রহিম আফরোজ আইপিএস এর দাম - রহিম আফরোজ আইপিএস ব্যাটারির দাম

অনেকে অফিসের বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য এবং বাসা বাড়িতে ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্য আই পি এস এর খোঁজ করেন। প্রতিনিয়ত রহিম আফরোজ আইপিএস এর দাম ও রহিম আফরোজ আইপিএস ব্যাটারির দাম জানতে চান। আজকের আর্টিকেলটিতে আইপিএস এর সকল বিষয় সম্পর্কে থাকছে বিস্তারিত।
রহিম আফরোজ আইপিএস এর দাম - রহিম আফরোজ আইপিএস ব্যাটারির দাম
বর্তমানে প্রচুর সংখ্যক বৈদ্যুতিক লোডশেডি দেখা যাচ্ছে। অল্প কিছুক্ষণ পরপর বিদ্যুৎ যাওয়া আসা করে। তাই নিজের কাজ পরিচালনার জন্য বাসা বাড়িতে ব্যবহারের জন্য আইপিএস অত্যন্ত উপযোগী। রহিম আফরোজ আইপিএস এর দাম ও রহিম আফরোজ আইপিএস ব্যাটারির দাম জেনে আপনি খুব সহজেই যে কোন দোকান থেকে এ আইপিএস গুলো কিনতে পারবেন। আইপিএস সম্পর্কে প্রত্যেকটি বিষয় জানতে হলে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

পোস্ট সূচীপত্রঃ রহিম আফরোজ আইপিএস এর দাম - রহিম আফরোজ আইপিএস ব্যাটারির দাম

আইপিএস এর সুবিধা

আমরা অনেকেই বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাজ করতে কম্পিউটার, মোবাইল ফোন ব্যবহার করি। পাশাপাশি অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করতে ২৪ ঘন্টায় কম্পিউটার ব্যবহার করতে হয়। এমন সময় বিদ্যুৎ চলে গেলে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এ সমস্যার সমাধানের জন্য আইপিএস আমাদের প্রচুর সুবিধা দেয়। আইপিএস এর পূর্ণরূপ হল ইনভার্টার পাওয়ার সাপ্লাই। 

আইপিএস একটি ডিভাইস যা বিদ্যুৎ চলে গেলে অটোমেটিকলি স্বয়ংক্রিয় হয়। বিদ্যুৎ থাকা অবস্থায় এটি তার ধারণ ক্ষম ব্যাটারীতে চার্জ ধারণ করে এরপর বিদ্যুৎ চলে গেলে অটোমেটিকলি কম্পিউটার এবং অন্যান্য ডিভাইসে বিদ্যুৎ সরবরাহ করে। আইপিএসের প্রচুর সুবিধা রয়েছে। বিদ্যুৎ চলে গেলে আই পি এস ব্যাটারির ডিসি পাওয়ার কে এসি পাওয়ারে রূপান্তর করে। 

ফলে যেকোনো ইলেকট্রিক অন্য সামগ্রী চালানো যায়। বেশিরভাগ আইপিএস গুলোতে বৈদ্যুতিক খরচ অত্যন্ত কম। অল্প খরচে বিদ্যুৎ থেকে ব্যাটারিতে চার্জ করে বিদ্যুতের ঘাটতি মেটানো যায়। আই পি এস এর মাধ্যমে অবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা যায়। যা কখনো শেষ হওয়ার নয়। বিদ্যুৎ থাকা অবস্থায় আপনি এটি চার্জ করে দীর্ঘক্ষণ ব্যবহার করতে পারবেন। 

আপনি আইপিএসের মাধ্যমে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, ওয়াইফাই রাউটার, বাল্ব, ফ্যান, এবং ইলেকট্রিক অন্যান্য ব্যবহার্য জিনিসপত্র খুব সহজে চালাতে পারবেন। আই পি এস এর সুবিধা হল বিদ্যুৎ চলে গেলে অটোমেটিকলি আইপিএস একটিভ হয়ে যায়। ফলে বৈদ্যুতিক ডিভাইস গুলো যেমন ডেক্সটপ কম্পিউটার, বাল্ব ও ফ্যান চালু অবস্থায় থাকে। 

আইপিএস এর সুইচ অন অথবা অফ করার প্রয়োজন হয় না যা অত্যন্ত সুবিধা জনক। বিশেষ করে ব্যক্তিগত কম্পিউটার ব্যবহারের জন্য অথবা বাসা বাড়ির জন্য আইপিএস বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য অত্যন্ত উপযোগী।

রহিম আফরোজ আইপিএস এর দাম

অনেকে রহিম আফরোজ আইপিএস এর দাম ও রহিম আফরোজ আইপিএস ব্যাটারির দাম সম্পর্কে জানতে চান। রহিম আফরোজ আইপিএস এর বিভিন্ন মডেল রয়েছে। মডেল, ব্যাটারির ক্ষমতা, আইপিএস এর ওয়াট এর ওপর ভিত্তি করে রহিম আফরোজ আইপিএস এর দাম নির্ধারিত হয়। রহিম আফরোজ ব্র্যান্ডের বেশ কিছু ভিন্ন ভিন্ন মডেলের ভিন্ন ভিন্ন ডিজাইনের, 

ভিন্ন ওয়াটের আইপিএস রয়েছে। নিচে ভিন্ন ভিন্ন মডেলের, ভিন্ন ওয়াটের রহিম আফরোজ আইপিএস এর দাম এর তালিকা দেওয়া হলঃ

ইনভার্টার ক্যাপাসিটিঃ 600VA IPS
ইনভার্টার রেটেড পাওয়ার ওয়াটঃ 480-watt
ব্যাটারিঃ 165-Ampare hours
দামঃ 10,000

ইনভার্টার ক্যাপাসিটিঃ 1100VA
ইনভার্টার রেটেড পাওয়ার ওয়াটঃ 850-Watt 12V
ব্যাটারিঃ 200Ah
দামঃ 16,000

ইনভার্টার ক্যাপাসিটিঃ 1600VA
ইনভার্টার রেটেড পাওয়ার ওয়াটঃ 1275 Watt
ব্যাটারিঃ 200Ah
দামঃ 18,000

ইনভার্টার ক্যাপাসিটিঃ 725 VA
ইনভার্টার রেটেড পাওয়ার ওয়াটঃ 500-watt
ব্যাটারিঃ 150 Ah
দামঃ 49,300

ইনভার্টার ক্যাপাসিটিঃ 700VA
ইনভার্টার রেটেড পাওয়ার ওয়াটঃ 588-watt
ব্যাটারিঃ 200Ah
দামঃ 11,400

ইনভার্টার ক্যাপাসিটিঃ 900VA
ইনভার্টার রেটেড পাওয়ার ওয়াটঃ 725-Watt
ব্যাটারিঃ 200Ah
দামঃ 13,400

প্রিয় পাঠক উপরে বেশ কিছু মডেলের ভিন্ন ভিন্ন ডিজাইন, ভিন্ন ব্যাটারি ক্ষমতা, কমবেশি ওয়াট, ও ভিন্ন ভিন্ন দামের বেশ কিছু রহিম আফরোজ ব্র্যান্ডের আইপিএস এর দামের তালিকা দিয়েছি। আপনার পছন্দ অনুযায়ী এই আইপিএস গুলোর মধ্যে থেকে যে কোন আইপিএস কিনতে পারেন। 
রহিম আফরোজ আইপিএস এর দাম - রহিম আফরোজ আইপিএস ব্যাটারির দাম
আপনার প্রয়োজন অনুযায়ী কমবেশি ওয়াটের মডেল দেখে আইপিএস কিনে ব্যবহার করতে পারেন। প্রিয় পাঠক আশা করি রহিম আফরোজ আইপিএস এর দাম সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন।

রহিম আফরোজ আইপিএস ব্যাটারির দাম

ব্যাটারির মূলত ধারণ ক্ষমতা, ধরন, মডেলের উপর ভিত্তি করে দাম নির্ধারিত হয়। রহিম আফরোজ আইপিএস ব্যাটারির দাম ভিন্ন ভিন্ন রকম। এক এক সময় এর দাম এক এক রকম হয়। মূলত রহিম আফরোজ আইপিএস ব্যাটারির দাম ১০০Ah ১০-১২ হাজার টাকা। ১৫০Ah ব্যাটারির দাম ১৫-২০ হাজার টাকা, ২০০Ah ব্যাটারির দাম ২০-২৫ হাজার টাকা। 

তাছাড়া ভিন্ন ভিন্ন মডেল অনুযায়ী এই ব্যাটারির দামের ভিন্নতা রয়েছে। সময় ও স্থানভেদে এ ব্যাটারির দাম কম বেশি হতে পারে। রহিম আফরোজ গ্রুপ যখন তখন এর দাম কমবেশি করতে পারেন। তাই যেকোনো সময় রহিম আফরোজ আইপিএস ব্যাটারির সঠিক দাম জানতে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে অথবা কন্টাক্ট নাম্বার এ যোগাযোগ করুন। প্রিয় পাঠক আশা করি রহিম আফরোজ আইপিএস ব্যাটারির দাম সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন।

রহিম আফরোজ আইপিএস কাস্টমার কেয়ার

রহিম আফরোজ আই পি এস কাস্টমার কেয়ার সম্পর্কে অনেকে খোঁজ করেন। রহিম আফরোজ আইপিএস কোম্পানি তাদের গ্রাহকদের যেকোনো সমস্যা সমাধান করার জন্য কাস্টমার কেয়ার সুবিধার ব্যবস্থা করেছেন। যাতে তাদের গ্রাহকেরা যেকোনো সমস্যায় তাদের সুবিধা নিতে পারেন তাই এই কোম্পানি তাদের গ্রাহকদের সাহায্য করছেন। 

আপনি তাদের সাথে সরাসরি মোবাইল নাম্বারের মাধ্যমে কল করে কথা বলতে পারেন। যেকোনো সমস্যার জন্য রহিম আফরোজ আইপিএস কাস্টমার কেয়ারে ফোন করুনঃ
কাস্টমার কেয়ার সেন্টার ১৬২১৩ নম্বরে
অথবা সরাসরি ফোন করুন ০১৯২২৭৭৭৭৭৯ নম্বরে

রহিম আফরোজ আইপিএস এর দাম 2024

রহিম আফরোজ ব্র্যান্ডের ভিন্ন ভিন্ন আইপিএস এর দাম ভিন্ন রকম। মূলত আইপিএসের ক্ষমতার উপর আইপিএস এর দাম নির্ধারিত হয়। আপনি যদি ব্যাটারির ধারণ ক্ষমতা বেশি নিতে চান সেক্ষেত্রের দাম একটু বেশি পড়বে। আপনি যদি ওয়াটের পরিমাণ কম নেন সে ক্ষেত্রে দাম একটু কম পড়বে। আপনি যদি ওয়াটের পরিমাণ বেশি নেন সে ক্ষেত্রে দাম আরো একটু বেশি পড়বে। 

আপনি এই কোম্পানির কাছে যেভাবে আইপিএস তৈরি করে অথবা রেডিমেড নিবেন কেমন দামের পাবেন। ৪৮০ ওয়াট আইপিএস এর দাম ১০ হাজার টাকা, ৮৫০ ওয়াট আইপিএস এর দাম ১৬ হাজার টাকা। ১২৭৫ ওয়াট আইপিএস এর দাম ১৮হাজার টাকা। ভিন্ন ভিন্ন ক্যাপাসিটির আই পি এস এর দাম ভিন্ন রকম। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ভিন্ন ভিন্ন ক্যাপাসিটির আইপিএস গুলো ভিন্ন ভিন্ন দামের মধ্যে পেয়ে যাবেন।

আইপিএস এর দাম কত

আইপিএস এর দাম কত প্রতিনিয়ত এ বিষয়ে অনেকে খোঁজাখুঁজি করেন। ভিন্ন ভিন্ন কোয়ালিটির ভিন্ন ধারণ ক্ষমতার ওয়াটের ক্ষমতা অনুযায়ী আইপিএস এর দাম নির্ধারিত হয়। তাছাড়া বিভিন্ন ব্র্যান্ডের, বিভিন্ন সাইজের, বিভিন্ন কোম্পানির আইপিএস গুলো বিভিন্ন রকম দাম। আপনি সর্বনিম্ন কোয়ালিটির আইপিএস গুলো ২৫০০-৫০০০ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। 

মিডিয়াম কোয়ালিটির আইপিএস গুলো ১০০০০-১৫০০০ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। সর্বোচ্চ কোয়ালিটির দাম ওয়াট ও ব্যাটারির ক্ষমতার ওপর নির্ধারিত হয়।

আইপিএস এর জন্য কোন ব্যাটারি ভালো

আইপিএসের জন্য মূলত বিভিন্ন কোম্পানির ব্যাটারি ব্যবহারিত হয়। বেশ কয়েকটি কোম্পানির ব্যাটারি রয়েছে যেগুলো প্রত্যেকটি ভালো। আপনি বাজার থেকে অবশ্য ভালো কোম্পানির ব্যাটারিগুলো ক্রয় করলে আইপিএস এর জন্য দীর্ঘস্থায়ী হবে। অবশ্যই আই ডি এস এর জন্য লিথিয়াম আয়রন ব্যাটারি সবচেয়ে উপযোগী। লিথিয়াম আয়রন ব্যাটারিগুলো দীর্ঘক্ষণ চার্জে ধরে রাখার ক্ষমতা রাখে। 

আপনি লিথিয়াম আয়রন ব্যাটারিগুলো কিনতে গেলে অন্যান্য ব্যাটারির চাইতে একটু খরচ বেশি হবে কিন্তু আই পি এস এর জন্য টেকসই হবে। তাছাড়া আপনি টুবুলার ব্যাটারি, ফ্ল্যাট প্লেট ব্যাটারি, অ্যাসিড ব্যাটারি কিনতে পারেন।

কোন আইপিএস ভালো

বাজারে বিভিন্ন ধরনের আইপিএস পাওয়া যায়। ভিন্ন ভিন্ন কোম্পানিগুলোর আইপিএস এর দাম ভিন্ন ভিন্ন রকম। মূলত আইপিএস গুলোর দাম নির্ধারিত হয় ব্যাটারি এবং আইপিএস এর ওয়াট এর ওপর ভিত্তি করে। আইপিএস কেনার ক্ষেত্রে অবশ্যই ভালো কোম্পানির আইপিএস কিনুন। এতে আপনি সেই আইপিএস দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। 

আমাদের দেশে বেশ কিছু কম্পানি ভালো মানের আইপিএস বিক্রয় করে। নিচে ভালো কিছু আই পি এস ব্র্যান্ডের তালিকা দেওয়া হলঃ
  • ওয়ালটন
  • লুমিনাস
  • সিঙ্গার
  • রহিম আফরোজ
আপনি মানসম্মত এই ব্র্যান্ডের আইপিএস গুলো কিনলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। মূলত এই ব্র্যান্ডগুলোর আইপিএস সবচাইতে ভালো। আশা করি কোন আইপিএস ভালো সে সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন।

লেখকের মন্তব্য

রহিম আফরোজ আইপিএস এর দাম ও রহিম আফরোজ আইপিএস ব্যাটারির দাম সম্পর্কে পুরো আর্টিকেলটিতে বিস্তারিত আলোচনা করেছি। এছাড়া আইপিএস এর সম্পর্কে পুরো আর্টিকেলটিতে সঠিক তথ্য শেয়ার করেছি। আইপিএস সম্পর্কে যদি আপনাদের আরো কোন প্রশ্ন থাকে সে ক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন। 

নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। এ সম্পর্কিত অন্যান্য আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরি গুলো ঘুরে আসুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪