আর এফ এল গ্যাসের চুলার দাম - আরএফএল ডাবল গ্যাসের চুলার দাম
আমাদের বাংলাদেশের মধ্যে সবচাইতে জনপ্রিয় ব্র্যান্ড গুলোর মধ্যে আরএফএল একটি। আর এই আর এফ এল এর সবচাইতে দীর্ঘস্থায়ী ও টেকসই পণ্য হল আর এফ এল এর গ্যাসের চুলা। অনেকে আর এফ এল গ্যাসের চুলার দাম সম্পর্কে জিজ্ঞাসা করেন। অন্যান্য ব্র্যান্ডের তুলনায় আরএফএল ব্র্যান্ডের গ্যাসের চুলা অত্যন্ত সুন্দর ডিজাইন ও টেকসই। দীর্ঘদিন ব্যবহার করা যায়। গুণগতমান অনেক ভালো। আজকের আর্টিকেলটিতে আর এফ এল ব্র্যান্ডের সবচাইতে সেরা চুলার দাম, আরএফএল ডাবল গ্যাসের চুলার দাম কত ও আরএফএল ব্র্যান্ডের প্রত্যেকটি চুলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন।
আর এফ এল ব্র্যান্ড সবচাইতে সেরা। গুণে ওমানের দিক থেকে সবচাইতে এগিয়ে এই ব্র্যান্ডের প্রত্যেকটি পন্য। তাই অনেকেই আরএফএল কোম্পানির গ্যাসের চুলার দাম সম্পর্কে জানতে চান। আজকের আর্টিকেলটিতে আর এফ এল গ্যাসের চুলার দাম, আরএফএল ডাবল গ্যাসের চুলার দাম কত, গ্যাসের এক চুলার দাম, সবচেয়ে ভালো গ্যাসের চুলা কোনটি, গ্যাসের চুলা সম্পর্কে প্রত্যেকটি বিষয়ে বিস্তারিত জানতে হলে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
পোস্ট সূচীপত্রঃ আর এফ এল গ্যাসের চুলার দাম - আরএফএল ডাবল গ্যাসের চুলার দাম
আর এফ এল গ্যাসের চুলার দাম
আর এফ এল এর বিভিন্ন ধরনের গ্যাসের চুলা রয়েছে, সাধারণত আরএফএল গ্যাসের চুলার দাম নির্ধারিত হয় এর ডিজাইন, সাইজ, চুলার সংখ্যা কত বার্নারের এর ওপর। বিভিন্ন ধরনের, বিভিন্ন ডিজাইনের, আর এফ এল গ্যাসের চুলার দাম বিভিন্ন রকম। আরএফএল ব্র্যান্ডের গ্যাসের চুলা গুণে ও মানে অত্যন্ত উন্নত। এছাড়া এর সাথে রয়েছে বেশ কয়েক বছরের ওয়ারেন্টি। তাই প্রত্যেকটি ব্যক্তির ওই আর এফ এল গ্যাসের চুলা পছন্দের। নিচে বিভিন্ন সাইজ ও বিভিন্ন বার্নারের আর এফ এল গ্যাসের চুলার দাম দামের একটি তালিকা দেওয়া হলোঃ
নন অটো সিঙ্গেল বার্নার স্টোভ
দাম : ১১৫০ টাকা।
আরএফএল ডাবল এস.এস. অটো গ্যাস স্টোভ ২-০৪ এস আর বি
মডেল: 7364840912
দাম: ৳4,850
সিং এস,এস গ্যাস স্টোভ কুইন এলপিজি
দাম: ২১২৫ টাকা
সিঙ্গেল গ্লাস এলপিজি গ্যাস স্টোভ প্রিন্সেস
দাম: ২৬২৫ টাকা
আরএফএল সিঙ্গেল গ্লাস গ্যাস স্টোভ রোজ এলপিজি
দাম: ২৮০০ টাকা
আরএফএল সিঙ্গেল গ্লাস অটো এলপিজি গ্যাস স্টোভ জোসে
দামঃ ৩০০০ টাকা
৪ বার্নার গ্যাস স্টোভ ভাইওলা হোয়াইট দাম ৯০০০ টাকা
আরএফএল বিল্টিন হাব ডাবল গ্যাস স্টোভ দাম ৮২০০ টাকা
প্রিয় পাঠক উপরে আর এফ এল এর বিভিন্ন মডেল বিভিন্ন ডিজাইন, সিঙ্গেল ও ডবল আর এফ এল গ্যাসের চুলার দাম সম্পর্কে আপনাদের জানিয়েছি। আপনি বিভিন্ন শোরুমে গিয়ে অথবা অনলাইনের মাধ্যমে আর এফ এল গ্যাসের চুলা সংগ্রহ করতে পারেন। প্রিয় পাঠক আশা করি আর এফ এল গ্যাসের চুলার দাম সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন।
আরএফএল ডাবল গ্যাসের চুলার দাম কত
আরএফএল ডাবল গ্যাসের চুলার দাম কত তা অনেকে জিজ্ঞাসা করেন, আরএফএল এর বিভিন্ন ধরনের ডাবল গ্যাসের চুলা রয়েছে। ডিজাইন গ্লাস ও নন গ্লাসের উপর ভিত্তি করে ডাবল গ্যাসের চুলার দাম কম বেশি হয়। নিচে বিভিন্ন ধরনের আরএফএল ডাবল গ্যাসের চুলার দাম কত তা দেওয়া হলঃ
ডাবল গ্লাস অটো গ্যাস স্টোভ ২৭জি আর এলপিজি ৮২০০ টাকা
ডাবল গ্লাস গ্যাস স্টোভ ২৭ জি আর NG ৮২৫০ টাকা
ডাবল গ্লাস অটো গ্যাস স্টোভ ২৬ জি আর এলপিজি ৮০০০ টাকা
ডাবল গ্লাস এলপিজি গ্যাস স্টোভ এলিগান ৫৮০০ টাকা
ডাবল গ্লাস এলপিজি গ্যাস স্টোভ ব্লুবেল ৫৮০০ টাকা
ডাবল গ্লাস এলপিজি গ্যাস স্টোভ অলিভিয়া ৫৬০০ টাকা
প্রিয় পাঠক উপরে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটির, ডবল গ্যাস স্টোভ আরএফএল এলপিজি গ্যাসের চুলার দাম সম্পর্কে জানিয়েছি। আপনি এই মডেল গুলোর মধ্যে যেকোনো মডেল পছন্দ করে বিভিন্ন দোকান থেকে সংগ্রহ করতে পারবেন। আপনি আর এফ এল ডাবল গ্যাস স্টোভ ৫০০০- ১২০০০ এর মধ্যে নরমাল এবং সবচাইতে সেরা চুলা সংগ্রহ করতে পারবেন। আশা করি আরএফএল ডাবল গ্যাসের চুলার দাম কত সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন।
আরএফএল গ্যাসের চুলার দাম ও ছবি
আরএফএল গ্যাসের চুলার দাম ও ছবি অনেকে খোঁজ করেন। আর এফ এল এর বিভিন্ন মডেলের গ্লাস ও নন গ্লাস গ্যাসের চুলার দাম বিভিন্ন রকম। আপনি আর এফ এল এর সর্বনিম্ন ১৫০০- ১২০০০ এরমধ্যে বিভিন্ন ধরনের গ্যাসের চুলা পেয়ে যাবেন। উপরে বিভিন্ন মডেলের গ্লাস ও নন গ্লাস এক বার্নার ও দুই বার্নার গ্যাসের চুলার দাম দিয়েছি।
আপনি এই চুলা গুলোর মধ্যে থেকে আপনার পছন্দ অনুযায়ী যেকোনো চুলা সংগ্রহ করতে পারেন। অনেকে আরএফএল এর বিভিন্ন চুলা পছন্দ করার জন্য ও ডিজাইন সম্পর্কে ধারণা নেওয়ার জন্য ছবি খোঁজ করেন। তাদের উদ্দেশ্যে নিচে আরএফএল গ্যাসের চুলার দাম ও ছবি নিচে দেওয়া হলঃ
আর এফ এল গ্যাসের চুলার দাম সিঙ্গেল
অন্যান্য ব্র্যান্ডের গ্যাসের চুলার চাইতে আর এফ এল গ্যাসের চুলা অত্যন্ত উন্নত মানের। অন্যান্য ব্র্যান্ডের চাইতে আরএফএল ব্রান্ডের গ্যাসের চুলা অত্যন্ত টেকসই মজবুদ। আরএফএল ব্র্যান্ডের গ্যাসের চুলা দীর্ঘদিন ব্যবহার করা যায়। গ্যাসের চুলা ব্যবহারকারী মহিলাদের প্রত্যেকেরই পছন্দের তালিকায় রয়েছে আরএফএল গ্যাসের চুলা। আর এফ এল গ্যাসের চুলা গুলো এমন ডিজাইন করা হয়েছে ও গ্লাস সিস্টেমগুলো এতটা আকর্ষণীয় যে যেকোনো কাস্টমারের সহজে দৃষ্টি আকর্ষণ করে। বিভিন্ন মডেলের আরএফএল সিঙ্গেল গ্যাসের চুলার দাম নিচে দেওয়া হলঃ
টপার সিঙ্গেল এস এস অটো এলপিজি দাম ১৫০০ টাকা
আরএফএল 1-04-SRB LPG গ্যাসের চুলা দাম ২৪০০ টাকা
আকর্ষণীয় মডেলের আরএফএল এর ব্লুবেল ২৩০০ টাকা
তবে বিভিন্ন মডেলের বিভিন্ন ডিজাইনের আরএফএল সিঙ্গেল চুলার দাম এক এক রকম। বিভিন্ন অফারে এই দাম গুলো কমবেশি হয়। আপনি যদি অফার এর সময় আরএফএল গ্যাসের চুলা ক্রয় করেন সেক্ষেত্রে দাম একটু কম পাবেন। অথবা অন্য সময় ক্রয় করলে দাম একটু বেশি পড়তে পারে। সময় ও স্থানভেদে আরএফএল গ্যাসের চুলার দাম কম বেশি হয়। তাই সঠিক দাম জানার জন্য নির্দিষ্ট কোন গ্যাসের চুলা বিক্রেতার সঙ্গে যোগাযোগ করুন।
গ্যাসের ১ চুলার দাম কত
গ্যাসের এক চুলার দাম বিভিন্ন রকম। আপনি বাজারে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের গ্যাসের চুলা পাবেন। ব্র্যান্ড অনুযায়ী, ডিজাইন অনুযায়ী, গ্লাস ও নন গ্লাস গ্যাসের এক চুলার দাম কম বেশি হয়। সবচাইতে ভালো মানের গ্যাসের চুলার দাম একটু বেশি। বাজারে কমবেশি প্রত্যেকটি ব্র্যান্ডের গ্যাসের এক চুলা রয়েছে। ব্র্যান্ড অনুযায়ী গ্যাসের এক চুলার দাম বিভিন্ন রকম।
তবে আপনি বাজারে গ্যাসের এক চুলা ১৫০০- ৪০০০ এরমধ্যে যেকোনো দোকানে কিনতে পারবেন। সবচাইতে নরমাল ব্র্যান্ডের গ্যাসের এক চুলার দাম ১৫০০ টাকা থেকে শুরু। সবচাইতে ভালো গ্যাসের এক চুলার দাম ২০০০ উপরে। আপনি বিভিন্ন দোকান গুলোতে গিয়ে পছন্দ অনুযায়ী গ্যাসের এক চুলা কিনতে পারেন।
সবচেয়ে ভালো গ্যাসের চুলা কোনটি
নির্ধারিত ভাবে কখনোই বলা যায় না ফোন চুলাটি সবচেয়ে ভালো। কমবেশি প্রত্যেকটি ব্র্যান্ডের ওই চুলা ভালো। বিভিন্ন ব্র্যান্ড রয়েছে সে ব্র্যান্ডগুলোর গুণ ওমান কিছু কম বেশি একই। দীর্ঘদিন ধরে তারা বাজার গুলোতে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে ব্যবসা করে আসছে। বাজারে প্রত্যেকটি কোম্পানির গ্লাস নন গ্লাস ১,২,৩, বার্নার এর গ্যাসের চুলা পাবেন।
বিশেষ করে গ্যাসের চুলা গুলোর ওয়ারেন্টি ও কোম্পানির উপর গ্যাসের চুলা গুলোর দাম নির্ধারিত হয়। ভালো ব্র্যান্ডের গ্যাসের চুলা গুলো গুণে ও মানে সেরা দীর্ঘদিন ধরে সেই চুলাগুলো ব্যবহার করা যায়। নিচে সবচেয়ে ভালো গ্যাসের চুলা গুলোর কোম্পানির তালিকা দেওয়া হলঃ
- আরএফএল
- কিআম
- বেঙ্গল
- সিঙ্গার
- ওয়ালটন
- যমুনা
- শরিফ
উপরে দেওয়া এই ব্র্যান্ডগুলো সবচাইতে সেরা গ্যাসের চুলা উৎপাদনকারী কোম্পানি। এই কোম্পানিগুলোর বিভিন্ন ধরনের, বিভিন্ন মডেলের, গ্যাসের চুলা রয়েছে। আপনি এই কোম্পানি গুলোর মধ্যে থেকে আপনার পছন্দ অনুযায়ী যেকোনো কোম্পানির গ্যাসের চুলা কিনে ব্যবহার করতে পারেন। তবে কম দামে গ্যাসের চুলা কিনলে কেমন টেকসই হয় না। অবশ্যই গুণ ওমানের দিক থেকে ভালো ব্র্যান্ডগুলোর মধ্যে থেকে গ্যাসের চুলা কিনুন। আশা করি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন।
সিংগেল গ্যাসের চুলার দাম কত
অনেকেই সিঙ্গেল গ্যাসের চুলার দাম কত সে সম্পর্কে জিজ্ঞাসা করেন। বাজারে আপনি বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ডিজাইনের সিঙ্গেল গ্যাসের চুলা পেয়ে যাবেন। ব্র্যান্ড অনুযায়ী ভিন্ন ভিন্ন দামের সিঙ্গেল গ্যাসের চুলা রয়েছে। তাছাড়া ওয়ারেন্টির মেয়াদ কম বেশি হলে গ্যাসের চুলার দাম কম বেশি হয়। গ্লাস ও নন গ্লাস গ্যাসের চুলার মধ্যেও দামের কিছুটা পার্থক্য রয়েছে।
আপনি সর্বনিম্ন বাজেটে ১৫০০ থেকে শুরু করে সর্বোচ্চ ৪ হাজার টাকার মধ্যে সিঙ্গেল গ্যাসের চুলা কিনতে পারবেন। সাধারণত কোম্পানির উপর নির্ধারণ করে সিঙ্গেল গ্যাসের চুলার দাম।
দুই চুলা গ্যাসের দাম কত
গ্যাসের দুই চুলা অনেকে ব্যবহার করেন। আবার অনেকে ব্যবহার করবেন বলে খোঁজাখুঁজি করেন দুই চুলা গ্যাসের দাম কত সে সম্পর্কে। বর্তমানে রান্নার কাজে গ্যাসের চুলা গুলো অত্যন্ত আরামদায়ক। স্বল্প খরচে খুব সহজে গ্যাসের চুলায় রান্না করা যায়। দুই চুলা হলে তো কোন কথাই নেই। অল্প সময়ে গ্যাসের দুই চুলায় রান্না করা যায়। বিভিন্ন ব্র্যান্ডের গ্যাসের দুই চুলা রয়েছে।
ব্র্যান্ড অনুযায়ী গ্যাসের দুই চুলার দাম ভিন্ন ভিন্ন রকম। নরমাল ব্র্যান্ডের দুই চুলা গ্যাসের দাম ৪ হাজারের মধ্যে পেয়ে যাবেন। সর্বোচ্চ ভালো ব্র্যান্ডগুলোর দুই চুলা গ্যাসের দাম ১২ হাজার টাকা পর্যন্ত। কোম্পানির উপর ডিপেন্ড করে দুই চুলার গ্যাসের দাম নির্ধারিত হয়। আপনি যেমন কোম্পানি, ওয়ারেন্টির মেয়াদ, গ্লাস, নন গ্লাস গ্যাসের চুলা নিবেন তেমন খরচ হবে।
গ্যাসের চুলার মাপ কত
বিভিন্ন ব্র্যান্ডের গ্যাসের চুলা গুলো বিভিন্ন মাপের হয়। ভিন্ন ভিন্ন কোম্পানি ভিন্ন ভিন্ন মাপের গ্যাসের চুলা তৈরি করে ভিন্ন আকারে। তবে অধিকাংশ গ্যাসের চুলা ২০-৬০ ইঞ্চি হয়, ৫০-১৫০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। তবে কোম্পানিভেদে গ্যাসের চুলার সাইজ কম বেশি হতে পারে।
লেখকের মন্তব্য
প্রিয় পাঠক আজকের পুরো আর্টিকেলটিতে আর এফ এল গ্যাসের চুলার দাম ও আরএফএল ডাবল গ্যাসের চুলার দাম, গ্যাসের চুলা সম্পর্কে প্রত্যেকটি বিষয় বিস্তারিত আলোচনা করেছে। গ্যাসের চুলা সম্পর্কে এর বাইরেও যদি আপনাদের কোন প্রশ্ন থাকে সে ক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারেন। গ্যাসের চুলা যদি আপনি দীর্ঘদিন ব্যবহার করতে চান সে ক্ষেত্রে অবশ্যই ভালো ব্র্যান্ডের মানসম্মত গ্যাসের চুলা গুলো কিনুন।
নরমাল ব্র্যান্ডের অল্প দামের গ্যাসের চুলা কখনোই টেকশয় হয় না। আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন। নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url