এয়ারটেল ৫ টাকায় কত মিনি-এয়ারটেল মিনিট কেনার নিয়ম

অন্যান্য অপারেটর গুলোর চাইতে এয়ারটেলের প্রত্যেকটি অফারই সবচাইতে সেরা। এয়ারটেল ৫ টাকায় কত মিনিট তা জানলে আপনি খুব সহজেই পাঁচ টাকা মিনিট কিনে কথা বলতে পারবেন যেকোন অপারেটরে। এয়ারটেল মিনিট কেনার নিয়ম অনেকেই জানেন না। আজকের আর্টিকেলটিতে এয়ারটেল সিমের প্রত্যেকটি অফার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।
এয়ারটেল ৫ টাকায় কত মিনিট - এয়ারটেল মিনিট কেনার নিয়ম
অন্যান্য অপারেটর গুলোর চাইতে এয়ারটেল অপারেটরে বেশি সুবিধা থাকায়, কল রেট কম হয় অনেকেই এয়ারটেল অপারেটরে যোগ দিচ্ছেন। নতুন অবস্থায় অনেকে এয়ারটেল সিম কিনে এর অফার গুলো জানেন না। আবার অনেকে দীর্ঘদিন ধরে এয়ারটেল সিম ব্যবহার করছেন কিন্তু এয়ারটেল এর অফার গুলো সম্পর্কে কেমন ধারণা নেই। এয়ারটেল ৫ টাকায় কত মিনিট, এয়ারটেল মিনিট কেনার নিয়ম, এয়ারটেল সিমের প্রত্যেকটি অফার সম্পর্কে বিস্তারিত জানতে হলে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

পোস্ট সূচীপত্রঃ এয়ারটেল ৫ টাকায় কত মিনিট - এয়ারটেল মিনিট কেনার নিয়ম

এয়ারটেল মিনিট অফার ২০২৪

এয়ারটেলের বিভিন্ন ধরনের অফার রয়েছে এর মধ্যে মিনিট অফার গুলো অন্যতম। আপনি যদি এয়ারটেলের মিনিট কিনতে চান তাহলে এয়ারটেলের বিভিন্ন অফার রয়েছে যে অফার গুলো কি নিয়ে আপনি অল্প টাকায় সাশ্রয় মূল্যে কথা বলতে পারবেন। এয়ারটেলের এই প্যাকেজ গুলোতে যেকোনো অপারেটরে কথা বলা যায় সাশ্রয় মূল্যে। নিচে ২০২৪ সালে এয়ারটেল ৫ টাকায় কত মিনিট, এয়ারটেল মিনিট কেনার নিয়ম, এয়ারটেল মিনিট অফার ২০২৪ সালের অফার গুলো দেওয়া হলোঃ
  • ১২ মিনিট ৮ টাকা মেয়াদ ১ এক্টিভেশন কোড *১২১*০৮#
  • ২৮ মিনিট ১৮ টাকা মেয়াদ ২ দিন অ্যাক্টিভেশন কোড *১২১*১৮#
  • ৪৬ মিনিট ২৮ টাকা মেয়াদ ২ দিন এক্টিভেশন কোড *১২১*২৮#
  • ৮৫ মিনিট ৫৩ টাকা মেয়াদ ৭ দিন এক্টিভেশন কোড *১২১*৫৩#
  • ১৩০ মিনিট ৭৮ টাকা মেয়াদ ৭ দিন এক্টিভেশন কোড *১২১*৭৮#
  • ১৫৫ মিনিট ৯৭ টাকা মেয়াদ ৭ দিন এক্টিভেশন কোড *১২১*৯৭#
  • ২০০ মিনিট ১৫৭ টাকা মেয়াদ ৩০ দিন এক্টিভেশন কোড *১২১*১৫৭#
  • ৩৪০ মিনিট ২০৭ টাকা মেয়াদ ৩০ দিন অ্যাক্টিভেশন কোড *১২১*২০৭#
  • ৬৭৫ মিনিট ৪০৭ টাকা মেয়াদ ৩০ দিন অ্যাক্টিভেশন কোড *১২১*৪০৭#
  • ৮০০ মিনিট ৪৮৮ ঢাকা মেয়াদ ৩০ দিন এক্টিভেশন কোড রিচার্জ এর মাধ্যমে।

এয়ারটেল ৫ টাকায় কত মিনিট

এয়ারটেল ব্যবহারকারী প্রত্যেকটি গ্রাহকেরাই জিজ্ঞেস করেন এয়ারটেল ৫ টাকায় কত মিনিট সে সম্পর্কে। আপনি কম খরচে এয়ারটেলে পাঁচ টাকায় মিনিট কিনে যেকোনো অপারেটরে কথা বলতে পারেন। সাশ্রয়ী মূল্যে প্রত্যেকটি অপারেটরে কথা বলার জন্য এয়ারটেল সবচাইতে বেশি সুবিধা দিয়ে থাকেন। এয়ারটেল ৫ টাকায় কত মিনিট তা অনেকেই জানেন না। 

এয়ারটেলের সবচাইতে সেরা অফার গুলোর মধ্যে একটি হলো ৫ টাকায় ১২ মিনিট মেয়াদ ১২ ঘন্টা। অফারটি এক্টিভ করার জন্য ডায়াল করুন *১২১*০৬#, আপনার মিনিট চেক করার জন্য ডায়াল করুন *৭৭৮*০#। আপনি এই কোড ডায়াল করার মাধ্যমে এয়ারটেল সিমে থাকা প্রত্যেকটি মিনিট অফার দেখতে পারবেন।

এয়ারটেল মিনিট কেনার নিয়ম

এয়ারটেল মিনিট কেনার নিয়ম সম্পর্কে অনেকে জিজ্ঞাসা করেন। এয়ারটেলের নতুন গ্রাহকেরা এয়ারটেল সুবিধা উপভোগ করতে গিয়ে প্রথম অবস্থায় কিভাবে মিনিট কিনতে হয়, কিভাবে মিনিট চেক করতে হয় সে সম্পর্কে জানেন না। অনেকেই এয়ারটেলের সবচাইতে সেরা অফার এয়ারটেল ৫ টাকায় কত মিনিট কেনা যায় সে সম্পর্কেও জিজ্ঞেস করেন। 

এয়ারটেল মিনিট কেনার নিয়ম অত্যন্ত সহজ। আপনি খুব সহজে মুহুর্তের মধ্যেই এয়ারটেল মিনিট কিনতে পারবেন। প্রথমত এয়ারটেল অপারেটর থেকে আপনাকে বিভিন্ন অফার মেসেজ এর মাধ্যমে দেওয়া হয়। আপনি আপনার মেসেজগুলো চেক করুন এরপর পছন্দ অনুযায়ী মিনিট অফার ক্রয় করুন। আপনাকে দেওয়া মিনিট অফার গুলো যদি পছন্দ না হয় সে ক্ষেত্রে আপনি অন্যান্য প্যাকেজ গুলো কিনতে পারেন। 

এয়ারটেল মিনিট কেনার জন্য আপনি যে প্যাকেজটি কিনতে চাচ্ছেন ওই প্যাকেজের মূল্য আপনার একাউন্টে ব্যালেন্স থাকতে হবে। এরপর ওই প্যাকেজে দেওয়া এক্টিভেশন কোড ডায়াল করে আপনি ওই অফারটি একটিভ করতে পারবেন। আশা করি এয়ারটেল মিনিট কেনার নিয়ম সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন।

এয়ারটেল মিনিট অফার কোড

এয়ারটেলের মিনিট অফারের অনেক প্যাকেজ রয়েছে। বিভিন্ন অফারের প্যাকেজ অনুযায়ী অ্যাক্টিভেশন কোড দেওয়া থাকে। আপনি সেই প্যাকেজের অ্যাক্টিভেশন কোড গুলো ডায়াল করে এয়ারটেল মিনিট কিনতে পারেন। এয়ারটেল মিনিট অফার কোড ডায়াল করে খুব সহজে আপনি এয়ারটেলের যেকোনো প্যাকেজ ক্রয় করতে পারবেন। 

এয়ারটেল মিনিট ক্রয় করা অন্যান্য অপারেটর গুলোর মতই একদম সহজ। আপনি চাইলে এয়ারটেল অপারেটর থেকে পাঠানো বার্তাতে দেওয়া অফারের এক্টিভেশন কোড ডায়াল করে এয়ারটেল মিনিট কিনতে পারেন। সেগুলো অফার এর চাইতে যদি আপনার বড় অফার বা ছোট অফারের প্রয়োজন হয় সে ক্ষেত্রে নিচে দেওয়া অফার গুলোর মধ্যে দেখে অ্যাক্টিভেশন করতে পারেনঃ
  • ২৪ মিনিট ১৪ টাকা মেয়াদ ১৬ ঘণ্টা একটিভ কোড *১২১*০১৪#
  • ৫০ মিনিট+ ১.৫ জিবি + ৫০ এসএমএস ৯৮ টাকা মেয়াদ ৭ দিন এক্টিভেশন কোড *১২১*০৯৮#
  • ৩৮ মিনিট ২৩ টাকা মেয়াদ ২ দিন অ্যাক্টিভ কোড *১২৩*২৩#
  • ৪৬ মিনিট ২৮ টাকা মেয়াদ ৩ দিন এক্টিভেশন কোড *১২১*২৮#
  • ২০৫ মিনিট ১১৮ টাকা মেয়াদ ১০ দিন এক্টিভেশন কোড *১২১*০১১৮#
  • ৪০০ মিনিট +২জিবি + ৫০ এসএমএস ২৯৯ টাকা মেয়াদ ৩০ দিন অ্যাক্টিভেশন কোড *১২১*২৯৯০#

এয়ারটেল কত টাকায় কত মিনিট

এয়ারটেলের বিভিন্ন অফার রয়েছে। এয়ারটেলের গ্রাহক অনুযায়ী গ্রাহকের নির্দিষ্ট কিছু ব্যক্তিগত অফার থাকে। তবে ব্যক্তিগত অফার ব্যতীত আপনি যদি অন্য কোন অফার কিনতে চান সে ক্ষেত্রে বিভিন্ন অফার কিনতে পারেন। এয়ারটেল এ রয়েছে সাশ্রয়ী মূল্যে কথা বলার সুযোগ। অল্প টাকায় মিনিট কিনে যেকোনো অপারেটরে কথা বলা যায়। 
এয়ারটেল ৫ টাকায় কত মিনিট - এয়ারটেল মিনিট কেনার নিয়ম
মিনিটের মেয়াদও পাওয়া যায় সবচাইতে বেশি যা অন্যান্য অপারেটর গুলোতে নেই। তাই আপনি যদি এয়ারটেলের মিনিট কিনতে চান সে ক্ষেত্রে কিনতে পারেন। এয়ারটেলের সবচাইতে সেরা অফার সম্পর্কে অনেকে জিজ্ঞাসা করেন। এয়ারটেল ৫ টাকায় কত মিনিট সম্পর্কে। এয়ারটেলের সবচাইতে সেরা অফার গুলো নিচে তালিকা হিসেবে দেওয়া হলঃ
  • ১২ মিনিট ৮ টাকা মেয়াদ ১ এক্টিভেশন কোড *১২১*০৮#
  • ২৮ মিনিট ১৮ টাকা মেয়াদ ২ দিন অ্যাক্টিভেশন কোড *১২১*১৮#
  • ৪৬ মিনিট ২৮ টাকা মেয়াদ ২ দিন এক্টিভেশন কোড *১২১*২৮#
  • ৮৫ মিনিট ৫৩ টাকা মেয়াদ ৭ দিন এক্টিভেশন কোড *১২১*৫৩#
  • ১৩০ মিনিট ৭৮ টাকা মেয়াদ ৭ দিন এক্টিভেশন কোড *১২১*৭৮#
  • ১৫৫ মিনিট ৯৭ টাকা মেয়াদ ৭ দিন এক্টিভেশন কোড *১২১*৯৭#
  • ২০০ মিনিট ১৫৭ টাকা মেয়াদ ৩০ দিন এক্টিভেশন কোড *১২১*১৫৭#
  • ৩৪০ মিনিট ২০৭ টাকা মেয়াদ ৩০ দিন অ্যাক্টিভেশন কোড *১২১*২০৭#
  • ৬৭৫ মিনিট ৪০৭ টাকা মেয়াদ ৩০ দিন অ্যাক্টিভেশন কোড *১২১*৪০৭#
  • ৮০০ মিনিট ৪৮৮ ঢাকা মেয়াদ ৩০ দিন এক্টিভেশন কোড রিচার্জ এর মাধ্যমে।
  • ২৪ মিনিট ১৪ টাকা মেয়াদ ১৬ ঘণ্টা একটিভ কোড *১২১*০১৪#
  • ৫০ মিনিট+ ১.৫ জিবি + ৫০ এসএমএস ৯৮ টাকা মেয়াদ ৭ দিন এক্টিভেশন কোড *১২১*০৯৮#
  • ৩৮ মিনিট ২৩ টাকা মেয়াদ ২ দিন অ্যাক্টিভ কোড *১২৩*২৩#
  • ৪৬ মিনিট ২৮ টাকা মেয়াদ ৩ দিন এক্টিভেশন কোড *১২১*২৮#
  • ২০৫ মিনিট ১১৮ টাকা মেয়াদ ১০ দিন এক্টিভেশন কোড *১২১*০১১৮#
  • ৪০০ মিনিট +২জিবি + ৫০ এসএমএস ২৯৯ টাকা মেয়াদ ৩০ দিন অ্যাক্টিভেশন কোড *১২১*২৯৯০#

এয়ারটেল ২ টাকায় ৫০ মিনিট

এয়ারটেল অনেক গ্রাহকরা জিজ্ঞাসা করেন ২ টাকায় ৫০ মিনিট সম্পর্কে। এ তথ্যটি সম্পূর্ণ ভুল। এয়ারটেল কখনোই ২ টাকায় ৫০ মিনিট অফার দেয়নি। হয়তো এয়ারটেল নির্দিষ্ট কিছু গ্রাহককে অফার হিসেবে ফ্রিতে ৫০ মিনিট দিতে পারেন। সেটা একান্তই নতুন সিম হিসেবে এয়ারটেল অপারেটরের ব্যাপার। আপনি এয়ারটেলে ৫০ মিনিট + ১.৫ জিবি + ৫০ এসএমএস ৯৮ টাকায় কিনতে পারবেন মেয়াদ ৭ দিন, অফারটি কিনতে চাইলে ডায়াল করুন *১২১*০৯৮#

এয়ারটেল মিনিট চেক কোড ২০২৪

আপনি এয়ারটেলের প্রত্যেকটি মিনিট চেক করার জন্য আপনার ফোনে ডায়াল অপশন থেকে *১২১# ডায়াল করুন এরপর মিনিট অপশন থেকে ব্যালেন্স চেক করতে পারবেন। অথবা এয়ারটেল এর প্রত্যেকটি মিনিটের ব্যালেন্স চেক করার জন্য USSD কোড এর মাধ্যমে করে চেক করতে পারবেন। এয়ারটেল মিনিট চেক কোড ২০২৪ সালে *৭৭৮# ডায়াল করে আপনার এয়ারটেল অপারেটরে থাকা মিনিট চেক করতে পারবেন।

এয়ারটেল ১ জিবি কত টাকা

এয়ারটেলের অনেক গুলোই ১ জিবি এমবি অফার রয়েছে। ১জিবি অফার গুলো সাধারণত মেয়াদ এর উপর নির্ধারণ করে দাম নির্ধারিত হয়। নিচে এয়ারটেলের ১ জিবি প্রত্যেকটি অফারের দাম নিচে দেওয়া হলঃ
১ জিবি ২২ টাকা মেয়াদ ৩ দিন এক্টিভেশন কোড *১২৩*০২২#
১ জিবি ২৯ টাকা মেয়াদ ৩ দিন এক্টিভেশন কোড *১২৩*০২৫#
১ জিবি ৩৮ টাকা মেয়াদ ৪ দিন অ্যাক্টিভেশন কোড *১২৩*০৩৮#
১ জিবি ৪২ টাকা মেয়াদ ৭ দিন শুধুমাত্র এয়ারটেল অ্যাপে
১ জিবি+১০০মিনিট ১৪৮ টাকা মেয়াদ ৩০ দিন এক্টিভেশন কোড *১২৩*১৪৮#

এয়ারটেল এর মিনিট কিভাবে দেখবেন

এয়ারটেল এর মিনিট চেক করার জন্য আপনি যে অফারটি ক্রয় করবেন ওই অফারটিতে এসএমএস এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেয়া হবে। আপনি ফেরত এসএম এসের দেওয়া কোড ডায়াল করে এয়ারটেল এর মিনিট চেক করতে পারবেন। তাছাড়া এয়ারটেল এর মিনিট চেক করার জন্য *৭৭৮# ডায়াল করে এয়ারটেল এর মিনিট চেক করতে পারেন।

লেখক এর মন্তব্য

এয়ারটেল ৫ টাকায় কত মিনিট, এয়ারটেল মিনিট কেনার নিয়ম সম্পর্কে পুরো আর্টিকেলটিতে বিস্তারিত আলোচনা করেছি। সবচাইতে সেরা অপারেটর গুলোর মধ্যে এয়ারটেল অপারেটর একটি। এই অপারেটরে কম খরচে সবচাইতে সেরা অফার গুলো কেনা যায়। যা অন্য কোন অপারেটরে কেনা সম্ভব হয় না। আজকের আর্টিকেলটিতে এয়ারটেল সিমের সকল অফার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। 

এর বাইরেও যদি আপনাদের কোন প্রশ্ন থাকে সে ক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পিতা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। অন্যান্য ইনফরমেশন সম্পর্কিত আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরি গুলো ঘুরে আসুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪