আয়রন ট্যাবলেট কোনটা ভালো - আয়রন ও ফলিক এসিড ট্যাবলেট এর নাম
মানব শরীরে আয়রনের ঘাটতি পূরণের জন্য আয়রন ট্যাবলেট উপকারিতা অনেক। আয়রন
আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। আয়রন ট্যাবলেটে থাকা উপাদান আমাদের শরীরের
রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়া আয়রন ট্যাবলেট
সেবন করলে বিভিন্ন সমস্যা দূর হয়। আয়রন ট্যাবলেট কোনটা ভালো তা অনেকেই জানেন
না। আয়রন ও ফলিক এসিড ট্যাবলেট এর নাম ও আইরোন ট্যাবলেট সম্পর্কে প্রত্যেকটি
বিষয়ের বিস্তারিত থাকছে আজকের আর্টিকেলটিতে।
ফটো
আয়রন ট্যাবলেট আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। আয়রন ট্যাবলেটে থাকা
উপাদান আমাদের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। পাশাপাশি শরীরের
বিভিন্ন উপকার করে। আয়রন ট্যাবলেট কোনটা ভালো, আয়রন ও ফলিক এসিড ট্যাবলেট এর
নাম, আয়রন ট্যাবলেট উপকারিতা, আয়রন ট্যাবলেট খেলে কি মোটা হয় এছাড়া আয়রন
ট্যাবলেট সম্পর্কে প্রত্যেকটি বিষয়ে জানতে হলে আর্টিকেলটি মনোযোগ সহকারে
পড়ুন।
পোস্ট সূচিপত্রঃ আয়রন ট্যাবলেট কোনটা ভালো - আয়রন ও ফলিক এসিড ট্যাবলেট এর নাম
আয়রন ট্যাবলেট উপকারিতা
আয়রন ট্যাবলেট কোনটা ভালো ও আয়রন ট্যাবলেট উপকারিতা অনেকেই জানেন না। আয়রন
ট্যাবলেটের উপকারিতা অনেক যা বলে শেষ করার মত নয়। আমাদের শরীরের বিভিন্ন ধরনের
রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। আয়রন ট্যাবলেট শরীরের ইমিউন সিস্টেমকে উন্নত
করে। আয়রন ট্যাবলেট উপকারিতা গুলো কি কি তা নিচে পয়েন্ট আকারে দেওয়া হলোঃ
- রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়
- অ্যানিমিয়া রোগ ও প্রতিরোধ করে
- শরীরের শক্তি, উদ্যাম বৃদ্ধি করে
- রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
- ক্লান্তি ও অবসাদ দূর করে
- ত্বক ও চুলের স্বাস্থ্য উন্নত করে
- পুষ্টির শোষণে সহায়তা করে
- মনোযোগ ও স্মৃতি উন্নত করে
- রক্তস্বল্পতা দূর করে
- গর্ভবতী নারীর জন্য অত্যন্ত উপকারী
রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়ঃ আয়রন ট্যাবলেট সরাসরি লোহ
সরবরাহ করে যা হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। লৌহ হলো
হিমোগ্লোবিনের মূল উপাদান। যার রক্তের লোহিত কণিকায় অক্সিজেন পরিবহনের জন্য
উপকারী। আয়রন ট্যাবলেট হিমোগ্লোবিনের উপাদান বৃদ্ধি করে। পাশাপাশি রক্ত
উৎপাদনের প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে।
অ্যানিমিয়া রোগ ও প্রতিরোধ করেঃ আয়রন ট্যাবলেটে থাকা উপাদান
অ্যানিমিয়া রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি
পেলে ক্লান্তি মাথাব্যথা ও শারীরিক দুর্বলতা গুলো দূর হয়। এভাবে আয়রন
ট্যাবলেট অ্যানিমিয়া রোগ প্রতিরোধ করতে সাহায্য করে।
শরীরের শক্তি, উদ্যাম বৃদ্ধি করেঃ আয়রন ট্যাবলেটে থাকা উপাদান
শরীরের শক্তি উদ্যম বৃদ্ধি করতে সাহায্য করে। আয়রন ট্যাবলেটে থাকা উপাদান
শরীরের কোষগুলোতে অক্সিজেনের উপস্থিতি শক্তির উৎপাদন বৃদ্ধি করতে সাহায্য করে।
পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন শরীরের ক্লান্তি ও দুর্বলতা কমায়। ফলে শরীর
কর্মক্ষম ও শক্তিশালী হয়।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করেঃ আয়রন ট্যাবলেটে থাকা উপাদান
শরীরের পুষ্টি বৃদ্ধি করে। আয়রন ট্যাবলেট সাধারণত স্বাস্থ্যকর খাবারের সাথে
মিলিত হয় যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। এটি শরীরের ইমিউন সিস্টেমকে উন্নত
করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
ক্লান্তি ও অবসাদ দূর করেঃ আয়রন ট্যাবলেটে থাকা উপাদান শরীরের
ক্লান্তি ও অবসাদ দূর করে। যাদের শরীর অত্যন্ত দুর্বল কাজ করতে পারেন না, মাথা
ঘোরে, অল্প কাজ করলে হাঁপিয়ে যান, অতিরিক্ত ক্লান্তি অনুভব করেন তারা আয়রন
ট্যাবলেট সেবন করলে শরীরের ক্লান্তি ও অবসর দূর হবে।
ত্বক ও চুলের স্বাস্থ্য উন্নত করেঃ আয়রন ট্যাবলেট ত্বক ও চুলের
জন্য অত্যন্ত উপকারী। আয়রন ট্যাবলেটে থাকা উপাদান শরীরের লৌহের চাহিদা পূরণ
করে। লৌহ ত্বক ও চুলের জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। আয়রন ট্যাবলেটে থাকা
উপাদান রক্তের প্রভাব বৃদ্ধি করে। ফলে চুল ও ত্বক সেখান থেকে পুষ্টি সরবরাহ
করতে পারে।
পুষ্টির শোষণে সহায়তা করেঃ আয়রন শরীরের কোষের পুষ্টি উপাদান
গুলোকে সঠিক ব্যবহার করতে সাহায্য করে। শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও
মিনারেল শোষণ নিশ্চিত করে। রক্তস্বল্পতা রোধ করে শরীরের পুষ্টি শ্বসন
প্রক্রিয়া বৃদ্ধি করে। এভাবে আয়রন ট্যাবলেট পুষ্টির শোষণে সহায়তা করে।
মনোযোগ ও স্মৃতি উন্নত করেঃ আয়রন ট্যাবলেট অক্সিজেন সরবরাহ
বাড়ায় ফলে অক্সিজেন মস্তিষ্কের সকল প্রক্রিয়াকে সচল রাখে। অক্সিজেনের
উপস্থিতি মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের কার্যক্রম বৃদ্ধি করতে সাহায্য করে। এভাবে
আয়রন ট্যাবলেট মনোযোগ ও স্মৃতি উন্নত করতে সাহায্য করে।
রক্তস্বল্পতা দূর করেঃ আয়রন ট্যাবলেট শরীরের রক্তের হিমোগ্লোবিনের
মাত্রা বৃদ্ধি করে। আয়রন ট্যাবলেট সেবন করলে রক্তে প্রচুর পরিমাণে
হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি পায় ফলে নতুন রক্ত কণিকা তৈরি হয়। এভাবে আয়রন
ট্যাবলেট শরীরের রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে।
গর্ভবতী নারীর জন্য অত্যন্ত উপকারীঃ গর্ভবতী মহিলাদের রক্তস্বল্পতা
দেখা দেয়। রক্তস্বল্পতার ঘাটতি পূরণ করার জন্য আয়রন ট্যাবলেট অত্যন্ত উপকারী।
আয়রন ট্যাবলেটে থাকা উপাদান আয়রন গর্ভবতী নারীদের শরীরের রক্তের
হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে নতুন রক্ত কণিকা তৈরি করতে সাহায্য করে। এভাবে
আয়রন ট্যাবলেট গর্ভবতী নারীদের জন্য অত্যন্ত উপকারী।
আয়রন ট্যাবলেট কোনটা ভালো
আয়রন ট্যাবলেট সেবন করে শরীরের আয়রনের ঘাটতি পূরণের জন্য অনেকে প্রতিনিয়ত
জিজ্ঞাসা করেন আয়রন ট্যাবলেট কোনটা ভালো। আয়রন ট্যাবলেট কোনটা ভালো তা নির্ধারণ
করে ঔষধের ব্র্যান্ড, গুণগতমান, কোন দেশের কোম্পানি এর ওপর। শুধুমাত্র একটি ঔষধ
যে ভালো তা কখনোই বলা যায় না। ভালো আয়রন ঔষধের তালিকায় অনেক ঔষধ
রয়েছে।
আপনি ব্র্যান্ড অনুযায়ী অথবা আপনার পছন্দ অনুযায়ী ওষুধগুলো সেবন করতে পারেন।
বাজারের সবচাইতে সেরা ভালো আয়রন ট্যাবলেট গুলোর তালিকা ও আয়রন ট্যাবলেট কোনটা
ভালো তার তালিকা নিচে দেওয়া হলঃ
- Sofron Iron
- Ferrous Sulfate
- Ferro-Tab
- Tefro
- Fe Plus
- Dulcolax Iron
- Eferalgan Iron
- Hemoglobin
- Ironsol
- Noviron
- Kofiron
- Ferro-Fort
- Medi-Ferron
- Ferra-Tonic
- Nutrient Iron
উপরে দেওয়া প্রত্যেকটি আয়রন ট্যাবলেটই ভালো। এক এক ট্যাবলেট ভিন্ন ভিন্ন
গ্রুপের ভিন্ন ভিন্ন মানসম্মত। আপনি এই ট্যাবলেট গুলোর মধ্যে থেকে যেকোনো
ট্যাবলেট সেবন করতে পারেন। তবে অবশ্যই যেকোনো ট্যাবলেট সেবনের পূর্বে চিকিৎসকের
পরামর্শ নিয়ে সেবন করবেন। প্রিয় পাঠক আশা করি আয়রন ট্যাবলেট কোনটা ভালো সে
সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন।
আয়রন ও ফলিক এসিড ট্যাবলেট এর নাম
শরীরে আয়রনের ঘাটতি পূরণের জন্য ও ফলিক অ্যাসিডের চাহিদা পূরণের জন্য অনেকে
আয়রন ও ফলিক এসিড ট্যাবলেট এর নাম সম্পর্কে জিজ্ঞাসা করেন। আয়রন আমাদের শরীরের
হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে। হিমোগ্লোবিন বৃদ্ধি হলে নতুন রক্ত কণিকা তৈরি
হয়। যাদের শরীর অত্যাধিক দুর্বল তারা আয়রন ট্যাবলেট সেবন করলে দুর্বলতা দূর
হয়।
পাশাপাশি রক্তস্বল্পতা পূরণের জন্য আয়রন ট্যাবলেট অত্যন্ত উপকারী। অন্যদিকে
ফলিক অ্যাসিড ভিটামিন বি৯ যা শরীরের নতুন কোষের সৃষ্টি ও ডিএনএ সংশ্লেষনের জন্য
অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলিক এসিড শরীরের কোষের জন্ম ও বৃদ্ধির জন্য অপরিহার্য।
গর্ভবতী মহিলাদের জন্য ফলিক এসিড অত্যন্ত প্রয়োজনীয়।
পাশাপাশি ফলিক এসিড রক্তের স্বাস্থ্যের উন্নতি করে ও অ্যানিমিয়া রোগ প্রতিরোধ
করতে সাহায্য করে। এজন্য আয়রন ও ফলিক এসিড ট্যাবলেট এর উপকারিতা অনেক। নিচে
বিভিন্ন কোম্পানির, বিভিন্ন নামের, বিভিন্ন ব্র্যান্ডের, আয়রন ও ফলিক এসিড
ট্যাবলেট এর নাম দেওয়া হলোঃ
- Nutrifer
- Ironfolic
- Foliron
- Ferrofolic
- Iromax
- Folibert
- Ironfolic Tablet
- Tefrofolic
- Ferro-Folic
- Ferrous Fumarate with Folic Acid
উপরের এই ওষুধগুলো প্রত্যেকটি আয়রন ও ফলিক এসিড সমৃদ্ধ। আপনি এই ওষুধগুলোর
মধ্যে থেকে যেকোনো ঔষধ আয়রন ও ফলিক এসিডের ঘাটতি পূরণ করার জন্য সেবন করতে
পারেন। তবে সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। কেননা আপনি যে রোগের
জন্য সেবন করতে চাচ্ছেন সে রোগের জন্য কোন ওষুধটি উপযোগী সেটি একমাত্র চিকিৎসকই
সঠিক পরামর্শ দিতে পারেন। আশা করি আয়রন ও ফলিক এসিড ট্যাবলেট এর নাম জানতে
পেরেছেন।
আয়রন ট্যাবলেট খেলে কি মোটা হয়
আয়রন ট্যাবলেট কোনটা ভালো, আয়রন ট্যাবলেট খেলে কি মোটা হও তা অনেকেই জিজ্ঞাসা
করেন। আয়রন ট্যাবলেট খেলে কি মোটা হয় না আপনি আয়রন ট্যাবলেট খেলে মোটা হতে
পারবেন না। আয়রন ট্যাবলেট শরীরের আয়রনের ঘাটতি পূরণ করে। শরীরের ইমিউন
সিস্টেমকে উন্নত করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে।
আয়রন ট্যাবলেটের প্রধান কাজ হল শরীরের রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি
করা। হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি হলে শরীরে নতুন রক্ত কণিকা তৈরি হয়। তাই
আপনি আয়রন ট্যাবলেট খেলে মোটা হবেন না।
আয়রন ফলিক এসিড ট্যাবলেট এর কাজ কি
আয়রন ও ফলিক এসিড ট্যাবলেট এর নাম ও আয়রন ফলিক এসিড ট্যাবলেট এর কাজ কি তা
অনেকে জিজ্ঞাসা করেন। আয়রন ও ফলিক এসিড মূলত আমাদের শরীরের আয়রন ও ফলিক
এসিডের ঘাটতি পূরণ করে। আয়রন ট্যাবলেট সেবন করার মাধ্যমে শরীরে রক্তের
হিমোগ্লোবিন বৃদ্ধি করে। রক্তের হিমোগ্লোবিন বৃদ্ধি হলে শরীরের রক্তস্বল্পতা
দূর হয়।
অন্যদিকে ফলিক এসিড শরীরের নতুন কোষ ও ডিএনএ তৈরি করতে সাহায্য করে। ফলিক এসিড
মূলত গর্ভবতী মহিলাদের জন্য অত্যন্ত উপকারী উপাদান। ফলিক এসিড গর্ভের শিশুর
মস্তিষ্ক, মেরুদন্ড বিকাশে সাহায্য করে। শরীরে যদি আয়রন ও ফলিক এসিডের ঘাটতি
হয় সে ক্ষেত্রে অ্যানিমিয়া রোগ হতে পারে। তাই নির্দ্বিধায় বলা যায় আয়রন ও
ফলিক এসিড ট্যাবলেট শরীরের জন্য অত্যন্ত উপকারী।
আয়রন ফলিক এসিড ট্যাবলেট খাওয়ার নিয়ম
আয়রন ও ফলিক এসিড আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। শরীরের ভিটামিনের চাহিদা
পূরণ করার জন্য আমরা অনেকে এই ট্যাবলেট গুলো সেবন করে থাকে। বিশেষ করে গর্ভবতী
মহিলারা আয়রন ও ফলিক এসিড ট্যাবলেট সেবন করেন। আয়রন ট্যাবলেট খাওয়ার সবচাইতে
উপকারী সময় খালি পেটে এই ঔষধ সেবন করা।
খালি পেটে এই ঔষধ সেবন করলে শরীরে এই ভিটামিন ভালোভাবে শোষণ করতে পারে। আপনি
দিনের যে কোন অংশে খালি পেটে আয়রন ট্যাবলেট খান। আয়রন ট্যাবলেট এর সাথে
ক্যালসিয়াম অথবা অন্যান্য ঔষধ সেবন না করায় ভালো।
আয়রন ফলিক এসিড ট্যাবলেট এর দাম
আয়রন ফলিক এসিড ট্যাবলেটের দাম নির্ধারিত হয় কোম্পানির গুণগত মানের উপর।
তাছাড়া ওই ঔষধে যে ভিটামিন গুলো রয়েছে তার প্রকারের ওপর। বাজারে বিভিন্ন
কোম্পানির আয়রন ও ফলিক এসিড ট্যাবলেট পাবেন। ওই ট্যাবলেট গুলোর দাম ভিন্ন
ভিন্ন রকম। বাজারে সবচাইতে ভালো কোম্পানির আয়রন ফলিক এসিড ট্যাবলেট এর দাম
প্রতিপাতা ২৫টাকা, প্রতি পিচ ২.৫০ টাকাতে পেয়ে যাবেন। সময় ও স্থানভেদে এই
ঔষধের দাম কিছুটা কম বেশি হতে পারে।
আয়রন ট্যাবলেট দাম
বিভিন্ন কোম্পানির ঔষধের দাম বিভিন্ন রকম। বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের
আয়রন ট্যাবলেট পাওয়া যায়। আপনি যে কোম্পানির ঔষধ কিনতে চান আপনি সরাসরি
ফার্মেসিতে গিয়ে ওই কোম্পানির ঔষধের দামের কথা জিজ্ঞেস করুন। নিপ্রো জেএমআই
ফার্মাসিটিক্যালস গ্রুপের আয়রন ট্যাবলেট প্রতি পাতা ৩৫ টাকা। প্রতি ঔষধের দাম
৩.৫০ টাকাতে কিনতে পারবেন। সময় ও স্থানভেদে এই ওষুধের দাম কম বেশি হতে পারে।
আয়রন ট্যাবলেট নাম
আয়রন ও ফলিক এসিড ট্যাবলেট এর নাম, আয়রন ট্যাবলেট এর নাম সম্পর্কে অনেকে
খোঁজাখুঁজি করেন। আয়রন ট্যাবলেট শরীরের আয়রনের চাহিদা পূরণ করে। রক্তে
হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে। যা আমাদের শরীরের নতুন রক্ত
কণিকা তৈরিতে অত্যন্ত উপকারী। শরীরের আয়রনের চাহিদা পূরণ করার জন্য যারা আয়রন
ট্যাবলেট নাম খোঁজ করেন তাদের উদ্দেশ্যে নিচে কিছু আয়রন ঔষধের নাম দেওয়া হলঃ
- Sofron Iron
- Ferrous Sulfate
- Ferro-Tab
- Tefro
- Fe Plus
- Dulcolax Iron
- Eferalgan Iron
- Hemoglobin
- Ironsol
- Noviron
- Kofiron
- Ferro-Fort
- Medi-Ferron
- Ferra-Tonic
- Nutrient Iron
উপরে দেওয়া প্রত্যেকটি আয়রন ঔষধ আপনি চাইলে এই ঔষধ গুলোর মধ্যে থেকে যেকোনো
ঔষধ সেবন করতে পারেন। তবে সেবন করার পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন।
সঠিক মাত্রায় সেবন করুন।
লেখকের মন্তব্য
আজকের আর্টিকেলটিতে আয়রন ট্যাবলেট কোনটা ভালো ও আয়রন ও ফলিক এসিড ট্যাবলেট এর
নাম, আয়রন ট্যাবলেট উপকারিতা, আয়রন ট্যাবলেট খেলে কি মোটা হয়, এছাড়া আয়রন
ট্যাবলেট সম্পর্কে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছি। আশা করি বিষয়গুলো
জেনে উপকৃত হবেন। আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন।
নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন।
অন্যান্য ঔষধ সম্পর্কিত আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটে ঔষধ সম্পর্কিত
ক্যাটাগরি ঘুরে আসুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url