ফ্লুগাল ট্যাবলেট এর কাজ কি - ফ্লুগাল কেন খায়

অনেকের শরীরের বিভিন্ন সমস্যায় চিকিৎসকেরা ফ্লুগাল ট্যাবলেট সেবনের পরামর্শ দেন। কিন্তু ফ্লুগাল ট্যাবলেট এর কাজ কি তা অনেকেই জানেন না। চিকিৎসক সেবনের পরামর্শ দেন রোগীরা সেবন করেন। অনেকের মনে ফ্লুগাল ট্যাবলেট এর কাজ কি সে সম্পর্কে জানতে ইচ্ছে করে। ফ্লুগাল কেন খায় এ বিষয়ে অনেকে নিয়মিত প্রশ্ন করেন।
ফ্লুগাল ট্যাবলেট এর কাজ কি
ফ্লুগাল ট্যাবলেট হলো ফ্লুকোনাজল নামক ঔষধ, এটি ছত্রাকের সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়। শরীরের বিভিন্ন ধরনের ছত্রাক সংগঠিত সংক্রমণ দূর করতে ফ্লুগাল সেবন করার পরামর্শ দেয়া হয়। ফ্লুগাল ট্যাবলেট এর কাজ কি ও ফ্লুগাল কেন খায় সে সম্পর্কে জানতে হলে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

পোস্ট সূচীপত্রঃ ফ্লুগাল ট্যাবলেট এর কাজ কি - ফ্লুগাল কেন খায়

ফ্লুগাল ট্যাবলেট এর কাজ কি

ফ্লুগাল ট্যাবলেট শরীরের বিভিন্ন ধরনের সমস্যা দূর করতে অত্যন্ত কার্যকরী। বিশেষ করে ফ্লুগাল ট্যাবলেটে থাকা উপাদান ফ্লুকোনাজল ছত্রাকের সংক্রমণ দূর করতে সাহায্য করে। ছত্রাকের সংক্রমণ নিরাময় করতে চিকিৎসকেরা ফ্লুগাল ট্যাবলেট সেবনে পরামর্শ দেন। অনেক রোগীদের বিভিন্ন সমস্যার চিকিৎসকেরা ফ্লুগাল ট্যাবলেট সেবন করতে বলেন। 


কিন্তু রোগীদের মনে প্রশ্ন থেকে যায় ফ্লুগাল ট্যাবলেট এর কাজ কি সে সম্পর্কে। ফ্লুগাল ট্যাবলেট শরীরের ছত্রাক জনিত সমস্যা দূর করে। নিচে ফ্লুগাল ট্যাবলেট এর কাজ কি তা পয়েন্ট আকারে দেওয়া হলঃ
  • ছত্রাক সংক্রমণ নিরাময়
  • ইস্ট ইনফেকশন নিরাময়
  • মস্তিষ্কের ছত্রাক নিরাময়
  • মুখের ছত্রাক নিরাময়
  • ত্বকের ছত্রাক নিরাময়
  • নখের সংক্রমণ নিরাময়
  • ইমিউন সিস্টেম উন্নত করতে
  • যকৃত ফুসফুস এর ছত্রাক নিরাময়
ছত্রাক সংক্রমণ নিরাময়ঃ ফ্লুগাল ট্যাবলেট এর কাজ কি তাহলে ছত্রাক সংক্রমণ নিরাময়ে সেবন করার পরামর্শ দেওয়া হয়। ফ্লুগাল ট্যাবলেট শরীরের যেকোনো ধরনের ছত্রাক সংক্রমণ নিরাময় করতে পারে। ফ্লুগাল একটি এন্টিফাঙ্গাল ঔষধ যা ফ্লুকোনাজল সমৃদ্ধ। এটি ছত্রাক জনিত সমস্যা নিরাময় করতে অত্যন্ত কার্যকর।

ইস্ট ইনফেকশন নিরাময়ঃ মহিলাদের ইস্ট ইনফেকশন জনিত সমস্যা দূর করতে ফ্লুগাল অত্যন্ত কার্যকরী। মহিলাদের ইস্ট ইনফেকশন জনিত সমস্যা দূর করতে চিকিৎসকেরা ফ্লুগাল ট্যাবলেট সেবনের পরামর্শ দেন।

মস্তিষ্কের ছত্রাক নিরাময়ঃ মস্তিষ্কে ছত্রাক সংক্রমণ হলে বিভিন্ন সমস্যা দেখা দেয়। মস্তিষ্কের ছত্রাক সংক্রমণ ছড়ালে ফ্লুগাল সেবন করলে এই সমস্যা দূর হয়। ফ্লুগাল ট্যাবলেটে থাকা উপাদান রক্তের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায় এবং ছত্রাক ধ্বংস করে।

মুখের ছত্রাক নিরাময়ঃ মুখের ছত্রাক নিরাময়ে ফ্লুগাল ট্যাবলেট অত্যন্ত কার্যকরী। মুখের ভেতরের সংক্রমণ দূর করে ফ্লুগাল ট্যাবলেট। মুখের ভেতরে সংক্রমণ হলে ফ্লুগাল ট্যাবলেট সেবন করলে দ্রুত নিরাময় করে এবং মুখের ভেতরের সংক্রমণ দূর করে।

ত্বকের ছত্রাক নিরাময়ঃ ত্বকের বিভিন্ন ছত্রাক জনিত সমস্যা দূর করতে ফ্লুগাল অত্যন্ত কার্যকরী। যেমন রিংওয়ার্ম, অ্যাথলেটস ফুট, এবং অন্যান্য ফাংগাল সংক্রমণ থেকে ত্বক রক্ষা করতে ফ্লুগাল ট্যাবলেটে থাকা উপাদান কাজ করে। ফ্লুগাল ট্যাবলেট সেবন করলে ত্বকের ছত্রাক দ্রুত নিরাময় করে।

নখের সংক্রমণ নিরাময়ঃ নখে ছত্রাক সংক্রমণ খুবই জটিল ও দীর্ঘস্থায়ী। বিশেষ করে নখ ও কুনি সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে ছত্রাক জনিত সমস্যা হয়। এই সমস্যায় নখের ছত্রাক দূর করতে ফ্লুগাল ট্যাবলেট অত্যন্ত কার্যকরী। এমন অবস্থায় ফ্লুগাল ট্যাবলেট সেবন করলে নখের সংক্রমণ নিরাময় হয়।

ইমিউন সিস্টেম উন্নত করতেঃ অনেকের শরীর ছত্রাক জনিত সমস্যায় আক্রান্ত হয়ে শরীরের ইউনিয়ন সিস্টেম দুর্বল হয়ে যায়। এমন সময় অন্যান্য ছত্রাক শরীরকে দ্রুত আক্রমণ করে। এই ছত্রাক জনিত সমস্যা দূর করতে এবং শরীরের ইমিউন সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে ফ্লুগাল ট্যাবলেটে থাকা উপাদান কাজ করে।

যকৃত ফুসফুস এর ছত্রাক নিরাময়ঃ অভ্যন্তরীণ অঙ্গে যেমন যকৃত, ফুসফুসে ছত্রাক আক্রমণ করলে গুরুতর সমস্যা সৃষ্টি করে। এই অভ্যন্তরীণ অঙ্গ গুলো ছত্রাকের সমস্যা দূর করতে ফ্লুগাল ট্যাবলেটে থাকা ফ্লুকোনাজল অত্যন্ত কার্যকরী।

প্রিয় পাঠক উপরে বেশ কিছু ফ্লুগাল ট্যাবলেট এর কাজ কি সে সম্পর্কে জানিয়েছি। আপনার শরীরের ছত্রাক জনিত যে কোন সমস্যা দূর করতে ফ্লুগাল ট্যাবলেট সেবন করতে পারেন। তবে অবশ্যই ফ্লুগাল ট্যাবলেট সেবনের পূর্বে একজন রেজিস্টারকৃত চিকিৎসকের পরামর্শ নিন। আশা করি ফ্লুগাল ট্যাবলেট এর কাজ কি সে সম্পর্কে জানতে পেরেছেন।

ফ্লুগাল কেন খায়

ফ্লুগাল কেন খায় তা অনেকেই নিয়মিত জিজ্ঞাসা করেন। ফ্লুগাল ট্যাবলেট শরীরের বিভিন্ন ধরনের ছত্রাক জনিত সমস্যা দূর করতে অত্যন্ত কার্যকরী। ফ্লুগাল ট্যাবলেটে থাকা উপাদান ফ্লুকোনাজল শরীরের এন্টিফাঙ্গাল উপাদান হিসেবে কাজ করে। শরীরের যেকোনো ছত্রাক জনিত সমস্যা নিরাময়ে ফ্লুকোনাজল এন্টিফাঙ্গাল হিসেবে কাজ করে। 


চিকিৎসকেরা অনেক রোগীকে ফ্লুগাল ট্যাবলেট সেবনের পরামর্শ দেন। রোগীরা ঔষধে কিনে সেবন করেন। কিন্তু ফ্লুগাল কেন খায় এর কাজ কি তা অনেকে জানেন না। নিচে ফ্লুগাল কেন খায় সেগুলো পয়েন্ট আকারে দেওয়া হলঃ
  • ছত্রাক সংক্রমণ নিরাময়ে
  • ইস্ট ইনফেকশন দূর করতে
  • মস্তিষ্কের ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস নিরাময়ে
  • মুখের ওরাল থ্রাশের চিকিৎসায়
  • ত্বকের ফাঙ্গাল সংক্রমণ কমাতে
  • নখের ফাঙ্গাল সংক্রমণ নিরাময়ে
  • ইমিউন সিস্টেম দুর্বল রোগীদের সংক্রমণ প্রতিরোধে
  • যকৃতের ছত্রাক সংক্রমণ দূর করতে
  • ফুসফুসের ফাঙ্গাল সংক্রমণ নিরাময়ে
  • রক্তের ছত্রাক সংক্রমণ প্রতিরোধে
  • অন্ত্রের ছত্রাক সংক্রমণ কমাতে
  • দীর্ঘমেয়াদি ছত্রাক সংক্রমণের চিকিৎসায়
  • ক্যান্সার রোগীদের সংক্রমণ প্রতিরোধে
  • ত্বকের রিংওয়ার্ম নিরাময়ে
  • মাথার ত্বকের ফাঙ্গাল সংক্রমণ দূর করতে
  • নখের ফাঙ্গাসজনিত পচন রোধে
  • প্রদাহজনিত সংক্রমণ কমাতে
প্রিয় পাঠক উপরে ফ্লুগাল কেন খায় সে সম্পর্কে জানিয়েছি। মানব দেহের উপরে দেওয়া এই সমস্যাগুলো দূর করতে ফ্লুগাল ট্যাবলেটে থাকা ফ্লুকোনাজল অত্যন্ত কার্যকরী। আপনার শরীরের উপরে দেওয়া এই সমস্যাগুলো নিরাময় করতে আপনি ফ্লুগাল ট্যাবলেট সেবন করতে পারেন। আশা করি ফ্লুগাল কেন খায় সে সম্পর্কে জানতে পেরেছেন।

ফ্লুগাল ১৫০ ট্যাবলেট এর কাজ কি

ফ্লুগাল ১৫০ ট্যাবলেট এর মূল উপাদান ফ্লুকোনাজল, এটি এন্টিফাঙ্গাল ঔষধ যা ছত্রাক ও ইস্ট সংক্রমণ নিরাময়ে অত্যন্ত কার্যকরী। ফ্লুগাল ১৫০ ট্যাবলেট শরীরের ছত্রাক সংক্রমণ নিরাময় কাজ করে। মহিলাদের ইস্ট ইনফেকশন দূর করে ফ্লুগাল ১৫০ ট্যাবলেট। এছাড়া মস্তিষ্কের ছত্রাক সংক্রমণ এর চিকিৎসায় ফ্লুগাল ১৫০ ট্যাবলেট সেবনের পরামর্শ দেয়া হয়। 
ফ্লুগাল কেন খায়
এছাড়া ত্বকের বিভিন্ন ফাংগাল সংক্রমণ, নখের ফাঙ্গাল, রক্তের মাধ্যমে ছড়ানো সংক্রমণ, যকৃত ও ফুসফুসের ফাংগাল, দুর্বল ইউনিয়ন সিস্টেম, অভ্যন্তরীণ অঙ্গে ছত্রাকের সংক্রমণ দূর করতে ফ্লুগাল ট্যাবলেট অত্যন্ত কার্যকরী।

ফ্লুগাল ৫০ ট্যাবলেট খাওয়ার নিয়ম

অনেকে নিয়মিত ফ্লুগাল ৫০ ট্যাবলেট খাওয়ার নিয়ম সম্পর্কে জিজ্ঞাসা করেন। সাধারণত রোগের ধরন ছত্রাকের আক্রমণের কমবেশির উপর ভিত্তি করে ফ্লুগাল ট্যাবলেটের ডোজ কমবেশি ও সেবনের পরামর্শ দেয়া হয়। রোগের ধরন অনুযায়ী প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দিনে ১৫০ মিগ্রা, সেবনের পরামর্শ দেওয়া হয়। 

প্রাপ্ত বয়স্কদের নিচে শিশুদের ক্ষেত্রে সিরাপ সেবনের পরামর্শ দেওয়া হয়। ফ্লুগাল ৫০ ট্যাবলেট মূলত রোগের ধরন অনুযায়ী দিনে ১ বার করে ২০ দিন পর্যন্ত সেবনের পরামর্শ দেয়া হয়। তাই আপনি একাকী ফ্লুগাল ট্যাবলেট সেবনের সিদ্ধান্ত না নিয়ে আপনার রোগের ধরন অনুযায়ী চিকিৎসকের সাথে পরামর্শ করুন। রোগের ধরণের উপর ভিত্তি করে চিকিৎসক আপনাকে সঠিক সেবনের মাত্রা জানিয়ে দেবেন।

ফ্লুগাল ৫০ ট্যাবলেট এর কাজ কি

ফ্লুগাল ১৫০ ও ৫০ মি গ্রা ট্যাবলেট এর কাজ একই। মূলত ডোজ এর কমবেশি মাত্র। ফ্লুগাল ৫০ ট্যাবলেট এর মূল উপাদান ফ্লুকোনাজল। যা শরীরে এন্টিফাঙ্গাল হিসেবে কাজ করে। এটি শরীরের বিভিন্ন ধরনের ছত্রাক জনিত সমস্যা দূর করতে কাজ করে। ফ্লুগাল ৫০ ট্যাবলেট মুখ ও গলার সংক্রমণ, ত্বকের ছত্রাক জনিত সংক্রমণ, 

নখের ছত্রাক জনিত সংক্রমণ, দুর্বল ইউনিয়ন সিস্টেম রোগীদের সংক্রমণ, যকৃত ও ফুসফুসের সংক্রমণ, শরীরের অভ্যন্তরীণ অঙ্গের সংক্রমণ নিরাময়ে ফ্লুগাল ৫০ ট্যাবলেট অত্যন্ত কার্যকরী।

ফ্লুগাল ৫০ ট্যাবলেট এর দাম

অনেকে শরীরের বিভিন্ন সমস্যায় ফ্লুগাল ৫০ ট্যাবলেট সেবন করেন। আবার অনেকে সেবন করতে চান। কিন্তু ফ্লুগাল ৫০ ট্যাবলেট এর দাম জানেন না। ফ্লুগাল ৫০ মি গ্রা মূলত ক্যাপসুল। এটি স্কয়ার ফার্মাসিটিক্যাল গ্রুপের একটি প্রোডাক্ট। ফ্লুগাল ৫০ মিগ্রা প্রতি পিচ ঔষধের দাম ৮ টাকা, একপাতাতে মোট ১০ টি ক্যাপসুল থাকে। একপাতা ঔষধের দাম ৮০ টাকা। এক বক্সে মোট ৫ পাতা ঔষধ থাকে ৫ পাতা ওষুধের দাম ৪০০ টাকা।

ফ্লুগাল 200

অনেকে নিয়মিত ফ্লুগাল 200 মিগ্রা ক্যাপসুল সম্পর্কে জানতে চান। ফ্লুগাল 200 ক্যাপসুল মূলত ছত্রাক জনিত সংক্রমণ নির্ময়ে সেবন করার পরামর্শ দেওয়া হয়। শরীরের বিভিন্ন অংশের ছত্রাক নিরাময় ফ্লুগাল 200 ক্যাপসুল অত্যন্ত কার্যকরী। বিশেষ করে মহিলাদের ইস্ট ইনফেকশন দূর করতে ফ্লুগাল 200 সেবনের পরামর্শ দেয়া হয়। 


ভিন্ন ভিন্ন রোগীদের ক্ষেত্রে প্রথম অবস্থায় প্রথম দিন ফ্লুগাল 200 সেবন করতে বলা হয় এরপর প্রতিদিন ১০০ মিগ্রা ট্যাবলেট ১৪ দিন পর্যন্ত সেবনের পরামর্শ দেয়া হয়। তবে রোগের ধরনের উপর ভিত্তি করে এর ডোজ এর মাত্রা কম বেশি হয়।

লেখক এর মন্তব্য

আজকের পুরো আর্টিকেলটিতে ফ্লুগাল ট্যাবলেট এর কাজ কি, ফ্লুগাল কেন খায় সে সম্পর্কে সঠিক তথ্য শেয়ার করেছি। আশা করি বিষয়গুলো জেনে উপকৃত হবেন। এছাড়া ফ্লুগাল ট্যাবলেটের প্রত্যেকটি বিষয় সম্পর্কে আলোচনা করেছি। ফ্লুগাল ট্যাবলেট সম্পর্কে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে সে ক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারেন। 

আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন। নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। অন্যান্য ইনফরমেশন সম্পর্কিত আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরি গুলো ঘুরে আসুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url