টাইগার মুরগির ঔষধের তালিকা - টাইগার মুরগির ভ্যাকসিন তালিকা
আপনি কি টাইগার মুরগির ঔষধের তালিকা ও টাইগার মুরগির ভ্যাকসিন তালিকা, সম্পর্কে
জানতে চাচ্ছেন তাহলে আপনি একদম ঠিক জায়গায় চলে এসেছেন, কারণ এই আর্টিকেলের
মাধ্যমে আমরা টাইগার মুরগির ঔষধের তালিকা ও টাইগার মুরগির ভ্যাকসিন তালিকা
নিয়ে আলোচনা কারণ। এখন অনেকে টাইগার মুরগির পালন করে থাকে,
কিন্তু তারা জানে না যে টাইগার মুরগিকে কতদিন পর পর ভ্যাকসিন ও কি পরিমান ঔষুধ
দিতে হয়। তাই এই আর্টিকেলের মাধ্যমে আজকে আমরা টাইগার মুরগির ঔষুধের তালিকা ও
টাইগার মুরগির ভ্যাকসিন তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি চলুন জেনে নেওয়া
যাক !!
সূচিপত্র ঃটাইগার মুরগির ঔষধের তালিকা - টাইগার মুরগির ভ্যাকসিন তালিকা
ভূমিকা
টাইগার মুরগি একটি ভালো জাতের মুরগি, আমরা অনেকে কম বেশি খামারে পালন করে থাকি
আর এর জন্য আমাদের টাইগার মুরগির ঔষুধ ও ভ্যাকসিন এর প্রয়োজন হয়। বিশেষ করে
খামারী মুরগির ক্ষেত্রে কারণ টাইগার মুরগি রোগ বালাই অনেক কম থাকার পরেও খামারে
পালন করার ফলে, এর কিছু রোগ বালাই হতে পারে, এর জন্য টাইগার মুরগির আগে থেকে
ঔষধ এবং ভ্যাকসিন দিতে হয়। আর এই ঔষধ ও ভ্যাকসিন দেওয়ার নিয়ম অনেকে জানে না,
তাই আজকে আমরা টাইগার মুরগির ঔষধের তালিকা ও ভ্যাকসিন এর তালিকা জানবো
টাইগার মুরগির ঔষধের তালিকা
আপনারা যারা টাইগার মুরগি লালন পালন করেন, তাদের একটি বড় সমস্যা হলো টাইগার
মুরগি মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ে, এর জন্য টাইগার মুরগির ঔষুধের প্রয়োজন
পড়ে, কিন্তু অনেকে টাইগার মুরগির ঔষুধের তালিকা জানেন না। এর জন্য অনেক সময়
সমস্যার সম্মুখীন হতে হয়, তাই আজকে আমরা জানবো টাইগার মুরগির ঔষধের তালিকা
সম্পর্কে!!
বয়স ঔষধেন নাম
ঔষধের
পরিমান
১ দিন - লাইসোভিট-এমক্সসিলিন -১লিটার পানিতে ১গ্রাম ঔষধ
খাওয়াতে হবে দিনে ৩ বার
২-৪ দিন- কসমিক্স প্লাস-১লিটার পানিতে ১গ্রাম ঔষধ খাওয়াতে হবে
দিনে ৩ বার
৭-১০ দিন- ওরাবিট ১ গ্রাম-৩ লিটার পানির সাথে মিশিয়ে দিতে হবে
১৫-১৮ দিন- হেপটোভেট- রেনাসল এডি -ই-১লিটার পানিতে ১গ্রাম ঔষধ
খাওয়াতে হবে দিনে ৩ বার
২০-২৪ দিন- এস্প্রোলিয়াম সিপ্রো-১লিটার পানিতে ১গ্রাম ঔষধ
খাওয়াতে হবে দিনে ৩ বার
২৬-২৮দিন- গ্লুকোলাইট-ভিটালামিনো ফ্রোট ভেট-১লিটার পানিতে ১গ্রাম ঔষধ
খাওয়াতে হবে দিনে ৩ বার
৩০-৩৫দিন- কৃমিনাষক ঔষধ -১লিটার পানিতে ১গ্রাম ঔষধ খাওয়াতে হবে দিনে
৩ বার
৪০-৫০ দিন- প্রোবায়োটিক+ভিটামিন+লিভারটনিক-১লিটার পানিতে ১গ্রাম ঔষধ
খাওয়াতে হবে দিনে ৩ বার
এই ছিল টাইগার মুরগির ঔষধের তালিকা, তবে যদি টাইগার মুরগির অসুস্থতার
পরিমাণ বেশি হয় তবে নিকটতম প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করে ডাক্তারের
পরামর্শ অনুযায়ী ঔষুধ খাওয়াতে, হবে এটা ছিল সাধারণ একটি ঔষুধের
তালিকা, যায় ১০০% কার্যকরিতা নাও হতে পারে। এর জন্য আপনার মুরগি যদি
অসুস্থতার পরিমাণ বেশি হয় তবে নিকটতম প্রাণিসম্পদ ডাক্তারের
পরামর্শ নিতে হবে।
টাইগার মুরগির ভ্যাকসিন তালিকা
আমরা অনেকে টাইগার পালন করি কিন্তু টাইগার মুরগির ভ্যাকসিন তালিকা জানি
না, এর জন্য আমাদের আজকের এই পোস্টে কারণ এখানে আমরা আজকে টাইগার মুরগির
ভ্যাকসিন তালিকা সম্পর্কে জানব, তো চলুন জেনে নেওয়া যাক টাইগার মুরগির
ভ্যাকসিন তালিকা সম্পর্কে!!
১। ১ থেকে তিন দিনের মধ্যে রানীক্ষেত্র রোগের আইবিডি টিকা দিতে
হবে চোখে এক ফোটা করে ।
২। ৭ থেকে ৯ দিনের মধ্যে গামবোরো আইবিডি সরাসরি মুখে খাওয়াতে
হবে।
৩। ১৫ থেকে ১৭ দিনের মধ্যে আই বি ডি মুখে খাওয়াতে হবে।
৪। ১৮ থেকে ২০ দিনের মধ্যে রানীক্ষেত্র ল্যাসোটা চোখে দিতে
হবে।
৫। ২৪ থেকে ২৮ দিনের মধ্যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা চামড়ার নিচে ইনজেকশন
করে দিতে হবে।
৬। ৩০ থেকে ৩৫ দিনের মধ্যে ফাউল পক্স ডি এনএ লাইভ ডানাই সুই ফোটাতে
হবে।
৭। ৪০ থেকে ৪২ দিনের মধ্যে রানীক্ষেত্র এনডি ঘাড়ের চামড়ার নিচে ইনজেকশন
দিতে হবে।
৮। ৫৫ থেকে ৫৬ দিনের মধ্যে ফাউল কলেরা রোগের টিকা দিতে হবে।
৯। ৬৩ থেকে ৬৫ দিনের মধ্যে করাইযা সালামলেনা রোগের টিকা দিতে হবে।
১০। ৭৫ থেকে ৭৬ দিনের মধ্যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জারোগের টিকা দিতে হবে।
১১। ১০০ থেকে ১০৫ দিনের মধ্যে রানীক্ষেত্র জি এম আইভি রোগের টিকা দিতে হবে।
এই ছিল টাইগার মুরগির ভ্যাকসিন দেওয়ার তালিকা তবে, এই তালিকা ১০০% ঠিক নয়
আপনি আপনার নিকটতম প্রাণিসম্পদ অফিসে গিয়ে যোগাযোগ করে তারপর
ভ্যাকসিন গ্রহণ করায় উত্তম হবে এটা সবেমাত্র একটি ধারণা।
টাইগার মুরগির ভিটামিনের তালিকা
আপনারা অনেকে টাইগার মুরগি পালন করেন এবং সঠিক মাপের ওজন বৃদ্ধির জন্য
বিভিন্ন ধরনের ভিটামিন দিয়ে থাকেন, কিন্তু কখন কি ভিটামিন দিতে হবে তা,
অনেকেরই অজানা তাই আমরা এখন জানবো টাইগার মুরগির ভিটামিনের তালিকা
সম্পর্কে।
১। এডি ৩ই সপ্তাহের দুইদিন সকালে পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে ২
লিটার পানিতে এক মিলিগ্রাম পরিমাণ দিতে হবে।
২। লিভার টনিক সপ্তাহে একদিন সকালে ৩ লিটার পানিতে ১ মিলিগ্রাম ওষুধ দিয়ে
খাওয়াতে হবে।
৩। ই সেল সপ্তাহে দুইদিন ২ লিটার পানিতে এক মিলিগ্রাম ওষুধ দিয়ে খাওয়াতে
হবে।
৪। জিংক সপ্তাহে একদিন এক লিটার পানিতে এক মিলিগ্রাম ওষুধ দিয়ে খাওয়াতে
হবে।
৫। ক্যালসিয়াম সপ্তাহে একদিন এক লিটার পানিতে এক মিলিগ্রাম ওষুধ দিয়ে
খাওয়াতে হবে।
এই ছিল টাইগার মুরগির ভিটামিনের ওষুধের তালিকা আপনারা এই নিয়মমাফিক
মুরগিকে ভিটামিন খাওয়াতে পারেন এতে আপনার মুরগি সুস্থতা এবং দ্রত বড় হবে
এবং ওজন বৃদ্ধি পাবে।
টাইগার মুরগি কেন পালন করবেন
টাইগার মুরগি পালন করা অত্যন্ত লাভজনক এবং খুবই সহজ এর জন্য বেশিরভাগ
মানুষই টাইগার মুরগি পালন করে, কারণ টাইগার মুরগির রোগবালাই অনেকটা কম হয়।
এবং টাইগার মুরগি কম খরচে কম জায়গাতে অধিক পরিমাণ পালন করা যায়। যা অন্য
মুরগি সহজে পালন করা যায় না, এর জন্য টাইগার মুরগি সকলের পালন করতে চায়,
তাছাড়া টাইগার মুরগি পালন করে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকে ।
লেখকের মন্তব্যঃটাইগার মুরগির ঔষধের তালিকা - টাইগার মুরগির ভ্যাকসিন তালিকা
এতক্ষণে আমরা টাইগার মুরগির ঔষধের তালিকা ও টাইগার মুরগির ভ্যাকসিন তালিকা নিয়ে আলোচনা করলাম তো আপনারা
যারা টাইগার মুরগির ঔষধের তালিকা ও টাইগার মুরগির ভ্যাকসিন নিয়ে জানতে চাচ্ছেন তারা আমাদের এই
আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন, আশা করি জানতে পারবেন। এই আর্টিকেলটি যদি
আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরো কিছু জানার
থাকলে তা কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ !!
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url