১০০ দেশি মুরগি পালনের খরচ - 100 দেশি মুরগি পালনে কত লাভ

অনেকে দেশি মুরগি পালন করতে চান। দেশি মুরগি পালনে সবচেয়ে লাভ বেশি। দেশি মুরগি আমাদের দেশে প্রচুর চাহিদা রয়েছে। কেননা দেশি মুরগি স্বাস্থ্যকর পরিবেশে বড় হয় প্রাকৃতিক খাবার খেয়ে এর মাংসের স্বাদ অন্যান্য মুরগির তুলনায় কয়েকগুণ বেশি। তাই আপনি যদি লাভবান হওয়ার আশায় দেশি মুরগি পালন করেন সেক্ষেত্রে অবশ্যই ১০০ দেশি মুরগি পালনের খরচ, 100 দেশি মুরগি পালনে কত লাভ সম্পর্কে জেনে নিন।
১০০ দেশি মুরগি পালনের খরচ
আপনি যদি দ্রুত লাভবান হতে চান সে ক্ষেত্রে দেশি মুরগি পালন অত্যন্ত লাভজনক। অন্যান্য মুরগির তুলনায় দেশি মুরগির মাংসের দাম, ডিমের দাম অনেক বেশি। খাবার খরচে অনেক কম। তাই দেশি মুরগি পালন করার প্রত্যেকটি নিয়ম, 100 দেশি মুরগি পালনে কত লাভ, ১০০ দেশি মুরগি পালনের খরচ, দেশি মুরগি পালনের প্রত্যেকটি বিষয় সম্পর্কে আজকের আর্টিকেলটিতে আলোচনা করেছি। তাই দেশি মুরগি পালনের লাভ খরচ, প্রশিক্ষণ, প্রত্যেকটি বিষয়ে জানতে হলে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

পোস্ট সূচিপত্রঃ ১০০ দেশি মুরগি পালনের খরচ - 100 দেশি মুরগি পালনে কত লাভ

দেশি মুরগি পালন প্রশিক্ষণ বই

অনেকে নিয়মিত দেশি মুরগি পালন প্রশিক্ষণ বই সম্পর্কে খোঁজ করেন। আসলে বই পড়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা যায় না। তাই আমার পরামর্শ দেশি মুরগি পালন করতে গিয়ে বই পড়ে অভিজ্ঞতা না নিয়ে প্রথম থেকে অল্প কিছু মুরগি পালন করে শুরু করুন। ধীরে ধীরে আপনি যখন সঠিক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন তখন খামার অথবা বড় পরিসরে মুরগি পালন করুন।

দেশি মুরগি পালন প্রশিক্ষণ

অনেকে দেশি মুরগি পালন করবেন বলে 100 দেশি মুরগি পালনে কত লাভ ও দেশি মুরগি পালন প্রশিক্ষণ সম্পর্কে জানতে চান। দেশি মুরগি পালন করার জন্য আমার প্রথম পরামর্শ আপনি কোন দেশি মুরগির খামারে অভিজ্ঞতা অর্জনের জন্য কমপক্ষে তিন মাস কাজ করুন। প্রশিক্ষণ নেওয়ার চাইতে এই অভিজ্ঞতা আপনার সবচেয়ে বেশি কাজে আসবে। 


দ্বিতীয়তঃ দেশি মুরগি পালন করার জন্য প্রত্যেকটি জেলাতে সরকারি উদ্যোগে যুব উন্নয়ন সংস্থা থেকে ট্রেনিং করানো হয়। তাই আপনি আপনার জেলাতে কথা বলে যুব উন্নয়ন সংস্থা তে ভর্তি হয়ে সরকারি উদ্যোগে দেশি মুরগি পালন প্রশিক্ষণ নিন।

১০০ দেশি মুরগি পালনের খরচ

অনেকে দেশি মুরগি পালন করতে চান কিন্তু কত টাকা খরচ হবে সে সম্পর্কে আইডিয়া নেই। তাই সার্চ ইঞ্জিন গুলোতে নিয়মিত খোঁজ করেন ১০০ দেশি মুরগি পালনের খরচ সম্পর্কে। দেশি মুরগি পালন করার পূর্বে অবশ্যই খরচ সম্পর্কে আইডিয়া নেওয়া প্রয়োজন। নতুবা আপনি লাভবান হওয়ার চাইতে লোকসানের সম্মুখীন হবেন। 

অনেকে ১০০ দেশি মুরগি পালন করতে চান। ১০০ দেশি মুরগির ১ বছরের বাস্তব খরচের তালিকা নিচে দেওয়া হল। ১ বছরের ১০০ দেশি মুরগি পালনের খরচ এর তালিকা দেওয়া হলঃ

মুরগির ঘর বাবদ খরচঃ ১০০ মুরগির জন্য কমপক্ষে ৫০০ মিটার জায়গার প্রয়োজন। আপনার বাড়ির আঙিনায় অথবা এক টুকরো জমিতে ৫০০ মিটার জায়গায় একটি ঘর তৈরি করুন। যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের ব্যবস্থা রয়েছে। শুধুমাত্র উপরে টিন অথবা খড়ের চালা দিন। নিচে কোন কিছু দেওয়ার প্রয়োজন নেই শুকনো মেঝে রাখুন। 

যদি পারেন কাঠের পাটাতন দিতে পারেন। মুরগির ঘরের চারিদিকে নেট দিয়ে ঘিরে রাখুন। এতে পর্যাপ্ত পরিমাণ আলোবাতাস ঘরে প্রবেশ করতে পারবে। ৫০০ মিটার জায়গায় একটি ঘর তৈরি করার জন্য সর্বোচ্চ ১৫,০০০ হাজার টাকা খরচ হবে।

মুরগির বাচ্চা বাবদ খরচঃ দেশি মুরগির এ গ্রেড বাচ্চার সবচেয়ে ভালো। দেশি মুরগির এ গ্রেড বাচ্চার দাম ৬০ টাকা পিচ। ১০০ পিস বাচ্চার দাম ৬,০০০ টাকা।

মুরগির খাবারের খরচঃ দেশি মুরগি প্রথম দুই মাস সবচেয়ে কম খাবার খায়। এর পরের মাসগুলো থেকে এক থেকে চার মাস পর্যন্ত গড়ে ৫০ গ্রাম খাবার খাবে। এরপর চার মাস থেকে ১২ মাস বয়স পর্যন্ত দিনে ১০০ গ্রাম খাবার খাবে। গড়ে ধরুন প্রতিদিন একটি মুরগি ৭০ গ্রাম খাবার খাবে। তাহলে দিনে ৭০×১০০= ৭০০০ গ্রাম মানে ৭ কেজি। 

দিনে ৭ কেজি খাবার খেলে ১ মাসে ৭×৩০= ২১০ কেজি। প্রতি কেজি ভাঙ্গা চালের দাম ৩৫ টাকা। ২১০×৩৫ = ৭৩৫০ টাকা। মোট ১২ মাসে ৭৩৫০× ১২= ৮৮,২০০ টাকা। খাবার বাবদ মোট খরচ ৮৮,২০০ টাকা।

মুরগির ঔষধ ও খাবার পাত্রের দামঃ মুরগির ঔষধ ও খাবার পাত্রের দাম। ১০০ মুরগির জন্য দশ পিচ খাবার পাত্র ও দশ পিস পানির পাত্র মোট ২০ পিচ। প্রতি পিচ পাত্রের দাম ৩০ টাকা। তাহলে ৩০×২০=৬০০ টাকা। বছরে মুরগির টিকা ও অন্যান্য ঔষধ মিলে খরচ সর্বোচ্চ ২০০০-৩০০০ টাকা তাহলে ঔষধ ও মুরগির খাবার পাত্রের মোট দাম ৩৬০০ টাকা।

বিদ্যুৎ বিলের খরচঃ আনুমানিক ধরুন প্রতিমাসে মুরগির ঘরে দুইটি বাল্ব দেওয়া থাকে। পাশাপাশি একটি শ্রমিকের রুমে ফ্যান ও বাল্ব দেয়া থাকে। সে ক্ষেত্রে এই পরিমাণ খরচের বিল আসবে প্রতি মাসে সর্বোচ্চ ২০০ টাকা। ১২ মাসে ২৪০০ টাকা।

শ্রমিকের খরচঃ প্রতিমাসে ১০০ মুরগি পালন শ্রমিকের বেতন ২৫০০-৩০০০ টাকা। তাহলে ১২ মাসে ৩৬,০০০ হাজার টাকা।
  • মুরগির ঘর বাবদ খরচ= ১৫০০০ টাকা
  • মুরগির বাচ্চা বাবদ খরচ= ৬০০০ টাকা
  • মুরগির খাবারের খরচ= ৮৮,২০০ টাকা
  • মুরগির ঔষধ ও খাবার পাত্রের দাম= ৩৬০০ টাকা
  • বিদ্যুৎ বিলের খরচ= ২৪০০ টাকা
  • শ্রমিকের খরচ= ৩৬,০০০ টাকা
  • মোট খরচঃ ১১৮,৮০০ টাকা।
প্রিয় পাঠক উপরে ১০০ দেশি মুরগি পালনের খরচ ১১৮,৮০০ টাকা মোট খরচ দেওয়া হয়েছে। এটি কোন আনুমানিক হিসাব নয়। এটি বাস্তব ১০০ দেশি মুরগি পালনের খরচ দেওয়া হয়েছে। আশা করি ১০০ দেশি মুরগি পালনের খরচ জানতে পেরেছেন।

100 দেশি মুরগি পালনে কত লাভ

অনেকেই ১০০ টি দেশি মুরগি পালন করতে চান কিন্তু খরচ ও লাভ কত হবে সে সম্পর্কে জানেন না। তাই 100 দেশি মুরগি পালনে কত লাভ সে সম্পর্কে খোঁজ করেন। উপরে ১০০ দেশি মুরগি পালনের খরচ দিয়েছি। ১০০টি দেশি মুরগি পালনের ১ বছরের বাস্তব লাভের হিসাব নিচে দেওয়া হলঃ

মুরগির বাচ্চা বিক্রয়ঃ একটি দেশি মুরগি ৪ মাস বয়সে ডিম দেয়। দেশি মুরগির ডিম দিতে সর্বনিম্ন ১০০-১২০ দিন সময় লাগে। ধরুন আপনার ১০০ টি দেশি মুরগির মধ্যে ৭০টি মুরগি, আর ৩০টি মোরগ। তাহলে আপনি ৭০ টি মুরগি থেকে ডিম পাবেন। ১০০ টি মুরগি পালনে অবশ্যই আপনাকে কমপক্ষে ২৫-৩০টি মোরগ রাখতে হবে। 


নয়তো সময় মত ডিম ও সঠিক পরিমাণে বাচ্চা পাবেন না। একটি মুরগি বছরে সর্বোচ্চ ৫-৬ বার ডিম দেয়। প্রতিবার ১২-১৪ টি ডিম দেয়। তাহলে একটি মুরগি বছরে ডিম দেয় ১২×৬= ৭২ টি। মোট ৭০ টি মুরগির ডিম দেয় ৭০×৭২=৫০৪০ টি। আপনি মোরগ বাদে মুরগি থেকে প্রতি বছরে ৫০৪০টি ডিম পাবেন। 

আপনি যদি ইনকিউবেটরে ডিম ফুটান সেক্ষেত্রে মুরগি গুলো পুনরায় কিছুদিন পর ডিম দেওয়া শুরু করবে। মুরগি দিয়ে যদি বাচ্চা উঠান সে ক্ষেত্রে মুরগি বছরে সর্বোচ্চ ৬ বার ডিম দেবে। তাহলে ধরুন আপনার মুরগির ডিম গুলো ইনকিউবেটরে ফুটালেন। ৫০৪০ টি ডিম থেকে ধরুন ৪০০০ বাচ্চা উঠল। প্রতি পীচ বাচ্চার দাম ৬০টাকা তাহলে ৪০০০ পিচ বাচ্চার দাম ৪০০০×৬০ =২৪০,০০০ টাকা।
100 দেশি মুরগি পালনে কত লাভ
মুরগির ডিম বিক্রয়ঃ আপনি যদি বাচ্চা না ফুটিয়ে ডিম বিক্রয় করেন সে ক্ষেত্রে মোট আপনার মুরগি প্রতি বছরে ৬ বারের বেশি ডিম দেবে। সে ক্ষেত্রে আপনি বেশি পরিমাণ ডিম বিক্রয় করতে পারবেন। ধরুন আপনার মুরগি বছরের ছয় বার ডিম দিল তাহলে আপনার ৭০ পিস মুরগি প্রতি বছর ৫০৪০ টি ডিম দিল। দেশি মুরগির প্রতি পিচ ডিমের দাম ১২ টাকা। প্রতি ৫০৪০ পিচ ডিমের দাম ৫০৪০×১২= ৬০৪৮০ টাকা।

মুরগি বিক্রয়ঃ বাজারের দেশি মুরগির প্রচুর চাহিদা রয়েছে। আপনি মোট ১০০ পিস মুরগি পালন করে যদি মাংসের জন্য বিক্রয় করেন সেক্ষেত্রে আপনার অতিরিক্ত খরচ হবে না। আপনি ৪-৬ মাসের মধ্যে দেশি মুরগি বিক্রয় করতে পারবেন। এতে আপনার পুরো বছরের খরচ হবে না। তবে আপনি যদি ডিম অথবা বাচ্চা বিক্রয় করতে চান সে ক্ষেত্রে সারা বছর মুরগি পালন করতে হবে। 

বাজারে দেশি মুরগির প্রতি কেজি মাংসের দাম ৪৫০-৫০০ টাকা। দেশি মুরগি ছয় মাসে এক একটি মুরগির ওজন দাড়ায় ১.৩০০- ১.৮০০ গ্রাম। তবে আপনি যদি সারা বছর পালন করেন সেক্ষেত্রে মোরগের ওজন ২-২.৫ কেজি হবে। আর মুরগির ওজন হবে ১.৮-২ কেজি। তাহলে আপনার মোট ২০০ পিস মুরগির ওজন গড়ে ধরুন ২ কেজি। তাহলে ১০০ পিস মুরগির ওজন ২০০ কেজি। প্রতি কেজি মুরগির দাম ৫০০ টাকা। ২০০×৫০০=১,০০০০০ লক্ষ টাকা।

মোট লাভের পরিমাণঃ আপনি যদি ডিম বিক্রয় করেন সে ক্ষেত্রে বাচ্চা বিক্রয় লাভ পাবেন না। তাই আপনি যেকোনো একটি লাভ মোট হিসাবের মধ্যে ধরতে পারেন। ধরুন আপনি বাচ্চা বিক্রয় করলেন সে ক্ষেত্রে প্রতি ১ বছরে
বাচ্চা বিক্রয় করে লাভ ২৪০,০০০ টাকা
এক বছর পর সব মুরগি বিক্রয় করে মোট ১,০০০০০ টাকা
মোট লাভঃ ৩৪০,০০০ হাজার টাকা।

আপনি এক বছর মুরগি পালন করে বাচ্চা অথবা ডিম বিক্রয় করার পর সব মুরগি একসাথে বিক্রয় করলে মুরগির টাকা ও বাচ্চার টাকা মিলে মোট ৩৪০,০০০ হাজার টাকা ইনকাম করতে পারবেন। তাহলে এক বছরে 100 দেশি মুরগি পালনে কত লাভ তা হল ৩৪০,০০০ হাজার টাকা। এটি বাস্তব মুরগি পালনের অভিজ্ঞতা থেকে হিসাব করে দেখানো হয়েছে। 

আপনি যদি ডিম বিক্রয় করেন সে ক্ষেত্রে এর চাইতে কিছু পরিমাণ টাকা কম লাভ করতে পারবেন। বাচ্চা বিক্রি করলে বেশি লাভ হবে। ১০০ টি দেশি মুরগি পালন করতে ১ বছরে মোট খরচ হয় ১১৮,৮০০ টাকা। ১০০ টি দেশি মুরগি পালন করে এক বছরে মোট লাভ হয় ৩৪০,০০০ হাজার টাকা। খরচ থেকে লাভ বাদ দিলে ১১৮,৮০০-৩৪০,০০০ =২২১,০০০ হাজার টাকা। 

আপনি প্রতিবছর ১০০ টি মুরগি পালন করে খরচ বাদ দিয়েও লাভ রাখতে পারবেন ২২১,০০০ টাকা। আশা করি 100 দেশি মুরগি পালনে কত লাভ জানতে পেরেছেন।

কোন মুরগি পালনে লাভ বেশি

কোন মুরগি পালনের লাভ বেশি তা অনেকেই জানতে চান। অন্যান্য সব মুরগি পালনের চাইতে দেশি মুরগি পালনের লাভ বেশি। দেশি মুরগির ডিমের দাম, বাচ্চার দাম, মাংসের দাম সবচেয়ে বেশি। দেশি মুরগির ডিম ও মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন ও পুষ্টি উপাদান রয়েছে। দেশি মুরগির ডিম ও মাংসের চাহিদা প্রচুর। দেশি মুরগি প্রাকৃতিক খাবার খেয়ে বড় হয় বলে এর খরচ কম। উপরে দেশি মুরগি পালনে কত টাকা লাভ হয় সে সম্পর্কে দেখিয়েছি। তাই এক কথায় বলা যায় দেশি মুরগি পালনে লাভ সবচেয়ে বেশি।

দেশি মুরগি পালন পদ্ধতি

অনেকে দেশি মুরগি পালন পদ্ধতি সম্পর্কে জানতে চান। দেশি মুরগি পালন পদ্ধতি জেনে সহজে দেশি মুরগি পালন করতে পারবেন। দেশি মুরগি পালন করার জন্য প্রথমে দেশি মুরগির ঘর তৈরি করুন। এরপর দেশি মুরগির জাত নির্বাচন করুন। এরপর জাত অনুযায়ী বাচ্চা সংগ্রহ করে পালন শুরু করুন। প্রথমে দেশি মুরগিকে বাচ্চা অবস্থায় অত্যন্ত যত্ন করতে হবে। 


দেশি মুরগি গম, ধান, চাল ভাঙ্গা খেতে পছন্দ করে। এই খাবারগুলো পরিমান মত দেশি মুরগিকে খাওয়ান। মুরগির পুষ্টির চাহিদা পূরণের জন্য ভিটামিন ও মিনারেল মিশ্রিত খাবার খাওয়ান। সময় মত পরিষ্কার পানি রাত্রে দিয়ে রাখুন এতে মুরগির সহজে খেতে পারবে। দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি। অন্যান্য মুরগির তুলনায় দেশী মুরগীর রোগ কম হয়। 

তবে সময় মত টিকা, ঔষধ খাওয়াতে হয়। মুরগির ডিম পাড়ার জন্য অবশ্যই জায়গা রাখবেন। মুরগির প্রজনন ব্যবস্থার জন্য প্রতি ১০০ পিস মুরগির জন্য কমপক্ষে ২৫-৩০ টি মোরগ রাখবেন। আপনি এই পদ্ধতি অনুসরণ করে সহজেই দেশি মুরগি পালন করতে পারবেন।

দেশি মুরগির খাবার তালিকা

অনেকে নিয়মিত দেশি মুরগির খাবার তালিকা সম্পর্কে খোঁজ করেন। দেশি মুরগির খাবার তালিকায় সাধারণ খাবার গুলো রাখলে চলে। তবে যদি ওজন বৃদ্ধি করে দ্রুত বিক্রয় করতে চান সেক্ষেত্রে ব্রয়লার ফিড খাওয়াতে পারেন। এতে দ্রুত ওজন বৃদ্ধি হবে। তবে আপনি চাইলে নিজের বাড়িতে দেশি মুরগির খাবার তৈরি করে খাওয়াতে পারেন। নিচে দেশি মুরগির ১০০ কেজি খাবার প্রস্তুতকরণের একটি তালিকা দেওয়া হল।
  • চাল ভাঙ্গা ২৫ কেজি
  • গম ভাঙ্গা ২৫ কেজি
  • ভুট্টা ভাঙ্গা ২৫ কেজি
  • সয়াবিন মিল ৫ কেজি
  • প্রোটিন ৫ কেজি
  • তিলের খৈল ৫ কেজি
  • রাইচ পালিশ ৫ কেজি
  • ঝিনুক চূর্ণ ৩ কেজি
  • লবণ ২ কেজি
মোট ১০০ কেজি। এই উপাদানগুলো একত্রে মিশিয়ে আপনি দেশি মুরগির খাবার তৈরি করতে পারেন।

লেখকের মন্তব্য

আজকের পুরো আর্টিকেলটিতে ১০০ দেশি মুরগি পালনের খরচ, 100 দেশি মুরগি পালনে কত লাভ সে সম্পর্কে সঠিক তথ্য শেয়ার করেছি। দেশি মুরগি পালন সম্পর্কে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে সে ক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন। নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। অন্যান্য আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরি গুলো ঘুরে আসুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url