রক্ত পরিষ্কার করার সিরাপ - রক্ত পরিষ্কার করার ট্যাবলেট, উপায়, ফল

আপনার শরীরের রক্তের সমস্যা, বিভিন্ন রোগ হচ্ছে রক্ত পরিষ্কার করার সিরাপ সেবন করে সুস্থ হতে পারবেন। শরীরের রক্ত অপরিষ্কার হলে শরীরে বিভিন্ন রোগবালায় বাসা বাঁধে। শরীরের রক্ত অপরিষ্কার হলে রক্তশূন্যতা, রক্তবাহিত সংক্রমণ, থ্যালাসেমিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু, এ রোগ গুলো হয়। সবচাইতে বেশি লক্ষ্য করা যায় চর্মরোগ। তাই আপনার যদি নিয়মিত চর্মরোগ হয় সে ক্ষেত্রে আপনি রক্ত পরিষ্কার করার জন্য সিরাপ সেবন করুন। রক্ত পরিষ্কার করার ট্যাবলেট সেবন করে আপনি দ্রুত শরীরের রক্ত পরিষ্কার করতে পারবেন। রক্ত পরিষ্কার সম্পর্কে যাবতীয় বিষয় থাকছে আজকের আর্টিকেলটিতে।
রক্ত পরিষ্কার করার সিরাপ - রক্ত পরিষ্কার করার ট্যাবলেট
আমাদের শরীরের জন্য মূল্যবান সম্পদ হলো রক্ত। শরীরের এই রক্ত যদি অপরিষ্কার হয় তাহলে কি আর জীবনে সুস্থতা পাওয়া যায়। তাই রক্ত পুরোপুরি অপরিষ্কার হওয়ার আগেই রক্ত পরিষ্কার করার সিরাপ সেবন করে সুস্থ থাকুন। আপনি চাইলে রক্ত পরিষ্কার করার ট্যাবলেট ও সেবন করতে পারেন। রক্ত পরিষ্কার করার উপায়, ফল, সবজি, হোমিও ঔষধ সম্পর্কে পুরো আর্টিকেলটিতে বিস্তারিত আলোচনা করেছি। আপনার শরীরের রক্ত পরিষ্কার করবেন কিভাবে সে সম্পর্কে জানতে হলে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

পোস্ট সূচিপত্রঃ রক্ত পরিষ্কার করার সিরাপ - রক্ত পরিষ্কার করার ট্যাবলেট

রক্ত পরিষ্কার করে যেসব খাবার

রক্ত পরিষ্কার করার ঔষধ এর পাশাপাশি আপনি রক্ত পরিষ্কার করার জন্য খাবার খেয়ে সুস্থ থাকতে পারেন। শরীরের রক্ত পরিষ্কার করতে যে খাবারগুলো খেতে হবে অবশ্যই এই খাবারগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। এ খাবার গুলো বেশি বেশি খেলে কখনোই ঔষধ অথবা সিরাপ সেবন করার প্রয়োজন নেই। নিজেই হন নিজের ডাক্তার রোগ আর ধারে কাছে আসতে পারবে না। নিচে রক্ত পরিষ্কার করে যেসব খাবার তা হলঃ
  • বিট, পালং শাক
  • রসুন, আদা, হলুদ
  • ব্রোকলি, গাজর, লেবু
  • আপেল, গ্রিন টি, আঙ্গুর
  • পেয়ারা, ব্লুবেরি, পেঁয়াজ
  • কুমড়া, শসা, মেথি
এই ফলগুলো ও সবজিগুলো নিয়মিত খেলে শরীরের রক্তের বর্জ্য পদার্থ শরীর থেকে দূর করে। রক্তের বিশুদ্ধতা বৃদ্ধি করতে সাহায্য করে।

রক্ত পরিষ্কার করার উপায়

শরীরের রক্ত পরিষ্কার রাখার জন্য নিয়মিত আপনাকে রক্ত পরিষ্কার করে এরকম খাবার খেতে হবে। রক্তের বিষাক্ত পদার্থ দূর করে রক্তকে বিশুদ্ধ রাখে অনেক খাবার। আপনি খাবার খাওয়ার মাধ্যমে, রক্ত পরিষ্কার করার সিরাপ সেবন করার মাধ্যমে, রক্ত পরিষ্কার করার ট্যাবলেট সেবন করার মাধ্যমে রক্ত পরিষ্কার রাখতে পারবেন। তবে আপনি যদি ঘরোয়া উপায় রক্ত পরিষ্কার রাখতে চান সে ক্ষেত্রে নিম্নে দেওয়া এই খাবারগুলো খেতে পারেনঃ
  • বিশুদ্ধ পানি পান করুন
  • পুষ্টিকর ফল খান
  • সবুজ শাকসবজি খান
  • রক্তের জন্য উপকারী ফলমূল খান
  • নিয়মিত ব্যায়াম করুন
  • গ্রিন টি পান করুন
  • নিয়মিত আদা চা খান
  • পর্যাপ্ত পরিমাণে ঘুমান
রক্ত পরিষ্কার করতে বিশুদ্ধ পানি প্রচুর পরিমাণে পান করুন রক্ত পরিষ্কার থাকবে। নিয়মিত পুষ্টি সমৃদ্ধ ফলমূল খেতে পারেন বিট, গাজর, আপেল, স্ট্রবেরি, ব্লুবেরি। খাবারের পাশাপাশি নিয়মিত ব্যায়াম করুন এতে শরীরের রক্ত পরিষ্কার থাকবে। পর্যাপ্ত ঘুম শরীরের রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে। এছাড়া গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা শরীরের ক্ষতিকর টক্সিন দূর করতে সাহায্য করে। আশা করি এই উপায় গুলো মেনে চললেই আপনার শরীরের রক্ত পরিষ্কার থাকবে।

রক্ত পরিষ্কার করার সিরাপ

আপনার শরীরের যদি রক্ত পরিষ্কার হয় সেক্ষেত্রে রক্ত পরিষ্কার করার জন্য ঔষধ অথবা সিরাপ সেবন করতে পারেন। যাদের রক্ত অপরিষ্কার তারা বিভিন্ন ধরনের রোগ দ্বারা আক্রান্ত হন। শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। বিশেষ করে রক্ত জনিত সমস্যা গুলো। সবচাইতে রক্ত দূষিত হলে চর্মরোগ গুলো বৃদ্ধি পায়। 

তাই রক্তজনিত সমস্যা থেকে দূরে থাকতে রক্ত পরিষ্কার রাখা প্রত্যেকটি ব্যক্তির করণীয়। এতে শরীর সুস্থ থাকে পাশাপাশি রোগের হাত থেকে দূরে থাকবেন। বাজারে বিভিন্ন নামের বিভিন্ন দামের একাধিক কোম্পানির রক্ত পরিষ্কার করার সিরাপ রয়েছে। নিচে একাধিক কোম্পানির সিরাপ এর নাম দেওয়া হলঃ
  • Bhargava Sarsaparilla Syrup
  • Safi syrup
  • Sophera syrup
  • Chirol syrup
  • Amalki syrup
  • Himalaya Pilex syrup
  • Himalaya Liv 52 syrup
  • Dabur Khadirarishta syrup
  • Ayurveda Khadirarishta syrup
  • Pailin syrup
  • Aloe Blood Purifier syrup
  • Dabur Active Blood Purifier Syrup
উপরের প্রত্যেকটি সিরাপ রক্ত পরিষ্কার করার চিকিৎসায় সেবন করার পরামর্শ দেওয়া হয়। আপনি এই সিরাপ গুলোর মধ্যে থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোন সিরাপ কিনে নির্দেশিকা অনুযায়ী সেবন করুন। প্রিয় পাঠক আশা করি রক্ত পরিষ্কার করার সিরাপ সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন।

রক্ত পরিষ্কার করার ট্যাবলেট
রক্ত পরিষ্কার করার সিরাপ - রক্ত পরিষ্কার করার ট্যাবলেট

যাদের রক্ত অপরিষ্কার শরীরের রক্তের জন্য বিভিন্ন রোগবালাই হচ্ছে তারা রক্ত পরিষ্কার করার ট্যাবলেট সেবন করুন। শরীরের রক্ত দ্রুত পরিষ্কার হবে রোগবালাই থেকে সুস্থ হবেন। বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামের রক্ত পরিষ্কার করার ট্যাবলেট রয়েছে। আপনি সেই ট্যাবলেট গুলো সেবন করতে পারেন। নিচে বিভিন্ন কোম্পানির রক্ত পরিষ্কারক ট্যাবলেট এর নাম দেওয়া হলোঃ
  • Himalaya Manjishta Tablet
  • Safi Tablet
  • Bepure Blood Purifier Tablet
  • Banyan Botanicals Blood Cleanse Tablets
  • Hemoclin-T Tablet
  • Dabur Chandraprabha Vati
  • Himalaya Pilex Tablet
  • Himalaya Pilex Tablet
উপরের প্রত্যেকটি ট্যাবলেটই রক্ত পরিষ্কারের চিকিৎসায় করার পরামর্শ দেওয়া হয়। আপনি চাইলে এই ট্যাবলেট গুলো কেমন করে রক্ত পরিষ্কার করতে সক্ষম হবেন। অবশ্যই এই ওষুধগুলো সেবন করার পূর্বে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করুন।

কি খেলে রক্ত পরিষ্কার হয়

রক্ত পরিষ্কার করার জন্য বিভিন্ন উপায় রয়েছে। আপনি ঔষধ খেয়ে, সিরাপ সেবন করে, ঘরোয়া উপায়ে, বিভিন্ন পুষ্টি সমৃদ্ধ খাবার খেয়ে, শরীরের দূষিত রক্ত পরিশোধন করে এরকম খাবার খেয়ে রক্ত পরিষ্কার করতে পারেন। বিভিন্ন সবুজ শাকসবজি, ফলমূল, খেলে রক্ত পরিষ্কার হয়। রক্ত পরিশোধন করে এরকম ফলমূল বিট, গাজর, আপেল, স্ট্রবেরি, ব্লুবেরি, এ ফলগুলো খেলে রক্ত পরিষ্কার হয়। যদি খাবার না খেয়ে ওষুধ খেয়ে রক্ত পরিষ্কার করতে চান সে ক্ষেত্রে রক্ত পরিষ্কার করার ট্যাবলেট সেবন করুন।

রক্ত পরিষ্কার করার ঘরোয়া উপায়

ঘরে বসে কোন ঔষধপত্র সেবন না করেই যে উপায় অনুসরণ করে শরীরের রক্ত পরিষ্কার করা হয় সেটাই ঘরোয়া উপায়। আপনি ঘরে বসে শরীরের রক্ত পরিষ্কার করার জন্য বিভিন্ন ধরনের ফলমূল খেতে পারেন। যে খাবারগুলো দূষিত রক্ত দূর করে নতুন রক্ত কণিকা তৈরি করতে সাহায্য করে এমন খাবার গ্রহণ করুন। বিশেষ করে বেশি বেশি লাল শাক, গাজর, বিট, ব্লুবেরি কি খাবারগুলো খেতে পারেন। রক্ত পরিষ্কার করার ঘরোয়া উপায় গুলো নিচে দেওয়া হলঃ
  • পর্যাপ্ত পরিমাণে পানি
  • রসুন
  • নিমপাতার রস
  • হলুদ
  • তাজা ফল
  • সবুজ শাকসবজি
  • আদা
  • বিটরুট
  • পালং শাক
  • তুলসী পাতা
  • ব্যায়াম
পর্যাপ্ত পরিমাণে পানি পান করুনঃ নিয়মিত পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার পানি পান করলে রক্ত পরিষ্কার হয়। শরীরের কিডনি রক্ত থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে তাই নিয়মিত পানি পান করুন।

রসুনঃ রসূলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের টক্সিন কমাতে সাহায্য করে। শরীরের টক্সিন কমার ফলে রক্তে থাকা দূষিত পদার্থ দূর হয়।

নিমপাতার রসঃ নিম পাতা অথবা নিম পাতার রস অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে। নিমপাতা অত্যন্ত গুনাগুন সম্পন্ন। নিম পাতার রস অথবা নিয়মিত নিম পাতা দিয়ে চা খেলে পরিষ্কার হয়।

হলুদঃ শরীরের রক্ত পরিষ্কার করতে হলুদ অত্যন্ত কার্যকরী। হলিডে রয়েছে কারকিউমিন যা শরীরের ক্ষতিকর টক্সিন দূর করতে সাহায্য করে। নিয়মিত এক চিমটি হলুদ পানির সাথে অথবা দুধের সাথে মিশিয়ে পান করুন।

তাজা ফলঃ রক্ত পরিষ্কার করার সিরাপ এর পাশাপাশি নিয়মিত তাজা ফল খেতে পারেন। তাজা ফল শরীরের ক্ষতিকর টক্সিন দূর করে। রক্তের দূষিত পদার্থ দূর করতে সাহায্য করে। নিয়মিত আপেল, গাজর, বিটরুট, স্ট্রবেরি, ব্লুবেরি রক্ত পরিষ্কার করতে সাহায্য করে।

সবুজ শাকসবজিঃ রক্ত পরিষ্কার করতে সবুজ শাক সবজির কোন জুড়ি নেই। সবুজ শাকসবজি রক্তের জন্য অত্যন্ত উপকারী। নিয়মিত সবুজ শাকসবজি খেলে রক্তে থাকা টক্সিন দূর হয়। ফলে রক্ত বিশুদ্ধ হয়।

আদাঃ নিয়মিত আদা চা অথবা কাঁচা আদা চিবিয়ে খেলে শরীরের রক্ত চলাচল বৃদ্ধি করে। এছাড়া আদাতে রয়েছে রক্তের জন্য প্রয়োজনীয় উপাদান।

বিটরুটঃ বিটরুট শরীরের জন্য অত্যন্ত উপকারী। বিটরুট লিভার কে সুস্থ রাখতে সাহায্য করে। বিটরুটে থাকা উপাদান রক্তের ক্ষতিকর টক্সিন ও রেডিক্যাল দূর করে।

পালং শাকঃ পালং শাক শরীরের রক্ত পরিশোধনের জন্য অত্যন্ত উপকারী। পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যার শরীরের রক্তে অক্সিজেন বৃদ্ধি করতে সাহায্য করে।

তুলসী পাতাঃ তুলসী পাতা শরীরের রক্ত পরিষ্কার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তুলসী পাতাতে রয়েছে এন্টি ব্যাকটেরিয়াল উপাদান। নিয়মিত তুলসী পাতা অথবা তুলসী পাতার রস হালকা মধুর সাথে খেলে শরীরের রক্ত পরিষ্কার হয়।

ব্যায়ামঃ শরীরের জন্য উপকারী ব্যায়াম এটা কে না জানে। আপনি যদি প্রতিনিয়ত ব্যায়াম করতে পারেন আপনার শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে। রক্ত সঞ্চালন বৃদ্ধি হলে রক্তে থাকা টক্সিন দূর হয়। তাই আপনি শরীরের রক্ত পরিষ্কার করার জন্য নিয়মিত ব্যায়াম করুন।

উপরে দাও প্রত্যেকটি উপায় ঘরোয়া উপায় হিসেবে অনুসরণ করতে পারেন। এই উপায় গুলো অনুসরণ করে আপনি দ্রুত শরীরের দূষিত রক্তকে পরিষ্কার রক্তে পূর্ণ করতে পারবেন। আপনি চাইলে এই উপায় গুলোর পাশাপাশি রক্ত পরিষ্কার করার সিরাপ অথবা রক্ত পরিষ্কার করার ট্যাবলেট সেবন করতে পারেন দ্রুত ভালো ফলাফল পাবেন।

রক্ত পরিষ্কার করে যেসব ফল

যাদের শরীরের রক্তে টক্সিন এর মাত্রা বেশি তারা চাইলে ফল খেয়ে রক্ত পরিষ্কার করতে পারেন। নিয়মিত ফল খেলে রক্তে থাকা ক্ষতিকর টক্সিন দূর হয়। কিন্তু রক্ত পরিষ্কার করতে কোন ফলগুলো খাবেন অনেকে জানেন আবার অনেকেই জানেন না। ফল শরীরের বিভিন্ন পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। শরীরে নতুন রক্ত কণিকা বৃদ্ধি করতে সাহায্য করে। রক্ত পরিষ্কার করে যেসব ফল তার একটি তালিকা নিচে দেওয়া হলঃ
  • আপেল, লেবু, বিটরুট
  • কমলা, আঙুর, পেয়ারা,
  • স্ট্রবেরি, ব্লুবেরি, বেরি
  • আনারস, পেঁপে, ডালিম,
  • তরমুজ, আম, লিচু
  • কিউই, চেরি, কলা
  • কাঁচা নারিকেল, রেম্পবেরি
উপরে দেওয়া এই ফলগুলো খেলে শরীরের রক্ত পরিষ্কার হয়। আপনি আপনার সাধ্যমত এই ফলগুলো খাওয়ার চেষ্টা করুন।

কোন সবজি খেলে রক্ত পরিষ্কার হয়

কোন সবজি খেলে রক্ত পরিষ্কার হয় অনেকেই জানেন না। রক্ত পরিষ্কার করার জন্য সবজি অত্যন্ত উপকারী। বিভিন্ন ওষুধপত্র সেবন করার চাইতে ঘরোয়া উপায়ে ফলমূল শাকসবজি খেয়ে সুস্থ থাকা অনেক ভালো। নিয়মিত শাকসবজি খেয়ে রক্ত পরিষ্কার করার কোন সাইড ইফেক্ট নেই। যে সবজি খেলে রক্ত পরিষ্কার হয় সেগুলো নিচে দেওয়া হলঃ
  • পালং শাক, ব্রুকলি
  • মেথি শাক, ধনিয়া পাতা
  • কাঁচা পেঁয়াজ, বিটরুট
  • গাজর, করলা,
  • বাঁধাকপি, ফুলকপি
  • মিষ্টি কুমড়া, লাউ
  • শসা, পুদিনা পাতা
  • মুলা, পটল
  • ক্যাপসিকাম, লেটুস পাতা
এই সবজিগুলো খেলে শরীরের রক্ত পরিষ্কার হয়। এই সবজিগুলোতে প্রচুর পরিমাণে এন্টিঅক্সিডেন্ট রয়েছে। এই সবজিগুলো খেলে রক্তের ক্ষতিকর টক্সিন দূর করতে সাহায্য করে, রক্তে অক্সিজেন সরবরাহ করে, ফলে রক্ত পরিষ্কার হয়।

রক্ত পরিষ্কার করার হোমিও ঔষধ

রক্ত পরিষ্কার করার সিরাপ, রক্ত পরিষ্কার করার ট্যাবলেট এর পাশাপাশি রক্ত পরিষ্কার করার হোমিও ঔষধ সেবন করে রক্ত পরিষ্কার করা যায়। অন্যান্য ওষুধগুলোর মতোই হোমিও ঔষধ সেবন করে আপনার শরীরের দূষিত রক্ত দূর করে রক্ত পরিষ্কার করতে পারবেন। বাজারে বিভিন্ন নামের হোমিও ঔষধ পাওয়া যায় আপনি সেই ওষুধগুলো সেবন করে শরীরের রক্ত পরিষ্কার করতে পারবেন। রক্ত পরিষ্কার করা যায় এরকম কিছু হোমিও ঔষধের নামের তালিকা নিচে দেওয়া হলঃ
  • Berberis vul
  • Sarsaparilla 500ml
  • Carduus Marianus
  • R 60 blood purifier
  • J. BUKSH Echinacea Ang- Q
  • Biofungin Tonic
উপরের এই ওষুধগুলো হোমিও চিকিৎসকরা শরীরের রক্ত পরিষ্কার করার জন্য সেবন করার পরামর্শ দেন। আপনি চাইলে এই ওষুধগুলো সেবন করতে পারেন। তবে অবশ্যই সেবনের পূর্বে একজন হোমিও চিকিৎসকের পরামর্শ নিন।

লেখক এর মন্তব্য

অনেকে রক্ত পরিষ্কার করার সিরাপ, রক্ত পরিষ্কার করার ট্যাবলেট, রক্ত পরিষ্কার করার বিভিন্ন উপায় সম্পর্কে জিজ্ঞাসা করেন। আজকের আর্টিকেলটি তাদের উদ্দেশ্যে লেখা। এই আর্টিকেলটিতে শরীরের রক্ত পরিষ্কার করার বিভিন্ন উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন। এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটের নিয়মিত ভিজিট করুন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪