কাটা জায়গা শুকানোর মলম - তাড়াতাড়ি শুকানোর উপায়
কাটা জায়গা শুকানোর মলম ব্যবহার করে দ্রুত কাটা ঘা শুকানো যায়। অনেকেরই বিভিন্ন অংশে কেটে যায় ঘাস শুকাতে অনেক দেরি লাগে। এমন সময় ঘা শুকানোর মলম ব্যবহার করুন দ্রুত শুকিয়ে যাবে। অনেকেই কাটা জায়গা তাড়াতাড়ি শুকানোর উপায় সম্পর্কে জানতে চান। কাটা জায়গা শুকানোর জন্য বেশ কয়েকটি উপায় রয়েছে আজকের আর্টিকেলটিতে প্রত্যেকটি বিষয় সম্পর্কে থাকছে বিস্তারিত।
কাটা জায়গা নিয়ে অনেক ভয়ের সৃষ্টি হয়। কেটে গেলে ভালোভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখলে, ঔষধপত্র সেবন না করলে ইনফেকশন হওয়ার ঝুঁকি থাকে। তাই কাটা জায়গায় অথবা কেটে গেলে অবহেলা না করে কাটা জায়গা শুকানোর মলম ব্যবহার করুন। কাটা জায়গা তাড়াতাড়ি শুকানোর উপায় গুলো জেনে সহজে কাটা জায়গায় শুকাতে পারবেন।
পোস্ট সূচীপত্রঃ কাটা জায়গা শুকানোর মলম - কাটা জায়গা তাড়াতাড়ি শুকানোর উপায়
- কাটা জায়গা শুকানোর মলম
- কাটা জায়গা তাড়াতাড়ি শুকানোর উপায়
- ক্ষত শুকানোর এন্টিবায়োটিক
- পায়ের ঘা শুকানোর ঔষধ
- পায়ের ঘা শুকানোর ঘরোয়া উপায়
- ঘা শুকানোর ক্রিম
- কাটা জায়গা শুকানোর ঘরোয়া উপায়
- কাটা জায়গা শুকানোর খাবার
কাটা জায়গা শুকানোর মলম
অনেকের বিভিন্ন কারণে শরীরের বিভিন্ন অংশে কেটে যায়। কেটে গেলে কাটা জায়গা শুকানোর মলম ব্যবহার করলে দ্রুত শুকিয়ে যায়। নতুবা যত্ন ও অবহেলার অভাবে কাটা জায়গায় শুকাতে অনেক দেরি হয়। অনেকেই প্রতিনিয়ত কাটা জায়গায় শুকানোর মলম সম্পর্কে খোঁজ করেন। কাটা জায়গায় শুকানোর জন্য মলম ব্যবহার করলে দ্রুত আরাম ও উপশম পাওয়া যায়।
পাশাপাশি মলমে থাকা এন্টিসেপটি ও এন্টিবায়োটিক উপাদান জীবাণুর সংক্রমণ থেকে রক্ষা করে। কাটা জায়গায় মলম ব্যবহার করলে মলম ক্ষতস্থানের আদ্রতা বজায় রাখে এবং দ্রুত কোষ পুনর্গঠনে সাহায্য করে। আবার অনেকের শরীরের বিভিন্ন স্থানে কেটে গেলে দীর্ঘদিন দাগ থাকে। কাটা জায়গায় শুকানোর মলম ব্যবহার করলে এই দাগগুলো দ্রুত কমে যায়।
কাটা স্থানে চুলকানি ও সুস্থতা দূর করতে কাটা জায়গায় মলম ব্যবহার করা হয়। আপনি যদি আপনার শরীরের কাটা জায়গা শুকানোর মলম ব্যবহার করতে চান সেক্ষেত্রে নিচে দেওয়া এই মলমগুলো ব্যবহার করতে পারেনঃ
- Betadine Ointment
- Neosporin Ointment
- Silver Sulfadiazine Cream
- Soframycin Skin Cream
- Fucidin Cream
- Bactroban Ointment
- Cipladine Ointment
- Mebo Ointment
- Burnol Cream
- Hexilak Gel
উপরে বেশ কিছু কাটা জায়গা শুকানোর মলম এর তালিকা দিয়েছি। এখানেই বেশ কয়েকটি বাইরের দেশের মলমের নাম দিয়েছি। এ মলমগুলো কাটা জায়গায় শুকাতে অত্যন্ত কার্যকরী। দ্রুত যেকোনো কাটা জায়গায় লাগালে নতুন কোষ গঠনে এবং ক্ষত সারতে সাহায্য করে। আপনি চাইলে উপরে দেওয়া ক্রিমগুলোর মধ্যে থেকে যে কোন ক্রিম চিকিৎসকের পরামর্শে ব্যবহার করতে পারেন।
কাটা জায়গা তাড়াতাড়ি শুকানোর উপায়
অনেকের শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। কেটে গেলে সঠিক নিয়ম জানেন না বলে কাটা অংশ শুকাতে দেরি হয়। আপনি যদি কাটা জায়গা তাড়াতাড়ি শুকানোর উপায় অনুসরণ করেন সেক্ষেত্রে দ্রুত কাটা জায়গা সেরে যাবে। কাটা জায়গা তাড়াতাড়ি শুকানোর উপায় অনেক। আপনি ঘরে বসে সেই উপায় গুলো অনুসরণ করলে সহজে কাটা জায়গা দ্রুত শুকিয়ে আপনি সুস্থ হতে পারবেন। নিচে কাটা জায়গা তাড়াতাড়ি শুকানোর উপায় গুলো পয়েন্ট আকারে দেওয়া হলঃ
- ক্ষতস্থান পরিষ্কার রাখুন
- এন্টিবায়োটিক সেবন করুন
- অ্যান্টিসেপটিক ক্রিম ব্যবহার করুন
- পরিষ্কার ব্যান্ডেজ ব্যবহার করুন
- শুষ্ক ও পরিষ্কার রাখুন
- পুষ্টিকর খাবার খান
- হালকা আদ্র রাখুন
- ইনফেকশনের লক্ষণে চিকিৎসা নিন
ক্ষতস্থান পরিষ্কার রাখুনঃ কাটা জায়গা তাড়াতাড়ি শুকানোর উপায় গুলোর মধ্যে প্রথম উপায় হল ক্ষতস্থান পরিষ্কার রাখা। আপনার কাটা জায়গা সব সময় বিভিন্ন অ্যান্টিসেপটিক দিয় পরিষ্কার রাখুন। পাশাপাশি গরম পানি বা স্যালাইন সল্যুশন ব্যবহার করে জায়গাটি ধুয়ে নিন। পরিষ্কার রাখতে ভায়োডিন ক্রিম লাগিয়ে রাখুন।
এন্টিবায়োটিক সেবন করুনঃ কাটা জায়গা যদি বড় হয় অথবা ইনফেকশনের সম্ভাবনা থাকে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এন্টিবায়োটিক সেবন করুন। এন্টিবায়োটিক শরীরের ভেতরের জীবাণু ধ্বংস করে। ফলে নতুনভাবে কোষ তৈরি হয় এবং কাটা জায়গা সেরে যায়।
অ্যান্টিসেপটিক ক্রিম ব্যবহার করুনঃ কাটা জায়গা তাড়াতাড়ি শুকানোর উপায় গুলোর মধ্যে প্রথম উপায় হল ক্ষতস্থানে অ্যান্টিসেপটিক ক্রিম ব্যবহার করা। বাজারে বিভিন্ন ধরনের অ্যান্টিসেপটিক ক্রিম পাওয়া যায়। অ্যান্টাসেপটিক ক্রিম জীবাণু সংক্রমণ দূর করে এবং দ্রুত কোষ পুনর্গঠনের সাহায্য করে। অ্যান্টিসেপটিক ক্রিম দিনে ২-৩ বার ব্যবহার করুন।
পরিষ্কার ব্যান্ডেজ ব্যবহার করুনঃ ক্ষতস্থান দ্রুত শুকানোর জন্য পরিষ্কার ব্যান্ডেজ ব্যবহার করুন। পরিষ্কার ব্যান্ডেজ বাইরের ধুলা ময়লা জীবাণু থেকে সুরক্ষা দেয়। প্রতিদিন ব্যান্ডেজ পরিবর্তন করুন। ক্ষত শুকিয়ে গেলে ব্যান্ডেজ খুলে রাখুন এতে বাতাসের প্রভাবে ক্ষত দ্রুত শুকাবে।
শুষ্ক ও পরিষ্কার রাখুনঃ ক্ষতস্থান দ্রুত শুকানোর জন্য শুষ্ক ও পরিষ্কার রাখুন। শুষ্ক ও পরিষ্কার রাখলে এটি জীবাণু বৃদ্ধির বিরুদ্ধে কাজ করবে। ভালোভাবে শুষ্ক ও পরিষ্কার রেখে ব্যান্ডেজ দিয়ে মুড়িয়ে রাখুন।
পুষ্টিকর খাবার খানঃ কাটা জায়গা তাড়াতাড়ি শুকানোর উপায় গুলোর মধ্যে সবচাইতে সেরা উপায় হল পুষ্টিকর খাবার গ্রহণ করা। পুষ্টিকর খাবার কাটা জায়গা দ্রুত শুকাতে সাহায্য করে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, কোষ পুনর্গঠনে পুষ্টিকর খাবারের ভূমিকা গুরুত্বপূর্ণ। ভিটামিন সি প্রচুর পরিমাণে গ্রহণ করুন। ভিটামিন সি ক্ষত শুকাতে সাহায্য করে। এছাড়া প্রোটিন সমৃদ্ধ খাবার ডিম, মাংস, দুধ ক্ষত শুকাতে সাহায্য করে।
হালকা আদ্র রাখুনঃ কাটা জায়গা অতিরিক্ত শুকিয়ে গেলে হালকা আদ্র রাখুন। অতিরিক্ত শুকিয়ে গেলে চুলকানি অথবা অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। তাই অতিরিক্ত শুকিয়ে গেলে সেখানে আদ্রতা বৃদ্ধির জন্য এন্টাসেপটিক ক্রিম এর ব্যবহার করতে পারেন।
ইনফেকশনের লক্ষণে চিকিৎসা নিনঃ ইনফেকশনের লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন। কাটা জায়গা অতিরিক্ত লাল হয়ে গেলে, ফুলে গেলে, অতিরিক্ত ব্যথা করলে, রক্ত অথবা পুঁজ পড়লে চিকিৎসকের পরামর্শ নিন।
প্রিয় পাঠক উপরে কাটা জায়গা তাড়াতাড়ি শুকানোর উপায় আপনাদের জানিয়েছে। এই উপায়গুলো অনুসরণ করে আপনি দ্রুত আপনার শরীরের কাটা জায়গা শুকাতে পারবেন। শরীরের কোন অংশ কেটে গেলে দ্রুত সেরে উঠতে চাইলে উপরে দেওয়া এই উপায় গুলো অনুসরণ করুন। আশা করি কাটা জায়গা তাড়াতাড়ি শুকানোর উপায় সম্পর্কে জানতে পেরেছেন।
ক্ষত শুকানোর এন্টিবায়োটিক
অনেকে প্রতিনিয়ত হতো শুকানোর এন্টিবায়োটিক সম্পর্কে খোঁজ করেন। অ্যান্টিবায়োটিক সেবন করলে শরীরের জীবাণু দূর হয় ফলের নতুন কোষ তৈরি হয়ে দ্রুত ক্ষত শুকিয়ে যায়। কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্ম গুলো থেকে শুধুমাত্র এন্টিবায়োটিক এর নাম জেনে এন্টিবায়োটিক সেবন করা উচিত নয়। কেননা এন্টিবায়োটিক এর মধ্যে বেশ কিছু ধরন রয়েছে।
আপনার হত সংক্রমনের ধরন ও তীব্রতা অনুযায়ী ঔষুধের ডোজ একজন চিকিৎসকের নির্ধারণ করতে পারেন। ওষুধের সাথে অ্যান্টিসেপটিক ক্রিম বা লোশন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। প্রত্যেকটি অ্যান্টিবায়োটিকের একটি নির্দিষ্ট কোর্স রয়েছে। যেমন ১৫ দিন, ৩০ দিন। তাই সঠিক বিষয় জেনে চিকিৎসকের পরামর্শ এন্টিবায়োটিক সেবন করা প্রয়োজন। নিচে ক্ষত শুকানোর জন্য কিছু অ্যান্টিবায়োটিক ওষুধের নামের তালিকা দেওয়া হলঃ
- Cefixime
- Cefuroxime
- Amoxicillin-Clavulanic Acid
- Cephalexin
- Flucloxacillin
- Clindamycin
- Metronidazole
- Ciprofloxacin
- Azithromycin
- Doxycycline
পায়ের ঘা শুকানোর ঔষধ
অনেকের পায়ে বিভিন্ন ধরনের ঘা হয়, কেটে যায়। এই কাঁটা অংশ শুকানোর জন্য অনেকে প্রতিনিয়ত পায়ের ঘা শুকানোর ঔষধের সম্পর্কে খোঁজ করেন। আপনার পায়ে কেটে গেলে আপনি কাটা জায়গা শুকানোর মলম ব্যবহার করে ও পায়ের ঘা শুকানোর ঔষধ সেবন করে দ্রুত সুস্থ হতে পারবেন। পায়ে কেটে গেলে অথবা ঘা হলে ঘা শুকানোর জন্য এন্টিবায়োটিক ব্যবহার করা হয়।
কিছু ক্ষেত্রে শুধুমাত্র মলম ব্যবহার করেই সুস্থতা পাওয়া যায় আবার কিছু ক্ষেত্রে চিকিৎসকেরা ঔষধ সেবনে পরামর্শ দেন। তবে আপনি ঔষধ অথবা ক্রিম যাই ব্যবহার করুন না কেন চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। নিচে আপনাদের সুবিধার্থে পায়ের ঘা শুকানোর মলম ও এন্টিবায়োটিকের নাম দেওয়া হলঃ
পায়ের ঘা শুকানোর মলম বা ক্রিমঃ
- Betadine Ointment
- Neosporin Ointment
- Fucidin Cream/Ointment
- Bactroban
- Soframycin Cream
- Silver Sulfadiazine Cream
পায়ের ঘা শুকানোর অ্যান্টিবায়োটিকঃ
- Amoxicillin
- Cefuroxime
- Ciprofloxacin
- Clindamycin
- Metronidazole
পায়ের ঘা শুকানোর ঘরোয়া উপায়
পায়ের ঘা শুকানোর জন্য অনেকে নিয়মিত পায়ের ঘা শুকানোর ঘরোয়া উপায় সম্পর্কে জানতে চান। অনেকের পা কেটে যায় তারা কাটা জায়গায় শুকানোর মলম সম্পর্কে খোঁজ করেন। কাটা জায়গায় শুকানোর জন্য অথবা পায়ে ঘা হলে ঘা শুকানোর জন্য ঘরোয়া উপায় হিসেবে বেশ কয়েকটি উপায় অনুসরণ করতে পারেন।
চিকিৎসার পাশাপাশি এই উপায় গুলো অনুসরণ করলে পায়ের ঘা দ্রুত শুকিয়ে যায়। তাই আপনি পায়ের ঘা শুকানোর ঘরোয়া উপায় অনুসরণ করতে চাইলে নিচে দেওয়া এই উপায় গুলো অনুসরণ করুনঃ
- নিয়মিত গরম পানির সেঁক দিন
- হলুদের পেস্ট লাগান
- এলোভেরা জেল লাগান
- লবণ পানির ধোঁয়া দিন
- মধু লাগান
- ক্ষত স্থানে নারিকেল তেল লাগান
- ক্ষতস্থানের রসুন ও নারিকেল তেল লাগান
- তুলসী পাতার রস ক্ষতস্থানে লাগাতে পারেন
- পেঁয়াজের রস লাগান
- সেদ্ধ আলুর পেস্ট ক্ষতস্থানে লাগান
আপনি নিয়মিত এর মধ্যে থেকে যেকোন উপায় অনুসরণ করে আপনার পায়ের ঘায়ের অংশে এই উপাদানগুলো লাগাতে পারেন। আলাদা আলাদা ভাবে এই উপাদানগুলো আপনার ক্ষতস্থানে লাগালে দ্রুত ক্ষতস্থান সেরে যাবে।
ঘা শুকানোর ক্রিম
অনেকের শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। কেটে গেলে অনেকেই এই কাটা জায়গায় শুকানোর জন্য নিয়মিত প্রতিদিন খোঁজ করেন ঘা শুকানোর ক্রিম সম্পর্কে। ঘা শুকানোর ক্রিমগুলোতে মূলত অ্যান্টিসেপটিক উপাদান থাকে। এই ক্রিমগুলো ক্ষতস্থানে লাগালে ক্ষতস্থানের জীবাণু দূর করে। পাশাপাশি নতুন কোষ তৈরি করতে সাহায্য করে।
কাটা জায়গা শুকানোর মলম অথবা ক্রিম ব্যবহার করলে দ্রুত কাটা জায়গায় শুকিয়ে যায়। আপনি কাটা ঘা শুকানোর জন্য যদি ক্রিম ব্যবহার করতে চান সে ক্ষেত্রে নিচে দেওয়া এই ক্রিমগুলো ব্যবহার করুনঃ
- Betadine Ointment
- Neosporin Ointment
- Silver Sulfadiazine Cream
- Soframycin Skin Cream
- Fucidin Cream
- Bactroban Ointment
- Cipladine Ointment
- Mebo Ointment
- Burnol Cream
- Hexilak Gel
কাটা জায়গা শুকানোর ঘরোয়া উপায়
কাটা জায়গায় শুকানোর জন্য অনেকে নিয়মিত কাটা জায়গায় শুকানোর ঘরোয়া উপায় সম্পর্কে খোঁজ করেন। আপনি বেশ কিছু উপায় অনুসরণ করে ঘরে বসে থেকে কাটা জায়গা শুকাতে পারবেন। কাটা জায়গা শুকানোর জন্য প্রথমত হালকা কুসুম গরম পানির সাথে লবণ মিশিয়ে নিন এরপর কাটা জায়গা ধুয়ে নিন এতে জীবাণু ধ্বংস হবে।
এরপর বাজার থেকে অ্যান্টিসেপটিক ক্রিম সংগ্রহ করুন। কাটা জায়গায় দিনে দুই থেকে তিনবার অ্যান্টিসেপটিক ক্রিম ব্যবহার করুন। গুঁড়ো হলুদের পেস্ট তৈরি করুন এরপর কাটা জায়গায় লাগিয়ে রাখুন। দ্রুত ক্ষত শুকাতে সাহায্য করবে। নিয়মিত ক্ষতস্থানে তাজা এলোভেরা পাতার জেল লাগান এটি কত শুকাতে সাহায্য করে।
মধু প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। আপনি ক্ষতস্থানে বিশুদ্ধ মধু নিয়মিত লাগাতে পারেন এতে দ্রুত ক্ষত শুকিয়ে যাবে। ক্ষত সুস্থ হয়ে গেলে ক্ষতস্থানে নারিকেল তেল লাগান এটি ক্ষত স্থানের আদ্রতা ধরে রাখবে। নিয়মিত গরম পানির সেঁক দিন, গরম পানির সেক রক্ত চলাচল বৃদ্ধি করে এবং দ্রুত ক্ষত শুকাতে সাহায্য করে।
কাটা জায়গা শুকানোর খাবার
অনেকের শরীরের বিভিন্ন অংশ কেটে গেলে কাটা জায়গা শুকানোর জন্য যে খাবারগুলো খেতে হবে সে সম্পর্কে জানতে চান। কাটা জায়গায় শুকানোর জন্য বেশ কিছু খাবার রয়েছে যেগুলো কাটা জায়গায় শুকাতে দ্রুত সাহায্য করে। কাটা জায়গায় শুকানোর জন্য বিশেষ করে ভিটামিন সি সমৃদ্ধ খাবার অত্যন্ত উপকারী। ভিটামিন সি সমৃদ্ধ খাবার গুলোর মধ্যে আমলকি,
কমলা, লেবু, পেঁপে, স্ট্রবেরি, আপনি খাবারগুলো প্রচুর পরিমাণে খেতে পারেন। প্রোটিন সমৃদ্ধ খাবার কাটা জায়গা শুকাতে দ্রুত সাহায্য করে। প্রোটিন সমৃদ্ধ খাবার গুলোর মধ্যে মাছ, মুরগি, ডিম, ডাল, মটরশুটি। এছাড়া ভিটামিন এ সমৃদ্ধ খাবার, জিংক সমৃদ্ধ খাবার, ওমেগা৩ ফাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার কাটা জায়গা শুকাতে অত্যন্ত কার্যকরী।
লেখক এর মন্তব্য
পুরো আর্টিকেলটিতে কাটা জায়গা শুকানোর মলম, কাটা জায়গা তাড়াতাড়ি শুকানোর উপায় সম্পর্কে সঠিক তথ্য শেয়ার করেছি। কাটা জায়গা শুকানোর জন্য আপনি উপরে দাও উপায় গুলো অনুসরণ করে দ্রুত কাটা জায়গায় শুকাতে পারবেন। কোন এন্টিবায়োটিক অথবা ঔষধ, ক্রিম ব্যবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
কেননা একজন চিকিৎসক আপনার শরীরের কাঁটা অংশ দেখে সঠিক ঔষধ, ক্রিম ব্যবহারের পরামর্শ দেবেন। নিজে থেকে কখনো ঔষধ অথবা ক্রিম ব্যবহার করবেন না। আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন। নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে আমাদের ওয়েব সাইটে ভিজিট করুন। অন্যান্য ইনফরমেশন সম্পর্কিত আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরি গুলো ঘুরে আসুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url