ফ্যাসিড ক্রিম এর কাজ কি - ফ্যাসিড এইচ সি ক্রিম এর কাজ
অনেকে ত্বকের বিভিন্ন ধরনের সমস্যায় ফ্যাসিড ক্রিম ব্যবহার করেন। আবার চিকিৎসকেরা ত্বকের বেশ কিছু সমস্যা হলে ফ্যাসিড ক্রিম ব্যবহারের পরামর্শ দেন। কিন্তু ফ্যাসিড ক্রিম এর কাজ কি তা অনেকেই জানেন না। অনেকে ফ্যাসিড এইচ সি ক্রিম এর কাজ কি সে সম্পর্কে খোঁজ করেন। আজকের পুরো আর্টিকেলটিতে ফ্যাসিড ক্রিম, ফ্যাসিড এইচ সি ক্রিম সম্পর্কে থাকছে বিস্তারিত।
ফ্যাসিড ক্রীম ত্বকের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে ত্বকের ব্যাকটেরিয়াল সংক্রমণ দূর করতে ফ্যাসিড ক্রিম কার্যকরী ভূমিকা রাখে। ফ্যাসিড ক্রিম এর কাজ কি, ফ্যাসিড এইচ সি ক্রিম এর কাজ কি সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
পোস্ট সূচীপত্রঃ ফ্যাসিড ক্রিম এর কাজ কি - ফ্যাসিড এইচ সি ক্রিম এর কাজ কি
- ফ্যাসিড ক্রিম এর কাজ কি
- ফ্যাসিড এইচ সি ক্রিম এর কাজ কি
- ফ্যাসিড বিটি ক্রিম এর কাজ কি
- ফ্যাসিড ২ ক্রিম এর কাজ কি
- ফ্যাসিড এইচ সি ক্রিম এর দাম
- ফ্যাসিড ক্রিম দাম
- Facid hc cream ব্যবহারের নিয়ম
ফ্যাসিড ক্রিম এর কাজ কি
ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে চিকিৎসকেরা ফ্যাসিড ক্রিম ব্যবহারের পরামর্শ দেন। কিন্তু অনেকেই ফ্যাসিড ক্রিম এর কাজ কি সে সম্পর্কে জানেন না। ফ্যাসিড ক্রিম ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা দূর করে। ফ্যাসিড ক্রিম ত্বকের ব্যাকটেরিয়াল সংক্রমণ দূর করতে অত্যন্ত কার্য করে। ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা দূর করতে ফ্যাসিড ক্রিম ব্যবহারিত হয়। ফ্যাসিড ক্রিম এর কাজ অনেক। নিচে ফ্যাসিড ক্রিম এর কাজ কি সে সম্পর্কে পয়েন্ট আকারে দেওয়া হলঃ
- ত্বকের ব্যাকটেরিয়াল সংক্রমণ দূর করে
- ত্বকের লালচে ভাব ও প্রদাহ কমায়
- সংক্রমনের কারণে হওয়া ফোসকা শুকায়
- ক্ষতস্থান নিরাময় করে
- ফোড়া ও ঘায়ের জীবাণু ধ্বংস করে
- একজিমার চিকিৎসায় ব্যবহৃত হয়
- ত্বকের কাটাছেঁড়া ও সংক্রমণ প্রতিরোধী
- ইনফেক্টেড চুলকানি দূর করে
- ত্বকের ব্যাকটেরিয়াল ফোলা ভাব কমায়
ত্বকের ব্যাকটেরিয়াল সংক্রমণ দূর করেঃ ফ্যাসিড ক্রিম এর কাজ কি তা হল ত্বকের ব্যাকটেরিয়াল সংক্রমণ দূর করা। ফ্যাসিড ক্রিম ফুসিডিক অ্যাসিড সমৃদ্ধ। এটি একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার বৃদ্ধি ব্যাহত করে ফলে সংক্রমণ থেকে ক্ষতস্থান সেরে যাই।
ত্বকের লালচে ভাব ও প্রদাহ কমায়ঃ ত্বকে সংক্রমণ হলে ত্বকে লালচে ভাব ও ফোলা ভাব দেখা দেয় এ ফোলা ভাবে স্থানে প্রদাহ হয়৷ এই সমস্যা হলে আক্রান্ত স্থানে ফ্যাসিড ক্রিম লাগালে ত্বকের লালচে ভাব ফোলা ভাব, প্রদাহ দূর হয়।
সংক্রমনের কারণে হওয়া ফোসকা শুকায়ঃ ওকে ব্যাকটেরিয়াল সংক্রমনে কারণে ফোসকা ও পূজ যুক্ত ক্ষতিস্থান তৈরি হয়। এ ক্ষত স্থানে ফ্যাসিড ক্রিম লাগালে দ্রুত ফোস্কা পূজ যুক্ত ক্ষতস্থান শুকিয়ে যায়।
ক্ষতস্থান নিরাময় করেঃ ফ্যাসিড ক্রিম ক্ষতস্থান নিরাময় করতে সাহায্য করে। ফ্যাসিড ক্রিমে থাকা উপাদান ব্যাকটেরিয়াল সংক্রমণ দূর করে ক্ষতস্থান দ্রুত পুনর্গঠন করে।
ফোড়া ও ঘায়ের জীবাণু ধ্বংস করেঃ ক্ষতস্থানে ও ফোড়ায় ফ্যাসিড ক্রিম লাগালে এই ক্রিমে থাকা উপাদান ত্বকের গভীরে পৌঁছে ক্ষত স্থানের সংক্রমণকারী ব্যাকটেরিয়া গুলোকে ধ্বংস করে ফলে দ্রুত ফোড়া ও ঘায়ের জীবাণু দূর হয় ও ক্ষতস্থান সেরে যায়।
একজিমার চিকিৎসায় ব্যবহৃত হয়ঃ ফ্যাসিড ক্রিম একজিমার চিকিৎসায় ব্যবহৃত হয়। একজিমা আক্রান্ত ত্বকে ব্যাকটেরিয়াল সংক্রমণ ঘটে। একজিমা আক্রান্ত স্থানে ইনফেকশন দূর করার জন্য ফ্যাসিড ক্রিম ব্যবহার করা হয়।
ত্বকের কাটাছেঁড়া ও সংক্রমণ প্রতিরোধীঃ ফ্যাসিড ক্রিম ত্বকের ছোটখাটো কাটাছেঁড়া ও সংক্রমণ প্রতিরোধী। ত্বকের ছোটখাটো কাটা ছাড়াই এই ক্রিম লাগালে ত্বকের সংক্রমণ প্রতিরোধ করে দ্রুত কাটাছেঁড়া স্থান শুকাতে সাহায্য করে।
ইনফেক্টেড চুলকানি দূর করেঃ ইনফেক্টেড চুলকানির চিকিৎসায় ফ্যাসিড ক্রিম ব্যবহার করা হয়। ত্বকের চুলকানির সাথে ইনফেকশন হলে সেই স্থানে ফ্যাসিড ক্রিম লাগালে ইনফেক্ট এর চুলকানি দূর হয়।
ত্বকের ব্যাকটেরিয়াল ফোলা ভাব কমায়ঃ অনেকের ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। ত্বকে হঠাৎ করে অনেক চুলকানি, ফোলা ভাব, লালচে ভাব দেখা যায়। এরকম স্থানে ফ্যাসিড ক্রিম লাগালে ত্বকের ব্যাকটেরিয়াল সংক্রমণ দূর করে ও ফোলা ভাব কমিয়ে ত্বক সুস্থ করে।
প্রিয় পাঠক উপরে ফ্যাসিড ক্রিম এর কাজ কি সে সম্পর্কে সঠিক তথ্য শেয়ার করেছি। এছাড়াও ফ্যাসিড ক্রিমের অনেক কাজে রয়েছে। আপনি আপনার ত্বকের বিভিন্ন ধরনের সমস্যায় ফ্যাসিড ক্রিম ব্যবহার করতে পারেন। তবে ব্যবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। আশা করি ফ্যাসিড ক্রিম এর কাজ কি সে সম্পর্কে জানতে পেরেছেন।
ফ্যাসিড এইচ সি ক্রিম এর কাজ কি
অনেকে প্রতিনিয়ত ফ্যাসিড এইচ সি ক্রিম এর কাজ কি সে সম্পর্কে জানতে চান। মূলত ফ্যাসিড এইচ সি ক্রিম ফুসিডিক এসিডের সমৃদ্ধ ক্রিম। ফ্যাসিড এইচ সি ক্রিম ত্বকের চর্ম রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। বিশেষ করে ত্বকের ব্যাকটেরিয়াল সংক্রমণ দূর করতে, ত্বকের লালকে ভাব ও চুলকানি দূর করতে, চুলকানি নিরাময় করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে।
অনেকেরই বিভিন্ন ধরনের চুলকানি দেখা যায়। আক্রান্ত স্থানে চুলকালে পানি পড়ে, লাল হয়ে যায় এরকম স্থানে ফ্যাসিড এইচ সি ক্রিম ব্যবহার করা যায়। ফ্যাসিড এইচ সি ক্রিম ব্যাকটেরিয়ার বৃদ্ধি প্রতিরোধ করে। বিশেষ করে একজিমার চিকিৎসায় ফ্যাসিড এইচ সি ক্রিম অত্যন্ত কার্যকরী। একজিমা ও চুলকানি নিরাময়ের জন্য ফ্যাসিড এইচ সি ক্রিম অত্যন্ত উপকারী।
যেকোনো ধরনের চুলকানি নিরাময় করতে ফ্যাসিড এইচ সি ক্রিম ব্যবহার করা হয়। এছাড়া যাদের একজিমা রয়েছে তাদের আক্রান্ত স্থানে ব্যথা হয়। এই আক্রান্ত স্থানের ব্যথা নিরাময়ের জন্য ফ্যাসিড এইচ সি ক্রিম ব্যবহার করা হয়। এছাড়া ইনফেকশনের কারণে হাওয়া ফোসকা শুকাতে, ত্বকের ফোলা ভাব কমাতে ফ্যাসিড এইচ সি ক্রিম অত্যন্ত উপকারী।
ত্বকের যেকোনো ছত্রাক নাশক সমস্যা দূর করতে এই ক্রিম ব্যবহারের চিকিৎসকেরা পরামর্শ দেন। ফ্যাসিড এইচ সি ক্রিম ইনফেকশনের দ্রুত নিরাময়ে সাহায্য করে। বিশেষ করে ছত্রাক জনিত চুলকানি, ইনফেকশন, একজিমা, সংক্রমিত চুলকানি গুলো দূর করতে ফ্যাসিড এইচ সি ক্রিম চিকিৎসকেরা ব্যবহারের পরামর্শ দেন।
এছাড়া দাউদ, চুলকানির জন্য অত্যন্ত কার্যকরী ফ্যাসিড এইচ সি ক্রিম। প্রিয় পাঠক আশা করি ফ্যাসিড এইচ সি ক্রিম এর কাজ কি সে সম্পর্কে জানতে পেরেছেন।
ফ্যাসিড বিটি ক্রিম এর কাজ কি
অনেকেই ফ্যাসিড এইচ সি ক্রিম এর কাজ কি ও ফ্যাসিড বিটি ক্রিম এর কাজ কি সে সম্পর্কে জানতে চান। ফ্যাসিড বিটি ক্রিম মূলত ত্বকের চর্মরোগ ও একাধিক বিভিন্ন সমস্যা দূর করতে ব্যবহারিত হয়। উপরে দেওয়া ফ্যাসিড ক্রিম গুলোর প্রত্যেকটি রই উপাদান একই। প্রত্যেকটি চর্ম রোগের বিভিন্ন চিকিৎসায় ব্যবহৃত হয়। ফ্যাসিড বিটি ক্রিম মূলত ত্বকের একজিমা,
চুলকানি, ফুসকুড়ি, দাউদ, ইনফেকশন নিরাময় করতে ফ্যাসিড বিটি ব্যবহার করা হয়। অন্যান্য ক্রিমগুলোর মতোই ফ্যাসিড বিটি এর কাজ একই। বিশেষ করে ফ্যাসিড বিটি ক্রিম একজিমার চিকিৎসায় ব্যবহারিত হয়। ক্ষতস্থান দ্রুত নিরাময়ের জন্য, ত্বকের অ্যালার্জি দূর করার জন্য, ব্যাকটেরিয়ার সংক্রমণ দূর করার জন্য,
ইনফেকশনের ফলে হওয়া দাগ দূর করতে, ত্বকের ব্রণের সমস্যা দূর করতে ফ্যাসিড বিটি ক্রিম অত্যন্ত কার্যকরী। ত্বকের লালচে ভাব ও প্রদাহ কমাতে ফ্যাসিড বিটি অত্যন্ত উপকারী। আপনি আপনার ত্বকের চর্মরোগ জনিত যেকোনো সমস্যায় ফ্যাসিড বিটি ক্রিম ব্যবহার করতে পারেন।
ফ্যাসিড ২ ক্রিম এর কাজ কি
ফ্যাসিড ২ ক্রিম মূলত ফুসিডিক এসিডের সমৃদ্ধ অ্যান্টিবায়োটিক ক্রিম। এটি ত্বকের ব্যাকটেরিয়াল সংক্রমনের চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি ত্বকের সংক্রমণের ফলে সৃষ্ট প্রদাহ ও সংক্রমণ দূর করতে অত্যন্ত কার্যকরী। ফ্যাসিড ২ ক্রিম এর মূল কাজ ত্বকের ব্যাকটেরিয়াল সংক্রমণ দূর করা। পাশাপাশি ত্বকের যে কোন চর্মরোগ দূর করতে ফ্যাসিড ২ ক্রিম অত্যন্ত কার্যকরী।
সংক্রমণের কারণে হওয়া লালচে ভাব, ক্ষতস্থান নিরাময় করতে, ফোড়ার চিকিৎসায়, এছাড়া ইনফেক্টেড একজিমা দূর করতে ফ্যাসিড ২ ক্রিম অত্যন্ত কার্যকরী। এ ছাড়া ফ্যাসিড ২ ক্রিম দ্রুত ক্ষতস্থানের সংক্রমণ প্রতিরোধে অত্যন্ত কার্যকরী।
ফ্যাসিড এইচ সি ক্রিম এর দাম
অনেকে প্রতিনিয়ত ফ্যাসিড এইচ সি ক্রিম এর দাম সম্পর্কে জানতে চান। ফ্যাসিড এইচ সি ক্রিম এস কে এফ ফার্মাসিটিক্যালস লিমিটেড গ্রুপের একটি পণ্য। গুণে ও মানে সবদিক থেকে ভালো কোম্পানির তালিকায় রয়েছে এস কে এফ কোম্পানিটি। ফ্যাসিড এইচ সি ক্রিম মূলত টিউব আকারে পাওয়া যায়।
ফ্যাসিড এইচ সি ক্রিম ১০ গ্রাম টিউবের দাম ১২৫ টাকা। তবে সময়ের পরিবর্তনে এর দাম কোম্পানি পরিবর্তন করতে পারে। আপনি ফ্যাসিড এইচ সি ক্রিম ১০ গ্রাম টিউব ১২৫ টাকায় বাংলাদেশের যে কোন ফার্মেসি থেকে কিনতে পারবেন।
ফ্যাসিড ক্রিম দাম
অনেকে প্রতিনিয়ত ফ্যাসিড ক্রিম দাম সম্পর্কে জানতে চান। ফ্যাসিড ক্রিম বেশ কয়েকটি রয়েছে। সাধারণত এর প্রকারভেদ অনুযায়ী এর দাম নির্ধারিত হয়। ফ্যাসিড ক্রিম এস কে এফ গ্রুপের একটি পণ্য। নিচে ফ্যাসিড ক্রিম এর দামের তালিকা দেওয়া হলোঃ
ফ্যাসিড ক্রিম ১৫ গ্রাম ৯০ টাকা
ফ্যাসিড বিটি ক্রিম ১০ গ্রাম ১৭০ টাকা
ফ্যাসিড এইচ সি ক্রিম ১০ গ্রাম ১২৫ টাকা
সময় ও স্থান ভেদে এই ক্রিমের দাম কিছুটা কম বেশি হতে পারে। তবে আপনি বাংলাদেশে যেকোনো ফার্মেসি থেকে এই দামে ফ্যাসিড ক্রিম কিনতে পারবেন।
Facid hc cream ব্যবহারের নিয়ম
অনেকেই প্রতিনিয়ত ফ্যাসিড ক্রিম ব্যবহারের নিয়ম সম্পর্কে খোঁজ করেন। আপনি ফ্যাসিড এইচসি ক্রিম দিনে সর্বোচ্চ দুইবার ব্যবহার করুন। আক্রান্ত স্থানে পর্যাপ্ত পরিমাণ ক্রিম নিয়ে ভালোভাবে ম্যাসাজ করুন। এভাবে প্রতিদিন দিনে দুইবার আক্রান্ত স্থানে লাগান। লাগিয়ে ভালোভাবে মাসাজ করুন। ৩ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এই ক্রিম ব্যবহারের উপযোগি নয়।
লেখকের মন্তব্য
আজকের আর্টিকেলটিতে ফ্যাসিড ক্রিম এর কাজ কি, ফ্যাসিড এইচ সি ক্রিম এর কাজ কি সে সম্পর্কে সঠিক তথ্য শেয়ার করেছি। এছাড়া ফ্যাসিড ক্রিম সম্পর্কে প্রত্যেকটি বিষয়ে বিস্তারিত জানিয়েছি। আশা করি বিষয়গুলো জেনে উপকৃত হবেন। ফ্যাসিড ক্রিম সম্পর্কে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে সে ক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারেন।
আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন। নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। অন্যান্য চিকিৎসা সম্পর্কিত আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরি গুলো ঘুরে আসুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url