কম দামে ভালো মনিটর - পুরাতন মনিটরের দাম

কম দামে ভালো মনিটর কিনে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। তাছাড়া নতুন মনিটরের চাইতে পুরাতন মনিটরের দাম অনেক কম। তাই আপনি চাইলে নতুন মনিটর গুলো পাশাপাশি পুরাতন মনিটর কিনতে পারেন। ভালো মানের পুরাতন মনিটর বিক্রয় হয় যেগুলো আপনি কম দামে কিনতে পারবেন।
কম দামে ভালো মনিটর - পুরাতন মনিটরের দাম
বেশ কিছু কম্পানি কম দামে ভালো মনিটর বিক্রয় করছে। কম দামে ভালো মনিটর কিনে দীর্ঘদিন ব্যবহার করা যায়। অনেকেই পুরাতন মনিটরের দাম সম্পর্কে খোঁজাখুঁজি করেন। আজকের আর্টিকেলটিতে বেশ কিছু কোয়ালিটির মনিটরের দাম সম্পর্কে প্রত্যেকটি বিষয়ে আলোচনা করেছি। মনিটরের দাম সম্পর্কে প্রত্যেকটি বিষয়ে জানতে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

পোস্ট সূচিপত্রঃ কম দামে ভালো মনিটর - পুরাতন মনিটরের দাম

পানির দামে মনিটর

বেশ কিছু কম্পানি পানির দামে মনিটর বিক্রয় করছে। অনেকেই পানির দামে মনিটর কিনবেন বলে ভাবছেন। কিন্তু একটা কথা ভেবে দেখুন কোন জিনিস কি সস্তা হলে ভালো হয় কখনোই নয়। সস্তা দামের জিনিস গুলো গুনে ও মানে খুব একটা ভালো হয় না। তাই আপনি অবশ্যই সবচাইতে কম দামে মনিটর কেনার চাইতে, 

অথবা যেকোনো পণ্য কেনার চাইতে মিডিয়াম কোয়ালিটির কোন পণ্য কিনতে পারেন। বিভিন্ন ব্যবসায়ীরা পানির দামে মনিটর বিক্রয় করছেন। আপনিও তাদের পাল্লায় পড়ে কম দামে মনিটর কিনে নিলেন। কিন্তু দেখা যাচ্ছে অল্প কিছুদিন পর সে মনিটরগুলো নষ্ট হয়ে গেল। আপনি যদি সার্ভিসিং করতে যান দেখা যাচ্ছে কম করে ওই মনিটরের দামের খরচ হচ্ছে সার্ভিসিং করতে। 

তাহলে কোনটি ভালো পানির দামে মনিটর কেনা না সার্ভিসিং খরচ সহ ভালো অথবা মিডিয়াম কোয়ালিটির মনিটর কেনা। তবে আপনি চাইলে পানির দামের সস্তা মনিটর গুলো কিনতে পারেন এটি একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার।

কম দামে ভালো মনিটর

কম দামে ভালো মনিটর সম্পর্কে অনেকে খোঁজাখুঁজি করেন। বাজারে বিভিন্ন কোম্পানি কম দামে ভালো মনিটর বিক্রয় করছেন। দাম কম হলেও এই মনিটর গুলো দীর্ঘদিন ব্যবহার করা যায়। আমি নিজেও এই মনিটর ব্যবহার করছি প্রায় দুই বছর যাবত। বেশ কিছু কম্পানি রয়েছে যেগুলো স্বল্প দামে ভালো প্রোডাক্ট দিচ্ছেন গ্রাহকদের সুবিধার্থে। ভিন্ন ভিন্ন কোম্পানি গুলো ভিন্ন ফিচারের কম দামে ভালো মনিটর বিক্রয় করছে। নিচে বিভিন্ন কোম্পানির কম দামে ভালো মনিটর এর তালিকা দেওয়া হলঃ

ব্র্যান্ডঃ Hi Power
সাইজঃ 19"
ধরনঃ LED Monitor
ওয়ারেন্টিঃ 1 year service
দামঃ 3550

ব্র্যান্ডঃ Uniview
সাইজঃ 22"
ধরনঃ LED Monitor
ওয়ারেন্টিঃ 1 year service
দামঃ 8000

ব্র্যান্ডঃ Value-Top
সাইজঃ 23.8''
ধরনঃ LED Monitor
ওয়ারেন্টিঃ 3 years parts
দামঃ 13,500

ব্র্যান্ডঃ Hikvision
সাইজঃ 21.5"
ধরনঃ LED Monitor
ওয়ারেন্টিঃ 3 years parts
দামঃ 7,500

ব্র্যান্ডঃ Trendsonic
সাইজঃ 21.5"
ধরনঃ FHD Monitor
ওয়ারেন্টিঃ 3 years parts
দামঃ 7800

ব্র্যান্ডঃ HP
সাইজঃ 22"
ধরনঃ IPS Monitor
ওয়ারেন্টিঃ 3 years parts
দামঃ 11,000

ব্র্যান্ডঃ Atlas
সাইজঃ 22"
ধরনঃ FHD Monitor
ওয়ারেন্টিঃ 3 years parts
দামঃ 7,000

ব্র্যান্ডঃ Esonic
সাইজঃ 17"
ধরনঃ LED Monitor
ওয়ারেন্টিঃ 1 year parts
দামঃ 3,000

ব্র্যান্ডঃ Xiaomi Redmi
সাইজঃ 21.45"
ধরনঃ FHD Monitor
ওয়ারেন্টিঃ 1 year parts
দামঃ 7,000

ব্র্যান্ডঃ Hikvision
সাইজঃ 18.5"
ধরনঃ LED Monitor
ওয়ারেন্টিঃ 3 years parts
দামঃ 7,000

প্রিয় পাঠক উপরে বেশ কিছু ব্র্যান্ডের কম দামে ভালো মনিটর এর তালিকা দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেকোনো ব্র্যান্ডের এই মনিটর গুলো কিনতে পারেন। এই মনিটর গুলো কম দামে অত্যন্ত ভালো এবং দীর্ঘদিনের সার্ভিসিং ওয়ারেন্টি পাওয়া যায়। আশা করি কম দামে ভালো মনিটর সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন।

পুরাতন মনিটরের দাম

সাধারণত কোম্পানি ভেদে, মনিটর ব্যবহার করার সময়, মনিটরের বর্তমান অবস্থার উপর ভিত্তি করে পুরাতন মনিটরের দাম নির্ধারিত হয়। তবে নতুন ব্র্যান্ডের চাইতে পুরাতন মনিটর গুলো অল্প দামে পাওয়া যায়। যে মনিটর নতুন দামে কিনতে গেলে ১২-১৫ হাজার টাকা লাগতো, কিন্তু ওই মনিটর ১ থেকে দেড় বছরের পুরাতন কিনতে গেলে ৭-৮ হাজার টাকার মধ্যে পাওয়া যায়। 
কম দামে ভালো মনিটর - পুরাতন মনিটরের দাম
যা যেকোনো গ্রাহকদের জন্য অত্যন্ত সুবিধাজনক বিষয়। পুরাতন মনিটর গুলোর মধ্যে বেশ কিছু মনিটর দীর্ঘদিন ব্যবহার করা যায়। আবার কিছু মনিটরের সমস্যা লেগেই থাকে যা শোধরাভার নয়। এটি শুধুমাত্র মনিটরের উপর ডিপেন্ড করে। কোন পুরাতন মনিটর কিনে সেটি নতুন মনিটরের মতো দীর্ঘদিন ব্যবহার করা যায়। 

আবার কিছু মনিটর কিনে অল্প কিছুদিনও ব্যবহার করা যায় না। তাই পুরাতন মনিটর কেনার ক্ষেত্রে অবশ্যই যাচাই-বাছাই করে কিনতে হবে তাহলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। নিচে বেশ কিছু ব্রান্ডের ভিন্ন ভিন্ন সাইজের পুরাতন মনিটরের দামের তালিকা দেওয়া হলঃ

স্যামসাং এলইডি মনিটর
সাইজ ১৮ ইঞ্চি
দাম ২৫০০ টাকা

স্যামসাং এলইডি মনিটর
সাইজ ২৩ ইঞ্চি
দাম ৪ হাজার টাকা

এলজি মনিটর
সাইজ ২২ ইঞ্চি
দাম ৭২০০ টাকা

ইসনিক মনিটর
সাইজ ১৮ ইঞ্চি
দাম ২০০০ টাকা

এইচপি মনিটর
সাইজ ১৮ ইঞ্চি
দাম ৩১০০ টাকা

এছাড়াও ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের ভিন্ন কোয়ালিটির মনিটর গুলোর দাম ভিন্ন রকম। পুরাতন মনিটরের দাম স্থান ভেদে বিভিন্ন রকম হয়। তবে আপনি হাজারো পুরাতন মনিটরের সন্ধান পাবেন bikroy.com এ। আপনি যদি পুরাতন মনিটর কিনতে চান সে ক্ষেত্রে bikroy.com এ ভিজিট করে পুরাতন মনিটর লিখে সার্চ করে পুরাতন মনিটর কিনতে পারেন। প্রিয় পাঠক আশা করি পুরাতন মনিটরের দাম সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন।

২৪ ইঞ্চি মনিটর প্রাইস ইন বড়

অনেকে পুরাতন মনিটরের দাম ও ২৪ ইঞ্চি মনিটর প্রাইস ইন বড় সম্পর্কে খোঁজাখুঁজি করেন। ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের ভিন্ন কোয়ালিটির গ্যারান্টি ও নন গ্যারান্টি ২৪ ইঞ্চি মনিটর গুলোর দাম ভিন্ন রকম। সাধারণত ২৪ ইঞ্চি মনিটরের দাম নির্ধারিত হয় উৎপাদনকারী কোম্পানি, ডিসপ্লের ধরন, ওয়ারেন্টির মেয়াদ, মনিটরের সাইজ এর উপর ভিত্তি করে। 

সাধারণত ২৪ ইঞ্চি নন গ্যারান্টি মনিটর গুলো ৭-১৫ হাজার টাকার মধ্যে বিক্রয় হয়। তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ ২৪ ইঞ্চি মনিটরের দাম ১১৫০০- ২২০০০ টাকা পর্যন্ত। আপনার পছন্দ অনুযায়ী বিভিন্ন মডেলের ২৪ ইঞ্চি মনিটর গুলো এ দামের মধ্যে পেয়ে যাবেন।

HP মনিটর দাম

hp মনিটর সবচাইতে ভালো ব্র্যান্ড গুলোর মধ্যে একটি। অন্যান্য মনিটরের চাইতে hp মনিটরের দাম তুলনামূলক একটু বেশি। এইচপি মনিটরগুলো গ্যারান্টি ও নন গ্যারান্টি উভয় মনিটর পাওয়া যায়। সাধারণত এইচপি ব্র্যান্ডের নন গ্যারান্টি মনিটর গুলো ৩৫৫০-৭০০০ টাকা পর্যন্ত বিক্রয় হয়। এইচপি ব্র্যান্ডের ওয়ারেন্টি যুক্ত মনিটরগুলো ৭০০০-১৮০০০ হাজার টাকার মধ্যে বিক্রয় হয়। তবে কোম্পানির মডেল অনুযায়ী, মনিটরের সাইজ, ডিসপ্লের ধরন অনুযায়ী এর দামের কিছুটা পার্থক্য রয়েছে।

ওয়ালটন মনিটরের দাম

আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড ওয়াল্টন। অনেকে ওয়ালটনের মনিটরের দাম সম্পর্কে খোঁজ করেন। অন্যান্য মনিটরের চাইতে walton এর মনিটরের দাম একটু কম। walton আমাদের বাংলাদেশী পণ্য। তাই ওয়ালটন দামে সাশ্রয়ী প্রোডাক্ট বিক্রয় করে গ্রাহকদের মন জয় করেছেন। ওয়ালটনের মনিটরের সর্বনিম্ন এক বছরের ওয়ারেন্টির মনিটর রয়েছে। 

ওয়ালটনের মনিটর গুলোর ওয়ারেন্টির মেয়াদ, ডিসপ্লে সাইজ, মনিটরের কোয়ালিটি, মডেলের উপর ভিত্তি করে walton মনিটরের দাম নির্ধারিত হয়। সাধারণত ওয়ালটন ব্র্যান্ডের ভিন্ন ভিন্ন মডেল গুলোর মনিটরের দাম ভিন্ন রকম। ওয়ালটনের সর্বনিম্ন মানের মনিটর গুলো ৮ হাজার থেকে ১২০০০ টাকার মধ্যে বিক্রয় হয়। ওয়ালটনের সর্বোচ্চ মানের মনিটর গুলো ১৫০০০ থেকে ৩২ হাজার টাকা পর্যন্ত বিক্রয় হয়।

ডেল মনিটর প্রাইস ইন বাংলাদেশ

অনেকেই পুরাতন মনিটরের দাম ডেল মনিটর প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে জানতে চান। ডেল ব্রান্ডের বিভিন্ন ডিজাইন আকর্ষণীয় সব ফিচারসহ বিভিন্ন মনিটর রয়েছে। ভিন্ন ভিন্ন মনিটরের দাম ভিন্ন রকম। বিশেষ করে স্ক্রিন সাইজ, মনিটরের ধরন, মডেল, ওয়ারেন্টির মেয়াদ এর উপর ভিত্তি করে ডেল মনিটরের দাম নির্ধারণ করা হয়। 

সর্বনিম্ন ডেল মনিটর গুলোর দাম ৯ হাজার টাকা থেকে শুরু হয়। ভালো মানের মনিটরগুলো ১৪ হাজার থেকে ২২ হাজার টাকা পর্যন্ত বিক্রয় হয়। তবে এর চাইতেও বেশি দামের ডেল মনিটর রয়েছে। তবে মিডিয়াম কোয়ালিটির মনিটর গুলো ১২ থেকে ১৬ হাজার টাকার মধ্যে অনায়াসে পেয়ে যাবেন।

ভালো মানের মনিটর

অনেকে ভালো মনিটর সম্পর্কে জানতে চান। প্রত্যেকটি ব্র্যান্ডে ভালো শুধু ভালো দাম দিয়ে কিনতে হবে। আপনি যদি কম দামের মধ্যে ভালো মানের মনিটর কিনতে চান সেক্ষেত্রে সে মনিটর টেকসই হবে না। আপনি মিডিয়াম দামের মধ্যে অথবা সর্বোচ্চ দামের মধ্যে ভালো মানের মনিটর কিনলে তা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। 

ভালো মানের মনিটরের বেশ কিছু কম্পানি রয়েছে। কোম্পানি অনুযায়ী মনিটর গুলোর ওপর বিশ্বাস স্থাপন করা যায়। বেশ কিছু ব্রান্ডের ভালো মনিটর রয়েছে। নিচে ভালো মনিটরের কোম্পানির তালিকা দেওয়া হলঃ
  • ভিশন
  • ওয়ালটন
  • এইচপি
  • ডেল
  • স্যামসাং
  • শাওমি
  • গিগাসনিক
  • হাই পাওয়ার
আপনি উপরে দেওয়া এই কোম্পানিগুলোর মনিটর কিনলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। তবে এই কোম্পানিগুলোর মনিটর কিনলে অবশ্যই দীর্ঘদিন ওয়ারেন্টির ভালো দামের মনিটর কিনতে হবে। নতুবা কম দামি মনিটরগুলো কিনলে টেকসই হবে না।

মনিটরের দাম ২০২৪

সাধারণত ২০২৪ সালে মনিটরের দাম কোম্পানি, মনিটরের ধরন, মনিটরের সাইজ, ওয়ারেন্টির মেয়াদ এর ওপর ভিত্তি করে দাম কম বেশি হয়। ভিন্ন ভিন্ন কোম্পানির মনিটরের দাম ভিন্ন রকম। সর্বনিম্ন মনিটর গুলো চায়না ব্র্যান্ডের ২৭০০ থেকে ৩৫০০ টাকার মধ্যে বিক্রয় হয়। সর্বোচ্চ ভালো মনিটর গুলো ৯ হাজার থেকে ২২ হাজার প্লাস দামের মধ্যে বিক্রয় হয়। 

তবে ডিসপ্লের ধরন অনুযায়ী এই মনিটরের দামের কিছুটা পার্থক্য রয়েছে। আপনি ভিন্ন ভিন্ন কোম্পানির মিডিয়াম ও সর্বোচ্চ দামের মধ্যে বেশ কিছু মনিটর পেয়ে যাবেন।

লেখকের মন্তব্য

আজকের আর্টিকেলটিতে কম দামে ভালো মনিটর ও পুরাতন মনিটরের দাম সম্পর্কে সঠিক তথ্য শেয়ার করেছি। এছাড়া প্রত্যেকটি মনিটরের দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি বিষয়গুলো জেনে উপকৃত হবেন। মনিটর কেনার ক্ষেত্রে অবশ্যই কোম্পানির মান যাচাই করে মনিটর কিনবেন। কেননা নরমাল ব্র্যান্ডের মনিটর গুলো টেকসই হয় না। 

দীর্ঘদিন ব্যবহার করতে চাইলে অবশ্যই ভালো ব্র্যান্ডের মনিটর কিনবেন। আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন। নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। অন্যান্য ইনফরমেশন সম্পর্কিত আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরি গুলো ঘুরে আসুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url