লোহার এঙ্গেল এর দাম 2024 - লোহার এঙ্গেল এর ওজন
বর্তমানে সবচেয়ে প্রয়োজনীয় সামগ্রী লোহা। বিশেষ করে যারা মেশিনারিজের কাজ করেন
তাদের জন্য লোহা অত্যন্ত প্রয়োজনীয়। তাই প্রতিনিয়ত অনেকে লোহার এঙ্গেল এর দাম
2024 ও লোহার এঙ্গেল এর ওজন সম্পর্কে খোঁজ করেন। আজকের আর্টিকেলটিতে লোহার এঙ্গেল
সম্পর্কে প্রত্যেকটি বিষয়ে থাকছে বিস্তারিত।
লোহা আমাদের প্রয়োজনীয় সামগ্রী। বাসা বাড়িতে বিভিন্ন কাজ করার জন্য লোহার
প্রয়োজন হয়। বিশেষ করে মেশিনারিজের দোকানগুলোতে লোহা অত্যন্ত প্রয়োজনীয়।
লোহার এঙ্গেল দিয়ে বিভিন্ন ধরনের আসবাবপত্র, যন্ত্রপাতি, মেশিনারিজ তৈরি করা
হয়। যারা এগুলো তৈরি করেন তারা প্রতিনিয়ত লোহার এঙ্গেল এর দাম 2024 ও লোহার
এঙ্গেল এর ওজন সম্পর্কে জানতে চান। তাই লোহার এঙ্গেল সম্পর্কে জানতে হলে পুরো
আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
পোস্ট সূচিপত্রঃ লোহার এঙ্গেল এর দাম 2024 - লোহার এঙ্গেল এর ওজন
লোহার এঙ্গেল এর দাম 2024
লোহার এঙ্গেল এর দাম নির্ধারিত হয় সাধারণত লোহার মান ও আন্তর্জাতিক বাজারের উপর।
যে দেশগুলো থেকে বাংলাদেশ লোহা আমদানি করে ওই দেশগুলোতে যদি লোহার দাম একটু বেশি
হয় সেক্ষেত্রে আমাদের দেশেও লোহার দাম বেশি হয়। কেননা লোহা আমদানি করতে খরচ
বেশি হয় তখন লোহার দাম বৃদ্ধি পায়। আমাদের বাংলাদেশ প্রতিনিয়ত লোহার দাম
কমবেশি হয়।
বর্তমানে লোহার এঙ্গেল এর দাম 2024 সালে প্রতি কেজি ৭২- ৯৫ টাকা। এটি সাধারণত
লোহার গুণগত মান ও আন্তর্জাতিক বাজারের উপর ভিত্তি করে দামের কম বেশি হয়। প্রতি
টন মিডিয়াম কোয়ালিটির লোহার এঙ্গেল এর দাম ৭২,০০০ হাজার টাকা। সবচাইতে ভালো
সেরা প্রতি টন লোহার এঙ্গেল এর দাম ৯৫,০০০হাজার টাকা।
আপনি পাইকারি দোকানগুলো থেকে লোহার গুণগত মান যাচাই করে এ দামের মধ্যেই লোহার
এঙ্গেল কিনতে পারবেন। তবে সময় ও স্থানভেদে এর দাম কিছুটা কম বেশি হতে পারে। কেউ
পাঠক আশা করি লোহার এঙ্গেল এর দাম 2024 সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন।
লোহার এঙ্গেল এর ওজন
অনেকে লোহার এঙ্গেল এর ওজন সম্পর্কে জানতে চান। লোহার এঙ্গেলের ওজন নির্ধারিত হয়
এঙ্গেলের সাইজ ও পুরুতের ওপর। সাধারণত লোহার এঙ্গেল গুলো ভিন্ন ভিন্ন সাইজের
পাওয়া যায়। তবে এর পুরুত্ব কম বেশি হয়। সাধারণত লোহার এঙ্গেল গুলো ২০×২০ মিমি
থেকে ২০০×২০০ মিমি পর্যন্ত ভিন্ন ভিন্ন ধরনের হয়।
২৫×২৫×৩ মিমি আকারের একটি এঙ্গেলের ওজন প্রতি মিটারে ১.১২ কেজি। ৫০×৫০×৫ মিমি
আকারের একটি লোহার এঙ্গেলের ওজন প্রতি মিটারে ৩.৭ কেজি। মূলত এঙ্গেলের সাইজ এর
উপর ভিত্তি করে এঙ্গেলের ওজন নির্ধারিত হয়। বড় ও ভারী প্রকল্পের কাজের জন্য
বেশি পুরুত্বের এঙ্গেল ব্যবহার করা হয়। অন্যদিকে ছোটখাটো ও মেশিনারিজ, দরজা,
জানালায়,
ছোটখাটো অন্যান্য কাজ করার জন্য কম পুরুত্ব ও আকারে ছোট সাইজের এঙ্গেল ব্যবহার
করা হয়। প্রিয় পাঠক আশা করি লোহার এঙ্গেল এর ওজন সম্পর্কে নিশ্চয় সঠিক ধারণা
পেয়েছেন।
লোহার এঙ্গেল এর হিসাব
বিশেষ করে যারা লোহার কাজ করেন তারা লোহার এঙ্গেলের হিসাব সম্পর্কে জানতে চান।
তাছাড়া লোহার এঙ্গেলের হিসাব জানা থাকলে আপনি মুহুর্তের মধ্যে অনায়াসে লোহার
এঙ্গেলের ওজন বের করতে পারবেন। লোহার এঙ্গেলের ওজন বের করার জন্য অবশ্যই আপনাকে
এর কিছু সূত্র জানা প্রয়োজন।
লোহার এঙ্গেলের ওজনের হিসাব করার জন্য দৈর্ঘ্য, প্রস্থ, পুরুত্ব জানলে আপনি খুব
সহজেই সেই এঙ্গেলের ওজন বের করতে পারবেন। নিচে দেওয়া এই নিয়মে আপনি খুব সহজে
লোহার এঙ্গেল এর হিসাব করতে পারবেন। ওজন (কেজি) = দৈর্ঘ্য (মিটার) × প্রস্থ
(মিমি) × পুরুত্ব (মিমি) × ঘনত্ব (ইস্পাতের জন্য প্রায় ৭৮৫০ কেজি/মি³) উদাহরণ
হিসেবে, ওজন=৬×৫০×৫×৭৮৫০/১০=প্রায় ১১.৭৫ কেজি
আপনি এভাবে মুহূর্তের মধ্যে সঠিকভাবে যেকোনো লোহার এঙ্গেলে হিসাব করতে পারবেন।
আশা করি লোহার এঙ্গেল এর হিসাব বুঝতে পেরেছেন।
এঙ্গেল দিয়ে টিনের ঘর
অধিকাংশ গ্রামাঞ্চলে প্রচুর পরিমাণে টিনের ঘর দেখা যায়। কিন্তু তারা সেই টিনের
ঘরগুলোতে টিনকে শক্ত পোক্ত ভাবে আটকে রাখার জন্য কাঠের ব্যবহার করেন। কিন্তু আপনি
চাইলে টিনের ঘরে এঙ্গেলের ব্যবহারও করতে পারেন। টিনের ঘরে এঙ্গেলের ব্যবহার করলে
দীর্ঘদিন টেকসই হয়। কাঠ বিয়ে টিনের ঘর করলে অল্প কিছুদিন পর নষ্ট হয়ে
যায়।
কিন্তু আপনি যদি এঙ্গেল ব্যবহার করেন সেক্ষেত্রে দীর্ঘদিন স্থায়ী ও মজবুত হবে।
এঙ্গেল দিয়ে টিনের ঘর তৈরি করার জন্য প্রথমে নকশা তৈরি করুন। এরপর আপনার নকশা
অনুযায়ী ঘর স্থাপন করুন। লোহার সিঙ্গেল দিয়ে শক্তিশালী ফ্রেম তৈরি করার জন্য
৫০×৫০ অথবা ৬০×৬০ মিমি সাইজের এঙ্গেল ব্যবহার করুন। তবে ঘরের সাইজ বড় হলে এঙ্গেল
এর সাইজ পরিবর্তন করতে হবে।
লোহার এঙ্গেলে ফ্রেম তৈরি করুন। এরপর আপনার নকশা অনুযায়ী এঙ্গেল গুলোকে কেটে
আলাদা আলাদা জায়গায় জুড়ে দিন। এরপর টিনের সাইজ অনুযায়ী এঙ্গেলে ছিদ্র তৈরি
করুন টিনকে এঙ্গেলের সাথে আটকানোর জন্য। এঙ্গেলের উপর টিনশেড বিছিয়ে স্ক্রু অথবা
নাট বল্টির মাধ্যমে আটকে দিন। আপনি যত ভালো এঙ্গেল ব্যবহার করবেন আপনার ঘর তত
বেশি মজবুত হবে।
এঙ্গেল এর দাম কত ২০২৪
এঙ্গেল এর দাম কত ২০২৪ সালে তা অনেকেই জানেন না। এঙ্গেল এর দাম ভিন্ন ভিন্ন রকম
হয়। সময় ও স্থান অনুযায়ী এঙ্গেলের দামের পার্থক্য দেখা যায়। আমাদের দেশ
সাধারণত বাইরের দেশ থেকে লোহার এঙ্গেল আমদানি করেন। বাইরের দেশের চাহিদা, উৎপাদন
খরচ, এর উপর ভিত্তি করে প্রতিনিয়ত লোহার দাম কম বেশি হয়।
এক এক সময় এঙ্গেল এর দাম এক এক রকমের হয়। ২০২৪ সালে প্রতি কেজি লোহার নতুন
এঙ্গেলের দাম ৭২-৯৫ টাকা। প্রতি টন নতুন এঙ্গেলের দাম ৭২০০০-৯৫০০০ টাকা। ২০২৪
সালে প্রতি কেজি পুরাতন এঙ্গেলের দাম ৪২-৬৫ টাকা। প্রতি টন পুরাতন এঙ্গেলের দাম
৪২০০০-৬৫০০০ হাজার টাকা। তবে সময় ও স্থানভেদে লোহার এঙ্গেল এর দাম কম বেশি হতে
পারে।
বি এস আর এম এঙ্গেল এর দাম
লোহার এঙ্গেল এর দাম 2024 ও বি এস আর এম এঙ্গেল এর দাম সম্পর্কে অনেকে জিজ্ঞাসা
করেন। বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড গুলোর মধ্যে একটি হলো বি এস আর এম। এই
ব্র্যান্ডের লোহার এঙ্গেলের দাম অনেকে জানতে চান। বিএসআরএম কোম্পানির এঙ্গেল
অত্যন্ত মজবুত ও টেকসই। দীর্ঘদিন এই এঙ্গেল যেকোনো কাজে ব্যবহার করা যায়।
বিভিন্ন নির্মাণ প্রকল্পে,
বিভিন্ন যানবাহনের স্ট্রাকচার তৈরিতে এঙ্গেল প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। তাছাড়া
টিনের ঘর তৈরিতে এঙ্গেল প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। তাই অনেকে চান ভালো
ব্র্যান্ডের এঙ্গেল ব্যবহার করে নিজের ব্যবহার্য বস্তুকে টেকসই ও মজবুত করতে।
ভালো ব্র্যান্ডগুলোর মধ্যে বিএসআরএম একটি। ২০২৪ সালে বি এস আর এম এঙ্গেল এর দাম
৯৫ টাকা প্রতি কেজি।
১ টন বিএসআরএম এঙ্গেলের দাম ৯৫ হাজার টাকা। তবে সময় ও স্থানভেদে যেকোনো সময়
বিএসআরএম এঙ্গেলের দাম কম বেশি হতে পারে।
কাঠের সাথে লোহার অ্যাঙ্গেল কিভাবে লাগানো যায়
লোহার এঙ্গেল এর দাম 2024 ও কাঠের সাথে লোহার অ্যাঙ্গেল কিভাবে লাগানো যায় এ
প্রসঙ্গে অনেকে জানতে চান। কাঠের সাথে লোহার অ্যাঙ্গেল লাগানোর জন্য আপনার বেশ
কিছু প্রয়োজনীয় উপকরণের প্রয়োজন হবে। কাঠের সাথে লোহার অ্যাঙ্গেল লাগানোর জন্য
আপনার প্রয়োজন হবে লোহার অ্যাঙ্গেল, কাঠ, স্ক্রু, ড্রিল মেশিন, স্ক্রু ড্রাইভার,
মেজারিং টেপ,
মার্কার পেন, এই উপকরণগুলো দিয়ে আপনি প্রথমে যে কাঠে অ্যাঙ্গেল লাগাতে চাচ্ছেন
ওই কাঠে মাপ দিয়ে নিন। এরপর মার্কার পেন দিয়ে সঠিক জায়গায় চিহ্নিত করুন।
ড্রিল মেশিনের মাধ্যমে চিহ্নিত স্থানগুলো ছিদ্র করুন। এরপর অ্যাঙ্গেল কাঠের উপর
সেটআপ করে সেখানে স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রু লাগিয়ে দিন। এভাবে আপনি
মুহূর্তের মধ্যে কাঠের সাথে লোহার অ্যাঙ্গেল সেটাপ করতে পারবেন।
লেখক এর মন্তব্য
লোহার এঙ্গেল এর দাম 2024 ও লোহার এঙ্গেল এর ওজন সম্পর্কে অনেকে খোঁজাখুঁজি করেন।
আজকের আর্টিকেলটিতে এ প্রসঙ্গে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। তাছাড়া
লোহার এঙ্গেল এর হিসাব, এঙ্গেল বিয়ে টিনের ঘর, এঙ্গেল এর দাম কত ২০২৪, বিএসআরএম
এঙ্গেল এর দাম, কাঠের সাথে লোহার অ্যাঙ্গেল কিভাবে লাগানো যায় এ প্রসঙ্গে
প্রত্যেকটি বিষয় বিস্তারিত আলোচনা করেছেন।
লোহার অ্যাঙ্গেল সম্পর্কে যদি আপনাদের আরো কোন প্রশ্ন থাকে সে ক্ষেত্রে কমেন্ট
বক্সে জানাতে পারেন। আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন। নিয়মিত এরকম
গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। অন্যান্য বিষয়
সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে ক্যাটাগরি গুলো ঘুরে আসুন। এতক্ষণ আমাদের সাথে
থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url