দাউদের ক্রিম এর নাম ও দাম, সবচেয়ে ভালো মলম, ক্যাপসুল, এন্টিবায়োটিক

দাউদ এমন একটি ছোঁয়াচে রোগ যা একবার হলে হওয়ার নামই নেয় না। দাউদ হলে চিন্তিত না হয়ে চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়া যায়। দাউদের ক্রিম এর নাম ও দাম জেনে দাউদের চিকিৎসা করুন। দাউদের সবচেয়ে ভালো ঔষধ ট্যাবলেট, দাউদের ক্যাপসুল, দাউদ কেন হয় এর চিকিৎসা ও দাউদ নিরাময়ের উপায়, দাউদ সম্পর্কে প্রত্যেকটি বিষয় থাকছে আজকের আর্টিকেলটিতে।
দাউদের ক্রিম এর নাম ও দাম - দাউদের সবচেয়ে ভালো ঔষধ ট্যাবলেট
দাউদ ছোঁয়াচে রোগ, নোংরা স্যাতসেতে, অপরিষ্কার, অপরিচ্ছন্ন থাকার ফলে দাউদ নামের রোগ শরীরে বাসা বাঁধে। দাউদ এমন একটি রোগ যা অন্যান্য রোগের তুলনায় অত্যন্ত বিরক্তিকর। দাউদের ক্রিম ব্যবহার করে দ্রুত দাউদ থেকে সুস্থ হওয়া যায়। দাউদের ক্রিম এর নাম ও দাম, দাউদের সবচেয়ে ভালো ঔষধ ট্যাবলেট, দাউদের ক্যাপসুল যেগুলো খেলে ও ব্যবহার করলে দ্রুত দাউদের সমস্যা থেকে সুস্থ হতে পারবেন। আপনি যদি দাউদ রোগের রোগে হন সে ক্ষেত্রে সুস্থ হওয়ার জন্য পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ে ধারণা নিন।

পোস্ট সূচিপত্রঃ দাউদের ক্রিম এর নাম ও দাম - দাউদের সবচেয়ে ভালো ঔষধ ট্যাবলেট

দাউদ রোগ হবার কারণ

দাউদ রোগ হবার অনেক কারণ রয়েছে। দাউদ একটি ছত্রাক জনিত রোগ। সংক্রমনের কারণে ত্বকে দাউদের সৃষ্টি হয় চিকিৎসকের ভাষায় দাউদকে টিনিয়া বলা হয়। শরীর যে কোন অংশে প্রথমে ছোট লাল বর্ণ ধারণ করে এরপর এই বর্ণ আস্তে আস্তে গোল আকার ধারণ করে। এই গোলাকার অংশের মধ্যে ঘামাচির মত ফুসকুড়ি দেখা যায়। এই ফুসকুড়ি গুলোতে পানি, পুঁজ জমে থাকে। 
দাউদের ক্রিম এর নাম ও দাম - দাউদের সবচেয়ে ভালো ঔষধ ট্যাবলেট
এই ক্ষতস্থানগুলো প্রচুর পরিমাণে চুলকায়। দাউদ রোগ হবার কারণ হলো নোংরা ও স্যাঁতস্যাতে, অপরিষ্কার অবস্থার কারণে। শরীরের যে কোন অংশে নোংরা, স্যাঁতস্যাতে অপরিষ্কার হয়ে থাকলে দাউদ হয়। তাছাড়া আক্রান্ত রোগীর সংস্পর্শে এলে দাউদ হয়। অতিরিক্ত আঁটসাঁট কাপড় পরিধান করলে দাউদ হয়। অনেকদিন ধরে পরিষ্কার করা হয়নি এরকম কাপড়চোপড় ব্যবহার করলে, 
শরীর অতিরিক্ত পরিমাণ ঘামলে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে দাউদ হয়। দাউদ হলে চিন্তার কিছু নেই দাউদের ক্যাপসুল, দাউদের সবচেয়ে ভালো ঔষধ ট্যাবলেট সেবন করুন সুস্থ হবেন।

দাউদের সবচেয়ে ভালো ঔষধ

দাউদ থেকে সারা জীবনের মতো নিস্তার পেতে অনেকেই ওষুধ খেতে চান। কিন্তু কোন ওষুধ খাবেন। অনেকদিন হলো দাউদ হয়েছে কিন্তু ভালো হচ্ছে না অনেক চিকিৎসা করেছেন। দাউদের ক্যাপসুল সেবন করেছেন, দাউদের এন্টিবায়োটিক নিয়েছেন উপকার পাচ্ছেন না। দাউদের ক্রিম এর নাম ও দাম জেনে চিকিৎসা করুন। 

দাউদের চিকিৎসায় ক্রিম ও ঔষধ সেবন করলে দ্রুত সুস্থ হবেন। দাউদ হয় ছত্রাকের সংক্রমনে তাই এই ছত্রাক বিরোধী যে ঔষধ গুলো রয়েছে তা দাউদের চিকিৎসায় ব্যবহৃত হয়। নিচে দাউদের সবচেয়ে ভালো ঔষধ গুলোর তালিকা দেওয়া হলঃ
  • Clotrimazole
  • Miconazole
  • Sertaconazole
  • Nystatin
  • Griseofulvin
  • Terbinafine
  • Ketoconazole
  • Itraconazole
  • Fulconazole
উপরে দেওয়া প্রত্যেকটি ওষুধ দাউদের চিকিৎসায় ব্যবহৃত হয়। এই ওষুধগুলো ছত্রাক প্রতিরোধ করতে সাহায্য করে। চিকিৎসকেরা রোগীর লক্ষণ, বয়স, অনুযায়ী ওষুধগুলো সেবন ও ব্যবহার করার পরামর্শ দেন। তবে এই ওষুধ গুলোর মধ্যে থেকে দাউদের সবচেয়ে ভালো ঔষধ Terbinafine, এই ওষুধটি ব্যবহার করে আপনি দ্রুত দাউদ থেকে সুস্থ হতে পারবেন।

দাউদের ক্রিম এর নাম ও দাম

আপনি দাউদের ক্রিম ব্যবহার করে দ্রুত দাউদের সমস্যা থেকে সুস্থ হতে পারবেন। তবে দাও থেকে সুস্থ হওয়ার জন্য কোন ক্রিম ব্যবহার করবেন নিশ্চয় জানেন না। বাজারে দাউদের চিকিৎসার জন্য অনেক ক্রিম পাওয়া যায় কিন্তু প্রত্যেকটি ক্রিম ব্যবহার করে সুস্থ হতে পারবেন না। শুধু নির্দিষ্ট কিছু ওষুধ ও ক্রিম রয়েছে যেগুলো ব্যবহারে দ্রুত দাউদ থেকে আরোগ্য লাভ করা যায়। 

দাউদের ক্রিম এর নাম ও দাম জানলে আপনি যেকোন ফার্মেসী থেকে সংগ্রহ করে ব্যবহার করতে পারবেন। নিচে দাউদের ক্রিম এর নাম ও দাম দেওয়া হলঃ
  • Terbinafine Cream Unit Price: ৳ 40.00
  • Ketoconazole Cream Unit Price: ৳45.00
  • Econazole Cream Unit Price: ৳ 50.00
  • Sertaconazole Cream Unit Price: ৳ 160.00
  • Luliconazole Cream Unit Price: ৳ 180.00
  • Naftifine Cream Unit Price: ৳ 80.00.
  • Oxiconazole Cream Unit Price: ৳ 50.35
  • Tenafin Cream Unit Price: ৳ 50.00
  • Clotrimazole Cream Unit Price: ৳ 28.80
  • Miconazole Cream Unit Price: ৳ 60.00
উপরের প্রত্যেকটি ক্রিম দাউদের চিকিৎসায় ছত্রাক নাশক হিসেবে ব্যবহারিত হয়। আপনি চাইলে এই ক্রিমগুলোর মধ্যে থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোন ক্রিম ব্যবহার করতে পারবেন। তবে সবচাইতে ভালো ও দ্রুত সুস্থতা পাবেন Terbinafine Cream ক্রিম ব্যবহার করলে। প্রিয় পাঠক আশা করি দাউদের ক্রিম এর নাম ও দাম সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন।

দাউদের সবচেয়ে ভালো ঔষধ ট্যাবলেট

আপনি দাউদের সবচেয়ে ভালো ঔষধ ট্যাবলেট সেবন করে ছত্রাক নাশক দাউদের সমস্যা থেকে দ্রুত সুস্থ হবেন। বাংলাদেশের বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের ঔষধ রয়েছে। তবে সব ওষুধ সেবন করে ভালো ফলাফল পাওয়া যায় না। যে ওষুধগুলো সেবন করে বাংলাদেশর দাউদ আক্রান্ত রোগীরা সুস্থ হচ্ছেন সে ওষুধগুলো আপনি সেবন করুন। দাউদের সবচেয়ে ভালো ঔষধ ট্যাবলেট এর তালিকা নিচে দেওয়া হলঃ
  • Naftifine
  • Sertaconazole
  • Luliconazole
  • Miconazole
  • Clotrimazole
  • Griseofulvin
  • Ketoconazole
  • Itraconazole
  • Fluconazole
  • Terbinafine
উপরের প্রত্যেকটি ওষুধ দাউদের চিকিৎসায় ছত্রাক নাশক হিসেবে সেবন করার পরামর্শ দেওয়া হয়। আপনি এই ওষুধগুলো ফার্মেসি থেকে পরামর্শ নিয়ে অথবা সরাসরি চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করতে পারেন।

দাউদের ক্যাপসুল

বাজারে বিভিন্ন কোম্পানির দাউদের ক্যাপসুল পাওয়া যায়। আপনি দাউদের চিকিৎসায় ক্যাপসুল সেবন করে সুস্থ হতে পারবেন। আমাদের দেশে দাউদের বিভিন্ন কোম্পানির ভিন্ন ভিন্ন নামের ক্যাপসুল ও ক্রিম পাওয়া যায়। আপনি দাউদের ক্যাপসুল এর পাশাপাশি দাউদের ক্রিম এর নাম ও দাম জেনে চিকিৎসা করতে পারেন। নিচে সবচাইতে ভালো মানের দাউদের ক্যাপসুল এর নাম দেওয়া হলঃ
  • Miconazole Capsule
  • Clotrimazole Capsule
  • Griseofulvin Capsule
  • Ketoconazole Capsule
  • Itraconazole Capsule
আপনি উপরে দেওয়া এই ক্যাপসুলগুলো দাউদের চিকিৎসায় সেবন করতে পারেন। এগুলো ক্যাপসুল ও ট্যাবলেট দুটোই পাওয়া যায়। আপনি দাউদের চিকিৎসায় ফার্মেসি থেকে সংগ্রহ করে চিকিৎসকের পরামর্শে সেবন করতে পারেন।

দাউদের এন্টিবায়োটিক

দাউদ একটি ছত্রাক জনিত রোগ এ রোগে ক্রিম ও ঔষধ ব্যবহার করে দ্রুত সুস্থ হওয়া যায়। এন্টিবায়োটিকের তেমন প্রয়োজন হয় না। ছত্রাক জনিত সমস্যা যদি দূর না হয় সে ক্ষেত্রে চিকিৎসকেরা এন্টিবায়োটিক সেবন করার পরামর্শ দেন। দাউদের চিকিৎসায় ব্যবহৃত এন্টিবায়োটিক এর নাম নিচে দেওয়া হলঃ
  • এমোক্সিসিলিন
  • সেফাড্রক্সিল
  • এজিথ্রোমাইসিন
  • ক্লিন্ডামাইসিন
  • ডক্সিসাইক্লিন
  • সেফিক্সিম
  • লিভোফ্লক্সাসিন
  • সেফট্রিয়াক্সোন
  • অ্যাম্পি‌সিলিন
উপরে দেওয়া এই অ্যান্টিবায়োটিক গুলো দাউদের চিকিৎসায় সেবন করার পরামর্শ দেওয়া হয়। তবে আপনি কখনোই চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন করবেন না। কেননা একজন চিকিৎসকয় আপনার রোগের ধরণ দেখে এন্টিবায়োটিক সেবন করার পরামর্শ দিবেন। যদি এন্টিবায়োটিক সেবন করতে চান সেক্ষেত্রে চিকিৎসকের সাথে পরামর্শ করুন।

দাউদের স্থায়ী চিকিৎসা

আপনি দাউদের স্থায়ী চিকিৎসার জন্য ঔষধ ও ক্রিম ব্যবহার করতে পারেন। কেননা ঔষধ ও ক্রিম এর মাধ্যমে দাউদের স্থায়ী সমাধান করা যায়। হাজারো দাউদে আক্রান্ত রোগী রয়েছেন যারা ঔষধ সেবন করে অগ্রিম ব্যবহার করে সুস্থ হয়েছেন। এমনকি দীর্ঘদিন ধরে দাউদের সমস্যা থেকে সুস্থ আছেন। তাই আপনি দাউদের স্থায়ী চিকিৎসার জন্য ক্রিম ও ঔষধ সেবন করুন।

দাউদের মলমের নাম

উপরে দাউদের চিকিৎসায় বিভিন্ন মলম ও ক্রিম এর নাম দেওয়া হয়েছে। আপনি সেগুলো দাউদের চিকিৎসায় ব্যবহার করতে পারেন। আপনার দাউদের ধরন অনুযায়ী ঔষধ ও ক্রিম ব্যবহার করে দ্রুত সুস্থ হতে পারবেন। এছাড়া আপনি ক্যাপসুল, ঔষধ, ট্যাবলেট, ক্রিম ব্যবহার করে ছত্রাক নাশক দাউদ থেকে মুক্তি পাবেন।

লেখক এর মন্তব্য

পুরো আর্টিকেলটিতে দাউদের ক্রিম এর নাম ও দাম, দাউদের সবচেয়ে ভালো ঔষধ ট্যাবলেট, ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি ছত্রাক জনিত দাউদের সমস্যায় ভোগেন তবে কখনোই নিজে নিজে চিকিৎসা করবেন না। একজন স্ক্রিন বিশেষজ্ঞ, অথবা চর্মরোগ বিশেষজ্ঞ, চিকিৎসকের সাথে পরামর্শ করে আপনার আক্রান্ত স্থান চিকিৎসককে দেখিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করুন। 

আর্টিকেলটি ভালো লাগলে আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪