কদুর তেল price in bangladesh - কদুর তেল বানানোর নিয়ম
কদুর তেলের বেশ কিছু উপকারিতা রয়েছে। কদুর তেল অত্যন্ত উপকারী তেল। ত্বকের
যত্নে, চুলের যত্নে ও অন্যান্য সমস্যা সমাধানের জন্য কুদুর তেল অত্যন্ত উপকারী।
অনেকে কদুর তেল কেনার জন্য কদুর তেল price in bangladesh সম্পর্কে খোঁজ করেন।
কদুর তেল বানানোর নিয়ম জেনে আপনি খুব সহজে ঘরে বসে কদুর তেল তৈরি করতে পারবেন।
বিশেষ করে ত্বক ও চুলের যত্নে কদুর তেল অত্যন্ত উপকারী। তক চুলের যেকোনো সমস্যা
দূর করতে কুদুর তেল দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। কদুর তেল price in
bangladesh, কদুর তেল বানানোর নিয়ম সম্পর্কে জানলে আপনি খুব সহজে যে কোন দোকান
থেকে অথবা ঘরে বসে কদুর তেল তৈরি করতে পারবেন। কদুর তেল সম্পর্কে প্রত্যেকটি
বিষয় জানতে হলে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
পোস্ট সূচীপত্রঃ কদুর তেল price in bangladesh - কদুর তেল বানানোর নিয়ম
তিব্বত কদুর তেল
তিব্বত কদুর তেল সাধারণত তিব্বত ক্যাস্টর অয়েল নামে পরিচিত। তিব্বত কদুর তেলের
বিশেষ কিছু ঔষধি গুনাগুন রয়েছে। তিব্বত কদুর তেল ঐতিহ্যবাহী প্রক্রিয়ায়
প্রস্তুত করা হয়। তিব্বত কদুর তেল বিভিন্ন ঔষধি গুনাগুনের সংমিশ্রণে
প্রস্তুতকৃত। তিব্বত কদুর তেল চুল ও ত্বকের সমস্যা দূর করার জন্য ব্যবহার করা
হয়। তিব্বত কদুর তেল চুল ও ত্বকের জন্য অত্যন্ত উপকারী। পাশাপাশি তিব্বত কদুর
তেল বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে।
কদুর তেল price in bangladesh
কদুর তেল বানানোর নিয়ম ও কদুর তেল price in bangladesh সম্পর্কে অনেকে খোঁজ
করেন। কুদুর তেলের দাম নির্ধারিত হয় সাধারণত কোম্পানি ও তেলের পরিমাণের ওপর
ভিত্তি করে। আমাদের দেশে সবচাইতে জনপ্রিয় তিব্বত কদুর তেল। তিব্বত কদুর তেল
মাথার ত্বক, চুল, ও শরীরের ত্বকের জন্য অত্যন্ত উপকারী। তিব্বত কদুর তেলের
বিভিন্ন উপকারিতা রয়েছে।
শুধুমাত্র চুলের জন্যই উপকারী তা নয়। শরীরের বিভিন্ন রোগ নিরাময় করতে, ত্বকের
মশ্চারাইজার হিসেবে তিব্বত কদুর তেল ব্যবহারিত হয়। কদুর তেল price in bangladesh
সম্পর্কে অনেকে খোঁজাখুঁজি করেন।
- ৫০ মিলি কদুর তেলের দাম ৬০ টাকা
- ১০০ মিলি কদুর তেলের দাম ১১০ টাকা
- ২০০ মিলি কদুর তেলের দাম ২১০ টাকা
তবে সময় ও স্থানভেদে কুদুর তেলের দাম কম বেশি হতে পারে। এটি একান্তই নির্ভর করে
কোম্পানির উপর। আপনি এই দামে দেশের যে কোন স্থান থেকে যেকোনো দোকানে অথবা অনলাইন
শপ এর মাধ্যমে অর্ডার করে কদুর তেল কিনতে পারবেন। প্রিয় পাঠক আশা করি কদুর তেল
price in bangladesh সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন।
কদুর তেল বানানোর নিয়ম
কদুর তেল price in bangladesh ও কদুর তেল বানানোর নিয়ম অনেকেই জানেন না। বাজারে
কেনা কদুর তেলের চাইতে নিজের ঘরে তৈরি করা কদুর তেল অত্যন্ত কার্যকরী। আপনার
পছন্দমত বিভিন্ন উপাদান মিশ্রণে আপনি কুদুর তেল তৈরি করতে পারবেন। কদুর তেল তৈরি
করার জন্য বেশ কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হয়। কদুর তেল বানানোর নিয়ম দেওয়া
হলঃ
প্রথমে বাজার থেকে পাকাপোক্ত কদু সংগ্রহ করুন। যে কদুর বীজ শক্ত হয়েছে এরকম পাকা
কদু সংগ্রহ করুন। এরপর কদু পরিষ্কার করে শুধুমাত্র কদু থেকে বীজ আলাদা করুন। বীজ
এবং কদুর অল্প কিছু সাদা অংশ ব্লেন্ডারে ভালোভাবে পিষ্ট করুন। এরপর চুলায় একটা
প্যানে কদুর পৃষ্ঠে অংশ ও পরিমাণ মতো নারিকেল তেল ঢেলে নিন। এরপর হালকা
তাপমাত্রায় রাখুন।
এর সাথে আপনার ইচ্ছেমতো মেথিবীজ, ভৃঙ্গরাজ, কালো জিরা, পরিমাণ মতো দিতে পারেন।
তবে ত্বকে ব্যবহারের ক্ষেত্রে এই উপাদানগুলো না দেওয়াই ভালো। এরপর তেল হালকা
লালচে রং হওয়া পর্যন্ত তাপ দিন। হালকা লালচে রং ধারণ করলে মেয়েকে ভালোভাবে
পরিষ্কার করুন। এটি আপনি বোতলের সংগ্রহ করে দীর্ঘদিন মাথার ত্বকে,
চুলে শরীরের বিভিন্ন অংশে ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারবেন। কিরে পাঠক
আশা করি কদুর তেল বানানোর নিয়ম সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন।
কদুর তেল এর উপকারিতা
কুদুর তেল এর উপকারিতা অনেক যা বলে শেষ করার মতো নয়। কদুর তেল ত্বক ও চুলের জন্য
অত্যন্ত উপকারী। প্রাকৃতিক উপায়ে তৈরিকৃত কুদুর তেল দীর্ঘদিন ধরে বিভিন্ন
ব্যক্তিরা ব্যবহার করে আসছেন। আপনিও চাইলে প্রাকৃতিক উপায় কদুর তেল তৈরি করে এর
উপকারিতা গুলো নিতে পারেন। তাছাড়া বাজারে কেনা কদুর তেলগুলোতেও বেশ উপকারিতা
রয়েছে। তবে বাজারে কেনা কদুর তেলের চাইতে ঘরে তৈরিকৃত কদুর তেলের উপকারিতা
দ্বিগুণ। নিচে কদুর তেলের উপকারিতা পয়েন্ট আকারে দেওয়া হলঃ
- প্রাকৃতিক ময়েশ্চারাইজার
- ব্রণ ও ত্বকের সমস্যা দূর করে
- চুলের বৃদ্ধিতে সহায়ক
- গিটের ব্যথা ও প্রদাহ দূর করে
- রক্ত সঞ্চালন বৃদ্ধি করে
- কোষ্ঠকাঠিন্য দূর করে
প্রাকৃতিক ময়েশ্চারাইজারঃ তিব্বত কদুর তেলের উপকারিতা গুলোর মধ্যে
একটি হলো প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহৃত হয়। তিব্বত কদুর তেল ত্বকে
ব্যবহার করলে ত্বক নরম এবং কোমল থাকে। কদুর তেল তোকে ব্যবহার করলে ত্বক শুষ্ক ও
রক্ষতা থেকে আদ্র হয় যা ত্বকের জন্য অত্যন্ত উপকারী।
ব্রণ ও ত্বকের সমস্যা দূর করেঃ কুদুর তেলে রয়েছে অ্যান্টি
ব্যাকটেরিয়াল ও এন্টি ইনফ্লামেটরি উপাদান যা ত্বকের ব্রণ একজিমা, ফুসকুড়ি দূর
করতে অত্যন্ত সাহায্য করে।
চুলের বৃদ্ধিতে সহায়কঃ তিব্বত কদুর তেল চুলে ব্যবহার করলে চুলে
পর্যাপ্ত পরিমাণে পুষ্টি সরবরাহ করে। কুদুর তেলে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি
উপাদান যা চুল শোষণ করে চুলের স্বাস্থ্য ঠিক থাকে ও চুলের বৃদ্ধি হয়।
গিটের ব্যথা ও প্রদাহ দূর করেঃ কদুর তেলে বেশ উপকারী উপাদান রয়েছে
যা গিটের ব্যথা ও যেকোনো প্রদাহ দূর করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। কদুর
তেলে থাকা উপাদান এন্টি ইনফ্লামেটরি গিটের ব্যথা ও যেকোনো প্রদাহ কমাতে অত্যন্ত
কার্যকরী ভূমিকা রাখে।
রক্ত সঞ্চালন বৃদ্ধি করেঃ তিব্বত কদুর তেলে থাকা উপাদান শরীরের
ত্বকের জন্য অত্যন্ত উপকারী। তিব্বত কদুর তেল হালকা গরম করে শরীরে ম্যাসাজ করলে
শরীরের রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি পায়। শরীরের পেশিতে শিথিলতা আসে যা শরীরের
জন্য অত্যন্ত উপকারী।
কোষ্ঠকাঠিন্য দূর করেঃ আপনি ঘরে তৈরিকৃত কুদুর তেল খেতে পারেন।
অবশ্যই ঘরে নিজ হাতে তৈরি করতে হবে। নিজ হাতে তৈরিকৃত অন্যান্য উপাদান ছাড়াই
কুদুর তেল সেবন করলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর হয়।
এছাড়াও কুদুর তেলে আরো একাধিক উপকারিতা রয়েছে যা বলে শেষ করার মত নয়। ত্বক ও
শরীরের যে কোন অংশের জন্য ও চুলের জন্য কদুর তেল অত্যন্ত উপকারী। কদুর তেলে ত্বক
ও চুলের জন্য অত্যন্ত উপকার উপাদান রয়েছে যা অত্যন্ত কার্যকরী।
কোন কদুর তেল ভালো
কদুর তেল price in bangladesh ও কোন কদুর তেল ভালো এ প্রসঙ্গে অনেকে খোঁজাখুঁজি
করেন। বাজারে বেশ কিছু ভিন্ন ভিন্ন নামে কদুর তেল পাওয়া যায়। ভিন্ন ভিন্ন কদুর
তেল গুলো ভিন্ন ভিন্ন কোম্পানি বিক্রয় করে থাকেন। কোম্পানির গুনগত মান ও তেলের
প্রকার অনুযায়ী এটি ভালো-মন্দ যাচাই করেন। ভালো কদুর তেল গুলোর মধ্যে ক্যাস্টর
অয়েল,
তিব্বত কাস্টর অয়েল, প্রেসড কুদুর তেল, অর্গানিক ক্যাস্টর অয়েল, আরোগ্য
ক্যাস্টর অয়েল, বাজারে ভালো কদুর তেলের তালিকায় রয়েছে। আপনি এই কদুর তেলগুলোর
মধ্যে যেকোন কদুর তেল ত্বকে ও চুলের যত্নে ব্যবহার করতে পারেন।
তিব্বত কদুর তেল ব্যবহারের নিয়ম
কুদুর তেল চুল ও ত্বকে ও শরীরের অন্যান্য অংশে ব্যবহার করার যায়। ভিন্ন ভিন্ন
অংশে ব্যবহারের জন্য ভিন্ন ভিন্ন নিয়ম রয়েছে। ত্বকে ব্যবহারের জন্য ত্বক
পরিষ্কার করে নিন। এরপর পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে ত্বকে ম্যাসাজ করুন এবং
কমপক্ষে ১ ঘন্টা রেখে দিন। চুলে ব্যবহারের জন্য চুলে শ্যাম্পু করে নিন,
এরপর পর্যাপ্ত পরিমাণ তেল চুলের গোড়া থেকে শেষ অংশ পর্যন্ত ভালোভাবে লাগিয়ে
নিন। বিশেষ করে মাথার ত্বকে ম্যাসাজ করুন। শরীরের বিভিন্ন অংশের ব্যথার জন্য অল্প
পরিমাণ তেল হালকা গরম করে শরীরের ব্যথার অংশে লাগে ভালোভাবে মাসাজ করুন। আশা করি
ভালো ফলাফল পাবেন।
কদুর তেল দাম
কদুর তেলের বিভিন্ন বোতলের সাইজ অনুযায়ী দামের পার্থক্য রয়েছে। তাছাড়া
কোম্পানির পার্থক্যের অনুযায়ী কুদুর তেলের দামের কিছুটা পার্থক্য রয়েছে। তবে
আপনি ১০০ মিলি তেল ৯০ টাকা থেকে ১১০ টাকার মধ্যে পেয়ে যাবেন। ২০০ মিলি তেল ১৯০
টাকা থেকে ২১০ টাকার মধ্যে পেয়ে যাবেন।
কদুর তেলের অপকারিতা
কদুর তেলের যেমন উপকারিতা রয়েছে তেমনি কিছু অপকারিতাও রয়েছে। তবে সঠিক মাত্রায়
ব্যবহার করলে এর অপকারিতা গুলো অনুভব করতেও পারবেন না। তবে কিছু কিছু ক্ষেত্রে
তোকে এলার্জির মতো সমস্যা দেখা দিতে পারে। তাকে অতিরিক্ত তেলতেলে ভাবের কারণে
ব্রণ ও অন্যান্য ফুসকুড়ি যাতে সমস্যা হতে পারে। তাছাড়া গর্ভাবস্থায় কুদুর তেল
ব্যবহার করলে সতর্ক হয়ে ব্যবহার করুন। কিছু লোকের ক্ষেত্রে কুদুর তেল ব্যবহারে
শ্বাসকষ্টের মতো সমস্যা বৃদ্ধি পায়।
লেখকের মন্তব্য
আজকের আর্টিকেলটিতে কদুর তেল price in bangladesh ও কদুর তেল বানানোর নিয়ম
সম্পর্কে সঠিক তথ্য শেয়ার করেছি। আশা করি বিষয়গুলো জেনে উপকৃত হবেন। এছাড়া
কদুর তেলের দাম, কদুর তেল সম্পর্কে প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা
করেছি। আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন। নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল
পেতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন।
কুদুর তেল সম্পর্কে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে সে ক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে
পারেন। অন্যান্য ইনফরমেশন সম্পর্কিত আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরি
গুলো ভিজিট করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url