নবরত্ন তেল দাম বাংলাদেশ - নবরত্ন তেল এর উপকারিতা
চুলের জন্য নবরত্ন তেল এর উপকারিতা প্রচুর। নবরত্ন তেল আয়ুর্বেদিক তেল যা
আয়ুর্বেদিক বিভিন্ন উপাদানের সমন্বয়ে প্রস্তুত করা হয়। দীর্ঘদিন ধরে
আয়ুর্বেদিক পরামর্শে বিভিন্ন উপাদানের মাধ্যমে নবরত্ন তেল প্রস্তুত করা হচ্ছে।
যা ব্যবহারে মানুষ বিভিন্ন ধরনের উপকারিতা পাচ্ছেন। নবরত্ন তেল দাম বাংলাদেশ ও
নবরত্ন তেল সম্পর্কে প্রত্যেকটি বিষয় থাকছে আজকের আর্টিকেলটিতে।
নবরত্ন তেল চুলের জন্য অত্যন্ত উপকারী। নবরত্ন তেলে রয়েছে প্রাকৃতিক বেশ কিছু
উপাদান। প্রাকৃতিক বিভিন্ন গাছ ফল ও অন্যান্য উপাদানের মাধ্যমে নবরত্ন তেল
প্রস্তুত করা হয়। নবরত্ন তেল মূলত আয়ুর্বেদিক তেল। নবরত্ন তেল ব্যবহারে চুলের
একাধিক সমস্যা দূর হয়। নবরত্ন তেল এর উপকারিতা, নবরত্ন তেল দাম বাংলাদেশ ও
নবরত্ন তেল সম্পর্কে প্রত্যেকটি বিষয়ে জানতে হলে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে
পড়ুন।
পোস্ট সূচিপত্রঃ নবরত্ন তেল দাম বাংলাদেশ - নবরত্ন তেল এর উপকারিতা
নবরত্ন তেল
নবরত্ন তেল এক ধরনের আয়ুর্বেদিক তেল যা চুলের যত্নে বিশেষ ভূমিকা রাখে। নবরত্ন
তেল প্রায় নয়টি উপাদানে প্রস্তুত করা হয়। প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসা
পদ্ধতিকে কাজে লাগিয়ে বিভিন্ন ভেষজ উপাদানের মাধ্যমে নবরত্ন তেল প্রস্তুত করা
হয়। নবরত্ন তেলের মূল উপাদান আমলকি, ব্রাক্ষী, ভৃঙ্গরাজ, মেথি, তিল তেল, ও
অন্যান্য আয়ুর্বেদিক উপাদান।
এই উপাদান গুলোর একত্রে মিশ্রণের মাধ্যমে নবরত্ন তেল প্রস্তুত করা হয়। নবরত্ন
তেলের প্রধান কাজ চুলকে শক্তিশালী ও মজবুত করা। চুলের গোড়া শক্তিশালী করা। নতুন
চুল গজাতে সাহায্য করা। মাথা ঠান্ডা রাখা। নবরত্ন তেলের প্রচুর উপকারিতা রয়েছে।
নবরত্ন তেল এর উপকারিতা
প্রাচীনকাল থেকে চিকিৎসকরা ভেষজ উপাদানের মাধ্যমে নবরত্ন তেল প্রস্তুত করেছেন।
প্রাচীনকাল থেকে ভেষজ উপাদানের মাধ্যমে তেল প্রস্তুত করে চুলে ব্যবহার করার
প্রচলন ছিল। মানুষ ভেষজ উপাদানের তেলগুলো চুলে ব্যবহার করে ভালো ফলাফল পেয়েছেন।
তাই অনেকেই চুলে নবরত্ন তেল ব্যবহার করেন।
নবরত্ন তেল মূলত প্রাকৃতিক ভেষজ উপাদান গুলোর সমন্বয়ে প্রস্তুত করা হয়। নবরত্ন
তেল চুলের জন্য অত্যন্ত উপকারী। নবরত্ন তেলের প্রধান উপাদান ভেষজ গাছপালা, বীজ।
আমাদের চুলের জন্য নবরত্ন তেল এর উপকারিতা অনেক। নিচে নবরত্ন তেল এর উপকারিতা
পয়েন্ট আকারে আলোচনা করা হলোঃ
- মাথার ত্বককে শীতল রাখে
- মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে
- মানসিক চাপ কমায়
- ঘুমের মান উন্নত করে
- মাথার ত্বকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে
- চুলের কোমলতা মসৃণতা বৃদ্ধি করে
- চুলের গোড়া মজবুত করে
- চুল পড়া কমায়
- খুশকি দূর করে
- চুলের স্বাস্থ্য উজ্জ্বল ও ঘন করে
মাথার ত্বককে শীতল রাখেঃ নবরত্ন তেল এর উপকারিতা হলো মাথার ত্বক শীতল
রাখে। নবরত্ন তেলে থাকা উপাদান মাথার ত্বককে শীতল অনুভূতি দেয়। গরমের সময়
নবরত্ন তেলে থাকা উপাদান মাথার ত্বককে ঠান্ডা রাখে যা অত্যন্ত আরামদায়ক।
পাশাপাশি মাথার ত্বকের স্নায়ু ও রক্ত সঞ্চালনে সাহায্য করে মাথার ত্বক সতেজ
রাখে।
মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করেঃ নবরত্ন তেল মাথার ত্বকে
ব্যবহার করলে রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি হয়। রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি হলে
অতিরিক্ত চুল পড়া, চুলের গোড়ার খুশকি দূর হয়। চুলের রক্ত সঞ্চালন ক্ষমতা
বৃদ্ধি হলে চুলের গঠন শক্তিশালী ও উন্নত হয়।
মানসিক চাপ কমায়ঃ নিয়মিত মাথায় নবরত্ন তেল ব্যবহার করলে মানসিক
চাপ কমাতে সাহায্য করে। নবরত্ন তেলে থাকা ভেষজ উপাদান মস্তিষ্কের শীতলতা বৃদ্ধি
করে মানসিক চাপ কমাতে সাহায্য করে। এভাবে মস্তিষ্কের স্ট্রেস ও হরমোন এর
কার্যকারিতা কমে মানসিক চাপ কমাতে সাহায্য করে।
ঘুমের মান উন্নত করেঃ নবরত্ন তেলে থাকা উপাদান ঘুমের মান উন্নত করতে
সাহায্য করে। নবরত্ন তেলের উপকারিতা হল নিয়মিত সঠিক মাত্রায় ঘুমাতে সাহায্য
করে। মাথায় নবরত্ন তেল ব্যবহার করলে স্নায়ু শান্ত হয় যা দীর্ঘ ঘুমের জন্য
অত্যন্ত উপযোগী। যাদের ঘুম কম হয় তারা নিয়মিত মাথায় নবরত্ন তেল ব্যবহার করলে
নিদ্রাহীন সমস্যা দূর হবে।
মাথার ত্বকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করেঃ নবরত্ন তেল এর উপকারিতা
হল মাথার ত্বকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করা। নবরত্ন তেলে থাকা উপাদান মাথার
ত্বকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। যা চুলের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।
প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে মাথার ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে।
চুলের কোমলতা মসৃণতা বৃদ্ধি করেঃ নিয়মিত চুলে নবরত্ন তেল ব্যবহারে
চুলের কোমলতা ও মসৃণতা বৃদ্ধি পায়। নবরত্ন তেল চুলকে মসৃণ ও কমল করে। নিয়মিত
নবরত্ন তেল চুলে ব্যবহারে চুল, নরম, মসৃণ, কোমল ও ঝলমলে হয়।
চুলের গোড়া মজবুত করেঃ নবরত্ন তেলে থাকা উপাদান চুলের গোড়া মজবুত
করতে সাহায্য করে। নবরত্ন তেলে থাকা উপাদান চুলের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে।
মস্তিষ্কের রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি করে ফলে চুল প্রয়োজনীয় পুষ্টি পায়।
এভাবে চুলের গোড়া সহজে মজবুত হয়।
চুল পড়া কমায়ঃ নিয়মিত নবরত্ন তেল চুলে ব্যবহার করলে চুল পড়া কমে
যায়। চুলের শুষ্কতা, রুক্ষতা, পুষ্টির অভাবে ও মাথার ত্বকের বিভিন্ন সমস্যায়
চুল পড়ে যায়। নিয়মিত চুলে নবরত্ন তেল ব্যবহার করলে চুল পড়া কমে ও চুল
দীর্ঘস্থায়ী হয়।
খুশকি দূর করেঃ নিয়মিত চুলে নবরত্ন তেল ব্যবহার করলে মাথার ত্বকের
সকল সমস্যা দূর করে। মাথার ত্বকের রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি করে খুশকি দূর করে।
এছাড়া মাথার ত্বকে আদ্রতা ফিরিয়ে আনে। নিয়মিত নবরত্ন তেল ব্যবহার করলে মাথার
ত্বক আদ্র থাকে ফলে খুশকির সমস্যা দূর হয়।
চুলের স্বাস্থ্য উজ্জ্বল ও ঘন করেঃ নিয়মিত নবরত্ন তেল ব্যবহারে
মাথার ত্বক ও চুলের সকল সমস্যা দূর হয়। এই তেলে থাকা উপাদান মাথার ত্বকের ও
চুলের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে হলে চুলের স্বাস্থ্য উজ্জ্বল ও নতুন চুল
গজাতে সাহায্য করে।
প্রিয় পাঠক উপরে নবরত্ন তেল এর উপকারিতা আপনাদের সাথে শেয়ার করেছি। এছাড়াও
নবরত্ন তেল ব্যবহার করলে এর চাইতে অনেক বেশি উপকার পাওয়া যায় যা বলে শেষ করার
মত নয়। আপনি আপনার মাথার ত্বকের যেকোনো সমস্যা দূর করতে ও চুলের যত্নে নবরত্ন
তেল নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আশা করি নবরত্ন তেলের উপকারিতা সম্পর্কে সঠিক
ধারণা পেয়েছেন।
নবরত্ন তেল দাম বাংলাদেশ
নবরত্ন তেল দাম বাংলাদেশ সম্পর্কে প্রতিনিয়ত অনেকে জিজ্ঞাসা করেন। নবরত্ন তেল
আমাদের মাথার ত্বক ও চুলের জন্য অত্যন্ত উপকারী। অনেকে দীর্ঘদিন ধরে এই তেল
ব্যবহার করে উপকারিতা পাচ্ছেন বিধায় অনেকেই এই তেল কিনতে চান। নবরত্ন তেলের বেশ
কয়েকটি কোম্পানি রয়েছে। কোম্পানি অনুযায়ী ও তেলের মিলির ওপর এই তেলের দাম
নির্ধারিত হয়।
ভিন্ন ভিন্ন ব্র্যান্ড, ক্যাপাসিটি অনুযায়ী নবরত্ন তেলের দাম নির্ধারিত হয়।
নিচে নবরত্ন তেল দাম বাংলাদেশ এর তালিকা দেওয়া হলঃ
- ১০০ মিলি নবরত্ন তেল দাম বাংলাদেশ ১৯০ টাকা
- ২৫০ মিলি নবরত্ন তেল দাম বাংলাদেশ ২৯০ টাকা
- ৩০০ মিলি নবরত্ন তেল দাম বাংলাদেশ ৪৬০ টাকা
তবে সময় ও স্থানভেদে এই তেলের দাম কম বেশি হয়। সঠিক দাম জানতে নবরত্ন তেলের
অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। বিভিন্ন অনলাইন শপ গুলোতে বিভিন্ন দামে নবরত্ন
তেল বিক্রয় হয়। আপনি যে কোন বাজার থেকে অথবা বিভিন্ন অনলাইন শপে অর্ডার করে
নবরত তেল হোম ডেলিভারি নিতে পারবেন।
নবরত্ন তেল ব্যবহারের নিয়ম
নবরত্ন তেল ব্যবহারের জন্য প্রথমে আপনাকে চুল পরিষ্কার করে নিতে হবে। আপনি গোসল
করার সময় চুলে শ্যাম্পু দিয়ে পুরো মাথার ত্বক ও চুল পরিষ্কার করে নিন। এরপর
পরিমাণ মতো তেল হাতের তালতো নিয়ে মাথায় ভালোভাবে মাসাজ করুন। পুরো মাথার
চারিদিকে এই তেল ভালোভাবে লাগিয়ে নিন।
এতে আপনার মাথার চারদিকের ত্বকে ও চুলে ভালোভাবে কার্যকরী ভূমিকা রাখবে। নবরত্ন
তেল সপ্তাহে কমপক্ষে তিন থেকে চার বার চুলে ব্যবহার করুন। সবচাইতে ভালো ফলাফল
পাবেন রাতে ঘুমানোর পূর্বে ব্যবহার করলে।
নবরত্ন তেল এর অপকারিতা
নবরত তেলের যেমন উপকারিতা রয়েছে অপকারিতাও রয়েছে। তবে উপকারিতার চাইতে
অপকারিতার পরিমাণ অনেক কম। বেশ কিছু ব্যক্তির ক্ষেত্রে নিয়মিত চুলে নবরত্ন তেল
ব্যবহার করলে ত্বকের এলার্জির সমস্যা বৃদ্ধি পায়। পাশাপাশি চুলকানি লালচে দাগ
দেখা যায়। কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে মাথা ব্যথা ও বৃদ্ধি পায়।
অতিরিক্ত তেল চুলে ব্যবহার করলে চুল থেকে তেল মুখের ত্বকে লাগে এতে ব্রণ বৃদ্ধি
হয়। কিছু কিছু ব্যক্তিদের ক্ষেত্রে মাথার ত্বকের চর্মরোগ বৃদ্ধি পায়। নবরত্ন
তেল চোখে লাগলে চোখ জ্বালাপোড়া, চুলকানি, অস্বস্তির মত সম্ভাবনা দেখা যায়। আপনি
অবশ্যই সঠিক পরিমাণে সঠিক মাত্রায় এই তেল ব্যবহার করলে আশা করি সমস্যার সম্মুখীন
হবেন না।
নবরত্ন তেলের কাজ কি
নবরত্ন তেলের প্রধান কাজ মাথার ত্বক ও চুলের স্বাস্থ্য ঠিক রাখা। মাথার ত্বকের
যেকোনো সমস্যা দূর করতে নবরত্ন তেল অত্যন্ত উপকারী। মাথার ত্বকের রক্ত সঞ্চালন
বৃদ্ধি করতে, খুশকির সমস্যা দূর করতে নবরত্ন তেল অত্যন্ত উপকারী। নবরত তেলে থাকা
উপাদান চুলের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। ফলে চুল হয় শক্ত মজবুত ও
দীর্ঘস্থায়ী। আপনি আপনার চুলের স্বাস্থ্যের উন্নতি করতে নিয়মিত নবরত্ন তেল চুলে
ব্যবহার করতে পারেন।
নবরত্ন তেল চুলে দিলে কি হয়
নবরত্ন তেল চুলে দিলে অনেক উপকার পাওয়া যায়। নবরত্ন তেলে রয়েছে প্রাকৃতিক ভেষজ
উপাদান যা চুলের জন্য অত্যন্ত উপকারী। নিয়মিত মাথায় নবরত্ন তেল দিলে মাথার ত্বক
শীতল থাকে। মাথার ত্বকে নবরত্ন তেল ব্যবহার করলে মাথার ত্বকের রক্ত সঞ্চালন
ক্ষমতা বৃদ্ধি পায়। নবরত্ন তেল মানসিক চাপ কমাতে অত্যন্ত উপকারী। নিয়মিত নবরত্ন
তেল ব্যবহার করলে ঘুম বৃদ্ধি হয়।
চুলের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করার জন্য নবরত্ন তেল বিশেষ ভূমিকা রাখে। চুলের
শুষ্কতা, রুক্ষতা দূর করে চুলের মসৃণতা ও কমলতা বৃদ্ধি করে। নিয়মিত নবরত্ন তেল
ব্যবহার করলে চুলের গোড়া মজবুত হয়, চুল পড়া কমে যায়, নতুন চুল গজাতে সাহায্য
করে। চুলের স্বাস্থ্য ঠিক রাখতে নবরত্ন তেল অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে।
নবরত্ন তেল কি চুল গজাতে সাহায্য করে
নিয়মিত নবরত্ন তেল চুলে ব্যবহার করলে নতুন চুল গজাতে সাহায্য করে। নবরত্ন তেলে
থাকা উপাদান মাথার ত্বকের রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি করে। প্রয়োজনীয় পুষ্টি
সরবরাহ করে চুল করে ঘন ও মজবুত। নবরত্ন তেলে থাকা উপাদান মাথার ত্বকের রক্ত
সঞ্চালন ক্ষমতা বাড়ায়, প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এতে নতুন চুল গজাতে
সাহায্য করে। নিয়মিত নবরত্ন তেল চুলে ব্যবহার করলে অতিরিক্ত চুল পড়া কমে ও নতুন
চুল গজায়।
লেখকের মন্তব্য
নবরত্ন তেল দাম বাংলাদেশ ও নবরত্ন তেল এর উপকারিতা সম্পর্কে পুরো আর্টিকেলটিতে
সঠিক তথ্য শেয়ার করেছি। নবরত্ন তেল সম্পর্কে প্রত্যেকটি প্রশ্নের বিস্তারিত
আলোচনা করেছি। আশা করি বিষয়গুলো জেনে উপকৃত হবেন। নবরত্ন তেল আমাদের চুলের জন্য
ও মাথার ত্বকের জন্য অত্যন্ত উপকারী। নবরত্ন তেল সম্পর্কে যদি আপনাদের কোন প্রশ্ন
থাকে সে ক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারেন।
আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন। অন্যান্য তেল সম্পর্কে জানতে হলে আমাদের
ওয়েবসাইটের ক্যাটাগরি গুলো ঘুরে আসুন। অন্যান্য ইনফরমেশন সম্পর্কিত আর্টিকেল
পড়তে নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url