বেশি কান্না করলে কি হয় - বেশি কান্না করলে চোখের কি ক্ষতি হতে পারে
তাহলে বেশি কান্না করলে কি হয় ও বেশি কান্না করলে চোখের কি ক্ষতি হয় সে সম্পর্কে জানতে পারবেন।এছাড়াও আরো জানতে কান্না কি ও কান্নার অপকারিতা এবং কান্না করলে মাথা ব্যথা করে কেন তা সম্পর্কে। পাশাপাশি ছোট বাচ্চার কান্না থামানোর উপায় ও বাচ্চা কান্না করলে কোন সূরা পড়তে হয় তার ধারণা পাবেন। যারা বেশি কান্না করলে কি হয় ও বেশি কান্না করলে চোখের কি ক্ষতি হয় তা সহ অন্যান্য বিষয়ে জানতে চান তাদের জন্য পোস্টটি গুরুত্বপূর্ণ। চলুন শুর করি বেশি কান্না করলে কি হয় ও বেশি কান্না করলে চোখের কি ক্ষতি হয় সে সহ অন্য সব বিষয়ের পোস্টটি।
সূচিপত্র: বেশি কান্না করলে কি হয় - বেশি কান্না করলে চোখের কি ক্ষতি হতে পারে
- কান্না কি - কান্নার অপকারিতা
- বেশি কান্না করলে কি হয়
- বেশি কান্না করলে চোখের কি ক্ষতি হয়
- ছোট বাচ্চার কান্না থামানোর উপায়
- বাচ্চা কান্না করলে কোন সূরা পড়তে হয়
- শেষ কথা
কান্না কি - কান্নার অপকারিতা
"কান্না" এই শব্দটির সাথে আমরা প্রতিনিয়তই পরিচিত হয়। কান্না নামক কথাটি দ্বারা একটি দুঃখ জনক কোনো কিছু কে বোঝায়। আমাদের সাথে যখন কোনো অতি দুঃখজনক ঘটনা ঘটে এবং এইটা যখন আমরা সহ্য করতে পারি না তখন আমাদের ভেতর থেকে কান্না চলে আসে। আবার অনেকে কোনো সুখ পেয়েও কান্না করে। আমরা সবাই কান্নার সাথে পরিচিত হলেও অধিকাংশ মানুষই কান্না কি বা এর আসল বিষয়টি সম্পর্কে জানে না। কান্নার অপকারিতা কি সে সম্পর্কেও সবার তেমন একটা ধারণা নেই। এই পাঠে আমরা কান্না কি ও কান্নার অপকারিতা সম্পর্কে আলোচনা করবো। চলুন প্রথমেই জেনে নিই কান্না কি সে সম্পর্কে।
কান্না এক প্রকারের সিক্রেটমোটর ফেনোমেনন। এটি এক ধরনের জটিল প্রক্রিয়া। যেটি চোখের ল্যাক্রিমাল আকারে চোখের ভেতর থেকে পানি আকারে বেড়িয়ে আসে। আমাদের দেহের মস্তিষ্কের সাথে ল্যাক্রিমাল গ্লান্ডের অন্তঃ যোগাযোগ আছে যার ফলে যখন মস্তিষ্কে আবেগ প্রবণ মুহূর্ত তৈরি হয়, তখন ল্যাক্রিমাল গ্লান্ডে আঘাত করে। এর থেকে আমাদের কান্না চলে আসে। কান্না আসে তখনই যখন আমাদের কষ্ট বা আবেগ সয়তে পারি না। এর ফলে চোখ থেকে হরমোন নিঃসরণ হয়। এতে আমাদের মন হালকা হয়। ফলে আমাদের কিছুটা স্বস্তি অনুভব হয়। আমাদের মধ্যে যে কান্না আসে। সেগুলো মূলত তিন ধরনের। যথাঃ মৌলিক, প্রতিবিম্ব ও আবেগীয় কান্না।
কান্নার কিছু অপকারিতা রয়েছে। তবে বড়দের কান্না আর ছোটদের কান্নার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। বড়রা সাধারণত অতিরিক্ত আবেগপ্রবণ বা কষ্ট থেকে কান্না করে। আর ছোট শিশুরা যখন কোনো কষ্ট বা ক্ষুধা অনুভব করে তখন তারা এই কান্নার মাধ্যমে সে বিষয়ে মা বাবাকে জানানোর চেষ্টা করে। তবে যারা অতিরিক্ত কান্না করে তাদের জন্য এটি পরবর্তীতে হুমকি হয়ে দাড়াতে পারে।
এটি তাদের মস্তিষ্কের জন্য ক্ষতি হতে পারে। তাছাড়া যে শিশুরা সবসময় কান্না করে সেটি মোটেও তাদের জন্য ভালো লক্ষণ নয়। এক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এই বিষয়ে। আশা করি আপনারা এই বিষয়ে বুঝতে পেরেছেন। এছাড়া বেশি কান্না করলে কি হয় ও বেশি কান্না করলে চোখের কি ক্ষতি হয় তা জানতে পরবর্তী প্যারা গুলো অনুসরণ করুন।
বেশি কান্না করলে কি হয় - কান্না করলে মাথা ব্যথা করে কেন
কান্না নামটি শুনলেই আমাদের মনে একটা কষ্ট বা আবেগ প্রবণ এর কথা মনে আসে। কান্না করলে তেমন একটা ক্ষতি হয় না। তবে বেশি কান্না করলে কিন্তু সে ব্যাপারটি মোটেই সুবিধার নয়। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা বেশি কান্না করে। কিন্তু তাদের মধ্যে অনেকে জানে না বেশি কান্না করলে কি সে সম্পর্কে। তাদের কে অবশ্যই জেনে রাখা উচিত বেশি কান্না করলে কি হয় তা সম্পর্কে। এছাড়া অনেকের কান্না করলে মাথা ব্যথা হয়। কিন্তু আপনি কি জানেন কান্না করলে মাথা ব্যথা করে কেন সে সম্পর্কে। এই পাঠে আমরা বেশি কান্না করলে কি হয় ও কান্না করলে মাথা ব্যথা করে কেন তা জানবো। চলুন জেনে নিই বেশি কান্না করলে কি হয় তা সম্পর্কে।
বেশি কান্না করলে চোখের কি ক্ষতি হয়
আরো পড়ুনঃ ৩০২ ধারা কি - ৩০২ ধারা কি জামিন যোগ্য কি
ছোট বাচ্চার কান্না থামানোর উপায়
- শিশুর কান্না থামানোর জন্য আপনার একহাতের তালু তার মাথার নিচে দিন ও অন্য হাত দিয়ে মুখে ও শরীরে আদর করুন।
- শিশুর মুখে চুষনী দিন। এতে সে ব্যস্ত থাকবে ও কান্না থামাবে।
- শিশুর কান্নার সময় মুখে শব্দ করুন। এতে সে অনেকটা শান্ত হয়ে যাবে।
- বাসায় দোলনা থাকলে সেখানে শিশুকে শুইয়ে চড়ান। এতে আরাম অনুভব করবে ও কান্না থামাবে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url