অর্গানিক মেহেদী দাম - অর্গানিক মেহেদী বানানোর নিয়ম

অর্গানিক মেহেদী দাম জেনে আপনি বাজারের যেকোন দোকান থেকে সহজেই সংগ্রহ করতে পারবেন। অর্গানিক মেহেদী বানানোর নিয়ম জানা থাকলে ঘরে বসে সহজে অর্গানিক মেহেদী তৈরি করা যায়। অর্গানিক মেহেদী কেমিক্যাল ছাড়ায় প্রস্তুত করা হয় ফলে এটি পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। শিশু থেকে বয়স্ক পর্যন্ত যেকোনো ত্বকের জন্য অর্গানিক মেহেদী অত্যন্ত উপকারী।
অর্গানিক মেহেদী দাম - অর্গানিক মেহেদী বানানোর নিয়ম
বর্তমানে বাজারে যে মেহেদী গুলো পাওয়া যায় তা অত্যন্ত বিপদজনক। কেমিক্যাল, রাসায়নিক উপাদান, প্রিজারভেটিভ, কৃত্রিম রং মেশিয়ে মেহেদী গুলো তৈরি করা হয় যা শিশুদের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই আপনি যদি অর্গানিক মেহেদী ব্যবহার করতে চান সে ক্ষেত্রে অবশ্যই অর্গানিক মেহেদী দাম ও অর্গানিক মেহেদী বানানোর নিয়ম সম্পর্কে জেনে নিন। অর্গানিক মেহেদী সম্পর্কে প্রত্যেকটি বিষয়ে জানতে হলে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

পোস্ট সূচীপত্রঃ অর্গানিক মেহেদী দাম - অর্গানিক মেহেদী বানানোর নিয়ম

অর্গানিক মেহেদী

অর্গানিক মেহেদী কি তা অনেকেই জানেন না। অর্গানিক মেহেদী হল প্রাকৃতিক উপাদানে প্রস্তুতকৃত মেহেদী। অর্গানিক মেহেদী কোন প্রকার রাসায়নিক উপাদান, কেমিক্যাল, প্রিজারভেটিভ, কৃত্তিম রঙ ছাড়াই তৈরি করা হয়। অর্গানিক মেহেদি ত্বকের জন্য অত্যন্ত নিরাপদ। অর্গানিক মেহেদী মেহেদি পাতার গুঁড়ো দিয়ে তৈরি করা হয় ফলে এটি কোন প্রকার ক্ষতিকারক নয়। 

অর্গানিক মেয়েদের প্রধান বৈশিষ্ট্য হলো এটি দীর্ঘস্থায়ী ও পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত। বিশেষ করে অর্গানিক মেহেদী চুলের যত্নে, দাড়িতে, হাতের নকশা তৈরি করতে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। ত্বকে ব্যবহার করলে অর্গানিক মেহেদী গভীর গাড়ো রং ধারণ করে যা দীর্ঘদিন পর্যন্ত থাকে। অর্গানিক মেহেদী অত্যন্ত উপকারী এতে কোন ক্ষতিকারক উপাদান থাকে না, 
ফলে দীর্ঘদিন ব্যবহার করলেও কেউ ক্ষতির সম্মুখীন হন না। সাধারণত কৃত্রিম মেহদী গুলো বিভিন্ন রাসায়নিক উপাদান দিয়ে প্রস্তুত করা হয়। ফলে এটি ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা, এলার্জি, জ্বালাপোড়া, ফুসকা ওঠার মত সমস্যা দেখা যায়। কিন্তু অর্গানিক মেহেদী প্রাকৃতিক উপায় প্রস্তুতকৃত বিধায় এটি পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। 

অনেকেই রাসায়নিক যুক্ত মেহেদীগুলো পছন্দ করেন না। রাসায়নিক মেহেদী গুলো এড়িয়ে চলার জন্য যারা অর্গানিক মেহেদী খুঁজছেন তাদের জন্য আজকের আর্টিকেলটি। আপনারা চাইলে অর্গানিক মেহেদী চুলের যত্নে, দাড়ির যত্নে, হাত অথবা পায়ে নকশা তৈরি করতে বিভিন্ন ধরনের ডিজাইন করতে ব্যবহার করতে পারেন। 

যারা রাসায়নিক মেহেদী অপছন্দ করেন তাদের জন্য অর্গানিক মেহেদী একটি আদর্শ পছন্দ। অর্গানিক মেহেদী চুলের যত্নে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। অর্গানিক মেহেদী মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে। কেমিক্যাল যুক্ত মেয়েদের চাইতে অর্গানিক মেহেদী দাম কিছুটা বেশি হলেও এটি অত্যন্ত খাঁটি এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত।

অর্গানিক মেহেদী দাম

অনেকে কেমিক্যাল যুক্ত বিভিন্ন মেহেদী ব্যবহার করে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন। তারা প্রতিনিয়ত অর্গানিক মেহেদী ব্যবহার করবেন বলে অর্গানিক মেহেদী দাম সম্পর্কে জানতে চান। কেমিক্যাল যুক্ত মেহেদির চাইতে অর্গানিক মেহেদী দাম কিছুটা বেশি। কেননা ভেজাল পণ্যের চাইতে আসল পণ্য তৈরি করতে খরচ বেশি হয়। 

অর্গানিক মেহেদী দাম নির্ধারিত হয় কোম্পানি, মেহেদির গুণগত মান, প্যাকেটের আকার এর ওপর নির্ভর করে। ভিন্ন ভিন্ন কোম্পানির অর্গানিক মেহেদী গুলোর দাম ভিন্নরকম। নিচে বেশ কিছু সাইজের ভিন্ন ভিন্ন কোম্পানির অর্গানিক মেহেদী দাম এর তালিকা দেওয়া হলঃ

  • ন্যাচারাল স্মুথ ২৮ গ্রাম ১৩০ টাকা
  • নখের কোন ১৫ গ্রাম ১১০ টাকা
  • ন্যাচারাল হেয়ার হেনা ১০০ গ্রাম ২৫০ টাকা
  • ৫০০ গ্রাম মেহেদী গুঁড়ো ৬৫০ টাকা
  • কোন মেহেদী ২২ গ্রাম ১৩০ টাকা
  • অর্গানিক মেহেদী ২৪ গ্রাম ১২০ টাকা
প্রিয় পাঠক উপরে বেশকিছু ব্রান্ডের ভিন্ন ভিন্ন ওজনের হাত ও নখের অর্গানিক মেহেদী দাম এর তালিকা দিয়েছি। আপনার পছন্দ অনুযায়ী এই দামের মধ্যেই অর্গানিক মেহেদী কিনতে পারবেন। সময় ও স্থানভেদে এই মেয়েদের দাম কিছুটা কম বেশি হতে পারে। প্রিয় পাঠক আশা করি অর্গানিক মেহেদী দাম সম্পর্কে জানতে পেরেছেন।

অর্গানিক মেহেদী বানানোর নিয়ম

অনেকে কেমিক্যাল যুক্ত মেহেদী ব্যবহার করে সমস্যার সম্মুখীন হন। তাই এই সমস্যাগুলো এড়ানোর জন্য অর্গানিক মেহেদী ব্যবহার করতে চান। তাই তারা প্রতিনিয়ত অর্গানিক মেহেদী বানানোর নিয়ম সম্পর্কে জানতে চান। অর্গানিক মেহেদী বানানোর নিয়ম একেবারেই সহজ। আপনি ২ মিনিটের মধ্যেই অর্গানিক মেহেদী বানাতে পারবেন। নিচে অর্গানিক মেহেদী বানানোর নিয়ম গুলো বিস্তারিত বর্ণনা করা হলোঃ

উপকরণঃ
  • ২ চামচ মেহেদি পাতার গুঁড়ো
  • ২ চামচ চিনি
  • ২ চামচ লেবুর রস
  • ১ চামচ এসেনশিয়াল ওয়েল
  • পরিমাণ মতো ঠান্ডা পানি
অর্গানিক মেহেদী বানানোর জন্য প্রথমে অর্গানিক মেহেদি পাতার গুঁড়ো সংগ্রহ করুন। অথবা অর্গানিক মেহেদি পাতা ভালোভাবে শুকিয়ে ব্লেন্ডারের মাধ্যমে গুঁড়ো করে নিন। এরপর সেগুলো ভালোভাবে শুকিয়ে নিন। একটি বাটিতে পরিমাণ মতো মেহেদি পাতার ২ চামচ মেহেদি পাতার গুনো নিন। ২ চামচ মেহেদি পাতার গুনোর সাথে ২ চামচ চিনি ২ চামচ লেবুর রস ঢেলে দিন। 
এরপর পরিমাণমতো পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে নাড়তে থাকুন। এরপর এর সাথে এসেনশিয়াল অয়েল মিকচার করুন। সবগুলো একসাথে ভালোভাবে নেড়ে কমপক্ষে ১২ ঘন্টা রেখে দিন। ১২ ঘন্টা পর আপনি হাতে, চুলে, নখে, দাড়িতে ব্যবহার করতে পারবেন। বেশি রং পাওয়ার জন্য কমপক্ষে ২ ঘন্টা রাখুন এরপর ধুয়ে ফেলুন। 

সবচেয়ে ভালো ফলাফল পাবেন। আপনি এভাবেই অর্গানিক মেহেদী বানাতে পারেন। প্রিয় পাঠক আশা করি অর্গানিক মেহেদী বানানোর নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন।

অর্গানিক মেহেদী ব্যবহারের নিয়ম

অনেকেই অর্গানিক মেহেদী ব্যবহার করেন কিন্তু অর্গানিক মেহেদী ব্যবহারের নিয়ম জানেন না। প্রতিনিয়ত অনেকেই অর্গানিক মেহেদী বানানোর নিয়মও অর্গানিক মেহেদী ব্যবহারের নিয়ম সম্পর্কে খোঁজ করেন। অর্গানিক মেহেদি হাতে ব্যবহারের ক্ষেত্রে চিকনকাঠি অথবা কোন এর মাধ্যমে লাগিয়ে নিতে পারেন। 
অর্গানিক মেহেদী দাম - অর্গানিক মেহেদী বানানোর নিয়ম
অর্গানিক মেহেদী থেকে গাড়ো রং পেতে হলে মেহেদী হাতে ব্যবহারের পূর্বে হাতে সরিষার তেল লাগান। এরপর চিকন কাঠির সাহায্যে অথবা কোন এর মাধ্যমে হাতে মেহেদির ডিজাইন করুন। বিভিন্ন নকশা ফুলের ছবি পছন্দ অনুযায়ী ডিজাইন করার পর রেখে দিন। টকটকে গাড়ো রং পেতে হলে কমপক্ষে ৬ ঘন্টা রাখুন। রাতে ঘুমানোর পূর্বে হাতে মেহেদি লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। 

মেহেদী শুকিয়ে গেলে উঠে যাবে। ঘুম থেকে উঠে হাত ধুয়ে ফেলুন। চুলে ব্যবহারের ক্ষেত্রে দুপুরে গোসলের কমপক্ষে ৩ ঘন্টা পূর্বে লাগান। দাড়িতে ব্যবহারের ক্ষেত্রে গোসলের পূর্বে কমপক্ষে ২ ঘন্টা আগে লাগান। এরপর গোসল করার সময় ভালোভাবে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলুন। এভাবে আপনি অর্গানিক মেহেদী ব্যবহার করতে পারবেন।

অর্গানিক মেহেদী কোথায় পাওয়া যায়

অনেকেই জানেন না অর্গানিক মেহেদী কোথায় পাওয়া যায়। অর্গানিক মেহেদী গুলো সাধারণত দোকানগুলোতে খুব একটা পাওয়া যায় না। অর্গানিক মেহেদীর পাউডার, মেহেদি পাতার গুঁড়ো, অর্গানিক মেহেদী বিভিন্ন অনলাইন শপ, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এ বিক্রয় করা হয়। আপনি খুব সহজেই অনলাইনে সার্চ করে ওয়েব সাইটে, ফেসবুক পেইজে, 

ইউটিউব চ্যানেলের মাধ্যমে অর্ডার করতে পারেন। তারা নিজের দায়িত্বে আপনার বাসায় পৌঁছে দেবে। বেশ কিছু ওয়েবসাইটের অফার থাকে। তাদের প্যাকেজ অনুযায়ী ক্রয় করলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন।

অর্গানিক মেহেদী পাউডার

অনেকেই অর্গানিক মেহেদি পাউডার খোঁজ করেন। অর্গানিক মেহেদী পাউডার অর্গানিক মেহেদী গাছের পাতার গুঁড়ো। মেহেদি পাতা ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে গুঁড়ো করা হয়। এরপর এটি প্যাকেটজাত ভাবে বিক্রয় করা হয়। চুলের যত্নে, দাড়ির যত্নে, হাতে পায়ে ব্যবহারের জন্য অর্গানিক মেহেদী অত্যন্ত উপকারী। 

অর্গানিক মেহেদী পাউডার বিভিন্ন অনলাইন শপ, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিক্রয় করা হয়। ভিন্ন ভিন্ন ব্র্যান্ড অনুযায়ী অর্গানিক মেহেদী পাতার পাউডারের দাম ভিন্ন রকম।

  • ১০০ গ্রাম মেহেদি পাতার পাউডারের দাম ১৭০ টাকা
  • ২৫০ গ্রাম মেহেদি পাতার পাউডারের দাম ৩৫০ টাকা
  • ৫০০ গ্রাম মেহেদী পাতার পাউডারের দাম ৬৫০ টাকা

অর্গানিক মেহেদী নাম

বাজারে বেশ কিছু ব্র্যান্ডের অর্গানিক মেহেদী পাওয়া যায়। তবে সময় অনুযায়ী এই ব্র্যান্ডগুলোর নিশ্চিত কোন নাম থাকে না। ভিন্ন ভিন্ন সময় একাধিক ব্যক্তিরা অর্গানিক মেহেদি পাউডার বিক্রয় করেন। নির্দিষ্ট কোন অর্গানিক মেহেদী বিক্রেতা নেই। তবে বাজারে সময় অনুযায়ী অর্গানিক মেহেদী গুলো ভিন্ন ভিন্ন নামে পাওয়া যায়। 
যারা বাজারজাত করেন তাদের নিজস্ব ব্র্যান্ডের নাম অনুযায়ী তারা অর্গানিক মেহেদী গুলোর নাম রাখেন। তবে বেশ কিছু নামের বাজারে অর্গানিক মেহেদী রয়েছে এরমধ্যেঃ
  • গোদরেজ নুপুর মেহেদী
  • শামিলা মেহেদী
  • হেনা কন
  • বিউটিক হেনা পাউডার
  • কাজীরালি মেহেদী
  • রেঙ্গলি হেনা
সময় অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে এই মেহেদী গুলো বিক্রয় হয়। তবে আপনি এই ব্র্যান্ড গুলোর মধ্যে থেকে যেকোনো অর্গানিক মেহেদির প্যাকেট অথবা পাউডার কিনে ব্যবহার করতে পারেন।

লেখকের মন্তব্য

আজকে পুরো আর্টিকেলটিতে অর্গানিক মেহেদী দাম ও অর্গানিক মেহেদী বানানোর নিয়ম সম্পর্কে সঠিক তথ্য শেয়ার করেছি। এছাড়া অর্গানিক মেহেদী সম্পর্কে প্রত্যেকটি প্রশ্নের বিস্তারিত উত্তর দিয়েছি। আশা করি বিষয়গুলো জেনে উপকৃত হবেন। অর্গানিক মেহেদি সম্পর্কে যদি আপনাদের কোন জিজ্ঞাসিত প্রশ্ন থাকে সে ক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারেন। 

আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন। নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। অন্যান্য ইনফরমেশন সম্পর্কিত আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরি গুলো ঘুরে আসুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url