পরিমাণে অবশ্যই ঘুমান। পর্যাপ্ত পরিমাণ ঘুম মাথায় নতুন চুল গজাতে সাহায্য করবে। আপনার যদি কোন রাসায়নিক পণ্য ব্যবহারের অভ্যাস থাকে সে ক্ষেত্রে কপালে সেই রাসায়নিক পণ্যগুলো ব্যবহার করা থেকে বিরত থাকুন। আশা করি এই নিয়মগুলো বেশ কিছুদিন অনুসরণ করলে কপালে নতুন চুল গজাবে।
মাথার সামনের চুল গজানোর উপায়
অনেকে নিয়মিত জিজ্ঞাসা করেন মাথার সামনে চুল গজানোর উপায় সম্পর্কে। আপনার মাথায় দীর্ঘদিন ধরে চুল ছিল। কিন্তু হঠাৎ করে আস্তে আস্তে মাথার সামনের দিক থেকে সব চুল উঠে যাচ্ছে। কেন উঠে যাচ্ছে তা বুঝতে পারছেন না। মাথার সামনের দিক থেকে বা কপালের অংশে চুল ওঠার বিভিন্ন ধরনের কারণ রয়েছে।
ভিন্ন ভিন্ন ব্যক্তির ক্ষেত্রে এই কারণগুলো ভিন্ন রকম। তবে সাধারণত বয়স বৃদ্ধির সাথে সাথে মাথার সামনের দিক থেকে চুল উঠতে শুরু করে। মাথার সামনের চুল গজানোর উপায় অনেকেই জানেন না। আপনি যদি মাথার সামনের চুল গজানোর উপায় জানেন সে ক্ষেত্রে আপনি সে উপায় গুলো অনুসরণ করে এই সমস্যা দ্রুত দূর করতে পারবেন। নিচে মাথার সামনের চুল গজানোর উপায় গুলো পয়েন্ট আকারে দেওয়া হলঃ
- সঠিক ডায়েট মেনে চলুন
- চুলের জন্য পুষ্টিকর তেল ব্যবহার করুন
- নিয়মিত মাথায় পেঁয়াজের রস লাগান
- মিনোক্সিডিল হেয়ার টনিক ব্যবহার করুন
- নিয়মিত যোগ ব্যায়াম করুন
- বায়োটিন সাপ্লিমেন্ট গ্রহণ করুন
- স্ট্রেস কমান
- স্ক্যাল্প পরিষ্কার রাখুন
- ডারমারোলার থেরাপি গ্রহণ করুন
- চিকিৎসকের পরামর্শ নিন
প্রিয় পাঠক উপরে বেশ কিছু মাথার সামনের চুল গজানোর উপায় আপনাদের জানিয়েছি। এই উপায় গুলো মেনে চললে, নিয়মিত পুষ্টিকর খাবার খেলে, সঠিক ডায়েট অনুসরণ করলে আশা করি দ্রুত আপনার মাথার সামনে চুল গজাবে।
প্রাকৃতিক উপায়ে নতুন চুল গজানোর উপায়
অনেকে চান মাথার সামনের চুল গজানোর উপায় সম্পর্কে জানতে। প্রাকৃতিক উপায়ে নতুন চুল গজানোর উপায় সম্পর্কে জানতে। প্রাকৃতিকভাবে মাথায় নতুন চুল গজানোর বেশ কিছু উপায় রয়েছে এই উপায় গুলো অনুসরণ করে সহজে মাথায় চুল গজানো যায়। প্রাকৃতিক উপায় গুলো অনুসরণ করলে নিশ্চিন্তে থাকা যায়।
কেননা প্রাকৃতিক উপায়ে কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হয় না। নিচে প্রাকৃতিক উপায়ে নতুন চুল গজানোর নিয়মগুলো নিচে দেওয়া হলঃ
- পেঁয়াজের রস মাথায় ব্যবহার
- মেথি বিজ প্যাক চুলের গোড়ায় লাগানো
- নিয়মিত নারিকেল তেলের মাসাজ
- অ্যালোভেরা জেল চুলে লাগানো
- আমলকির প্যাক চুলে লাগান
- নিয়মিত গ্রিন টি ব্যবহার
- লেবুর রস স্ক্যাল্পে লাগানো
- ডিমের মাস্ক এর ব্যবহার
- নিয়মিত হেয়ার প্যাকের ব্যবহার
- তুলসী পাতার পেস্টের ব্যবহার
চুল পড়া বন্ধ ও নতুন চুল গজানোর উপায়
যাদের মাথায় অতিরিক্ত চুল ওঠে তারা নিয়মিত চাইলে চুল পড়া বন্ধ করার জন্য কিছু উপায় অনুসরণ করতে পারেন। তাছাড়া এই উপায় গুলো অনুসরণ করলে মাথার ত্বক প্রয়োজনীয় পুষ্টি পাবে ফলে সহজে নতুন চুল গজাবে। যাদের মাথায় অতিরিক্ত চুল পড়ে তারা নিয়মিত মাথার ত্বকে পেঁয়াজের রস লাগান।
পেঁয়াজের রস চুল পড়া বন্ধ করতে ও মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে। এছাড়া নারিকেল তেল ও রোজ মেরি তেল মিশিয়ে নিয়মিত মাথায় মাসাজ করুন। এতে মাথার ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে। তাছাড়া নিয়মিত পুষ্টিকর খাবার, ব্যায়াম, মাথার ত্বকের স্ক্যাল্প পরিষ্কার রাখুন এতে সহজে মাথায় নতুন চুল গজাবে।
নতুন চুল গজানোর ঔষধ
অনেকে নিয়মিত মাথায় নতুন চুল গজানোর ঔষধ সম্পর্কে খোঁজ করেন। বাজারে বেশ কিছু ঔষধ পাওয়া যায় যেগুলো সেবনে ও ব্যবহারে মাথায় নতুন চুল গজায়। তবে প্রত্যেকটি ওষুধ সেবন ফল পাওয়া যায় না। কেননা বিভিন্ন ব্যক্তিরা ভিন্ন ভিন্ন সমস্যায় ভোগেন। তাই ওষুধ সেবন করতে হলে সঠিক সমস্যা চিহ্নিত করে ঔষধ সেবন করলেই মূলত এই সমস্যা থেকে নিস্তার পাওয়া যায়। নিচে নতুন চুল গজানোর ঔষধ এর নাম দেওয়া হলঃ
- মিনোক্সিডিল
- ফিনাস্টেরাইড
- ডুটাস্টেরাইড
- বায়োটিন সাপ্লিমেন্ট
- ভিটামিন সাপ্লিমেন্ট
- কেটোকোনাজল শ্যাম্পু
উপরে দেওয়া এই ঔষধ ও উপাদান গুলো মাথার চুল পড়া রোধে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। তবে এই ওষুধগুলো সেবন ও ভিটামিন সাপ্লিমেন্ট গ্রহণের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শে গ্রহণ করুন।
নতুন চুল গজাতে কতদিন সময় লাগে
অনেকে নিয়মিত বিভিন্ন ঔষধ ও পুষ্টিকর খাবার খেয়ে দিন দিন চিন্তা করছেন মাথায় চুল গজাতে কতদিন সময় লাগে। চুল কেন গজাচ্ছে না। যারা বিভিন্ন সাপলিমেন্ট বা চুল গজানোর জন্য বিভিন্ন উপায় অনুসরণ করছেন এই উপায় গুলো অনুসরণ করলেও নতুনভাবে মাথায় চুল গজাতে এক থেকে তিন মাস পর্যন্ত সময় লাগে।
চিকিৎসকের পরামর্শে বিভিন্ন উপায় অনুসরণ করলে ৪-৬ মাস পর্যন্ত সময় লাগবে। তবে বয়স কম হলে নতুন চুল গজাতে কম সময় লাগে। কেননা কম বয়সে দ্রুত চুল গজায়। এছাড়া সুষুম খাবার, স্ট্রেস মুক্ত জীবন যাপন দ্রুত চুল গজাতে সাহায্য করে।
লেখকের মন্তব্য
আজকের পুরো আর্টিকেলটিতে কপালে নতুন চুল গজানোর উপায়, মাথার সামনের চুল গজানোর উপায় সম্পর্কে সঠিক তথ্য শেয়ার করেছি। এছাড়া মাথায় চুল গজানোর প্রত্যেকটি উপায় সম্পর্কে বিস্তারিত জানিয়েছি। আশা করি এই উপায় গুলো অনুসরণ করলে দ্রুত আপনার মাথায় চুল গজাবে। আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন।
নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। অন্যান্য ইনফরমেশন সম্পর্কিত আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইট এর ক্যাটাগরি গুলো ঘুরে আসুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url