ওয়ালটন ওভেন প্রাইস ইন বাংলাদেশ - ওভেনে কি কি রান্না করা যায়
যেকোনো খাবার সহজে রান্না করতে, দ্রুত গরম করতে, বিভিন্ন ধরনের মাংসের রোস্ট করতে
ওভেন অত্যন্ত প্রয়োজনীয়। অনেকেই এই ওভেন কেনার জন্য ওয়ালটন ওভেন প্রাইস ইন
বাংলাদেশ ও ওভেনে কি কি রান্না করা যায় তা জিজ্ঞাসা করেন। আজকের আর্টিকেলটিতে
ওভেন সম্পর্কে প্রত্যেকটি প্রশ্নের বিস্তারিত আলোচনা করেছি।
বর্তমান সময়ে মানুষ অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে সুখ ও স্বাচ্ছন্দ খুঁজে
নিচ্ছে। মানুষ কখনোই চায় না পরিশ্রম করতে। আর পরিশ্রম না করেই চাই কিভাবে সহজে
কোন জিনিস ব্যবহার করে স্বাদ যুক্ত খাবার দ্রুত রান্না করা যায়। অনেকে ওভেনে
বিভিন্ন ধরনের রান্না করতে ওভেন সম্পর্কে খোঁজাখুঁজি করেন। ওয়ালটন ওভেন প্রাইস
ইন বাংলাদেশ ও ওভেনে কি কি রান্না করা যায় সম্পর্কে অনেকেই খোঁজ করেন। ওয়ালটনের
ওভেন ও ওভেন সম্পর্কে প্রত্যেকটি প্রশ্নের বিস্তারিত জানতে হলে পুরো আর্টিকেলটি
মনোযোগ সহকারে পড়ুন।
পোস্ট সূচীপত্রঃ ওয়ালটন ওভেন প্রাইস ইন বাংলাদেশ - ওভেনে কি কি রান্না করা যায়
ওয়ালটন ওভেনের সুবিধা
walton ওভেনের প্রচুর সুবিধা রয়েছে যা বলে শেষ করার মত নয়। ওয়ালটন ওভেনে দ্রুত
রান্না করা যায়। ওয়ালটন ওভেনের বেশ কিছু কোয়ালিটি রয়েছে। এর মধ্যে
মাইক্রোওভেন, কনভেকশন ওভেন, গ্রিল ওভেন। ওভেনের ধরন ভিন্নতা অনুযায়ী ওভেনে।
বিভিন্ন খাবার রান্না করা যায়। ওভেনে স্বল্প সময় যেকোন খাবার রান্না করা যায়।
তাছাড়া যেকোনো কিছু সহজেই রোস্ট করা যায়।
যে কোন খাবার মেরিনেট করে ওভেনের মধ্যে রেখে দিলেই সুস্বাদু রোস্ট তৈরি হয়।
অনেকে পাস্তা ও লাছা গনা ওভেনে বেক করে তৈরি করেন। ওভেনের মধ্যে এটার ভেতরে চিজ ও
সস দিয়ে অত্যন্ত মজাদার ভাবে এগুলোকে তৈরি করা যায়। বিশেষ করে পিজ্জা বানানো
অত্যন্ত সহজ। আপনি ওভেনের মাধ্যমে খুব সহজেই পিজ্জা তৈরি করতে পারবেন।
মুহূর্তের মধ্যেই পিৎজা ডো,সস, চিজ, টপিংস দিয়ে ওভেনের মধ্যে বেক করলেই দ্রুত
পিজ্জা তৈরি হয়ে যায়। ওয়ালটন ওভেনের সুবিধা হল আপনি অল্প টাকায় সবচাইতে ভালো
মানের ওভেন গুলো পাবেন। ওয়ালটনের ওভেনগুলো বিদ্যুৎ সাশ্রয়ী কম খরচে দীর্ঘক্ষণ
যে কোন কিছুর রান্না করা যায়।
ওয়ালটন ওভেন প্রাইস ইন বাংলাদেশ
অনেকে প্রতিনিয়ত ওয়ালটন ওভেন প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে খোঁজ করেন। walton এর
বেশ কিছু কোয়ালিটির ওভেন রয়েছে। এরমধ্যে মাইক্রোওভেন, কনভেকশন ওভেন, গ্রিল
ওভেন। আপনি বিভিন্ন ধরনের খাবার রান্না করার জন্য মাইক্রোওভেন ব্যবহার করতে
পারেন। যে কোন খাবার দ্রুত গরম করতে পারবেন।
ওভেনের ভিন্নতা অনুযায়ী ওভেনের দামের ও ভিন্নতা রয়েছে। নিচে ওয়ালটন ওভেন
প্রাইস ইন বাংলাদেশ এর বেশ কয়েকটি ওভেনের দামের তালিকা দেওয়া হলঃ
ওভেনের ধরনঃ Microwave Cooking
ধারণ ক্ষমতাঃ 20L
মডেলঃ WMWO-20SKE
দামঃ 10,350
ওভেনের ধরনঃ Microwave Cooking
ধারণ ক্ষমতাঃ 25 L
মডেলঃ WMWO-M25ESK
দামঃ 13,090
ওভেনের ধরনঃ Microwave Cooking
ধারণ ক্ষমতাঃ 23 L
মডেলঃ WMWO-M23ARW
দামঃ 11,900
ওভেনের ধরনঃ Microwave Cooking
ধারণ ক্ষমতাঃ 20 L
মডেলঃ WMWO-M20ESK
দামঃ 10,350
ওভেনের ধরনঃ Microwave Cooking
ধারণ ক্ষমতাঃ 25L
মডেলঃ WMWO-25SDE
দামঃ 13,500
ওভেনের ধরনঃ Microwave Cooking
ধারণ ক্ষমতাঃ 20L
মডেলঃ WMWO-20SPE
দামঃ 10,500
ওভেনের ধরনঃ Multi-function Oven
ধারণ ক্ষমতাঃ 30L.
মডেলঃ WMWO-W30GPE
দামঃ 18,900
ওভেনের ধরনঃ Microwave + Grill Cooking.
ধারণ ক্ষমতাঃ 20L.
মডেলঃ 20L.
দামঃ 10,990
ওভেনের ধরনঃ Multi function: Microwave+ Grill+ Convection + Air Fry
ধারণ ক্ষমতাঃ 30 L
মডেলঃ WMWO-M30AS3
দামঃ 24,500
ওভেনের ধরনঃ Multi function: Microwave + Grill+ Convection
ধারণ ক্ষমতাঃ 30 L
মডেলঃ WMWO-G30SCT
দামঃ 22,400
প্রিয় পাঠক উপরে ওয়ালটন গ্রুপের বেশ কিছু মডেলের ভিন্ন ভিন্ন ধরনের প্রত্যেকটি
কোয়ালিটির ওভেনের দামের তালিকা দিয়েছি। উপরে দেওয়া ওভেন গুলোর মধ্যে থেকে উনার
প্রয়োজনীয় ওভেনটি কিনতে পারেন। এখান থেকে দামের তালিকা দেখে আপনি যেকোন দোকানে
এ দামে ওভেন কিনতে পারবেন। ভিন্ন ভিন্ন ওভেনের দাম ভিন্ন রকম।
আপনি ওয়ালটন গ্রুপের সর্বনিম্ন ওভেন গুলো ১০০০০- ২৫০০০ টাকার মধ্যে সবচাইতে ভালো
ওভেন কিনতে পারবেন। সময়ও স্থানভেদে ওয়ালটন গ্রুপের ওভেন গুলোর দামের পার্থক্য
কিছুটা কমবেশি হতে পারে। প্রিয় পাঠক আশা করি ওয়ালটন ওভেন প্রাইস ইন বাংলাদেশ
সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন।
ওভেনে কি কি রান্না করা যায়
ওভেনের মধ্যে বেশ কয়েকটি কোয়ালিটি রয়েছে। কিছু ওভেনে শুধুমাত্র রান্না করা
যায়। কিছু ওভেনে রোস্ট, অন্যান্য খাবার গরম করা সহ একাধিক খাবার তৈরি করা যায়।
ওভেনের ধরন অনুযায়ী ওভেনের দাম নির্ধারিত হয়। তবে মাইক্রোওভেন গুলোতে মূলত বেশ
কিছু খাবার রান্না করা যায়। চিকেন বিফ ল্যাম্প ফিস খুব সহজেই ওভেনের ওয়েস্ট
করতে পারবেন।
ওভেনের রোস্ট অত্যন্ত সুস্বাদু। বিভিন্ন ধরনের সবজির রোস্ট ওভেনের মাধ্যমে করতে
পারবেন। বিভিন্ন ধরনের খাবার মুহূর্তের মধ্যে গরম করতে পারবেন। মুহূর্তের মধ্যেই
ওভেনের মধ্যে পিজজা তৈরি করতে পারবেন। পটেটোগ্রাটিন ডিস ওভেনে সহজেই তৈরি করতে
পারবেন। চিকেন টিক্কা, মটন কাবাব, ফিস টিক্কা সহজে ওভেনে গ্রিল করা যায়।
এছাড়াও আপনি বিভিন্ন ধরনের খাবার ওভেনের মাধ্যমে তৈরি করতে পারবেন। আপনার চাহিদা
অনুযায়ী ওভেনের মধ্যে ভিন্ন ভিন্ন ওভেন গুলো কিনতে পারেন। তবে সবচাইতে জনপ্রিয়
ওপেন গুলোর মধ্যে হল মাইক্রোওভেন যা প্রত্যেকের পছন্দের তালিকায় রয়েছে। প্রিয়
পাঠক আশা করি ওভেনে কি কি রান্না করা যায় সে সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন।
ওয়ালটন ইলেকট্রিক ওভেন
ওয়ালটন ওভেন প্রাইস ইন বাংলাদেশ ও walton ইলেকট্রিক ওভেন সম্পর্কে অনেকে খোঁজ
করেন। ওয়ালটন ইলেক্ট্রিক ওভেন গুলো বাংলাদেশ অত্যন্ত জনপ্রিয়। walton যেহেতু
আমাদের বাংলাদেশী কোম্পানি তাই এই কোম্পানির পণ্যগুলো আমাদের দেশে অত্যন্ত
জনপ্রিয়। ওয়ালটনের ইলেকট্রিক ওভেনে আপনি বিভিন্ন ধরনের খাবার রান্না করতে
পারবেন।
ভিন্ন ভিন্ন ওভেন গুলোতে আপনার পছন্দ অনুযায়ী রোস্ট তৈরি করতে পারবেন। পাশাপাশি
যে কোন খাবার গরম পড়তে পারবেন মুহুর্তের মধ্যেই। ওয়ালটনের ইলেকট্রিক ওভেনগুলোতে
বেশ কিছু ফিচার রয়েছে। এরমধ্যে ডিজিটাল কন্ট্রোল প্যানেল, তাপমাত্রা নিয়ন্ত্রণ,
টাইমার অপশন এর মাধ্যমে আপনারা খুব সহজেই ওভেন ব্যবহার করতে পারবেন।
walton ইলেকট্রিক ওভেনগুলো বৈদ্যুতিক খরচ অত্যন্ত কম। walton এর ইলেকট্রিক ওভেন
গুলো ব্যবহার করে কম খরচে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। অন্যান্য ব্র্যান্ডের
ওভেন গুলোর চাইতে ওয়ালটন গ্রুপের ওভেনের দাম তুলনামূলক ভাবে কম। আপনি ওয়ালটনের
ওভেন গুলো সাশ্রয়ী মূল্যে পেয়ে যাবেন।
মিনি ওভেন
ওয়ালটন ওভেন প্রাইস ইন বাংলাদেশ ও মিনি ওভেন সম্পর্কে অনেকে খোঁজ করেন। মিনি
ওভেন সাধারণত ছোট আকারের হয়। ছোট পরিবারের জন্য মিনি ওভেন গুলো অত্যন্ত উপযোগী।
তাছাড়া আপনি যদি ব্যক্তিগতভাবে ব্যবহার করতে চান সে ক্ষেত্রে আপনার জন্য অত্যন্ত
উপযোগী। মিনি ওভেনে আপনি বেকিং, টোস্টিং, রোস্টিং, ছোটখাটো গ্রিল তৈরি করতে
পারবেন।
মিনি ওভেনগুলো সর্বনিম্ন ১০ লিটার থেকে বিশ লিটার পর্যন্ত হয়। মিনি ওভেনের
রান্না করা খরচ অত্যন্ত কম। মিনি ওভেনের বৈদ্যুতিক খরচ একেবারেই কম। মিনি ওভেনের
সুবিধা হল আপনি সহজে বহন করতে পারবেন। রান্না করার জন্য এটি অত্যন্ত উপযুক্ত। ছোট
পরিবারের জন্য অথবা ব্যক্তিগত ব্যবহারের জন্য আপনি চাইলে মিনি ওভেন কিনতে
পারেন।
মিনি ওভেন গুলোতেও টাইমার ব্যবস্থা রয়েছে। এই টাইমার ব্যবস্থার মাধ্যমে আপনি খুব
সহজে রান্না করতে পারবেন। টাইমিং সেট করে দিলে খাওয়ার পরে যার সম্ভাবনা থাকে না।
অন্যান্য ওভেনের চাইতে মিনি ওভেনের দাম অনেক কম। যে কেউ চাইলে এই মিনি ওভেন গুলো
কিনতে পারে।
ছোট ওভেনের দাম
ওয়ালটন ওভেন প্রাইস ইন বাংলাদেশ ও ছোট ওভেনের দাম অনেকে জানেন না। ভিন্ন ভিন্ন
ওভেন গুলোর দাম ভিন্ন ভিন্ন রকম। বিভিন্ন ব্র্যান্ডের ওভেন গুলোর দাম বিভিন্ন
রকম। আপনি এক এক ব্র্যান্ডের ছোট ওভেনগুলো এক এক দামের মধ্যে পেয়ে যাবেন। ছোট
ওভেন গুলোর দাম নির্ধারিত হয় সাধারণত কোম্পানির উপর ভিত্তি করে।
আপনি যে কোম্পানির ছোট ওভেন কিনবেন ওই কোম্পানির উপর ভিত্তি করে ছোট ওভেনের দাম
নির্ধারিত হয়। বিভিন্ন কোম্পানির ছোট ওভেন বিভিন্ন রকম দামে পাওয়া যায়। আপনি
ওয়ালটন গ্রুপের ছোট ওভেন গুলো নিলে সর্বনিম্ন ১০- ১৬ হাজার টাকার মধ্যে পেয়ে
যাবেন। এই ওভেনগুলোতে আপনি যেকোনো ধরনের রান্না, করতে পারবেন, পাশাপাশি টস্টিং
রোস্টিং গ্রিল তৈরি করতে পারবেন। ওয়ালটন গ্রুপের ছোট ওভেনের দাম ১০-১২ হাজার
টাকা।
ওয়ালটন ইলেকট্রিক ওভেনের দাম ২০২৪
ওয়ালটনের ইলেকট্রিক ওভেনের দাম ২০২৪ সালে অনেকে জানেন না। ওয়ালটনের বেশ কয়েকটি
কোয়ালিটি রয়েছে। কোয়ালিটি, ধারণ ক্ষমতা, কোম্পানির উপর ভিত্তি করে ওভেনের দাম
নির্ধারিত হয়। ওয়ালটন ইলেক্ট্রিক ওভেনের দাম ২০২৪ সালে ১০-২৪ হাজার টাকা
পর্যন্ত। আপনি সর্বনিম্নমানের ওয়ালটন গ্রুপের ওভেন নিলে ১০ হাজার টাকার মধ্যে
পেয়ে যাবেন।
আপনি সর্বোচ্চ মানের অথবা মিডিয়াম কোয়ালিটির ওপেন নিতে চাইলে ১৫-২৪ হাজার টাকার
মধ্যে পেয়ে যাবেন। আশা করি ওয়ালটন ইলেকট্রিক ওভেনের দাম ২০২৪ সালে কত তা জানতে
পেরেছেন।
লেখক এর মন্তব্য
ওয়ালটন ওভেন প্রাইস ইন বাংলাদেশ ও ওভেনে কি কি রান্না করা যায় এ সম্পর্কে পুরো
আর্টিকেলটিতে সঠিক তথ্য শেয়ার করেছি। এছাড়া ওয়ালটন ওভেনের সুবিধা, ওয়ালটন
ইলেক্ট্রিক ওভেন, মিনি ওভেন, ছোট ওভেনের দাম, walton ইলেক্ট্রিক ওভেনের দাম ২০২৪,
ওয়ালটন ওভেন সম্পর্কে প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। ওয়ালটন
ওভেন সম্পর্কে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে সে ক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে
পারেন।
আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন। নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে
আমাদের ওয়েব সাইটে ভিজিট করুন। অন্যান্য ইনফরমেশন সম্পর্কে তারটিকাল পড়তে
আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরি গুলো ঘুরে আসুন। অন্যান্য পণ্যের মূল্য তালিকা
সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইট এর মূল্য তালিকা ক্যাটাগরি ঘুরে আসুন। এতক্ষণ
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url