কুমারিকা তেলের উপকারিতা - আসল কুমারিকা তেল চেনার উপায়
চুলের যত্নে কুমারিকা তেল দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। কুমারিকা তেল মূলত
বিভিন্ন আয়ুর্বেদিক উপাদানের সংমিশ্রণে প্রস্তুত করা হয়েছে। চুলের যত্নে
কুমারিকা তেলের উপকারিতা প্রচুর। আপনি আসল কুমারিকা তেল চেনার উপায় জেনে
মুহূর্তের মধ্যেই আসল নকলের পার্থক্য বুঝতে পারবেন। কুমারিকা তেল সম্পর্কে
প্রত্যেকটি বিষয়ে বিস্তারিত থাকছে আজকের আর্টিকেলটিতে।
অনেকের মাথায় বিভিন্ন রকমের সমস্যা হয়। চুল উঠে পুরো মাথা ফাঁকা হয়ে যায়।
আবার দীর্ঘদিন ধরে প্রচুর পরিমাণে চুল উঠে চুল ভেঙ্গে যায়। তাদের জন্য কুমারিকা
তেল অত্যন্ত উপকারী। চুলের যত্নে কুমারিকা তেলের উপকারিতা অতুলনীয়। আসল কুমারিকা
তেল চেনার উপায় জানলে প্রত্যেকেই কুমারিকা তেল সহজে চিনতে পারবে। কুমারিকা তেল
সম্পর্কে প্রত্যেকটি বিষয়ে জানতে হলে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
পোস্ট সূচীপত্রঃ কুমারিকা তেলের উপকারিতা - আসল কুমারিকা তেল চেনার উপায়
কুমারিকা তেল
কুমারিকা তেল নারিকেল তেলের মতোই চুলের যত্নে ব্যবহারিত তেল। কুমারিকা তেল
বিভিন্ন আয়ুর্বেদিক উপাদানের সংমিশ্রণে প্রস্তুত করা হয়েছে। কুমারিকা তেলে
নারিকেল, ভিঙ্গরাজ, হিবিস্কাস ফুল, আমলা, মেথি ও বিভিন্ন ভেষজ উপাদানের সংমিশ্রণে
প্রস্তুত করা হয়েছে। চুলের যত্নে কুমারিকা তেলের উপকারিতা বলে শেষ করার মত নয়।
চুলের জন্য কুমারিকা তেল অত্যন্ত উপকারী।
নিয়মিত কুমারিকা তেল তুলে ব্যবহারে চুলের যেকোনো সমস্যা দূর হয়। কুমারিকা তেলে
রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান যা চুলের পুষ্টি সরবরাহ করতে সাহায্য করে।
মাথার ত্বকের বিভিন্ন সমস্যা, খুশকি দূর করতে, মানসিক চাপ কমাতে, মাথা ঠান্ডা
রাখতে কুমারিকা তেল অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে।
কুমারিকা তেলের উপকারিতা
চুলের যত্নে কুমারিকা তেলের উপকারিতা অনেক। যাদের মাথার বিভিন্ন সমস্যা রয়েছে
তারা প্রতিনিয়ত কুমারিকা তেল ব্যবহার করলে তাদের মাথার সমস্যা গুলো দূর হবে।
অনেকের চুল দ্রুত পেকে যায়, প্রচুর পরিমাণে চুল উঠে, চুল ভেঙ্গে যায়, চুল উসকো
খুসকো, চুলের রং ফ্যাকাসে হয়ে গেছে তাদের জন্য কুমারিকা তেল অত্যন্ত কার্যকরী
ভূমিকা রাখে।
কুমারিকা তেলের প্রচুর উপকারিতা রয়েছে। চুলের যত্নে কুমারিকা তেলের উপকারিতা
গুলো পয়েন্ট আকারে নিচে দেওয়া হলঃ
- চুলের বৃদ্ধিতে সাহায্য করে
- নতুন চুল গজাতে সাহায্য করে
- চুল পড়া দূর করে
- খুশকি দূর করতে সাহায্য করে
- মাথার ত্বকে পুষ্টি যোগায়
- চুলের শুষ্কতা কমায়
- চুল মসৃণ ও ঝলমলে করে
- চুল ভেঙ্গে যাওয়া প্রতিরোধ করে
- চুলের আর্দ্রতা ধরে রাখে
- মাথা ঠান্ডা রাখে ও মানসিক চাপ কমায়
চুলের বৃদ্ধিতে সাহায্য করেঃ কুমারিকা তেল চুল বৃদ্ধিতে অত্যন্ত
সহায়ক ভূমিকা রাখে। কুমারিকা তেলে রয়েছে বিভিন্ন আয়ুর্বেদিক উপাদান যা চুলের
জন্য অত্যন্ত উপকারী। এই আয়ুর্বেদিক উপাদান গুলোতে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান
রয়েছে যা চুলে ব্যবহার করলে পুষ্টি শোষণ করতে পারেন। ফলে দ্রুত চুল পুষ্টি শোষণ
করে বৃদ্ধি হয়।
নতুন চুল গজাতে সাহায্য করেঃ চুলে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি না থাকলে
নতুন চুল গজায় না। কুমারিকা তেল রয়েছে বিভিন্ন উপাদান যা মাথার ত্বকের রক্ত
সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি করে। মাথার ত্বকের রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি হলে চুল
সঠিকভাবে পুষ্টি শোষণ করতে পারে ও দ্রুত নতুন চুল গজাতে সাহায্য করে।
চুল পড়া দূর করেঃ চুলের প্রয়োজনীয় পুষ্টি উপাদানের অভাবে মাথার
চুল উঠে যায়। চুল উসকো খুসকো হয়। প্রয়োজনীয় পুষ্টি উপাদানের অভাবে অকালে চুল
পেকে যায় ও প্রচুর পরিমাণে চুল ওঠে। কুমারিকা তেলে রয়েছে চুলের প্রয়োজনীয়
পুষ্টি উপাদান। নিয়মিত চুলে কুমারিকা তেল ব্যবহার করলে কুমারিকা তেলে থাকা
উপাদান চুলের পুষ্টি যোগায়। ফলে চুল পড়ার মতো সমস্যা দূর হয়।
খুশকি দূর করতে সাহায্য করেঃ অনেকের মাথায় প্রচুর পরিমাণে খুশকি
হয়। কুমারিকা তেলে থাকা উপাদান মাথার খুশকি দূর করতে অত্যন্ত সাহায্য করে।
কুমারিকা তেলে রয়েছে বিভিন্ন ধরনের উপাদান যা মাথার ত্বকের ফুসকুড়ি, এলার্জি,
খুশকির মত সমস্যা দূর করে। মাথার ত্বকের প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করে
ফলে ত্বকের রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি পায়। এভাবে রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি
হলে ত্বকের খুশকি দূর হয়।
মাথার ত্বকে পুষ্টি যোগায়ঃ কুমারিকা তেলে রয়েছে বিভিন্ন পোস্ট
উপাদান। দীর্ঘদিন ধরে গবেষণা করে বিভিন্ন আয়ুর্বেদিক উপাদানের সংমিশ্রণে
কুমারিকা তেল প্রস্তুত করা হয়েছে। যে উপাদানগুলো চুলের জন্য অত্যন্ত উপকারী মূলত
ওই উপাদান গুলোর সংমিশ্রণে কুমারিকা তেল প্রস্তুত করা হয়েছে। কুমারিকা তেলের
উপাদান গুলো চুল ও মাথার ত্বকে পুষ্টি যোগায় যা অত্যন্ত উপকারী।
চুলের শুষ্কতা কমায়ঃ অনেকের চুল উসকো খুসখো হয়। অযত্নে অযত্নে চুল
উঠে যায়। মাথার ত্বকের বিভিন্ন সমস্যা হয়। খুশকি হয় সব সময় চুল শুষ্ক হয়ে
থাকে। এমন সময় চলে কুমারিকা তেল ব্যবহার করলে চুলের শুষ্কতা দূর হয়।
চুল মসৃণ ও ঝলমলে করেঃ চুলের জন্য উপকারী প্রচুর উপাদান রয়েছে
কুমারিকা তেলে। একাধিক আয়ুর্বেদিক উপাদানের সংমিশ্রণে কুমারিকা তেল প্রস্তুত করা
হয়েছে। নিয়মিত কুমারিকা তেল তুলে ব্যবহার করলে চুল পর্যাপ্ত পরিমাণে পুষ্টি
শোষণ করতে পারে। ফলে চুল মসৃণ ও ঝলমলে হয়।
চুল ভেঙ্গে যাওয়া প্রতিরোধ করেঃ নিয়মিত চুলে কুমারিকা তেল ব্যবহার
করলে চুলের স্বাস্থ্য উন্নত হয়। চুল পর্যাপ্ত পরিমাণ পুষ্টি উপাদান শোষণ করতে
পারে। চুলে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি উপাদান থাকায় চুল হয় শক্ত মজবুত ঝলমল এবং
আকর্ষণীয়। প্রয়োজনে পুষ্টি উপাদান এরফলে চুল ভাঙ্গা প্রতিরোধ হয় চুল হয়
দীর্ঘস্থায়ী।
চুলের আর্দ্রতা ধরে রাখেঃ কুমারিকা তেল চুলের জন্য অত্যন্ত উপকারী।
নিয়মিত চুলে কুমারিকা তেল ব্যবহার করলে চুল আদ্র রাখে। চুল দীর্ঘক্ষণ আদ্র থাকার
ফলে চুল ভাঙ্গা প্রতিরোধ হয় ও চুলের উসকো খুসকতা দূর হয়।
মাথা ঠান্ডা রাখে ও মানসিক চাপ কমায়ঃ কুমারিকা তেল নিয়মিত ব্যবহারে
মাথা ঠান্ডা রাখে ও মানসিক চাপ কমাতে সাহায্য করে। কুমারিকা তেল মস্তিষ্কের ও
মাথার ত্বকের রক্ত সঞ্চালন ক্ষমতা কে বৃদ্ধি করে। এতে মস্তিষ্কের চিন্তাভাবনা দূর
হয় ও মস্তিষ্ক ঠান্ডা থাকে। মস্তিষ্কের রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি হওয়ার কারণে
মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি হয় এতে মানসিক চাপ দূর হয় ও মাথা ঠান্ডা
থাকে।
প্রিয় পাঠক উপরে কুমারিকা তেলের উপকারিতা গুলো পয়েন্ট আকারে বর্ণনা করেছেন।
কুমারিকা তেলের এর চাইতেও বেশি উপকারিতা রয়েছে যা বলে শেষ করার মত নয়। আপনার
মাথার ত্বকের অথবা চুলের যেকোনো সমস্যার জন্য নির্দ্বিধায় কুমারিকা তেল ব্যবহার
করতে পারেন। তবে কুমারিকা তেল কেনার পূর্বে অবশ্যই আসল ও নকলের পার্থক্য বুঝে
কুমারিকা তেল ক্রয় করবেন।
আসল কুমারিকা তেল চেনার উপায়
অনেকে প্রতিনিয়ত আসল কুমারিকা তেল চেনার উপায় সম্পর্কে জিজ্ঞাসা করেন। কেননা
কুমারিকা তেলের উপকারিতা গুলো পেতে হলে অবশ্যই আসল কুমারিকা তেল ব্যবহার করতে
হবে। বাজারে এখন প্রচুর পরিমাণে কুমারিকা তেলের ডুপ্লিকেট বের হয়েছে। নকল
কুমারিকা তেলের জন্য গ্রাহকেরা এই তেল ব্যবহার করে বিভিন্ন সমস্যার সম্মুখীন
হচ্ছেন।
চুলের উপকার হওয়া তো দূরের কথা পড়তে হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যায়। তাই আসল
কুমারিকা তেল চেনার উপায় গুলো জেনে আপনি যদি তেল কিনেন সেক্ষেত্রে আশা করি আপনি
আসল ও খাঁটি তেল ব্যবহার করতে পারবেন। নিচে আসল কুমারিকা তেল চেনার উপায় পয়েন্ট
আকারে দেওয়া হলঃ
- বোতলের সিল ভালোভাবে পর্যবেক্ষণ করুন
- বোতলের ছেলের লেখাগুলো স্পষ্ট ও ঝকঝকে হবে
- কুমারিকা লোগো সঠিকভাবে প্রিন্ট করা থাকবে
- বোতলের নিচে বা পাশে নম্বর থাকবে
- উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ স্পষ্টভাবে লিখা থাকবে
- তেলের রং স্বচ্ছ এবং হালকা হবে
- ঘ্রাণ মিষ্টি এবং হালকা নারিকেল তেলের মত হবে
- তেল খুব গাড় নয় তরল প্রকৃতির হবে
- বোতলে উৎপাদন ক্রীত দেশের নাম লিখা থাকবে
- বোতলের ডিজাইন ও আঁকার অরিজিনাল থাকবে
- তেলের পরিমাণ মিলি সঠিক থাকবে
- বোতলের ক্যাপ শক্তভাবে আটকানো থাকবে
- অল্প তেল চুলে ব্যবহারে মসৃণতা ফিরে আসবে
- বোতল অরিজিনাল প্লাস্টিকের উন্নত মানের হবে
- শুধুমাত্র কুমারিকা তেল অনুমোদিত দোকানে কিনতে হবে
প্রিয় পাঠক উপরে আসল কুমারিকা তেল চেনার উপায় গুলো একাধিক পয়েন্ট আকারে
দিয়েছি। আপনি কুমারিকা তেল কেনার পূর্বে এ বিষয়গুলো পর্যবেক্ষণ করে তেল কিনলে
আশা করি খাঁটি কুমারিকা তেল কিনতে পারবেন। তবে অবশ্যই তেল কিনার পূর্বে সেটি
কুমারিকা তেলের অনুমোদিত দোকান কিনা সে সম্পর্কে জেনে নিন।
অনুমোদিত দোকান গুলোতে ভেজাল পণ্য বিক্রয় করেনা। কেননা তাদেরকে সরাসরি কোম্পানি
প্রোডাক্টগুলো সরবরাহ করে। প্রিয় পাঠক আশা করি আসল কুমারিকা তেল চেনার উপায়
সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন।
কুমারিকা তেল কি কাজ করে
কুমারিকা তেল চুলের জন্য অত্যন্ত উপকারী। কুমারিকা তেল চুলের উপকারে বিভিন্ন কাজ
করে যা বলে শেষ করার মত নয়। আপনার চুলের যে কোন সমস্যা হলে আপনি কুমারিকা তেল
ব্যবহার করতে পারেন। কুমারিকা তেল বিভিন্ন আয়ুর্বেদিক উপাদানের সংমিশ্রণে
প্রস্তুত করা হয়েছে। কুমারিকা তেল চুলের বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক ভূমিকা
রাখে।
নিয়মিত কুমারিকা তেল ব্যবহার করলে নতুন চুল গজায়। যাদের অতিরিক্ত চুল উঠে তারা
কুমারিকা তেল ব্যবহার করলে চুল পড়ার সমস্যা দূর হয়। মাথার ত্বকের অতিরিক্ত
খুশির সমস্যা দূর করতে কুমারিকা তেল অত্যন্ত কার্যকরী। মাথার ত্বকের শুষ্কতা দূর
করতে কুমারিকা তেল বিশেষভাবে ভূমিকা রাখে। নিয়মিত চুলে কুমারিকা তেল ব্যবহার
করলে চুলে,
পুষ্টির সরবরাহ হয় ফলে চুল ঝলমলে ও উজ্জ্বল বর্ণের হয়। নিয়মিত চুলে কুমারিকা
তেল ব্যবহার করলে চুল ভেঙে যাওয়া প্রতিরোধ করে চুল দীর্ঘক্ষণ আর্দ্র রাখে।
তাছাড়া কুমারিকা তেলে থাকা উপাদান মাথার ও মাথার ত্বকের রক্ত সঞ্চালন ক্ষমতা
বৃদ্ধি করে ফলে মানসিক চাপ কমে ও মাথা ঠান্ডা থাকে।
কুমারিকা তেল দাম ২০২৪
সাধারণত কুমারিকা তেলের দাম নির্ধারিত হয় কোম্পানি, বোতলের সাইজ, তেলের পরিমাণ,
এর সাথে থাকা অফার এর উপর ভিত্তি করে। বেশ কিছু সময় দেখা যায় কুমারিকা তেলের
সাথে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কোম্পানি গ্রাহকদের উপহার দিচ্ছেন। এতে কুমারিকা
তেলের বিক্রয় বৃদ্ধির পাশাপাশি দামের পার্থক্য তৈরি হয়েছে। শুধু তেলের দাম
কিছুটা কম হলেও এর সাথে থাকা অফার গুলোর কারণে দাম বৃদ্ধি পেয়েছে। তাই কুমারিকা
তেলের দাম ভিন্ন ভিন্ন সময় ভিন্ন রকম।
- ১০০ মিলি কুমারিকা তেলের দাম ৭৫ টাকা
- ২০০ মিলি কুমারিকা তেলের দাম ১৮০ টাকা
- ২৪০ মিলি কুমারিকা তেলের দাম ১৯৫ টাকা
- ৩০০ মিলি কুমারিকা তেলের দাম ২৫০ টাকা
- ৪০০ মিলি কুমারিকা তেলের দাম ৩১০ টাকা
প্রিয় পাঠক উপরে কুমারিকা তেলের প্রত্যেকটি বোতলের সাইজের দামের তালিকা দিয়েছি।
সময় ও স্থানভেদে এই তেলের দাম কিছুটা কম বেশি হতে পারে। আপনি বিভিন্ন অনলাইন শপ
অথবা নির্দিষ্ট কোন দোকান থেকে কুমারিকা তেল গুলো কিনতে পারবেন।
কুমারিকা তেল কোম্পানি
কুমারিকা তেল মূলত হারবাল হেয়ার অয়েল ব্যান্ড। কুমারিকা তেলের উৎপাদন কোম্পানি
হিমাসন্স ইন্টারন্যাশনাল নামক একটি কোম্পানি। এ কোম্পানিটি শ্রীলংকার প্রতিষ্ঠিত
কোম্পানি। বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ীরা এই কোম্পানির কুমারিকা তেল আমদানি করে
বিক্রয় করছেন। কুমারিকা তেলের বাংলাদেশের নির্দিষ্ট কোন কোম্পানি নেই।
বাংলাদেশের বিভিন্ন কোম্পানির ডিস্ট্রিবিউশন রয়েছে। আপনি বিভিন্ন দোকান থেকে
কুমারিকা তেল খুব সহজেই সংগ্রহ করতে পারবেন।
কুমারিকা হেয়ার অয়েল প্রাইস ইন বাংলাদেশ
কুমারিকা হেয়ার অয়েল প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে অনেকের জিজ্ঞাসা করেন।
সাধারণত বিভিন্ন কোম্পানিগুলো ভিন্ন ভিন্ন দামে কুমারিকা তেলের বিক্রয় করেন।
বোতলে সাইজ, মিলি ও কোম্পানির উপর ভিত্তি করে কুমারিকা তেলের দাম নির্ধারিত হয়।
১০০ মিলি বোতলগুলো ৯০ টাকা থেকে ১১০ টাকা পর্যন্ত বিক্রয় হয়।
অন্যদিকে ২০০ মিলি বোতলগুলো ১৬০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত বিক্রয় হয়। তবে
সময় ও স্থানভেদে এই তেলের দাম কিছুটা কম বেশি হতে পারে।
কুমারিকা তেলের অপকারিতা
কুমারিকা তেলের যেমন উপকারিতা রয়েছে তেমন কিছু অপকারিতা ও রয়েছে। তবে উপকারীতা
চাইতে অপকারিতা অনেক কম। আপনি অপকারিতা সম্মুখীন হবেন তখন অতিরিক্ত ব্যবহার করবেন
তখন। অপকারিতা গুলোর মধ্যে তোকে এলার্জি ও চুলকানি বৃদ্ধি হওয়া, অতিরিক্ত
তৈলাক্ত ভাব, নিয়মিত চুলে ব্যবহার করলে চুলে ময়লা হয়,
অতিরিক্ত ব্যবহারে মাথার ত্বকে জ্বালাপোড়া হয়, কিছু কিছু ক্ষেত্রে চুল পড়ার
সমস্যা বৃদ্ধি পায়। আপনি যদি ভুলবশত আসলে জায়গায় নকল কুমারিকা তেল কিনে
ব্যবহার করেন সে ক্ষেত্রে উপকারের চাইতে অপকারিতাই বেশি হবে।
লেখকের মন্তব্য
আজকের আর্টিকেলটিতে কুমারিকা তেলের উপকারিতা ও আসল কুমারিকা তেল চেনার উপায়
সম্পর্কে পুরো আর্টিকেলটিতে সঠিক তথ্য শেয়ার করেছি। এছাড়া কুমারিকা তেল এর
প্রত্যেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি বিষয়গুলো জেনে উপকৃত
হবেন। আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন।
নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে আমাদের ওয়েব সাইটে ভিজিট করুন।
কুমারিকা তেল সম্পর্কে অন্যান্য কোন প্রশ্ন থাকলে সে ক্ষেত্রে কমেন্ট বক্সে
জানাতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url