নতুন মোবাইল ফোন 2024 Vivo - 15 হাজার টাকার মোবাইল vivo

আমাদের বাংলাদেশের জনপ্রিয় মোবাইল গুলোর মধ্যে একটি হলো ভিভো। ভিভো মোবাইল প্রত্যেকেরই পছন্দের তালিকায় রয়েছে। দামে সাশ্রয়ী মানে সেরা হওয়ায় অনেকেরই পছন্দের তালিকায় এই মোবাইল। তাই অনেকে নতুন মোবাইল ফোন 2024 Vivo সম্পর্কে খোঁজ করেন। 15 হাজার টাকার মোবাইল vivo সহজে বাজারে পেয়ে যাবেন, যেগুলোর সার্ভিস অনেক ভালো। ভিভো মোবাইলের দাম সম্পর্কে প্রত্যেকটি বিষয় বিস্তারিত থাকছে আজকের আর্টিকেলটিতে।
নতুন মোবাইল ফোন 2024 Vivo - 15 হাজার টাকার মোবাইল vivo
অন্যান্য মোবাইল গুলোর চাইতে ভিভো মোবাইলের দাম কিছুটা কম। কিন্তু এর পারফরমেন্স অনেক ভালো। ভিভো মোবাইলে যে ফিচারগুলো রয়েছে তা অত্যন্ত সুবিধা জনক। আকর্ষণীয় সব ফিচারসহ ভিভো মোবাইল এর বেশ কিছু মডেল রয়েছে। নতুন মোবাইল ফোন 2024 Vivo অনেকে কিনবেন বলে খোঁজ করেন। 15 হাজার টাকার মোবাইল vivo মিডিয়াম কোয়ালিটির। ভিভো মোবাইলের বিস্তারিত এবং বেশ কিছু মডেলের দাম সম্পর্কে জানতে হলে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

পোস্ট সূচিপত্রঃ নতুন মোবাইল ফোন 2024 Vivo - 15 হাজার টাকার মোবাইল vivo

নতুন মোবাইল ফোন 2024 Vivo

২০২৪ সালে বেশ কিছু ভিভোর নতুন মোবাইল ফোন বের হয়েছে যেগুলো অন্যান্য মোবাইল এর সাথে বাজারে পাল্লা দিয়ে বিক্রয় হচ্ছে। অন্যান্য মোবাইলের মতোই গ্রাহকের পছন্দের তালিকায় রয়েছে ভিভো মোবাইল। গুণে ওমানে সবদিকে সেরা হওয়ায় প্রত্যেকরে পছন্দের তালিকায় রয়েছে ভিভো মোবাইল। 
অনেকে প্রতিনিয়ত এ মোবাইল ফোন কিনবেন বলে নতুন মোবাইল ফোন 2024 Vivo সম্পর্কে খোঁজ করেন। ২০২৪ সালে ভিভো এর বেশ কিছু আকর্ষণীয় ফোন বাজারে এসেছে। তার মধ্যে কিছু ফোনের বিস্তারিত নিচে দেওয়া হলঃ
  • Vivo X100 Pro
  • Vivo X200
  • Vivo Y100
Vivo X100 Pro: Vivo X100 Pro মডেলটির ফোন বাজারে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এই ফোনের বেশ কিছু আকর্ষণীয় ফিচার রয়েছে যা সহজে গ্রাহকের হৃদয় ছুঁয়েছে। Vivo X100 Pro ফোনের ডিসপ্লে সাইজ ltpo Amoled কোয়ালিটির। ফোনটির স্ক্রিন সাইজ ৬.৭৮ ইঞ্চি। ডিসপ্লের রেজুলেশন কোয়ালিটি ১২৮০×২৮০০ মেগাপিক্সেল। 

এ ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন ১৪ দেওয়া রয়েছে। ফোনটির প্রসেসর মিডিয়াটেক ডেমিনেস্টি। এর প্রসেসর অক্টাকোর। ফোনটি বেশ কিছু র‍্যাম ও রোম এর রয়েছে এর মধ্যে, ১২জিবি ২৫৬ জিবি, ১৬জিবি ২৫৬ জিবি, ১৬জিবি ৫১২ জিবি, ১৬জিবি ১টিবি। ফোনটিতে সেলফি ক্যামেরা ৩২ মেগাপিক্সেল ও ফ্রন্ট ক্যামেরা ৫০ মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে। 

এর ব্যাটারি কোয়ালিটি ৫৮০০ অ্যাম্পিয়ার যা দুর্দান্ত পারফরমানেন্স দিতে সহায়ক। ফোনটির বিশেষত্ব হচ্ছে ডাস্টপ্রুফ ও ওয়াটারপ্রুফ। এ ফোনটির বর্তমান বাংলাদেশ প্রাইস র‍্যাম ও রম অনুযায়ী ৯০-১২০ হাজার টাকা পর্যন্ত।

Vivo X200: ভিভোর ২০২৪ সালে মার্কেটে নতুন ফোন আসার মধ্যে সবচাইতে সেরা ফোনগুলোর মধ্যে একটি হলো Vivo X200, এ ফোনটি দেওয়া রয়েছে আকর্ষণীয় সব ফিচার ফোনটিতে ব্যবহার করা হয়েছে এন্ড্রয়েড ভার্সন ১৫ অরিজিন ওয়েস। ফোনটির ডিসপ্লে সাইজ ৬.৭৮ইঞ্চি। ফোনটি ১টিবি পর্যন্ত মেমোরি সাপোর্টেড। এই ফোনটি ১২জিবি ২৫৬ জিবি, 

১৬জিবি ২৫৬ জিবি, ১৬জিবি ৫১২ জিবি, ১৬জিবি ১টিবি পর্যন্ত রয়েছে। এর মেইন ক্যামেরা ৫০ মেগাপিক্সেল ও সেলফি ক্যামেরা ৩২ মেগাপিক্সেল। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬০০০ এম্পিয়ার ব্যাটারি। ফোনটির বর্তমান প্রাইজ বাংলাদেশী টাকায় ৯০ হাজার টাকা।

Vivo Y100: ভিভোর দুর্দান্ত ফোন গুলোর মধ্যে আরো একটি হলো Vivo Y100 সিরিজের ফোন। এ ফোনটিতেও রয়েছে অত্যাধুনিক টেকনোলজির সব ফিচার। আকর্ষণীয় সব ফিচার থাকায় এই ফোনটিও রয়েছে গ্রাহকের পছন্দের তালিকায়। ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন ১৩। ফোনটি ডিসপ্লে সাইজ ৬.৩৮ইঞ্চি। 

ফোনটির ফ্রন্ট ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল, সেলফি ক্যামেরা ১৬ মেগাপিকেল। ফোনটির ১২৮ জিবি রোম, ৮জিবি র‍্যাম, ফোনটির বাংলাদেশী প্রাইজ ৩৫ হাজার টাকা।

প্রিয় পাঠক উপরে নতুন মোবাইল ফোন 2024 Vivo এর কিছু সেরা ফোনের তালিকা দিয়েছি। এ ফোনগুলো বাজারে ভিভো ফোনগুলোর মধ্যে সবচাইতে সেরা ফোনের তালিকায় রয়েছে। আপনার পছন্দ অনুযায়ী এই মডেল গুলোর মধ্যে থেকে যে কোন মডেল নির্দ্বিধায় কিনতে পারেন। প্রিয় পাঠক আশা করি নতুন মোবাইল ফোন 2024 Vivo সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন।

15 হাজার টাকার মোবাইল vivo

অনেকে vivo মোবাইল কিনবেন বলে প্রতিনিয়ত নতুন মোবাইল ফোন 2024 Vivo ও 15 হাজার টাকার মোবাইল vivo সম্পর্কে খোঁজ করেন। বেশ কিছু মডেলের ১৫ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল পাওয়া যায়। ১৫ হাজার টাকার মধ্যে মোবাইল গুলোতেও বেশ আকর্ষণীয় ফিচার রয়েছে যা গ্রাহকের জন্য অত্যন্ত সুবিধা জনক। 

ভিন্ন ভিন্ন মোবাইল গুলোর মডেলের উপর ভিত্তি করে এর দাম নির্ধারিত হয়। তবে ভিভোর পনেরো হাজার টাকার মধ্যে মোবাইল গুলো মিডিয়াম কোয়ালিটি সম্পূর্ণ। আপনি অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনের মতোই এ ফোন দিয়েও সবকিছুই করতে পারবেন। নিচে 15 হাজার টাকার মোবাইল vivo এর কিছু তালিকা দেওয়া হলোঃ
  • Vivo Y03
  • Vivo Y18i
  • Vivo Y02t
  • Vivo Y16
Vivo Y03: Vivo Y03 এই মডেলের মোবাইলটিতে রয়েছে বেশ কিছু আকর্ষণীয় সব ফিচার। ফোনটির এন্ড্রয়েড ভার্সন ফানটোচ ওএস ১৪, এর এন্ড্রয়েড ভার্সন ১৪। ফোনটিতে রয়েছে হেলিও G85 সিরিজের প্রসেসর। ফোনটির ডিসপ্লে সাইজ ৬.৫৬ ইঞ্চি। RAM 4 ROM 64, বর্তমানে ফোনটির বাজার মূল্য ১১,৯৯৯ টাকা।

Vivo Y18i: 15 হাজার টাকার মোবাইল vivo Y18i, আপনি এ মডেলটি ও ১৫০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। ফোনটির বর্তমান বাজার মূল্য ১২০০০ টাকা। ফোনটির ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। ব্যাটারি কোয়ালিটি 5000 mAh, এই ফোনটির র‍্যাম ও রোম ৪/৬৪ জিবি।

Vivo Y02t: 15 হাজার টাকার মোবাইল vivo Y02t, আপনি এই মোবাইল ফোনটিও ১৫০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। এই মোবাইলটিতেও রয়েছে আকর্ষণীয় সব ফিচার। এ মোবাইলটি ডিসপ্লে সাইজ ৬.৫১ ইঞ্চি। এ ফোনটিতে ব্যবহার করা হয়েছে হেলই এর মিডিয়াটেক প্রসেসর। ফোনটির র‍্যাম ও রোম ৪/৬৪ জিবি। ফোন দিতে রয়েছে ৫০০০ mAh এর ব্যাটারি। এই ফোনটির বর্তমান বাজার মূল্য ১৪,৯৯৯ টাকা।

Vivo Y16: 15 হাজার টাকার মোবাইল vivo Y16, এই ফোনটিতেও রয়েছে আকর্ষণীয় সব ফিচার। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ২ মেগাপিক্সেল। ফোনটিতে রয়েছে ৫০০০ mAh এর ব্যাটারি। ফোনটির বর্তমান বাজার মূল্য ১৪,৯৯০ টাকা।
আপনি চাইলে উপরে দেওয়া ফোন গুলোর মধ্যে থেকে আপনার পছন্দ অনুযায়ী যেকোনো ফোন কিনতে পারেন। এছাড়াও আপনি ভিন্ন ভিন্ন মডেল গুলোর মধ্যে ১৫ হাজার টাকার মধ্যে মোবাইল পেয়ে যাবেন। প্রিয় পাঠক আশা করি 15 হাজার টাকার মোবাইল vivo সম্পর্কে জানতে পেরেছেন।

ভিভো মোবাইল বাংলাদেশ প্রাইস

অনেকে প্রতিনিয়ত ভিভো মোবাইল বাংলাদেশ প্রাইস সম্পর্কে খোঁজ করেন। ভিভো মোবাইল অন্যান্য মোবাইলের চাইতে দামে সাশ্রয়ী। দামে সাশ্রয়ী পারফরম্যান্স অনেক ভালো হওয়ায় গ্রাহকদের পছন্দের তালিকায় রয়েছে ভিভো মোবাইল। অনেকেই এই মোবাইল কিনবেন বলে প্রতিনিয়ত ভিভো মোবাইল বাংলাদেশ প্রাইস সম্পর্কে খোঁজ করেন। 
নতুন মোবাইল ফোন 2024 Vivo - 15 হাজার টাকার মোবাইল vivo
সাধারণত ভিভোর মোবাইল গুলো মডেল, ডিসপ্লে সাইজ, প্রসেসরের ধরন, র‍্যাম ও রোম, ক্যামেরা, ব্যাটারির ক্ষমতা এর উপর ভিত্তি করে দাম নির্ধারিত হয়। ভিন্ন ভিন্ন মোবাইল গুলোর দাম ভিন্নরকম। তবে ভিভো মোবাইল গুলো বাজেট ফ্রেন্ডলি। আপনি আপনার বাজেটের মধ্যেই বেশ কিছু মডেলের ভিভো মোবাইল পেয়ে যাবেন। নিচে ভিন্ন ভিন্ন মডেলের ভিভো মোবাইল বাংলাদেশ প্রাইস এর তালিকা দেওয়া হলঃ

Model: Vivo Y18
RAM: 4GB
Price: 14,999 BDT​

Model: Vivo Y28
RAM: 6GB
Price: 20,999 BDT​

Model: Vivo Y56
RAM: 6GB
Price: 30,000 BDT​

Model: Vivo iQOO Z7s 5G
RAM: 6GB
Price: 30,990 BDT​

Model: Vivo V27e
RAM: 8GB
Price: 32,999 BDT​

Model: Vivo Y55s
RAM: 6GB
Price: 34,500 BDT​

Model: Vivo iQOO Neo7 SE
RAM: 8GB
Price: 36,500 BDT​

Model: Vivo V27 Pro
RAM: 8GB
Price: 54,999 BDT​

Model: Vivo X90
RAM: 12GB
Price: 75,000 BDT​

Model: Vivo X Flip
RAM: 12GB
Price: 120,000 BDT

প্রিয় পাঠক উপরে বেশ কিছু মডেলের ভিন্ন ভিন্ন ডিজাইনের ভিন্ন ভিন্ন দামের মধ্যে ভিভো মোবাইল বাংলাদেশ প্রাইস এর তালিকা দিয়েছে। আপনাদের পছন্দ অনুযায়ী এই মোবাইল গুলোর মধ্যে থেকে যে কোন মোবাইল কিনে ব্যবহার করতে পারেন। সময় ও স্থানভেদে এর দাম কিছুটা কম বেশি হতে পারে। প্রিয় পাঠক আশা করি ভিভো মোবাইল বাংলাদেশ প্রাইস সম্পর্কে জানতে পেরেছেন।

২০ হাজার টাকার মোবাইল vivo

আপনি ২০ হাজার টাকার মধ্যে বেশ কিছু মডেলের ভিন্ন ভিন্ন ডিজাইনের মোবাইল পেয়ে যাবেন। বিশ হাজার টাকার মধ্যে মোবাইল গুলো সাধারণত কোয়ালিটি সম্পন্ন। এ মোবাইলগুলো দীর্ঘদিন ব্যবহার করা যায়। আপনি আপনার বাজেট অনুযায়ী বিশ হাজার টাকার মধ্যে দৈনন্দিন ব্যবহারের জন্য উন্নত ফিচার ও ভালো পারফরমেন্সের মোবাইল গুলো কিনতে পারবেন। নিচে ২০ হাজার টাকার মোবাইল vivo এর তালিকা দেওয়া হলঃ
Model: Vivo Y18
RAM: 4GB
Price: 14,999 BDT​

Model: Vivo Y28
RAM: 6GB
Price: 20,999 BDT​

Model: Vivo Y21T
RAM: 4GB
Price: 18,999 BDT​

Model: Vivo Y33s
RAM: 6GB
Price: 19,500 BDT​

Model: Vivo Y32
RAM: 4GB
Price: 16,999 BDT

ভিভো V21 বাংলাদেশ প্রাইস

ভিভোর জনপ্রিয় মোবাইল ফোন গুলোর মধ্যে একটি হলো v21। এ ফোনটিও সাশ্রয়ী দামের মধ্যে সেরা একটি ফোন। এই ফোনটিতে রয়েছে আকর্ষণীয় সব ফিচার। ভিভোর v21 ফোনের রেম ও রোম ও রোম ৮/১২৮ জিবি৷ ফোনটিতে রয়েছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা ৪৪ মেগাপিক্সেল ক্যামেরা ফ্রন্ট এবং এই মেগাপিক্সেল ক্যামেরা সেলফি। 

ফোনটির ডিসপ্লে সাইজ ৬.৪৪ ইঞ্চি। ফোনটিতে রয়েছে ৪০০০ mAh ব্যাটারি। আজকে ভিভো V21 বাংলাদেশে দাম ৩২,৯৯০ টাকা।

ভিভো V21e বাংলাদেশ প্রাইস

অনেকে প্রতিনিয়ত নতুন মোবাইল ফোন 2024 Vivo ও ভিভো V21e বাংলাদেশ প্রাইস সম্পর্কে খোঁজ করেন। এই ফোনটি বর্তমানে বাংলাদেশী গ্রাহকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এই ফোনে রয়েছে বেশ কিছু আকর্ষণীয় ফিচার যা গ্রাহকের জন্য অত্যন্ত সুবিধা জনক। V21e ফোনটির বেশ কিছু আকর্ষণীয় ফিচার রয়েছে। 

ফোনটিতে রয়েছে ৫.৪৪ ইঞ্চি ডিসপ্লে, ৮ জিবি ১২৮ জিবি, ফোনটির ব্যাটারির ক্ষমতা ৪০০০ এম্পিয়ার, ফোনটির ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল। আজকে ভিভো V21e বাংলাদেশ দাম ২৬,৯৯০ টাকা।

ভিভো Y90 বাংলাদেশ মার্কেট প্রাইস

অনেকে প্রতিনিয়ত ভিভো Y90 বাংলাদেশ মার্কেট প্রাইস সম্পর্কে খোঁজ করেন। অল্প দামের মধ্যে vivo y90 এই ফোনটি অত্যন্ত আকর্ষণীয় ফিচার সম্পন্ন। এই ফোনটিতে বেশ কিছু আকর্ষণীয় ফিচার রয়েছে এরমধ্যে ফোনটির রোম ৩২ জিবি রেম ২ জিবি। ফোনটির মেইন ক্যামেরা ৮ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেল। ফোনটির ডিসপ্লে সাইজ ৬.২২ ইঞ্চি। ফোনটির ব্যাটারির ক্ষমতা ৪০৩০mAh। আজকে ভিভো Y90 বাংলাদেশ প্রাইস ৮,৯৯০ টাকা।

ভিভো Y20 বাংলাদেশ প্রাইস

অনেকে ভিভো Y20 ফোন কিনবেন বলে প্রতিনিয়ত ভিভো Y20 বাংলাদেশ প্রাইস সম্পর্কে জানতে চান। অল্প দামের মধ্যে ভিভো Y20 অত্যন্ত চমৎকার একটি ফোন। ফোনটিতে রয়েছে ৬৪ জিবি রোম ৪ জিবি রেম। ফোনটির মেইন ক্যামেরা ১৩ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেল। ফোনটির ডিসপ্লে সাইজ 6.51 ইঞ্চি। 

ফোনটিতে রয়েছে ৫০০০ mAh এর ব্যাটারি। অল্প দামের মধ্যে এ ফোনটি অত্যন্ত চমৎকার। এই ফোনটির বর্তমান দাম ১৩৯৯০ টাকা।

18 হাজার টাকার মোবাইল vivo

অনেকে প্রতিনিয়ত 18 হাজার টাকার মোবাইল vivo সম্পর্কে খোঁজ করেন। দীর্ঘদিন ব্যবহার করার জন্য ১৮০০০ টাকার মোবাইল গুলো যথেষ্ট। ১৮০০০ টাকার মোবাইল গুলোর মধ্যে বেশ কিছু আকর্ষণীয় ফিচার রয়েছে। ভিন্ন ভিন্ন মডেলের ভিভোর ১৮ হাজার টাকার মধ্যে ভিন্ন ভিন্ন মডেলের মোবাইল পেয়ে যাবেন। নিচে কয়েকটি মডেলের 18 হাজার টাকার মোবাইল vivo এর তালিকা দেওয়া হলঃ

Model: Vivo Y18
RAM: 4GB
Price: 14,999 BDT​

Model: Vivo Y21T
RAM: 4GB
Price: 18,999 BDT​

Model: Vivo Y33s
RAM: 6GB
Price: 18,500 BDT​

Model: Vivo Y32
RAM: 4GB
Price: 16,999 BDT

লেখক এর মন্তব্য

আজকের আর্টিকেলটিতে নতুন মোবাইল ফোন 2024 Vivo ও 15 হাজার টাকার মোবাইল vivo সম্পর্কে সঠিক দাম জানিয়েছি। এছাড়া বেশ কিছু মডেলের তালিকা আপনাদের সাথে শেয়ার করেছি। এ মডেলগুলোর মধ্য থেকে আপনাদের পছন্দ অনুযায়ী ও আপনাদের বাজেট অনুযায়ী যে কোন মোবাইল কিনতে পারেন। 

ভিভো মোবাইল সম্পর্কে যদি কোন প্রশ্ন থাকে সে ক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন। নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। অন্যান্য আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরী গুলো ঘুরে আসুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url