ফলিসন ট্যাবলেট কেন খায়, এর কাজ
অনেকে চিকিৎসকের পরামর্শে ফলিসন ট্যাবলেট সেবন করছেন। কিন্তু ফলিসন ট্যাবলেট এর
কাজ কি সে সম্পর্কে জানেন না। অনেকে ফলিসন ট্যাবলেট সেবন করবেন বলে ফলিসন
ট্যাবলেট কেন খায় সে সম্পর্কে জিজ্ঞাসা করেন। আজকের আর্টিকেলটিতে
ফলিসন ট্যাবলেটের প্রত্যেকটি বিষয় সম্পর্কে থাকছে বিস্তারিত।
ফলিসন ট্যাবলেট শরীরের বিভিন্ন সমস্যা ও রোগ দূর করতে অত্যন্ত কার্যকরী। পলিশন
ট্যাবলেট মূলত ফলিক অ্যাসিড সমৃদ্ধ। এটি শরীরের ফলিক এসিডের চাহিদা পূরণ করে।
ফলিসন ট্যাবলেট কেন খায়, ফলিসন ট্যাবলেট এর কাজ কি, উপকারিতা, খাওয়ার নিয়ম,
পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানতে হলে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
পোস্ট সূচিপত্রঃ ফলিসন ট্যাবলেট এর কাজ কি - ফলিসন ট্যাবলেট কেন খায়
ফলিসন ট্যাবলেট কি
ফলিসন ট্যাবলেট হলো ফলিক অ্যাসিড সমৃদ্ধ একটি ঔষধ। ফলিসন ট্যাবলেট এর মূল
উপাদান ফলিক অ্যাসিড। এই ট্যাবলেট শরীরের ফলিক এসিডের ঘাটতি পূরণ করে। ফলিসন
ট্যাবলেট মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ও গর্ভাবস্থায় ফলিক এসিডের চাহিদা পূরণে
ব্যবহারিত হয়।
ফলিসন ট্যাবলেট এর কাজ কি
চিকিৎসকেরা অনেক রোগীকে ফলিসন ট্যাবলেট সেবনের পরামর্শ দেন। রোগীরা চিকিৎসকের
পরামর্শে ওষুধ কিনে সেবন করেন। অনেকেই নিয়মিত এই ওষুধে সেবন করতে গিয়ে ফলিসন
ট্যাবলেট এর কাজ কি সে সম্পর্কে জানতে চান। ফলিসন ট্যাবলেট শরীরের কি কি উপকার
করে তা অনেকেই জানেন না। ফলিসন ট্যাবলেট মূলত ফলিক এসিড সমৃদ্ধ।
ফলিসন ট্যাবলেট শরীরের ফলিক এসিডের ঘাটতি পূরণ করেন। এছাড়া শরীরের বিভিন্ন
ধরনের রোগ দূর করতে ফলিসন ট্যাবলেট অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। নিচে ফলিসন
ট্যাবলেট এর কাজ কি সে সম্পর্কে পয়েন্ট আকারে দেওয়া হলঃ
- শরীরে ফলিক এসিডের ঘাটতি পূরণ করে
- মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া প্রতিরোধ করে
- রক্তশূন্যতা দূর করে
- গর্ভাবস্থায় নিউরাল টিউব ডিফেক্ট প্রতিরোধ করে
- ডি এন এ ও আর এন এ সংশ্লেষণে সহায়তা
- কোষের বৃদ্ধি ও মেরামত
- লোহিত রক্তকণিকা উৎপাদন করে
- দীর্ঘমেয়াদী ফলিক এসিডের অভাব পূরণ করে
- প্রোটিন সংশ্লেষণে সহায়ক
- গর্ভাবস্থায় মাতৃ স্বাস্থ্যের উন্নতি করে
শরীরে ফলিক এসিডের ঘাটতি পূরণ করেঃ ফলিক এসিড শরীরের একপ্রকার
ভিটামিন। এটি শরীরের কোষ বিভাজন ও নতুন কোষ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শরীরে ফলিক এসিডের অভাব হলে রক্তশূন্যতা ও অন্যান্য জটিলতা দেখা দেয়। এমন
অবস্থায় ফলিসন ট্যাবলেট সেবন করলে এই সমস্যা গুলো দূর হয় এবং শরীর সুস্থ হয়।
মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া প্রতিরোধ করেঃ ফলিসন ট্যাবলেট এর কাজ
কি তা হল মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া প্রতিরোধ করে। মেগালোব্লাস্টিক
অ্যানিমিয়া শরীরের রক্তশূন্যতা। শরীরের রক্তশূন্যতা হয় ফলিক এসিড, ভিটামিন
বি১২ এর অভাবে। এমন অবস্থায় ফলিসন ট্যাবলেট সেবন করলে এই ট্যাবলেটে থাকা
উপাদান ফলিক এসিড রক্তকণিকা গঠনের সাহায্য করে। ফলে মেগালোব্লাস্টিক
অ্যানিমিয়া রোগ দূর হয়।
রক্তশূন্যতা দূর করেঃ ফলিসন ট্যাবলেটে থাকা উপাদান ফলিক এসিড
শরীরের রক্তশূন্যতা দূর করে। ফলিক এসিড শরীরের অক্সিজেনের পরিবহনে সাহায্য করে।
ফলিক এসিড সেবন করলে শরীরের রক্তস্বল্পতা দূর হয় ও অ্যানিমিয়া রোগের মত
বিভিন্ন সমস্যা নিরাময় হয়।
গর্ভাবস্থায় নিউরাল টিউব ডিফেক্ট প্রতিরোধ করেঃ গর্ভাবস্থায়
প্রথম মাসে নিউরাল টিউব ডিফেক্ট এর সম্ভাবনা থাকে। প্রথম মাসের দিকেই ভ্রুনের
মস্তিষ্ক, মেরুদন্ড তৈরি হয়। এমন সময় যদি ডিফেক্ট তৈরি হয় সে ক্ষেত্রে শিশুর
এগুলো গঠনে বাধা হয়। শরীরে ফলিক এসিডের অভাব হলে শিশুর শরীরের বিভিন্ন অংশ
তৈরিতে বাধাগ্রস্ত হয়। তাই গর্ভাবস্থায় প্রথম মাসে ফলিসন ট্যাবলেটে থাকা ফলিক
এসিড এই সমস্যা দূর করতে সাহায্য করে।
ডি এন এ ও আর এন এ সংশ্লেষণে সহায়তাঃ ফলিক এসিড ডিএনএ এবং আরএনএ
উৎপাদনে অপরিহার্য। এটি কোষের জেনেটিক উৎপাদন তৈরিতে ভূমিকা রাখে। খলিসন
ট্যাবলেট গ্রহণের মাধ্যমে ডিএনএ ও আর এন এ সংশ্লেষণ প্রক্রিয়া সঠিকভাবে
সক্রিয় থাকে।
কোষের বৃদ্ধি ও মেরামতঃ শরীরে ফলিক এসিডের অভাব হলে কোষের বৃদ্ধি ও
মেরামত ব্যাহত হয়। ফলিক অ্যাসিড সেবন করলে কোষের বিভাজন বৃদ্ধি ও মেরামত করে,
নতুন কোষ গঠনে ও পুনরুদ্ধারে সহযোগিতা করেন। ফলিসন ট্যাবলেট নিয়মিত সেবন করলে
শরীরের কোষ বৃদ্ধি ও মেরামত সচল থাকে।
লোহিত রক্তকণিকা উৎপাদন করেঃ ফলিক এসিড লোহিত রক্তকণিকা তৈরিতে
ভূমিকা রাখে। লোহিত রক্তকণিকা শরীরের বিভিন্ন অংশ অক্সিজেন সরবরাহ করে। শরীরে
ফলিক এসিডের ঘাটতি হলে শরীরে বিভিন্ন সমস্যা তৈরি হয়। এমন অবস্থায় ফলিসন
ট্যাবলেট সেবন করলে এই ট্যাবলেটে থাকা উপাদান ফলিক এসিড শরীরের লোহিত রক্তকণিকা
তৈরি করে।
দীর্ঘমেয়াদী ফলিক এসিডের অভাব পূরণ করেঃ অনেক সময় বিভিন্ন ধরনের
ঔষধ দীর্ঘদিন সেবন করার ফলে শরীরে ফলিক এসিডের ঘাটতি হয়। এই ঘাটতি দূর করার
জন্য ফলিসন ট্যাবলেট অত্যন্ত কার্যকরী। ফলিসন ট্যাবলেট সেবন করলে দ্রুত শরীরের
ফলিক এসিডের ঘাটতি পূরণ করে।
প্রোটিন সংশ্লেষণে সহায়কঃ ফলিক এসিড শরীরের প্রোটিন সংশ্লেষণের
সহায়ক। ফলিক এসিড প্রোটিন তৈরির প্রক্রিয়ায় অংশ নেয়। এটি অ্যামিনো এসিড কে
ভেঙে নতুন প্রোটিন তৈরি করে। ফলিক এসিড সেবন করলে শরীরের প্রোটিন সংশ্লেষণের
কার্যকারিতা বৃদ্ধি হয়।
গর্ভাবস্থায় মাতৃ স্বাস্থ্যের উন্নতি করেঃ গর্ভবতী মায়ের জন্য
ফলিসন ট্যাবলেটে থাকা ফলিক এসিড অত্যন্ত উপকারী। গর্ভাবস্থায় মায়ের শরীরে
ফলিক এসিডের চাহিদা বৃদ্ধি পায়। এমন সময় ফলিক এসিড ট্যাবলেট সেবন করলে
রক্তস্বল্পতা প্রতিরোধ করে এবং গর্ভাবস্থায় ভ্রুণের সঠিক বৃদ্ধি করে। পাশাপাশি
গর্ভবতী মায়ের স্বাস্থ্যের উন্নতি ঘটায়।
প্রিয় পাঠক উপরে ফলিসন ট্যাবলেট এর কাজ কি সে সম্পর্কে জানিয়েছি। ফলিসন
ট্যাবলেটে থাকা উপাদান ফলিক এসিড স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে
শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ও শরীরের রোগ দূর করতে ফলিসন
ট্যাবলেটে থাকা ফলিক এসিড অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। আশা করি ফলিসন
ট্যাবলেট এর কাজ কি সে সম্পর্কে জানতে পেরেছেন।
ফলিসন ট্যাবলেট কেন খায়
ফলিসন ট্যাবলেট কেন খায় নিয়মিত অনেকেই এই বিষয়ে প্রশ্ন করেন। ফলিসন ট্যাবলেট
শরীরে ফলিক এসিডের চাহিদা পূরণ করে। ফলিক এসিড শরীরের বিভিন্ন ধরনের রোগ দূর
করতে সাহায্য করে। ফলিসন ট্যাবলেট খাওয়ার পূর্বে অনেকেই ফলিসন ট্যাবলেট কেন
খায় সে সম্পর্কে জানতে চান। ফলিসন ট্যাবলেট কেন খায় সে বিষয় গুলোর নিচে
পয়েন্ট আকারে দেওয়া হলঃ
- শরীরে ফলিক এসিডের ঘাটতি পূরণ করতে
- মেগালোব্লস্টিক অ্যানিমিয়া প্রতিরোধ করতে
- গর্ভাবস্থায় নিউরাল টিউব ডিফেক্ট প্রতিরোধে
- গর্ভবতী মহিলার রক্তশূন্যতা দূর করতে
- ভ্রণের সঠিক বিকাশ নিশ্চিত করতে
- শরীরের লোহিত রক্তকণিকা উৎপাদনে
- ডিএনএ আর ও এন এ সংশ্লেষণে সহায়তা করতে
- কোষের বৃদ্ধি ও মেরামতের সহযোগিতা করতে
- ফলিক এসিড এর অভাব পূরণ করতে
- প্রোটিন সংশ্লেষণের সাহায্য করতে
- হার্টের রোগ ও স্ট্রোক প্রতিরোধে
- ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে
- শরীরের শক্তি ও কর্ম ক্ষমতা বাড়াতে
- ইমিউন সিস্টেম উন্নত করতে
এছাড়াও বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করার জন্য চিকিৎসকেরা ফলিসন ট্যাবলেট সেবন
করার পরামর্শ দেন। ফলিসন ট্যাবলেটে থাকা উপাদান ফলিক এসিড শরীরের উপরে দেওয়া
এই রোগ গুলো দূর করে। উপরে দেওয়া এই সমস্যাগুলো দূর করতে ফলিক এসিড কার্যকরী
ভূমিকা রাখে। উপরে দেওয়া এই সমস্যাগুলো যদি আপনার থাকে সে ক্ষেত্রে আপনি ফলিসন
ট্যাবলেট সেবন করে এই সমস্যা গুলো থেকে সুস্থ হতে পারবেন। আশা করি ফলিসন
ট্যাবলেট কেন খায় সে সম্পর্কে জানতে পেরেছেন।
ফলিসন ট্যাবলেট খেলে কি হয়
ফলিসন ট্যাবলেট এর কাজ কি ফলিসন ট্যাবলেট খেলে কি হয় তা অনেকেই জানেন না।
ফলিসন ট্যাবলেট শরীরের বিভিন্ন ধরনের সমস্যা দূর করে। ফলিসন ট্যাবলেট খেলে
শরীরের ফলিক এসিডের ঘাটতি পূরণ হয়। ফলিক এসিডের ঘাটতির ফলে যে রোগগুলো হয়
ফলিসন ট্যাবলেট সেবন করলে সে রোগ গুলো দূর হয়। ফলিসন ট্যাবলেট খেলে
অ্যানিমিয়া রোগ প্রতিরোধ হয়।
ফলিসন ট্যাবলেট খেলে নিউরাল টিউব ডিফেক্ট প্রতিরোধ হয়। গর্ভবতী মহিলাদের
শরীরের রক্তশূন্যতা দূর করার জন্য, গর্ভের সন্তানের সঠিক বৃদ্ধির জন্য ফলিসন
ট্যাবলেট অত্যন্ত কার্যকরী। ফলিসন ট্যাবলেট ডিএনএ, আর এন এ সংশ্লেষণে সহায়তা
করে। পাশাপাশি ফলিসন ট্যাবলেট খেলে শরীরের প্রোটিন সংশ্লেষণের সাহায্য করে।
এছাড়া ফলিসন ট্যাবলেট খেলে হার্টের রোগ, স্টক দূর হয়। শরীরের কার্যক্ষমতা
বৃদ্ধি করে ও শরীরের ইমিউন সিস্টেম উন্নত করে।
ফলিসন ট্যাবলেট এর উপকারিতা কি
ফলিসন ট্যাবলেট এর উপকারিতা কি ও ফলিসন ট্যাবলেট কেন খায় সে সম্পর্কে অনেকেই
জানতে চান। ফলিসন ট্যাবলেট এর মূল উপাদান ফলিক এসিড এটি শরীরের ফলিক এসিডের
ঘাটতি পূরণ করে। ফলিসন ট্যাবলেট শরীরে ফলিক এসিডের অভাবজনিত সমস্যা দূর করে।
রক্তশূন্যতা প্রতিরোধ করে এবং নতুন লোহিত রক্ত কণিকা তৈরিতে সাহায্য করে।
1110
ফলিসন ট্যাবলেট লোহিত রক্তকণিকার উৎপাদন বাড়িয়ে শরীরের অক্সিজেন সরবরাহ সঠিক
রাখেন। গর্ভাবস্থায় ফলিসন ট্যাবলেট ভ্রুনের সঠিক বিকাশ নিশ্চিত করে এবং নিউরাল
টিউব ডিফেক্ট প্রতিরোধ করে। ডি এন এ ও আর এন এ সংশ্লেষণে ফলিসন ট্যাবলেট
অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলিসন ট্যাবলেট হোমোসিস্টিন নামক অ্যামিনো
এসিডের মাত্রা কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমায়।
গর্ভাবস্থায় মায়েদের শরীরের রক্তশূন্যতা দূর করতে ও গর্ভের শিশুর সঠিক বৃদ্ধি
করে। ফলিসন ট্যাবলেটে থাকা ফলিক এসিড স্নায়ুতন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করে ও
ডিপ্রেশন সমস্যার ঝুঁকি কমায়।
ফলিসন ট্যাবলেট খাওয়ার নিয়ম
অনেকে নিয়মিত ফলিসন ট্যাবলেট খাওয়ার নিয়ম সম্পর্কে খোঁজ করেন। সাধারণত রোগের
ধরন অনুযায়ী ফলিসন ট্যাবলেট খাওয়ার নিয়ম ভিন্ন রকম। রোগের উপর ভিত্তি করে এর
সেবন মাত্রা কম বেশি রয়েছে। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এক থেকে চার মাস
পর্যন্ত প্রতিদিন ৫ এমজি ট্যাবলেট সেবন করুন। মেইনটেনেন্স বা অন্তর্নিহিত রোগের
ক্ষেত্রে এক সপ্তাহে ৫ মিলিগ্রাম সেবন করুন। তবে রোগের ধরন অনুযায়ী চিকিৎসকের
সাথে পরামর্শ করে ফলিসন ট্যাবলেট সেবন করুন।
ফলিসন কোন রোগের ঔষধ
ফলিসন কোন রোগের ঔষধ এ নিয়ে অনেকের মনে প্রশ্ন থেকে যায়। ফলিসন ঔষধ মূলত ফলিক
এসিড। এটি শরীরের ফলিক এসিডের চাহিদা পূরণ করে। শরীরে ফলিক এসিডের ঘাটতি হলে
বিভিন্ন সমস্যা দেখা দেয়। এই সমস্যাগুলো দূর করতে ফলিসন ট্যাবলেটে থাকা ফলিক
এসিড অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। ফলিসন ট্যাবলেট মূলত কোন কোন রোগের ঔষধ তা
নিচে একটি তালিকা দেওয়া হলঃ
- মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া
- রক্তশূন্যতা
- নিউরাল টিউব ডিফেক্ট
- গর্ভকালীন জটিলতা
- হোমোসিস্টিনিয়েমিয়া
- ডিএনএ এবং আরএনএ সংশ্লেষণ
- লোহিত রক্তকণিকা
- ডায়ালাইসিস, অ্যান্টি-এপিলেপটিক
ফলিসন ট্যাবলেট বাচ্চাদের খাওয়ার নিয়ম
বাচ্চাদেরকে ফলিক এসিড ফলিসন ট্যাবলেট খাওয়ানোর পূর্বে অবশ্যই চিকিৎসকের সাথে
পরামর্শ করুন। কেননা কখনোই একাকী খাওয়াবেন না এতে সমস্যার সম্মুখীন হতে পারেন।
পাঁচ বছরের শিশুদের ক্ষেত্রে দৈনিক ৫ মিলিগ্রাম ঔষধ এর অর্ধেক দিনে দুইবার
খাওয়াবেন। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দিনে ১ টি ৫ মিলিগ্রাম চার মাস পর্যন্ত।
তবে ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করুন।
ফলিসন এর পার্শ্বপ্রতিক্রিয়া
ফলিসন ট্যাবলেট এর তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ফলিসন এর পার্শ্ব
প্রতিক্রিয়া খুবই বিরল। তবে মাত্রাতিরিক্ত সেবন করলে অথবা ভুল নিয়মে সেবন
করলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এর মধ্যে চামড়ার ফুসকুড়ি,
চুলকানি, লালচে ভাব, ফোলা ভাব, বমি বমি ভাব অথবা বমি হওয়া, পেট ব্যথা,
ডায়রিয়া, মাথা ঘোরা, জ্বর অথবা ক্লান্তি অনুভব করতে পারেন।
লেখকের মন্তব্য
আজকের পুরো আর্টিকেলটিতে ফলিসন ট্যাবলেট এর কাজ কি, ফলিসন ট্যাবলেট কেন খায় সে
সম্পর্কে জানিয়েছি। আশা করি বিষয়গুলো জেনে উপকৃত হবেন। ফলিসন ট্যাবলেট সেবনের
পূর্বে চিকিৎসকের পরামর্শ নিন। কেননা আপনি যে কারণে সেবন করতে চাচ্ছেন একজন
চিকিৎসক সেই রোগটি নির্ধারণ করে সেবনের সঠিক পরামর্শ দেবেন।
ফলিসন সম্পর্কে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে সে ক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে
পারেন। আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন। চিকিৎসা সম্পর্কিত অন্যান্য
আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরি গুলো ঘুরে আসুন। এতক্ষণ আমাদের
সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url