কেটোকোনাজল শ্যাম্পু প্রাইস ইন বাংলাদেশ - কিটোকন শ্যাম্পু ব্যবহারের নিয়ম

কেটোকোনাজল শ্যাম্পু প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে জানলে আপনি বাংলাদেশের যে কোন দোকান থেকে এই শ্যাম্পু কিনতে পারবেন। শ্যাম্পু ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিটোকন শ্যাম্পু ব্যবহারের নিয়ম সম্পর্কে জানতে হবে। সঠিক নিয়ম না জানলে আপনি সঠিকভাবে এই শ্যাম্পু ব্যবহার করতে পারবেন না। আজকের আর্টিকেলটিতে কিটোকোন শ্যাম্পু সম্পর্কে প্রত্যেকটি বিষয় বিস্তারিত আলোচনা করেছি।
কেটোকোনাজল শ্যাম্পু প্রাইস ইন বাংলাদেশ - কিটোকন শ্যাম্পু ব্যবহারের নিয়ম
মাথার ত্বকের ও মাথার চুলের যেকোনো সমস্যা দূর করতে ও খুশি নাশক হিসেবে কিটোকোনাজল শ্যাম্পু অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। অনেকেই শ্যাম্পু ব্যবহার করবেন বলে কেটোকোনাজল শ্যাম্পু প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে জিজ্ঞাসা করেন। কিটোকোনাজল শ্যাম্পু ব্যবহার করার জন্য কিটোকন শ্যাম্পু ব্যবহারের নিয়ম সম্পর্কে জানতে হবে। কিটোকোন শ্যাম্পু সম্পর্কে আপনার প্রত্যেকটি প্রশ্নের উত্তর পেতে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

পোস্ট সূচিপত্রঃ কেটোকোনাজল শ্যাম্পু প্রাইস ইন বাংলাদেশ - কিটোকন শ্যাম্পু ব্যবহারের নিয়ম

কিটোকন শ্যাম্পু

শ্যাম্পু মূলত খুশকি, ত্বকের চুলকানি, মাথার ত্বকের সংক্রমণ, দূর করার জন্য অত্যন্ত কার্যকরী। কিটোকোনাজল শ্যাম্পু একটি মেডিকেটেড শ্যাম্পু কিটোকোন শ্যামপুর মূল উপাদান হল কেটোকোনাজল। কেটোকোনাজল এক ধরনের এন্টিফাঙ্গাল উপাদান। ফাঙ্গাস ও ছত্রাকের বৃদ্ধি রোধ করতে কিটোকোনাজল অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। 

মাথার ত্বকের যে কোন ফাঙ্গাস জনিত সমস্যা ও ছত্রাকের বৃদ্ধি রোধ করতে কিটোকোন শ্যাম্পু চিকিৎসকেরা ব্যবহারের পরামর্শ দেন।

কিটোকন শ্যাম্পু উপকারিতা

কেটোকোনাজল শ্যাম্পু প্রাইস ইন বাংলাদেশ ও কিটোকোন শ্যাম্পু উপকারিতা সম্পর্কে অনেকে খোঁজাখুঁজি করেন। মাথার ত্বকের জন্য কিটোকোন শ্যাম্পু অত্যন্ত উপকারী। কিটোকন শ্যামপুর মাথার খুশকি দূর করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। কিটোকোন শ্যাম্পুর অনেক উপকারিতা রয়েছে। নিচে কিটোকোন শ্যাম্পু উপকারিতা গুলো পয়েন্ট আকারে দেওয়া হলোঃ
  • খুশকি দূর করে
  • চুলকানি নিরাময় করে
  • ফাঙ্গাল ইনফেকশন প্রতিরোধ করে
  • ত্বকের ছত্রাক ও সংক্রমণ রোধ করে
  • চুল পড়া কমায়
  • মাথার ত্বকের সুরক্ষা দেয়
  • চুলের স্বাস্থ্য উন্নত করে
  • স্ক্যাল্পের সংক্রমণ কমায়
  • চুলের শুষ্কতা কমায়
  • মাথার ত্বকের ময়লা দূর করে
খুশকি দূর করেঃ অনেকেই কিটোকোন শ্যাম্পু ব্যবহার করবেন বলে কেটোকোনাজল শ্যাম্পু প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে জানতে চান। কিটোকোন শ্যাম্পুতে থাকা উপাদান কেটোকোনাজল অত্যন্ত কার্যকরী এন্টিফাঙ্গাল উপাদান। কেটোকোনাজল শ্যাম্পুর এন্টিফাঙ্গাল উপাদান মাথার ত্বকের খুশকি ও ছত্রাকের বৃদ্ধি বন্ধ করে। এটি নিয়মিত ব্যবহারে মাথার খুশকি সমস্যা দূর হয়।

চুলকানি নিরাময় করেঃ মাথায় অতিরিক্ত খুশকির কারণে চুলকানি হয়। এছাড়া ছত্রাকের সমস্যা বৃদ্ধি পেলে মাথায় চুলকানি হয়। কেটোকোনাজল শ্যাম্পু মাথার ত্বকের খুশকি ও ছত্রাক এর জীবাণু ধ্বংস করে ফলে মাথার চুলকানি দূর হয়।

ফাঙ্গাল ইনফেকশন প্রতিরোধ করেঃ কিটোকন শ্যাম্পু উপকারিতা গুলোর মধ্যে একটি হল ফাংগাল ও ইনফেকশন প্রতিরোধ করে। মাথার ত্বকের ছত্রাক জনিত সমস্যায় মাথার ত্বকের স্ক্যাল্পের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। কেটোকোনাজল শ্যাম্পুতে থাকা উপাদান ফাংগাল ইনফেকশন প্রতিরোধ করে।

ত্বকের ছত্রাক ও সংক্রমণ রোধ করেঃ কেটোকোনাজল শ্যাম্পুতে থাকা উপাদান ত্বকের ছত্রাক ও ফাংগাল দূর করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। নিয়মিত কিটোকোন শ্যাম্পু ব্যবহার করলে ত্বকের ছত্রাকের বৃদ্ধি বন্ধ করেন ফলে ছত্রাকের সংক্রমণ রোধ হয়।

চুল পড়া কমায়ঃ ফাঙ্গাল ইনফেকশন ও খুশকির কারণে মাথার চুল পড়ে যায়। নিয়মিত কিটোকন শ্যাম্পু ব্যবহার করলে ফাঙ্গাল ইনফেকশন ও খুশকি দূর হয় ফলে চুল পড়ার সমস্যা কমে যায়।

মাথার ত্বকের সুরক্ষা দেয়ঃ মাথার ত্বকের যে কোন সমস্যা দূর করতে কিটোকন শ্যাম্পু অত্যন্ত কার্যকরী। কিটোকোন শ্যাম্পু মাথার স্ক্যাল্পের ফাংগাল ও ছত্রাক জনিত সমস্যা দূর করে মাথার ত্বককে সুরক্ষা দেয়।

চুলের স্বাস্থ্য উন্নত করেঃ নিয়মিত কিটোকোন শ্যাম্পু ব্যবহার করলে চুলের স্বাস্থ্য উন্নত হয়। কিটোকোন শ্যাম্পুতে থাকা উপাদান চুলের জন্য অত্যন্ত উপকারী। এই শ্যাম্পু চুলে ব্যবহার করলে চুল পর্যাপ্ত পরিমাণ পুষ্টি সরবরাহ করতে পারে ফলে চুলের স্বাস্থ্য উন্নত হয়।

স্ক্যাল্পের সংক্রমণ কমায়ঃ ছত্রাক জনিত সংক্রমণ মাথার স্ক্যাল্পের বিভিন্ন সমস্যা সৃষ্টি করে। কিটোকোন শ্যাম্পুতে থাকা উপাদান ছত্রাকের বিরুদ্ধে কাজ করে ছত্রাকের বৃদ্ধি ব্যাহত করে। ফলে মাথার স্ক্যাল্পের ছত্রাক জনিত সমস্যা দূর হয়।

চুলের শুষ্কতা কমায়ঃ কিটোকন শ্যাম্পুতে থাকা উপাদান চুলকে আদ্র রাখতে সাহায্য করে। আপনি নিয়মিত চুলে কিটোকোন শ্যাম্পু ব্যবহার করলে চুলের স্বাস্থ্যের উন্নতি হয় চুল সিল্কি নরম ও আকর্ষণীয় দেখায়।

মাথার ত্বকের ময়লা দূর করেঃ কিটো কোন শ্যাম্পু মাথার ত্বকের ময়লা দূর করে। এই শ্যাম্পুতে থাকা উপাদান মাথার ত্বকের অতিরিক্ত ময়লা, ডেড সেলস, অতিরিক্ত খুশকি দূর করে মাথার ত্বক পরিষ্কার রাখে।
কেটোকোনাজল শ্যাম্পু প্রাইস ইন বাংলাদেশ - কিটোকন শ্যাম্পু ব্যবহারের নিয়ম
প্রিয় পাঠক উপরে কিটোকন শ্যাম্পু উপকারিতা গুলো আপনাদের সাথে শেয়ার করেছি। এছাড়াও কিটোকন শ্যামপুর অনেক উপকারিতা রয়েছে যা বলে শেষ করার মত নয়। আপনি আপনার মাথার ত্বকের ও চুলের যেকোনো সমস্যায় কিটোকন শ্যাম্পু ব্যবহার করতে পারেন। আশা করি ভালো ফলাফল পাবেন।

কেটোকোনাজল শ্যাম্পু প্রাইস ইন বাংলাদেশ

অনেকে কিটোকন শ্যাম্পুর উপকারিতা জেনে এই শ্যাম্পু ব্যবহার করবেন বলে কেটোকোনাজল শ্যাম্পু প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে জিজ্ঞাসা করেন। আপনি যদি এই শ্যামপুর দাম সম্পর্কে জানেন সেক্ষেত্রে যে কোন স্থান থেকে এই শ্যাম্পু কিনে ব্যবহার করতে পারবেন। বাংলাদেশ কেটোকোনাজল শ্যাম্পুর দাম নির্ধারিত হয় কোম্পানির মান, বোতলের সাইজ এর উপর ভিত্তি করে। বাংলাদেশের বেশ কিছু কোম্পানির কেটোকোনাজল শ্যাম্পু পাওয়া যায়।
  • অপসোনিন ফার্মার লিমিটেড গ্রুপের ১০০ মিলি কেটোকোনাজল শ্যামপুর দাম ২৩০ টাকা
  • অ্যারিস্টো ফার্মার লিমিটেড গ্রুপের ১০০ মিলি কেটোকোনাজল শ্যাম্পুর দাম ২০৮ টাকা।
  • ইন্ডিয়ান এডেফ্রি গ্রুপের কেটোকোনাজল ১০০ মিলি শ্যাম্পুর দাম ২৮০ টাকা।
সময় ও স্থানভেদে এই শ্যাম্পুর দাম কিছুটা কম বেশি হতে পারে। তবে আপনি অপসনিন ও অ্যারিস্টো ফার্মা গ্রুপে কেটোকোনাজল শ্যাম্পু ওই দামের মধ্যেই যে কোন ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন। অথবা বিভিন্ন অনলাইন শপ এর মাধ্যমে কিনে ব্যবহার করতে পারবেন। প্রিয় পাঠক আশা করি কেটোকোনাজল শ্যাম্পু প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন।

কিটোকন শ্যাম্পু ব্যবহারের নিয়ম

কেটোকোনাজল শ্যাম্পু প্রাইস ইন বাংলাদেশ ও কিটোকন শ্যাম্পু ব্যবহারের নিয়ম সম্পর্কে জানতে চান। কিটোকন শ্যাম্পু ব্যবহারের নিয়ম ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন রকম। চিকিৎসকেরা রোগের সমস্যার কথা জেনে ভিন্ন ভিন্ন মাত্রায় সপ্তাহে ভিন্ন রকম ভাবে ব্যবহার করতে বলেন। তবে আপনি মাথার ত্বকের যে কোন সমস্যায় সপ্তাহে ৪ বার ব্যবহার করতে পারবেন। 

তবে আপনার সমস্যা অনুযায়ী চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে ব্যবহার করাই সর্বোত্তম। কিটোকন শ্যাম্পু ব্যবহারের পূর্বে প্রথমে চুল ভালোভাবে ভিজিয়ে নিন। এরপর প্রয়োজনীয় পরিমান শ্যাম্পু নিয়ে মাথার ত্বকে ভালোভাবে মাসাজ করুন। ৫-১০ মিনিট ভালোভাবে ঘুষে মাথার ত্বক পরিষ্কার করুন। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। 

এভাবে আপনি প্রতি সপ্তাহে ৩-৪ বার ব্যবহার করতে পারবেন। সংক্রমণ কমে গেলে সপ্তাহে ১-২ বার ব্যবহার করুন। তবে সবচাইতে সঠিক উপায় আপনার রোগের ধরন অনুযায়ী চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে কিটোকন শ্যাম্পু ব্যবহার করা। প্রিয় পাঠক আশা করি কিটোকন শ্যাম্পু ব্যবহারের নিয়ম সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন।

কিটোকন শ্যাম্পু দাম কত

ভিন্ন ভিন্ন কোম্পানির কিটোকন শ্যাম্পু গুলোর দাম ভিন্ন রকম। বাংলাদেশী কিটোকন শ্যাম্পুর চাইতে বাইরের দেশের কিটোকন শ্যামপুর দাম কিছুটা বেশি। আমাদের বাংলাদেশে বেশ কিছু কোম্পানির কিটোকন শ্যাম্পু পাওয়া যায়। অপসোনিন গ্রুপের কিটোকন ১০০ মিলি শ্যাম্পুর দাম ২৩০ টাকা। অ্যারিস্টো ফার্মা গ্রুপের ১০০ মিলি কিটোকন শ্যাম্পুর দাম ২০৮ টাকা। তবে সময়ের পার্থক্য এর দাম কম বেশি হতে পারে।

কিটোকন শ্যাম্পু কাজ কি

কিটোকন শ্যামপুর মূল কাজ হল মাথার ত্বকের বিভিন্ন সমস্যা দূর করা। কিটোকন শ্যাম্পু প্রথমত মাথার ত্বকের খুশকি দূর করতে অত্যন্ত কার্যকরী। ছত্রাক ও ফাংগালজনিত সমস্যায় মাথার ত্বকের খুশকি হলে কিটোকন শ্যাম্পু ব্যবহার করলে এই সমস্যাগুলো দূর হয়। তাছাড়া ইনফেকশন ও ফাংগাল জনিত কারণে মাথার ত্বকে চুলকানি হলে এই শ্যাম্পু ব্যবহারে চুলকানি দূর হয়। 

কিটোকন শ্যাম্পু ব্যবহারে ফাংগাল ও ইনফেকশন দূর হয়, ত্বকের ছত্রাক জনিত যে কোন সমস্যা দূর করে। মাথার চুল পড়া কমানোর পাশাপাশি মাথার ত্বকের সুরক্ষা দেন। কিটোকন শ্যাম্পু ব্যবহারে চুলের স্বাস্থ্য উন্নত হয়, চুলের শুষ্কতা দূর করে পাশাপাশি মাথার ত্বকের ময়লা দূর করতে কিটোকন শ্যাম্পু অত্যন্ত কার্য করে ভূমিকা রাখে।

কিটোকোনাজল শ্যাম্পু কি মুখে ব্যবহার করা যায়

কিটোকোনাজল শ্যাম্পু সাধারণত মাথার ত্বকের ফাংগালের সংক্রমণ ও খুশকি দূর করার জন্য ব্যবহারিত হয়। কিটোকোনাজল শ্যাম্পু মুখে ব্যবহারের ক্ষেত্রে পরীক্ষিত নয়। তবে আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারেন। আপনি যদি মুখে কেটোকোনাজল শ্যাম্পু ব্যবহার করতে চান সে ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। কেননা একজন চিকিৎসক আপনার রোগের ধরন দেখে তিনি সঠিক মাত্রায় এই শ্যাম্পু ব্যবহার করার পরামর্শ দেবেন।

লেখকের মন্তব্য

আজকের আর্টিকেলটিতে কেটোকোনাজল শ্যাম্পু প্রাইস ইন বাংলাদেশ ও কিটোকন শ্যাম্পু ব্যবহারের নিয়ম সঠিক তথ্য শেয়ার করেছি। এছাড়া কেটোকোনাজল শ্যাম্পু সম্পর্কে প্রত্যেকটি বিষয়ে আলোচনা করেছি। আশা করি বিষয়গুলো জেনে উপকৃত হবেন। কিটোকন ও কেটোকোনাজল শ্যাম্পু সম্পর্কে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে সে ক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারেন। 

আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন। নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে আমাদের ওয়েব সাইটে ভিজিট করুন। অন্যান্য ইনফরমেশন সম্পর্কিত আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরি গুলো ঘুরে আসুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪