স্থায়ীভাবে মুখের লোম দূর করার উপায়, ক্রিম, ঔষধ,
অনেক মেয়েদের মুখে ছেলেদের মত লোম গজায়। মেয়েদের মুখে লোম মূলত হরমোন জনিত সমস্যায় বের হয়। তাই স্থায়ীভাবে মুখের লোম দূর করার উপায় জানা থাকলে সহজে মুখের লোম দূর করতে পারবেন। তাছাড়া বাজারে চিরতরে লোম দূর করার ক্রিম পাওয়া যায় যেগুলো ব্যবহার করে শরীরের যে কোন অংশের লোম চিরতরে দূর করতে পারবেন।
মুখের অবাঞ্ছিত লোম মেয়েদের সৌন্দর্য নষ্ট করে। অনেক মেয়েদের মুখের ঠোঁটের ওপরের অংশে লোম গজায় যা দেখতে অত্যন্ত বিশ্রী লাগে। অনেক মেয়েরা চায় স্থায়ীভাবে মুখের লোম দূর করার উপায় জানতে। চিরতরে লোম দূর করার ক্রিম ব্যবহার করে ও কিছু উপায় অনুসরণ করে মুখের অবাঞ্ছিত লোম ও শরীরের অবাঞ্ছিত লোম সহজে দূর করতে পারবেন। শরীরের প্রত্যেকটি অংশের অবাঞ্ছিত লোম দূর করার উপায় সম্পর্কে জানতে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
পোস্ট সূচিপত্রঃ স্থায়ীভাবে মুখের লোম দূর করার উপায় - চিরতরে লোম দূর করার ক্রিম
- স্থায়ীভাবে মুখের লোম দূর করার উপায়
- চিরতরে লোম দূর করার ক্রিম
- মেয়েদের মুখের অবাঞ্ছিত লোম দূর করার উপায়
- চিরতরে অবাঞ্ছিত লোম দূর করার উপায়
- মুখের অবাঞ্ছিত লোম দূর করার ওষুধ
- লোম দূর করার ঔষধ
- ঠোঁটের উপরের লোম দূর করার উপায়
- মুখের লোম দূর করার ক্রিমের নাম
স্থায়ীভাবে মুখের লোম দূর করার উপায়
মেয়েদের মুখে বেশ কিছু কারণে লোম বের হয় এর মধ্যে হরমোন জনিত সমস্যা। শরীরে এন্ড্রোজেন হরমোনের মাত্রা বেশি হলে মেয়েদের মুখে ও শরীরে লোম গজায়। এছাড়া লোম তোলার জন্য অনুপযুক্ত পদ্ধতি ব্যবহার করলে পুনরায় ওখানে দ্বিগুণ লোম গজায়। তাই স্থায়ীভাবে মুখের লোম দূর করার উপায় গুলো অনুসরণ করে আপনি মুখের লোম দূর করতে পারবেন। নিচে স্থায়ীভাবে মুখের লোম দূর করার উপায় গুলো পয়েন্ট আকারে দেওয়া হলঃ
- লেজার হেয়ার রিমুভার
- ইলেক্ট্রোলাইসিস
- ডার্মাটোলজিস্টের চিকিৎসা
- হরমোন থেরাপি
- লোমের গ্রোথ কমানোর ক্রিম
- মেডিকেল গ্রেড হেয়ার রিমুভাল কিট
- ডারমা প্ল্যানিং
- কেমিক্যাল পিল
- আয়ুর্বেদিক পদ্ধতি
লেজার হেয়ার রিমুভারঃ স্থায়ীভাবে মুখের লোম দূর করার উপায় গুলোর মধ্যে একটি হলো লেজার হেয়ার রিমুভার। আপনি লেজার হেয়ার রিমুভার লেজার রশ্নি ব্যবহার করে লোমের ফলে কল নষ্ট করতে পারবেন। এটি স্থায়ীভাবে লোম দূর করার জন্য অত্যন্ত কার্যকর। ত্বকের গভীরে লেজার রশ্নির মাধ্যমে হলে কোন গুলো নষ্ট করে রং দূর করা হয়।
ইলেক্ট্রোলাইসিসঃ ইলেক্ট্রোলাইসিস এর মাধ্যমে স্থায়ীভাবে মুখের লোম দূর করতে পারবেন। ইলেক্ট্রোলাইসিস প্রক্রিয়ায় প্রতিটি লোমের ফলিকলে লোমের ফলি কল ধ্বংস করা হয়। এই প্রক্রিয়াটি স্থায়ীভাবে মুখের লোম দূর করার জন্য অত্যন্ত কার্যকরী। এটি সব ধরনের মুখের লোম ও ত্বকের জন্য উপযোগী।
ডার্মাটোলজিস্টের চিকিৎসাঃ ডার্মাটোলজিস্টের চিকিৎসার মাধ্যমেও মুখের লোম স্থায়ীভাবে দূর করতে পারবেন। প্রথমত ডার্মাল টলজিস্ট এর পরামর্শে অতিরিক্ত লোম বৃদ্ধির ও গজানোর কারণ সম্পর্কে জেনে নিন। এরপর ডার্মাটোলজিস্ট এর পরামর্শে ঔষধ সেবন করুন।
হরমোন থেরাপিঃ মেয়েদের মুখের লোম যেহেতু হরমোন জনিত সমস্যায় বের হয় তাই হরমোন থেরাপির মাধ্যমে এটি দূর করা যায়। হরমোনের ভারসাম্যহীনতার কারণে মুখের লোম বৃদ্ধি পায়। তাই চিকিৎসকের পরামর্শে হরমোন থেরাপি নিন।
লোমের গ্রোথ কমানোর ক্রিমঃ বাজারে বেশ কিছু ক্রিম পাওয়া যায় যেগুলো লোমের গ্রোথ কমাতে কার্যকরী। এই ক্রিম গুলো ব্যবহার করলে লোম এমনিতেই দুর্বল হয়ে পড়ে। সাধারণত এই ক্রিমগুলো ব্যবহার করে লোমের গ্রোথ বৃদ্ধি ব্যাহত করতে পারবেন। এফ্লোরনিথিন যুক্ত ক্রিম লোমের বৃদ্ধি ব্যাহত করে। তাই আপনি যে কোন কোম্পানির এই উপাদান যুক্ত ক্রিম ব্যবহার করলে লোমের গ্রোথ কমাতে পারবেন।
মেডিকেল গ্রেড হেয়ার রিমুভাল কিটঃ আপনি নিজে নিজেই ঘরে বসে মেডিকেল গ্রেড হেয়ার রিমুভাল কিট এ ব্যবহার করে মুখের লোম দূর করতে পারবেন। এটি মূলত বাড়িতে ব্যবহারের জন্য লেজার বা আইপিএল ডিভাইস। আপনি এটি সহজে ব্যবহার করতে পারবেন।
ডারমা প্ল্যানিংঃ আপনি ডারমা প্ল্যানিং এর মাধ্যমে মুখের লোম স্থায়ীভাবে দূর করতে পারবেন। ডারমা প্ল্যানিং এর মাধ্যমে বিশেষ ব্লেড দিয়ে মুখের উপরের স্তরের লোম ও মৃত কোষ দূর করা হয়। এতে ত্বক মসৃণ হয় সাময়িকভাবে লোম অপসারণ হয়। তবে এই পদ্ধতিতে পরবর্তীতে মুখে পুনরায় লোম গজায়।
কেমিক্যাল পিলঃ আপনি কেমিক্যাল পিল ব্যবহার করে স্থায়ীভাবে মুখের লোম দূর করতে পারবেন। কেমিক্যাল পিল ত্বকের উপরিভাগের কোষ সরিয়ে লোম এর বৃদ্ধি কমাতে সাহায্য করে। কেমিক্যাল পিল লোমের গ্রোথ ধির করে।
আয়ুর্বেদিক পদ্ধতিঃ আপনি আয়ুর্বেদিক পদ্ধতি অনুসরণ করে স্থায়ীভাবে মুখের লোম দূর করতে পারবেন। তবে এই পদ্ধতিতে মুখের লোম দূর করার জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। আয়ুর্বেদিক পদ্ধতিতে হলুদ, বেসন, মুলতানি মাটি দিয়ে প্যাক তৈরি করুন। এরপর এই প্যাক ত্বকে নিয়মিত ব্যবহার করুন। এটি লোম এর বৃদ্ধির হার ব্যাহত করবে।
প্রিয় পাঠক উপরে বেশকিছু স্থায়ীভাবে মুখের লোম দূর করার উপায় আপনাদের জানিয়েছি। স্থায়ীভাবে মুখের লোম দূর করার জন্য আপনি উপরে দেওয়া এই উপায় গুলো অনুসরণ করতে পারেন। আপনি যে উপায়টি অনুসরণ করতে চান সে উপায় সম্পর্কে ভালোভাবে জেনে এরপর সেটি অনুসরণ করবেন।
চিরতরে লোম দূর করার ক্রিম
অনেকেই চান শরীরের অবাঞ্ছিত লোম দূর করার ক্রিম সম্পর্কে জানতে। শরীরের যে কোন অংশের অবঞ্চিত লোম সহজে দূর করা যায় শুধুমাত্র ক্রিম ব্যবহার করে। চিরতরে লোম দূর করার ক্রিম সম্পর্কে অনেকেই খোঁজ করেন। চিরতরে লোম দূর করার ক্রিম যেগুলো বাজারে বিক্রয় হয় সেগুলো আসলে কার্যকারী সমাধান দেয় না।
এটি মূলত সাময়িক সময়ের সমাধান দেয়। তবে বেশ কিছু ক্রিম রয়েছে যেগুলো ব্যবহারে মুখের ও শরীরের অবাঞ্ছিত লোম বৃদ্ধির হার কমাতে সাহায্য করে। শরীরের অবাঞ্ছিত লোমে ব্যবহার করলে ফলিকল গুলোর কার্য ক্ষমতা ধীর করে। নিচে চিরতরে লোম দূর করার ক্রিম গুলোর তালিকা দেয়া হলোঃ
- Vaniqa (Eflornithine Hydrochloride Cream)
- Veet Hair Removal Cream
- Anne French Hair Removal Cream
- Olay Smooth Finish Facial Hair Removal Duo
- Nad’s Facial Hair Removal Cream
- Sally Hansen Hair Remover Kit
- Avon Skin So Soft Hair Removal Cream
- Revitol Hair Removal Cream
- Nair Hair Removal Cream
- Everteen Hair Remover Cream for Sensitive Areas
আপনি উপরে দেওয়া চিরতরে লোম দূর করার ক্রিম গুলো সাময়িক সময়ে ব্যবহার করে শরীরের ও মুখমন্ডলের অবাঞ্ছিত লোম দূর করতে পারবেন। তবে স্থায়ীভাবে চিরতরে লোম দূর করার জন্য আপনাকে অন্যান্য উপায় অনুসরণ করতে হবে। উপরে দেওয়া এই ক্রিমগুলো স্থায়ীভাবে শরীরের অবাঞ্ছিত লোম দূর করতে কার্যকরী নয়। আশা করি চিরতরে লোম দূর করার ক্রিম সম্পর্কে জানতে পেরেছেন।
মেয়েদের মুখের অবাঞ্ছিত লোম দূর করার উপায়
অনেক মেয়েরাই স্থায়ীভাবে মুখের লোম দূর করার উপায় ও মেয়েদের মুখের অবাঞ্ছিত লোম দূর করার উপায় সম্পর্কে জানতে চান। অনেক মেয়েদের মুখে প্রচুর পরিমাণে লোম দেখা যায়। বিশেষ করে ঠোঁটের উপরিভাগে নাকের নিচের অংশে অতিরিক্ত লোম গজায়। এটাকে দেখতে অনেক খারাপ লাগে। বিশেষ করে হরমোন জনিত সমস্যার কারণে মেয়েদের শরীরে অতিরিক্ত লোম গজায়।
গালের দুই ধারের অংশে অনেক সময় অতিরিক্ত লোম গজায়। মেয়েদের মুখের এই অবাঞ্ছিত লোম দূর করার বেশ কয়েকটি উপায় রয়েছে। বিভিন্ন উপায়ে এই লোমগুলো দূর করা যায়। তবে কিছু উপায় সাময়িক সময়ের জন্য এবং কিছু উপায় দীর্ঘস্থায়ী। দীর্ঘস্থায়ী উপায় গুলোতে খরচ অত্যন্ত বেশি হয়। সাময়িক সময়ের জন্য যে উপায় গুলো অনুসরণ করা হয় সেই,
উপায় গুলোতে খরচ একেবারে কম। ডিপিলেটোরি ক্রিম ব্যবহার করে মেয়েদের মুখের অবাঞ্ছিত লোম দূর করতে পারবেন। এটি মূলত লোম গলানোর কেমিক্যাল ক্রিম। পাশাপাশি দীর্ঘস্থায়ী সমাধানের জন্য লেজার হেয়ার রিমুভাল, ইলেক্ট্রোলাইসিস, স্ক্রাব ও ফেসপ্যাক, পিলিং মাস্ক, হেয়ার ব্লিচিং, ডারমা প্ল্যানিং এ পদ্ধতি গুলো অনুসরণ করে আপনি চিরস্থায়ীভাবে মুখের অবাঞ্ছিত লোম দূর করতে পারবেন।
চিরতরে অবাঞ্ছিত লোম দূর করার উপায়
অনেক মেয়েদের মুখে অতিরিক্ত লোম থাকায় তারা প্রতিনিয়ত চিরতরে লোম দূর করার ক্রিম, চিরতরে অবাঞ্ছিত লোম দূর করার উপায় সম্পর্কে জানতে চান। মুখের অবাঞ্ছিত লোম দূর করা মূলত ব্যয় সাপেক্ষ। চিরতরে মুখের লোম দূর করার জন্য যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো অনুসরণ করতে গেলে মোটা অংকের টাকা ব্যয় করতে হয়।
সাময়িক সময়ের জন্য যদি লোম দূর করতে যান সে ক্ষেত্রে অল্প কিছু টাকা খরচ করেই আপনি সাময়িক সময়ের জন্য মুখের লোম দূর করতে পারবেন। তবে দীর্ঘস্থায়ী বা চিরতরে অবাঞ্চিত লোম দূর করার জন্য যে পদ্ধতি গুলো অনুসরণ করতে হবে তা হল লেজার হেয়ার রিমুভাল, ইলেক্ট্রোলাইসিস, আইপিএল থেরাপি, ডায়োড লেজার থেরাপি,
এলেক্সাড্রাইড লেজার থেরাপি, এনজাইম থেরাপি, রেডিও ফ্রিকোয়েন্সি হেয়ার রিমুভাল, মেডিকেল হরমোন থেরাপি। আপনি উপরে দেওয়া এই থেরাপি গুলো অনুসরণ করে সহজে মুখের অবাঞ্ছিত লোম চিরতরে দূর করতে পারবেন।
মুখের অবাঞ্ছিত লোম দূর করার ওষুধ
অনেক মেয়েদের মুখে প্রচুর পরিমাণে লোম দেখতে পাওয়া যায়। তাই প্রতিনিয়ত সেই মেয়েরা মুখের অবাঞ্চিত লোম দূর করার ঔষধ সম্পর্কের খোঁজ করেন। মুখের অবাঞ্ছিত লোম দূর করার একাধিক ঔষধ রয়েছে এটি মূলত নিজের থেকে অথবা একাকী সেবন করা উচিত নয়। কেননা আপনার সমস্যা কোনটি সেটি চিহ্নিত করে সে বিষয় নিশ্চিত হয়ে ওই বিষয়ের উপর ঔষধ খেতে হবে।
মূলত কারোর শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হলে মুখের অবাঞ্ছিত লোম বৃদ্ধি পায়। একাধিক কারণে এই সমস্যা হয়। তাই চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুন। তবে নিচে আপনাদের সুবিধার্থে মুখের অবাঞ্ছিত লোম দূর করার ঔষধ এর তালিকা দেওয়া হলঃ
- Eflornithine
- Spironolactone
- Metformin
- Flutamide
- Finasteride
- Oral Contraceptive Pills
- Corticosteroids
- Glycyrrhizin
- Topical Retinoids
- Anti-Androgens
লোম দূর করার ঔষধ
অনেকে লোম দূর করার ঔষধের সম্পর্কে খোঁজ করেন। অনেক মেয়েদের শরীরে প্রচুর পরিমাণে লোম গজায়। এলোম দূর করতে তারা ঔষধ সেবন করবেন বলে খোঁজ করেন। শরীরের লোম বিভিন্ন কারণে গজায়। তাই শুধুমাত্র সার্চ ইঞ্জিনগুলোতে সার্চ করে ঔষধ সেবন না করে চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুন।
কেননা এই ওষুধগুলো সেবন করে আপনি সঠিক ফলাফল পাবেন না। কেন আপনার শরীরে অতিরিক্ত লোম বৃদ্ধি পাচ্ছে বা গজিয়েছে সে বিষয়ে চিকিৎসকের সাথে পরামর্শ করুন। এরপর চিকিৎসকের দেওয়া নিয়ম অনুযায়ী ঔষধ সেবন করুন সঠিক ফলাফল পাবেন।
ঠোঁটের উপরের লোম দূর করার উপায়
অনেক মেয়েরা চান ঠোঁটের ওপরে লোম দূর করতে। তাই তারা নিয়মিত ঠোঁটের ওপরে লোম দূর করার উপায় সম্পর্কে জানতে চান। ঠোটের উপরের লোম দূর করার বেশ কিছু উপায় রয়েছে। আপনি বিভিন্ন উপায় অনুসরণ করে ঠোঁটের ওপরে লোম দূর করতে পারবেন। এরমধ্যে ঔষধ সেবন করে, ক্রিম ব্যবহার করে,
লেজার হেয়ার রিমুভাল এর মাধ্যমে, ইলেক্ট্রোলাইসিস এর মাধ্যমে, ডার্মাটোলজিস্ট এর চিকিৎসায়, আয়ুর্বেদিক পদ্ধতিতে, হরমোন থেরাপি গ্রহণ করে। তবে চিরস্থায়ীভাবে এই সমাধান পেতে বিভিন্ন লেজার থেরাপি গ্রহণ করা প্রয়োজন।
মুখের লোম দূর করার ক্রিমের নাম
অনেকে প্রতিনিয়ত মুখের লোম দূর করার ক্রিমের নাম সম্পর্কে জানতে চান। মুখের লোম দূর করার বেশ কিছু ক্রিম রয়েছে। ভিন্ন ভিন্ন ক্রিম ব্যবহার করে মুখের লোম দূর করতে পারবেন। তবে ক্রিম ব্যবহার করে মুখের লোম দূর করা তেমন কার্যকরী নয়। সাময়িক সময়ের জন্য শুধু ক্রিম ব্যবহার করে মুখের লোম দূর করা যায়।
স্থায়ীভাবে সমাধান ক্রিম ব্যবহার করে পাওয়া যায় না। তবে ক্রিম ব্যবহার করে মুখের লোমের বৃদ্ধি ও দ্রুত গজানোর প্রক্রিয়াকে দুর্বল করা যায়। ক্রিম ব্যবহার করলে মুখের লোমগুলো তেমন শক্তপোক্ত থাকে না। দীর্ঘদিন ক্রিম ব্যবহার করলে লোমের পরিমাণও কমে আসে। তাই আপনি চাইলে নিচে দেওয়া এই ক্রিমগুলো ব্যবহার করতে পারেনঃ
- Vaniqa (Eflornithine Hydrochloride Cream)
- Veet Hair Removal Cream
- Anne French Hair Removal Cream
- Olay Smooth Finish Facial Hair Removal Duo
- Nad’s Facial Hair Removal Cream
- Sally Hansen Hair Remover Kit
- Avon Skin So Soft Hair Removal Cream
- Revitol Hair Removal Cream
লেখক এর মন্তব্য
পুরো আর্টিকেলটিতে স্থায়ীভাবে মুখের লোম দূর করার উপায়, চিরতরে লোম দূর করার ক্রিম সম্পর্কে জানিয়েছি। আপনি এই ক্রিমগুলো ও উপায় গুলো অনুসরণ করে সহজে মুখের লোম দূর করতে পারবেন। যে উপায়গুলো আপনাদের জানিয়েছি তা অনুসরণ করলে দীর্ঘস্থায়ী ফলাফল পাবেন। তবে মেয়েদের মুখের লোম পুনরায় না ওঠানোই ভালো।
কেননা আপনি বারবার উঠাতেই থাকবেন পরবর্তীতে সেগুলো বের হতেই থাকবে। তাই আপনি এই সমস্যার সমাধানের জন্য চিকিৎসা নিতে পারেন অথবা থেরাপি গ্রহণ করতে পারেন। তাছাড়া আল্লাহর দান পরিবর্তন করার প্রয়োজন নেই। মেয়েদের মুখের লোন দেখতে অনেক সুন্দর লাগে। তবে এক এক ছেলের রুচির পরিবর্তনে এটি ভিন্ন রকম। আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন।
নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। অন্যান্য আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরি গুলো ঘুরে আসুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url